• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
‘ক্ষণিকের আহাজারি শেষে আমরা মেতে উঠব খেলা কিংবা বাদশাহর কনসার্টে’
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এরমধ্যে ৪০ জনের পরিচয় শনাক্ত হয়েছে এবং পরিবারের কাছে ৩৮টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শোকে কাতর শোবিজ অঙ্গনের তারকারাও। বিষয়টি নাড়া দিয়েছে চলচ্চিত্র অভিনেত্রী জাহারা মিতুকে, সামাজিকমাধ্যমে এ নিয়ে তিনি লিখেছেন প্রয়োজনীয় কিছু কথা।  শুক্রবার (১ মার্চ)  নিজের ফেসবুকে মিতু লিখেছেন, নিমতলী থেকে বেইলি রোড, বঙ্গবাজার থেকে নিউমার্কেট। একের পর এক ঘটে যাবে এমন ঘটনা। ক্ষণিক সময়ের আহাজারি শেষে আমরা মেতে উঠব বিপিএল-এর ফাইনাল কিংবা বাদশাহর কনসার্টের মতো কোনো ইভেন্টের আনন্দে। অথচ ভুলে যাব কাল হয়তো আমরাও হতে পারি কোনো লেলিহান শিখার গ্রাস।  তিনি আরও লেখেন, সময় এসেছে অগ্নিদুর্ঘটনা থেকে বাঁচার ক্ষেত্রে পূর্বপ্রস্তুতি রাখার। ফায়ার সার্ভিসের প্রয়োজন উন্নয়ন। প্রত্যেকটি দালানের মালিকদেরও প্রয়োজন সচেতন হওয়া। এসব শুধু বলেই যাব কিংবা লিখে। তবে কাজের কাজ আসলে হবে না কিছুই। 
০১ মার্চ ২০২৪, ১৫:০১

আড্ডায় মেতে উঠলেন বর্ষীয়ান তারকারা
একসময় পর্দা মাতাতেন অভিনয় জগতের জীবন্ত কিংবদন্তিরা। যাদের মধ্যে অনেকেই এখনও কাজ করছেন নাটক-সিনেমায়। আবার অনেকেই অভিনয় থেকে দূরে রয়েছেন। তবে এখন নিয়মিত তাদেরকে পর্দায় দেখা না গেলেও সবার সঙ্গেই বন্ধুত্বটা রয়ে গেছে। তারই ধারাবাহিকতায় এবার আড্ডায় মেতে উঠলেন বর্ষীয়ান তারকারা।   মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জনপ্রিয় অভিনেতা মাসুদ আলী খানের বাড়িতে বসে ঘরোয়া পরিসরে এক প্রাণবন্ত আড্ডা দেন তারা। শুধু তাই নয়, আড্ডার মাঝে এক ফ্রেমে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে বর্ষীয়ান তারকাদের। যেখানে উপস্থিত সব তারকারই বয়স ছিল ৭০-এর ওপর। এতো গুণী ও বর্ষীয়ান সব তারকাকে একসঙ্গে দেখে আপ্লুত তাদের ভক্তরাও। জানা গেছে, একটি ঘরোয়া আড্ডার তারিখ চূড়ান্ত করেন সংসদ সদস্য ও অভিনেতা আসাদুজ্জামান নূর। এদিন শত ব্যস্ততার মাঝেও প্রবীণ শিল্পীরা ভীষণ আগ্রহ নিয়ে অংশ নেন সেই আড্ডায়।    ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সহকর্মীদের সঙ্গে আড্ডায় মেতে উঠতে আসাদুজ্জামান নূরসহ আরও উপস্থিত ছিলেন দিলারা জামান, আবুল হায়াত, আমিরুল হক চৌধুরী, খায়রুল আলম সবুজসহ আরও অনেকে। তবে শারীরিক অসুস্থতার জন্য আড্ডায় অংশ নিতে পারেননি অভিনেত্রী মীরানা জামান ও ডলি জহুর। তাই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আবারও এমন আয়োজন বড় পরিসরে করার ইচ্ছা রয়েছে তাদের।
৩১ জানুয়ারি ২০২৪, ১৯:৩৪

‘সুর সৃষ্টির নেশায় মেতে উঠেছি, পরিচালকরা ডাকলে অবশ্যই যাব’
দেশের জনপ্রিয় গায়ক ও সুরকার আরেফিন রুমি। আবারও গানে নিয়মিত হয়েছেন তিনি। ইতোমধ্যে পড়শীর সঙ্গে তার গাওয়া ‘ওরে মন’ গানটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে শ্রোতা-দর্শকদের।  সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে নিজের কাজের নানান বিষয় নিয়ে কথা বলেছেন রুমি। এ সময় গায়ক বলেন, পরিচালকরা ডাকলে চলচ্চিত্রে গান গাইবেন তিনি। রুমি বলেন, আমি তো আবার নিজেকে ১০ বছর আগের সময়ে ফিরিয়ে নিয়ে গেছি। বলা যায়, নতুন সুর সৃষ্টির নেশায় মেতে উঠেছি। চলচ্চিত্রে কাজ বলতে— মোস্তফা কামাল রাজ মামা, শাহীন কবির টুটুল ভাই, মোস্তাফিজুর রহমান মানিক ভাইসহ হাতে গোনা কয়েকজনের সিনেমায় কাজ করেছি।    এ ছাড়া ১০ বছর আগে শাকিব খান অভিনীত ‘হিরো—দ্য সুপারস্টার’-এ একটি গান করেছিলাম। কিছুদিন আগে রাজ মামার ‘ওমর’ সিনেমার একটি গান করেছি। এরপরে আর আমাকে কেউ ডাকেননি, আমিও কারও সঙ্গে যোগাযোগ করিনি।     চলচ্চিত্রে গান করার বিষয়ে আক্ষেপ নিয়ে এই গায়ক আরও বলেন, চলচ্চিত্রে গান করার ক্ষেত্রে আমার কথা বাদই দিলাম। আমার ওস্তাদ হাবিব ওয়াহিদের মতো সংগীত পরিচালক কজন আছেন বাংলাদেশে? বছরে কয়টা চলচ্চিত্রের গান করেন তিনি? তাকে তো ডাকতে হবে! তার মতো সংগীত পরিচালক তো আর চলচ্চিত্রকারদের বলতে পারেন না ‘আমাকে একটি গান দেন’। ভক্তরা এখনও তার গানের অপেক্ষায় থাকে। অনেকেই বলেন, আমরা নাকি শ্রোতাদের বঞ্চিত করছি, নিয়মিত গান করছি না। কিন্তু কতক্ষণ নিজে থেকে গান তৈরি করা যায় বলুন? একটি গানের পেছনে অনেক শ্রম, অনেক খরচ আছে। চলচ্চিত্র নির্মাতারা আমার কাছে এসে বলুক গান করতে, আমি তাদের প্রস্তাব সাদরে গ্রহণ করব। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। খুব শিগগিরই নতুন এক গায়িকার সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন রুমি। বড় বাজেটে নাকি ভিডিও তৈরি হবে গানটির। তবে এখনই নতুন সেই কণ্ঠশিল্পীর নাম বলতে নারাজ তিনি। নতুন ওই গায়িকার সম্পর্কে রুমি জানান, মেয়েটির বেশ কয়েকটি গান ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ছাড়া সামনে পড়শীর সঙ্গে আরও কিছু গান করার পরিকল্পনা রয়েছে বলে জানান রুমি। তবে এবার তড়িঘড়ি না করে মনের মতো কিছু গান তৈরি করতে চান এই গায়ক। এমনকি নিজের কাছে ভালো না লাগলে সেই গান প্রকাশ করবেন না রুমি।     
১০ জানুয়ারি ২০২৪, ১৯:৪৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়