• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
মেঘনায় ৮০০ যাত্রী নিয়ে লঞ্চ বিকল
মুন্সীগঞ্জে মেঘনা নদীতে প্রায় ৮০০ যাত্রী নিয়ে বিকল হয়ে পড়েছে একটি লঞ্চ। ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চটি বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। সোমবার (৮ এপ্রিল) দিবাগত রাত ১০টায় গজারিয়া উপজেলার ষোলআনি এলাকায় বিকল হলে লঞ্চটি নোঙর করা হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা। তিনি বলেন, বরিশালগামী আল-সাফিন সাত্তার খান-১ নামে লঞ্চটি প্রায় ৮০০ যাত্রী নিয়ে ঢাকার সদরঘাট থেকে সন্ধ্যায় ছেড়ে আসে। গজারিয়ায় এসে লঞ্চটির ইঞ্জিন বিকল হয়ে যায়। তবে যাত্রীদের কোনো সমস্যা হয়নি। তিনি আরও বলেন, আল-সাফিন কোম্পানির আরও একটি লঞ্চ ঢাকা থেকে রওনা হয়েছে। লঞ্চটি পৌঁছালে যাত্রীদের নিয়ে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। ততক্ষণ পর্যন্ত যাত্রীদের নিরাপত্তা দেবো।
০৯ এপ্রিল ২০২৪, ১২:৪৫

মেঘনায় ট্রলারডুবি : দ্বিতীয় দিনের উদ্ধার কার্যক্রম শুরু 
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজদের খোঁজে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।  রোববার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে মেঘনা সেতু সংলগ্ন এলাকায় ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর দুটি উদ্ধারকারী ডুবুরি দল উদ্ধারকাজ পরিচালনা করছে। শনিবার দুপুরে উদ্ধার অভিযান চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন, পুলিশ কনস্টেবলের স্ত্রী মৌসুমী বেগম (২৬) ও শহরের আমলাপাড়া এলাকার মিষ্টান্ন ব্যবসায়ী টুটন দে’র মেয়ে আরাধ্য (১১)। ভৈরব নদী ফায়ার স্টেশনের ইনচার্জ আজিজুল হক রাজন গণমাধ্যমকে জানান, রোববার সকাল থেকে পুনরায় নিখোঁজসহ ডুবে যাওয়া ট্রলার উদ্ধারের জন্য আমরা অভিযান শুরু করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যই ডুবে যাওয়া ট্রলারটি তীরে ওঠাতে পারবো। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু সংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়। এদের মধ্যে সুবর্ণা বেগম নামে এক নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস, ভৈরব ফায়ার সার্ভিস, ভৈরব থানা এবং ভৈরব নৌ-থানা পুলিশ নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।
২৪ মার্চ ২০২৪, ১১:১৮

মেঘনায় ট্রলারডুবি : নিখোঁজ মা-মেয়ের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি ঘটনায় নিখোঁজ মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবরিরা।  শনিবার (২৩ মার্চ) দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। তারা হলেন পুলিশ সদস্য সোহেল রানার স্ত্রী মৌসুমি (২৫) ও তাদের মেয়ে মাহমুদা (৭)। এখনো তাদের ছেলে ছেলে রায়সুল (৫) নিখোঁজ রয়েছেন। এছাড়াও রুপা দে (৩০), তার ভাইয়ের মেয়ে আরাধ্য (১২) ও ভগ্নীপতি বেলন দে (৩৮) ও নরসিংদীর রায়পুরা এলাকার কলেজ শিক্ষার্থী আনিকা আক্তারের (১৮) মরদেহ উদ্ধার হয়নি। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক জানান, সকাল ৮টা থেকে ডুবুরিরা অভিযান শুরু করে। দুপুর ১টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া দুর্ঘটনা তলিয়ে যাওয়া নৌকাটিও শনাক্ত করা গেছে। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু সংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়। এদের মধ্যে সুবর্ণা বেগম নামে এক নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস, ভৈরব ফায়ার সার্ভিস, ভৈরব থানা এবং ভৈরব নৌ-থানা পুলিশ নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।
২৩ মার্চ ২০২৪, ১৮:৫৯

মেঘনায় ট্রলারডুবি : ধাক্কা দেওয়া বাল্কহেড জব্দ, আটক ৩
কিশোরগঞ্জের ভৈরবে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় জড়িত সন্দেহে তিন মাঝিকে আটক করেছে নৌপুলিশ। এ সময় ধাক্কা দেওয়া বালুবাহী বাল্কহেডটিও জব্দ করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) অভিযান চালিয়ে নরসিংদী রায়পুরা উপজেলার আলভি এলাকা মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়। ভৈরব নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, সন্দেহাতীতভাবে তিন মাঝি মাল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটকদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু সংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়। এদের মধ্যে সুবর্ণা বেগম নামে এক নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস, ভৈরব ফায়ার সার্ভিস, ভৈরব থানা এবং ভৈরব নৌথানা পুলিশ নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।
২৩ মার্চ ২০২৪, ১৮:৫৬

মেঘনায় ট্রলারডুবি : দুজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৬
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আট জনের মধ্যে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  শনিবার (২৩ মার্চ) দুপুর ১টার সময় এসব মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল সোয়া ৮টার দিকে তাদেরকে উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।       সবশেষ তথ্যানুযায়ী এখন পর্যন্ত নিখোঁজের সংখ্যা ৬। তাদের উদ্ধার করতে তৎপরতা চালাচ্ছে ডুবুরি দল। এর আগে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক বলেন, একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ট্রলারের ধাক্কা লেগে ডুবে গেলে গতকাল বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও ৮জন নিখোঁজ ছিল। শনিবার সকাল সোয়া ৮টার দিকে আমাদের ফায়ার সার্ভিসের ৪ সদস্যের একটি ডুবরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু সংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়। এদের মধ্যে সুবর্ণা বেগম নামে এক নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস, ভৈরব ফায়ার সার্ভিস, ভৈরব থানা এবং ভৈরব নৌ-থানা পুলিশ নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।
২৩ মার্চ ২০২৪, ১৬:৫৩

মেঘনায় ট্রলারডুবি : এখনো নিখোঁজ ৮ জন
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী ট্রলারডুবির ঘটনায় পুলিশের কনস্টেবলসহ এখনো ৮ জন নিখোঁজ রয়েছেন। শনিবার (২৩ মার্চ) সকাল থেকে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ যাত্রীরা হলেন- ভৈরব হাইওয়ে থানা পুলিশের কনস্টেবল সোহেল রানা (৩৫), তার স্ত্রী মৌসুমি (২৫), মেয়ে মাহমুদা (৭) ও ছেলে রায়সুল (৫), শহরের নিউটাউন এলাকার আরাধ্য দে, বেলাল দে, রূপা দে (৩৫) ও নরসিংদীর রায়পুরা এলাকার আনিকা আক্তার। নিখোঁজ পুলিশের কনস্টেবলের বাবা আব্দুল আলিম বলেন, ভৈরব হাইওয়ে থানায় আমার ছেলে কর্মরত ছিল। সে পরিবারসহ বিকেলে ঘুরতে বেরিয়েছিল। নৌকাডুবিতে আমার সব শেষ হয়ে গেছে। নিখোঁজ বেলন দে’র দুলাভাই প্রবির দে জানান, আমাদের ৭ জন আত্মীয় ডুবে যাওয়া নৌকায় ছিল। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে গতকাল। এখন পর্যন্ত তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক বলেন, একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ভ্রমণ ট্রলারের ধাক্কা লেগে ডুবে গেলে বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও ৮ জন নিখোঁজ হন। শনিবার সকাল সোয়া ৮টার দিকে আমাদের ফায়ার সার্ভিসের ৪ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু সংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়। এদের মধ্যে সুবর্ণা বেগম নামে এক নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস, ভৈরব ফায়ার সার্ভিস, ভৈরব থানা এবং ভৈরব নৌ-থানা পুলিশ নিখোঁজদের উদ্ধারে কাজ করছে। 
২৩ মার্চ ২০২৪, ১৪:১৩

মেঘনায় জাটকা ধরায় ৬ জেলের কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরার দায়ে ৬ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ হাজার মিটার কারেন্টজাল, ১৫ কেজি জাটকা ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। শুক্রবার (২২ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন। কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন সেকুল দেওয়ান (৫০), মো. ইদ্রিস আলী দেওয়ান (৪০), মো. শাওন দেওয়ান (২৫), মো. খবির দেওয়ান (২২), মো. কুদ্দুস দেওয়ান (৩২) ও মো. বিল্লাল হোসেন বেপারী (২০)। শুক্রবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।  তিনি বলেন, দুপুরে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে মিনি কক্সবাজার নামক স্থানে মেঘনা নদীতে জাটকা ধরা অবস্থায় হাতে নাতে ৭ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বাকি একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, মেঘনা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। জব্দকৃত জাটকা স্থানীয় গরীবদের মাঝে বিতরণ করা হয়।  নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে বলে জানান ওসি।
২২ মার্চ ২০২৪, ২১:৫৬

চাঁদপুরে মেঘনায় মাদকসহ ৪ ব্যবসায়ী আটক
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে ওই ইউনিয়নের বাঁশগাড়ি মেঘনা নদী সংযুক্ত খালের মুখে একটি স্পিডবোটসহ তাদেরকে অভিযান চালিয়ে আটক করেন থানার উপপরিদর্শক মিঠুন বালা, রিয়াজুল ইসলামসহ পুলিশ সদস্যরা। আটক মাদক ব্যবসায়ীরা হলেন- বলিশাল জেলার হিজরা থানার চরকুসুরিয়া গ্রামের ফারুক গাজী (৫০), ইয়াসিন মাতব্বর (৩২), ইলিয়াস হোসেন (২০) ও সাইফুল ইসলাম (১৯)। শুক্রবার (১ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি বলেন, আটক মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে আজ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে। নৌপথের নিরাপত্তায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
০১ মার্চ ২০২৪, ১৪:১১

চাঁদপুরের মেঘনায় জাটকা ধরায় ১৫ জেলে আটক
চাঁদপুরের মেঘনা নদীতে নিষিদ্ধ জালে জাটকা ধরায় ১৫ জেলেকে আটক করা হয়েছে। আটক জেলেদের মধ্যে বয়স বিবেচনায় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ১০ জেলেকে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ৫ জেলের প্রত্যেককে ৪ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত হাইমচর উপজেলার উপজেলা টাস্কফোর্সের অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। উপজেলা মৎস্য দপ্তর থেকে জানানো হয়, ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (প্রথম সংশোধিত) শীর্ষক’ প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্যাহর নেতৃত্বে কম্বিং অপারেশন চতুর্থ ধাপের চতুর্থ দিনে হাইমচর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের আওতায় অভিযান পরিচালনা করে ৪০ হাজার মিটার কারেন্ট জাল, ২ ইঞ্জিন বিশিষ্ট দুটি কাঠের নৌকা এবং ১৫ জেলাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল ফয়সাল। এ সময় আরও উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ, মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কোস্টগার্ড হাইমচর আউটপোস্টের কনটিনজেন্ট।
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৮

মেঘনায় এক লাখ মিটার কারেন্ট জালসহ জাটকা জব্দ
চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন এলাকা পৃথক ৩টি বিশেষ অভিযান কম্বিং অপারেশন চালানো হয়। এ সময় এসব অভিযানে ১ লাখ মিটার কারেন্টজাল, ১টি বেহুন্দি, ৮টি মশারি জাল এবং ২৮ কেজি জাটকা জব্দ করা হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চাঁদপুর সদরে মেঘনা নদীর বিভিন্ন এলাকা বিশেষ অভিযান কম্বিং অপারেশন চালানো হয়। এর মধ্যে সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান করে ৪০ হাজার মিটার কারেন্টজাল ও ২৪ কেজি জাটকা জব্দ করা হয়। বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অভিযানে জব্দ করা হয় ৩০ হাজার মিটার কারেন্টজাল ১টি মশারি জাল এবং ৪ কেজি জাটকা। দিনের সর্বশেষ অভিযান পরিচালনা করা হয় সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এ সময় জব্দ করা হয় ৩০ হাজার মিটার কারেন্টজাল, ১টি বেহুন্দি ও ৭টি মশারি জাল। জব্দকৃত সব ধরনের জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত জাটকা স্থানীয় গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এসব অভিযানে সহযোগিতা করেন শাহরাস্তি উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক আহমেদ, সদর উপজেলার ক্ষেত্র সহকারী জামিল হোসেন, নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়