• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহের মূল্য নির্ধারণ
আসন্ন বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের মূল্য নির্ধারণ করেছে সরকার। অভ্যন্তরীণ বাজার থেকে ১৭ লাখ টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  রোববার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সভায় আসন্ন বোরো সংগ্রহ ২০২৪ মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল, আতপ চাল ১ লাখ টন এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা এবং গম ৩৪ টাকা। এসময় আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী  নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম প্রমুখ। ২০২৩ সালে ধান-চালের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ধান ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকা।  
২১ এপ্রিল ২০২৪, ১৪:৩২

২৯ পণ্যের মূল্য বেঁধে দেওয়া অযৌক্তিক : দোকান মালিক সমিতি
সরকার ২৯টি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে। তবে ওই দাম নির্ধারণ করে দেওয়াকে অবিবেচনা, অসার, অর্থহীন ও কল্পনাপ্রসূত আখ্যা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে এ দামকে অন্তর্ঘাতমূলক সিদ্ধান্ত দাবি করে কৃষি বিপণন অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি (বিডিএমএস)।  মঙ্গলবার (১৯ মার্চ) দোকান মালিক সমিতির কেন্দ্রীয় দপ্তরে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সমিতির সভাপতি হেলাল উদ্দিন। এ সময় মহাসচিব জহিরুল হক ভূঁইয়াসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, মুক্তবাজার অর্থনীতিতে দাম নির্ধারণ করে দেওয়া যায় না। এখন ২৯ পণ্যের দর নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমরা এ দামে এসব পণ্যগুলোকে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বিক্রয়ের অনুরোধ জানায়। একই সঙ্গে পণ্যগুলোর বিক্রিত লাভ দিয়ে কর্মকর্তারা বেতন নেবেন। হয় তাদের বেঁধে দেওয়া দামে কৃষি বিপণনকে বিক্রি করতে হবে, না হলে এ প্রজ্ঞাপন স্থগিত করতে হবে। আমরা এ দামে বিক্রি করতে পারবো না। দাম বেঁধে দেওয়াটা অযৌক্তিক-অবাস্তব ও অর্থহীন। হেলাল উদ্দিন বলেন, ক্রেতার সন্তুষ্টিই বিক্রেতার কাম্য। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় এ শ্রেণির ব্যবসায়ীরা পণ্যের দাম ভোক্তার নাগালের মধ্যে রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নিকট ৭ দফা দাবি পেশ করছি। দোকান মালিক সমিতির ৭ দফা দাবির মধ্যে রয়েছে- ১. ২৯ পণ্যের মূল্যনির্ধারণ অবিবেচনা, অসার, অর্থহীন ও কল্পনাপ্রসূত। তাই এখনই প্রজ্ঞাপনটি স্থগিত করতে হাবে। অন্যথায় ব্যবসা বন্ধ করা ছাড়া আমাদের উপায় থাকবে না। ২. বিভিন্ন পণ্যের আমদানি ও উৎপাদনের সঠিক পরিসংখ্যান নিশ্চিত করতে হবে। ৩. টিসিবির সক্ষমতা বৃদ্ধি করতে হবে। প্রাথমিকভাবে পণ্য আমদানি করে বিপননের ব্যবস্থা করতে হবে। এতে বােঝা যাবে ব্যক্তি খাতের সঙ্গে সরকারি খাতের পার্থক্য কত। ৪. বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজাতে হবে। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য একই মন্ত্রনালয়ের অধীনে নিয়ে আসতে হবে। ৫. বাজারের চাহিদা অনুযায়ী পর্যান্ত সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ৬. ব্যবসায়ীদেরকে বিভিন্ন সংস্থার চাপমুক্ত অবস্থায় ব্যবসা করার সুযোগ দিতে হবে। ৭. নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের ওপর আরোপিত সকল প্রকার ট্যাক্স ভ্যাট কমিয়ে সহনশীল পর্যায়ে আনতে হবে। গত ১৫ মার্চ ২৯টি কৃষিপণ্যের মূল্য নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। জারিকৃত প্রজ্ঞাপনে অধিদপ্তর জানায়, কৃষি বিপণন আইন ২০১৮ এর ৪(ঝ) ধারার ক্ষমতাবলে কতিপয় নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত দামে কৃষিপণ্য ক্রয়–বিক্রয়ের অনুরোধ করা হলো।
১৯ মার্চ ২০২৪, ১৫:০৮

এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা আজ 
ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণের ঘোষণা হবে আজ। রোববার (৩ মার্চ ) দুপুর ৩টায় নতুন দর ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়। একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়ায় বিইআরসি। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার নির্ধারণ করা হয় ৬৭ টাকা ৭৬ পয়সা।  উল্লেখ্য, ২০২৩ সালে ৫ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। গত বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম বেড়েছিল ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে।
০৩ মার্চ ২০২৪, ১১:৫১

খেজুরের মূল্য নির্ধারণ রোববার
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, রোববার (৩ মার্চ) খুচরা ও পাইকারি পর্যায়ে খেজুরের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হবে।   তিনি বলেন, দেশে বাণিজ্যিক বস্তায় আসা জায়েদি খেজুরের দাম নির্ধারণ করে দেওয়া হবে। এতে দাম কমে আসবে। আশা করি যৌক্তিক মূল্যেই সাধারণ মানুষ রমজানে খেজুর দিয়ে ইফতার করতে পারবেন। শনিবার (২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ‘অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইমেন এন্টারপ্রেনার্স বাংলাদেশ’ আয়োজিত এক অনুষ্ঠান শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এসব কথা বলেন। তিনি বলেন, আমরা ব্যবসায়ীদের সমস্যা নিরসন করে দেবো, কিন্তু কোনো অজুহাত শুনবো না। যৌক্তিক কারণ ছাড়া রমজানে কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্য দেরিতে ছাড়ের সুযোগ নেই। আমাদের টার্গেট শুধু রমজান নয়, রমজান মাসের পরও নিত্যপণ্যের বাজার স্বাভাবিক থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশ কোনো ব্যবসায়ী বা গোষ্ঠীর হাতে সাধারণ মানুষ জিম্মি থাকবে না। এক কোটি মানুষ টিসিবির তেল-চিনিসহ কয়েকটি নিত্যপণ্য ভর্তুকি মূল্যে পাবে। তিনি আরও বলেন, আমাদের টার্গেট রমজানে যেন ভোক্তাদের বেশি দামে পণ্য কিনতে না হয়। তেলে ভ্যাট-ট্যাক্স কমানোর চিঠি দিয়েছি যার প্রভাব রমজানে পড়বে। খেজুর প্রায় ১০ ধরনের রয়েছে। ব্যবসায়ীদের একমাস সময় দিয়েছি দাম কমানোর।
০২ মার্চ ২০২৪, ১৭:১৪

দুবাইয়ে বাংলাদেশির প্রাণের মূল্য মাত্র ৩৫ হাজার টাকা!
আরব আমিরাতের দুবাইয়ে সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর তিন সপ্তাহ পেরিয়ে গেলেও নানান জটিলতায় তার মরদেহ এখনো দেশে আসেনি। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নিহত সাইফুল ইসলাম দুবাইয়ের একটি প্রতিষ্ঠানের হয়ে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। গত ৩১ জানুয়ারি সাইকেলে করে তিনি কাজে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এখনও গাড়িটি বা তার চালককে শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে সাইফুলের নিয়োগকারী প্রতিষ্ঠানটি তার পরিবারকে মাত্র ১ হাজার ২০০ দিরহাম (৩৫ হাজার টাকা) ক্ষতিপূরণ দিয়ে মরদেহ দেশে পাঠাতে চাচ্ছে। কিন্তু নিহত সাইফুলের প্রবাসী চাচাত ভাই সালাউদ্দিন জানিয়েছেন, তারা মাত্র ৩৫ হাজার টাকার ক্ষতিপূরণের মাধ্যমে তার মরদেহ বাংলাদেশে পাঠাতে দেবেন না। তিনি বলেছেন, সাইফুলের মরদেহ মর্গে পড়ে আছে। সে যে প্রতিষ্ঠানের হয়ে কাজ করতো, তারা সব কাগজপত্র সম্পন্ন করে মরদেহ বাংলাদেশে পাঠাতে চাচ্ছে। কিন্তু তার পাওনা পরিশোধ করছে না। সে এই প্রতিষ্ঠানের হয়ে এক বছর কাজ করেছে। তার জীবনের মূল্য কি মাত্র ১ হাজার ২০০ দিরহাম? পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং পাওনাদি পরিশোধ না করা পর্যন্ত আমরা মরদেহ পাঠাতে দেব না। দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আরিফুর রহমান বলেছেন, সাইফুল বৈধভাবে দুবাইয়ে এসেছিলেন। ফলে ক্ষতিপূরণ হিসেবে তার পরিবার তিন লাখ টাকা পাবে। এ ছাড়া মরদেহ দেশে ফিরিয়ে আনতে যে ৩৫ হাজার টাকা খরচ হবে, সেটিও ওই প্রতিষ্ঠান দেবে। এদিকে সাইফুলের স্ত্রী জেসমিন জানান, তাদের তিন বছর বয়সী একটি মেয়ে এবং সাত মাস বয়সী একটি ছেলে রয়েছে। দুই শিশুকে নিয়ে তিনি এখন কীভাবে জীবন পার করবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তিনি প্রশ্ন করেন, মাত্র ৩৫ হাজার টাকা দিয়ে কীভাবে এই শিশুদের বড় করব। আমরা চায় ওই ঘাতককে গ্রেপ্তার করা হোক এবং তার কাছ থেকেও ক্ষতিপূরণ আদায় করা হোক।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৮

আবারও ঢাকায় ফিরেছে বিপিএল, জানা গেল টিকিটের মূল্য
চট্টগ্রাম পর্ব শেষে দুই দিন বিরতির আবারও ঢাকায় ফিরছে বিপিএল। লিগ পর্বের শেষ দুই ম্যাচ সহ আসরের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচগুলো জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। এসব ম্যাচেও মিরপুর স্টেডিয়ামের টিকিটমূল্য একই রাখা হয়েছে। এবার টিকিটের (সাধারণ গ্যালারির) সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২০০ টাকা। আর গ্র্যান্ডস্ট্যান্ড টিকিটে সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ৪০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউজ ৮০০ টাকা ও ভিআইপি স্ট্যান্ডের প্রবেশ মূল্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে, পাওয়া যাবে অনলাইনেও। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। আগামী শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাউন্ড রবিন পর্বের বাকি দুটি ম্যাচে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স-সিলেট স্ট্রাইকার্স। এরপর ২৫ ফেব্রুয়ারি দুটি এলিমিনেটর ম্যাচ, ২৭ ফেব্রুয়ারি কোয়ালিফায়ার ও আগামী ১ মার্চ বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম পর্ব শেষে প্লে-অফ নিশ্চিত করেছে তিন দল। তাদের মধ্যে ১৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রংপুর রাইডার্স, ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তিনে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পয়েন্ট ১৪। চার ও পাঁচে থাকা ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের মধ্যে একটি দল প্লে-অফের টিকিট পাবে। এক্ষেত্রে এগিয়ে আছে তামিম ইকবালের বরিশাল। 
২১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪১

টিভি বিজ্ঞাপন মূল্য নিয়েও টিআইবির ভুল তথ্য
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবির ট্র্যাকিং রিপোর্টে কিছু অসঙ্গতি পাওয়া পাওয়া গেছে। এর মধ্যে বিটিভি’র রাত ৮টার সংবাদে নির্বাচন সম্পর্কিত সব প্রতিবেদনে দেখানো হয়েছে প্রচারণা হিসেবে। আর এসব সংবাদের প্রতি ১০ সেকেন্ডের মূল্য ধরা হয়েছে ১৫০০০ টাকা। এছাড়া অনএয়ার ডাটাতেও গড়মিল পাওয়া গেছে। টিআইবির এই রেটের সাথে বিটিভি নির্ধারিত টেরিস্টেরিয়াল রেটের কোন মিল পাওয়া যায়নি। টিআইবির দেওয়া তথ্যমতে, গত ৫ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত রাত ৮ টার খবরে ৪৯৩ মিনিট ২৭ সেকেন্ড নির্বাচন সম্পর্কিত সংবাদ প্রচার করা হয়েছে। আর এই সময়ের অনএয়ার মূল্য বলা হয়েছে ৪ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৫০০ টাকা। অর্থাৎ প্রতি সেকেন্ডের মূল্য ১৫০০ টাকা।  টিআইবির প্রতিবেদনে ৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ১২২ মিনিট ২৭ সেকেন্ড এবং ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ৩৭১ মিনিট নির্বাচন সম্পর্কিত সংবাদ প্রচার করা হয়েছে। আর নির্বাচনী সব সংবাদকে প্রচারণা হিসেবে দেখিয়েছে টিআইবি।  এই অনএয়ার হিসেবের যোগফলেও ভুল তথ্য। মোট সম্প্রচার ৪৯৩ মিনিট ২৭ সেকেন্ড বলা হলেও মোট সম্প্রচার ৪৯১ মিনিট ২৮ সেকেন্ড। এর মধ্যে ৫ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ১২৬ মিনিট ৪৮ সেকেন্ড এবং ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ৩৬৪ মিনিট ২৯ সেকেন্ড। বিটিভি বিজ্ঞাপন আকারে কোন সংবাদ প্রচার করেনা। রাত ৮টায় বিটিভির সুপার পিক টাইম শুরু হয়, যা শেষ হয় রাত ১২টায়। সংবাদ শুরুর ঠিক আগের প্রতি ১০ সেকেন্ডের মূল্য ৬,৬৬৭ টাকা এবং সংবাদের আগে সাড়ে ৫হাজার টাকা। আর বিরতিতে ১০,৮৩৪ টাকা। টিআইবির প্রতিবেদনে সংবাদের মূল্য নির্ধারণ এই তিনটির কোনটিতেই পড়েনা। বিটিভির এই বিজ্ঞাপন মূল্যহার ‘পিক টাইম’ সংবাদের মাঝে প্রচারিত ‘স্পট বিজ্ঞাপন’ ক্যাটাগরির প্রতি ১০ সেকেন্ডের মূল্যহার হিসেবে ধরা হয়েছে বলে দাবি করেছে টিআইবি। বস্তুত এই স্পট বিজ্ঞাপন আলাদা কিছু নয়। বিটিভির ওয়েবসাইটে দেওয়া মূল্য তালিকায় দেখা গেছে, তাদের বিজ্ঞাপন স্পটগুলো হলো- সংবাদের শুরু ঠিক আগে বা সংবাদ শেষের পরে, সংবাদের আগে বা পরে, সংবাদের মধ্য বিরতিতে। এখানেই টিআইবির প্রতিবেদনে অসঙ্গতি দেখা গেছে। সংবাদকে মোট ৬টি ভাগে ভাগ করা হয়েছে, এতে প্রতি ১০ সেকেন্ডের দাম দেখানো হয়েছে ১৫ হাজার টাকা। যা প্রতি মিনিটের দাম হিসেব করলে দাঁড়ায় ৯০ হাজার টাকা। অথচ বিটিভির সম্প্রচার মূল্য তালিকায় কোথাও এরকম রেট নেই। বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক হারুন-অর-রশিদ জানান, বিটিভি ন্যাশনালে বিজ্ঞাপন পেলেও বিটিভি ওয়ার্ল্ড-এ খুব একটা বিজ্ঞাপন পাওয়া যায়না। আর বিজ্ঞাপন মূল্য নির্ধারিত। বিটিভি কেন বাংলাদেশে কোনো টেলিভিশনেই প্রতি মিনিটের বিজ্ঞাপন খরচ ৯০ হাজার টাকা নয়। এই মূল্য যারা দেখিয়েছে তারা বাস্তবতার ভিত্তিতে নয়, বিশেষ উদ্দেশ্যে করেছে।  
২২ জানুয়ারি ২০২৪, ১৫:০১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়