• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, চোরাকারবারি আটক
নওগাঁয় ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ মহাসিন মুল্লিক (৪০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র্যাব। মূর্তিটির মূল্য প্রায় ৪ লাখ ১০ হাজার টাকা। রোববার (২৪ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে দুপুরে শহরের ঢাকা বাসষ্ট্যান্ড স্টেডিয়ামের সামনে থেকে মহাসিন মুল্লিককে আটক করে নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। মহাসিন মুল্লিক জেলার রানীনগর উপজেলার সৌলিয়া গ্রামের সোলাইমান মুল্লিকের ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- দুপুরে ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ও নওগাঁ সদর মডেল থানার সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স দল ঢাকা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরকারবারি মহাসিন মুল্লিক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।  এ সময় তার কাছ থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লাখ ১০ হাজার টাকা। এ ছাড়াও একটি মোটরসাইকেল, দুটি মোবাইল, নগদ ১৩ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নিতে  মহাসিন মল্লিককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
২৪ মার্চ ২০২৪, ২২:৫৬

পুকুর খনন করতে গিয়ে মিলল মহামূল্যবান বিষ্ণু মূর্তি
দিনাজপুরের বিরলে পুকুর খনন করতে গিয়ে এক মহামূল্যবান বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার আজিমপুর ইউনিয়নের কুচিলাপুকুর গ্রামের এক পুকুর থেকে এ মূর্তিটি পাওয়া যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আজিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আউয়াল চৌধুরী। ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল চৌধুরী বলেন, গত বুধবার সকাল ১১টার দিকে একই ইউনিয়নের জামতলী বাজারের পাশে পুকুর খনন করার সময় এ মূর্তিটি পাওয়া যায়। পরে উদ্ধার করে মূর্তিটি আসাদুল ইসলাম তার বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে বিরল থানা-পুলিশ প্রায় ২ কোটি টাকা মূল্যের মূর্তিটি উদ্ধার করে।
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়