• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
সাকিবের রোজা না রাখা প্রসঙ্গে যা বললেন মুশফিক
গত বিশ্বকাপের আগ মুহূর্তে ধর্মীয় ইস্যুতে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে। লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিন উইকেট শিকার করেন তিনি। তবে মাঠে পানি পান করায় আবারও আলোচনায় এসেছেন সাকিব। ম্যাচ শেষে সাকিবকে নিয়ে কথা বলেন মুশফিকুর রহিম। মুসলমানদের জন্য চলছে সংযমের মাস, মাহে রমজান। ইসলামের বিধান অনুযায়ী, পবিত্র এই মাসে প্রতিটি মুসলমানকে থাকতে হয় রোজা। সূর্যোদয়ের আগে থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার থেকে বিরত থাকারই নিয়ম। তাই গতকাল (বুধবার) প্রথম ওয়ানডেতে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী মিরাজকে মাঠেই ইফতার সারতে দেখা গিয়েছিল। তবে ইফতারের সময় হওয়ার কিছু আগে মাঠে পানি খেতে দেখা গিয়েছিল তানজিম হাসান সাকিবকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা মুশফিকুর রহিমের কাছেও জানতে চাওয়া হয় সাকিবকে নিয়ে।  জবাবে মুশফিক বলেন, আপনারাও অনেক সময় এ রকম করে লেখেন। অন্যান্য মানুষও ভিন্ন কোনো ইস্যুতে লিখতে পারে। আমি সবসময় ভালোটা প্রত্যাশা করব, আপনিও সবসময় ভালো লিখবেন ব্যাপারটা এমন না। একেক মানুষ একেকভাবে চিন্তা করতে পারে, দেখতে পারে, বলতে পারে। ওর প্রেক্ষাপট কী সেটা ভিন্ন। আমিও কিন্তু ওরকম জানি না। এদিন পেসারদের জন্য রোজা রাখাটা কঠিন বলে মন্তব্য করেন মুশফিক। তিনি বলেন,  যেটা বললেন ওর (সাকিব) অবস্থাটা কী, সেটা কিন্তু ভিন্ন। কারণ, স্বাভাবিক যেরকম গরম ছিল, ওর জন্য একটু কঠিন ছিল, ক্র্যাম্প হচ্ছিল। পেস বোলারদের জন্য এটা আরও অনেক কঠিন। আপনি যদি খেয়াল করেন, আজকে প্রায় দু-তিনজনের ক্র্যাম্প হচ্ছিল। এটা মানুষের যার যার ব্যক্তিগত মন্তব্য।’ এমন বিতর্কের বাইরেও অবশ্য তানজিম সাকিব মাঠে নিজের সেরাটাই দিয়েছেন। বিপজ্জনক হয়ে ওঠা দুই ওপেনার পাথুম নিশাঙ্কা এবং আভিস্কা ফার্নান্দোকে ফিরিয়েছেন দারুণ দুই ডেলিভারিতে। আরেক ব্যাটার সাদিরা সামারাবিক্রমাকেও ফেরান তিনি। ৮ ওভারে ৬১ রান তোলা শ্রীলঙ্কাকে দ্রুত আটকে দিতে কার্যকরী ভূমিকা ছিল তানজিম সাকিবের। 
১৪ মার্চ ২০২৪, ১৪:২০

মুশফিক ও শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাই ওয়ানডে সিরিজ ধরে রাখতে প্রথম ম্যাচেই লঙ্কানদের উড়িয়ে দিয়েছে টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের ছয় উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। বুধবার (১৩ মার্চ) টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৫৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ২৫৬ রানের লক্ষ্য পায় টাইগাররা। জবাব দিতে নেমে ৭ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ।  লঙ্কানদের দেওয়া ২৫৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস। ৯ বলে ৩ রান করে বাজে শট খেলে আউট হন আরেক ওপেনার সৌম্য সরকার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তাওহীদ হৃদয়ও। ৮ বলে ৩ রান করে সৌম্যকে সঙ্গ দেন তিনি। দলীয় ২৩ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। তবে শান্তকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে হাল ধরেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। ৩৭ বলে ৩৭ রান করে আউট হন দেশ সেরা এই ফিনিশার ব্যাটার। এরপর আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন টাইগার অধিনায়ক। দুজনের ব্যাটে ভর করে জয়ের পথে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। ৫৯ বলে মুশফিক ফিফটির দেখা পেলে, ১০৮ বলে সেঞ্চুরি তুলে নেন শান্ত। শেষ পর্যন্ত মুশফিকের ৮৪ বলে ৭৩ রান এবং শান্তর ১২৯ বলে অপরাজিত ১২২ রানের ইনিংসে ভর করে ৭ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে দুই উইকেট শিকার করেন দিলশান মাদুশানকা। এ ছাড়াও প্রামোদ মাদুশান ও লাহিরু কুমারা একটি করে উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই লঙ্কান ওপেনার পাথুম নিশানকা ও আভিষ্কা ফার্নান্দো। তবে ফিফটি তুলতে পারেননি কেউই। ৩৩ বলে ৩৩ রান করে ফার্নান্দো আউট হলে, ২৮ বলে ৩৬ রান করে তাকে সঙ্গ দেন নিশানকা। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাদিরা সামারাবিক্রমা। ৫ বলে ৩ রান করেন তিনি। ৩৭ বলে ১৮ রান করে তাকে সঙ্গ দেন আসালাঙ্কা। তবে জানিথ লিয়ানাগেকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন কুশল মেন্ডিস। দুজনের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে লঙ্কানরা। ৭৫ বলে ৫৯ রান করে মেন্ডিস আউট হলে বিপাকে পড়ে লঙ্কানরা। কারণ, চার রানে ব্যবধানে ওয়েনিন্দু হাসানাঙ্কা (১৩) এবং মাহেশ থিকশানা (১) হারায় বাংলাদেশ। ৬৯ বলে ৬৭ রান করে লিয়ানাগে আউট হলে উইকেট মিছিল শুরু করে বাকিরা। প্রামোদ মাদুশান (৮) ও দিলশান মাদুশানকা শূন্য রান করে আউট হলে ৭ বল হাতে থাকতেই ২৫৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব তিন করে উইকেট শিকার করেন। এ ছাড়াও মেহেদী হাসান মিরাজ নেন এক উইকেট।
১৩ মার্চ ২০২৪, ২৩:১০

মুশফিক ও শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
  ছয় উইকেটের জয় বাংলাদেশের ২২:১৫, মার্চ ১৩ শেষ পর্যন্ত মুশফিকের ৮৪ বলে ৭৩ রান এবং শান্তর ১২৯ বলে অপরাজিত ১২২ রানের ইনিংসে ভর করে ৭ বল এবং ছয় উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।   শান্তর দুর্দান্ত সেঞ্চুরি   ২১:৩৫, মার্চ ১৩ ইনিংসে দ্বিতীয় বলে ব্যাট করতে নামেন নাজমুল হাসান শান্ত। এদিন আশা যাওয়ার মিছিলে লিটন-সৌম্যরা যোগ দিতে যখন ব্যস্ত ছিলেন, তখন নিজেকে বেশ শান্ত রাখেন টাইগার অধিনায়ক। দুর্দান্ত ব্যাটিংয়ে ১০৮ বলে সেঞ্চুরি তুলে নেন শান্ত।   মুশফিকের ফিফটি ২১:৩৫, মার্চ ১৩ নিয়ন্ত্রিত ব্যাটিংযে ৫৯ বলে নিজের ফিফটি তুলে নেন মুশফিক। অন্যদিকে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান শান্ত।   শান্ত-মুশফিকের ১০০ রানের জুটি ২১:৩১, মার্চ ১৩ মাহমুদউল্লাহর আউটের পর শান্তকে সঙ্গ দেন মুশফিকুর রহিম। দুজনের ব্যাটে ভর করে জয়ের পথে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ। ১১৭ বলে ১০০ রানের জুটি গড়ে এই দুই ব্যাটার।     অধিনায়ক শান্তর ফিফটি ২০:২৭, মার্চ ১৩ মাহমুদউল্লাহ ৩৭ রানে আউট হলেও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৫২ বলে নিজের ফিফটি তুলে নেন শান্ত। তাকে যোগ্য সঙ্গ দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।   ফিফটির আক্ষেপ মাহমুদউল্লাহর ২০:০০, মার্চ ১৩ তিন উইকেট হারিয়ে দল যখন বিপদে, তখন শান্তকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ১৩ রানের আক্ষেপ নিয়ে আউট হন তিনি। ৩৭ বলে ৩৭ রান করে কুমারার বলে ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার।   ব্যর্থ হয়ে ফিরলেন হৃদয়ও   ১৯:১০, মার্চ ১৩ এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তাওহীত হৃদয়ও। ৮ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ২৩ রানে তিন উইকেট হারায় টাইগাররা।   লিটনের পর সৌম্যর বিদায় ১৮:৫৫, মার্চ ১৩ লিটনের পর পিচে থিতু হতে পারেননি আরেক ওপেনার সৌম্য সরকারও। ৯ বলে ৩ রান করে ভুল শট খেলে ক্যাচ আউট হন তিনি। এতে দলীয় ১৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।   প্রথম বলেই সাজঘরে ফিরলেন লিটন ১৮:৪৪, মার্চ ১৩ জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। ইনিংসে প্রথম বলেই মাদুশানকার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস।   ২৫৬ রানের লক্ষ্য পেল টাইগাররা ১৮:০৯, মার্চ ১৩ ১৫ বলে ৮ রান করে আউট হন প্রামোদ মাদুশান। ৪৯তম ওভারে  দিলশান শূন্য রানে আউট হলে ২৫৫ রানে অলআউট হয় লঙ্কানরা।     লিয়ানাগেকে ফিরিয়ে শরিফুলের আঘাত ১৭:৫৩, মার্চ ১৩ মেন্ডিসের আউটের পর এক প্রান্ত থেকে একাই লড়াই করে যাচ্ছিল জানিথ লিয়ানাগে। ৬৮ বলে ৬৭ রানের দায়িত্বশীলি ইনিংস খেলেন তিনি। ৪৭ তম ওভারে শরিফুলের বলে আউট হন এই লঙ্কান ব্যাটার।   তাসকিনের তৃতীয় শিকার ১৭:৩৬, মার্চ ১৩ ৪১তম ওভারে হাসানাঙ্গাকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসকিন। এক ওভার পরেই থিকশানাকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। এতে ৪ রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা।   তাসকিনের দ্বিতীয় শিকার ১৭:২৬, মার্চ ১৩ মেন্ডিসের আউটের পর পিচে এসে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে থাকেন ওয়েনিন্দু হাসানাঙ্গা। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৪ বলে ১৩ রান করে তাসকিনের দ্বিতীয় শিকার হন হাসানাঙ্গা।   জানিথ লিয়ানাগের ফিফটি ১৭:২৩, মার্চ ১৩ ষষ্ঠ উইকেটে ব্যাটিংয়ে এসে দ্রুত রান তুলতে থাকেন জানিথ লিয়ানাগে। ৫০ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার।   তাসকিনের প্রথম শিকার মেন্ডিস ১৭:০৮, মার্চ ১৩ লিয়ানাগে এবং মেন্ডিস জুটি বড় সংগ্রহের দিকে এগিয়ে যেতে থাকে শ্রীলঙ্কা। ৩৭তম ওভারে মেন্ডিসকে ফিরিয়ে টাইগারদের খেলায় ফেরান পেসার তাসকিন আহমেদ। ৭৫ বলে ৫৯ রানের ইনিংস খেলেন মেন্ডিস।   কুশল মেন্ডিসের ফিফটি ১৬:৪৯, মার্চ ১৩ দলের বাকিরা যখন ইনিংস লম্বা করতে ব্যর্থ হচ্ছে, তখন এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন কুশল মেন্ডিস। ৬৭ বলে নিজের ফিফটি তুলে নেন এই লঙ্কান অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গ দেন জানিথ লিয়ানাগে।   মিরাজের প্রথম শিকার ১৬:২৫, মার্চ ১৩ তিন উইকেট হারিয়ে দল যখন চাপে, তখন চারিথ আসালাঙ্কাকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক কুশল মেন্ডিস। তবে ইনিংস বড় করতে পারেনি আসালাঙ্কা। ৩৭ বলে ১৮ রান করে ২৬তম মিরাজের বলে বোল্ড আউট হন তিনি। এতে দলীয় ১২৮ রানে ৪ উইকেট হারায় লঙ্কানরা।   শ্রীলঙ্কার ১০০ ১৬: ০১, মার্চ ১৩ ইনিংসের ১৯তম ওভারে তাসকিনকে ফিরিয়েছিলেন শান্ত। এই পেসারের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে দলীয় ১০০ রান পূরণ করেছেন আভিস্কা ফার্নান্ডো। এর আগে, প্রথম ৫০ রান ৪০ বলে পেরিয়েছিল লঙ্কানরা, এবার পরের ৫০-এ লাগল ৭২ বল।      তানজিমের তৃতীয় শিকার ১৫: ৩৫, মার্চ ১৩ পরপর ৩ ওভারে তানজিমের ৩ উইকেট! তরুণ এই পেসারের সর্বশেষ শিকার সামারাবিক্রমা। তানজিমের ভেতরে ঢোকা ডেলিভারিতে ফ্লিক করতে চেয়েছিলেন সামারাবিক্রমা। তবে তাতে সফল হয়নি। ব্যাটের কানায় লেগে উল্টো উইকেটের পেছনে গেছে। সেখানে ডান দিকে ডাইভ দিয়ে দারুণ এক ক্যাচ নিয়েছেন মুশফিক। ফলে ১৩ রানের মধ্যে ৩ উইকেট হারাল শ্রীলঙ্কা।   ফের তানজিমের আঘাত ১৫: ২৫, মার্চ ১৩ ক্যাচ নেওয়ার পর সৌম্য সরকারও হতবাক হয়েছিলেন। গালিতে অপ্রত্যাশিত এক ক্যাচ নিয়েছেন এই ওপেনার। তানজিমের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে ফাঁদে পড়েছেন লঙ্কান ওপেনার। তবে একটু তাড়াতাড়ি শট খেলায় ব্যাটের কানায় লেগে তা সৌম্যর হাতে গিয়েছে। পরপর ২ ওভারে দুই ওপেনারকে ফেরালেন এই পেসার। ২৮ বলে ৩৬ রানে থামলেন নিশাঙ্কা।   অবশেষে ব্রেকথ্রু ১৫: ১৮, মার্চ ১৩ নিজের প্রথম ওভারেই বেশ আঁটসাঁট বোলিং করেছেন তানজিম। এরপর অফ-স্টাম্পের বাইরে কিছুটা চেষ্টা করেছিলেন। তাতে ব্যাট ছুড়েছিলেন আভিস্কা। উইকেটের পেছনে ভুল করেননি মুশি। সহজেই লঙ্কান ওপেনারকে মুঠোবন্দি করেছেন। এতে প্রথম পাওয়ারপ্লের ১ বল বাকি থাকতে উইকেট খুইয়েছে সফরকারীরা।   এবার স্পিন...  ১৫: ১২, মার্চ ১৩ নিজের প্রথম ওভারে বেশ খরুচে বোলিং করেছেন শরিফুল। তাই অনুমিতভাবেই তাকে সরিয়ে স্পিনে আস্থা রাখতে চেয়েছেন টাইগার দলপতি। প্রথমবার আক্রমণে তাইজুল ইসলাম। তবে তার প্রথম ওভারে দ্বিতীয় ডেলিভারিতেই স্লগ করে ছক্কা মেরেছেন নিশাঙ্কা। তবে পরের ৪ বলে এসেছে ১ রান। ৯ ওভারে ৬৮/০   শ্রীলঙ্কার ৫০ ১৫: ০৫, মার্চ ১৩ ৬ দশমিক ৪ ওভারে ৫০ পেরিয়ে গেছে শ্রীলঙ্কা। প্রথম স্পেলে ৪ ওভারে শেষে ৩১ রান দিয়েছেন শরিফুল।   এবার তাসকিনের মেডেন ১৪: ৫৩, মার্চ ১৩ নিজের ব্যক্তিগত প্রথম ওভারে বেশ এলোমেলো ছিলেন তাসকিন। কিন্তু পরের ওভারে আক্রমণে এসেই ভেলকি দেখালেন। এই পেসার থেকে কোনো সুযোগই পাননি আভিস্কা ফার্নান্ডো। এই ওপেনারকে চাপে রেখে ইনিংসের প্রথম মেডেন তুলে নিয়েছেন টাইগার স্পিডস্টার। তবে মাঝের ওভারে চাপে জিইয়ে রাখতে পারেননি শরিফুল। ৪ ওভারে শ্রীলঙ্কা ২১/০   এলোমেলো তাসকিন ১৪: ৪১, মার্চ ১৩ ইনিংসের প্রথম ওভারে মাত্র ২ রান খরচায় বেশ ভালো শুরুটা করেছিলেন শরিফুল। তবে শুরুটা মোটেও ভালো হয়নি তাসকিনের। নিজের ব্যক্তিগত প্রথম ওভারে লাইন বা লেংথ—কোনোটিই ঠিক করতে পারেননি তিনি। তার এই ওভারে থেকে সফরকারীরা তুলেছে ১২ রান। ২ ওভারে ১৪/০ ‘২৮৬’ ১৪: ৩১, মার্চ ১৩  এটি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে জয়ীয় দলের গড় স্কোর।  সাগরিকায় ২৯ ম্যাচের মধ্যে আগে ব্যাটিং করা দল ১১ বার জিতেছে, বিপরীতে ১৭ বার হেরেছে।   পিচ রিপোর্ট ১৪: ২৪, মার্চ ১৩ রাসেল আরনল্ড বলছেন, উইকেট সিলেটের টি-টোয়েন্টি সিরিজের উইকেটের মতই। পিচে ঘাস আছে, বেশ শক্তও। তাই স্বাভাবিকভাবেই ব্যাটিং নিয়েছে লঙ্কানরা।   শ্রীলঙ্কা একাদশ ১৪: ১৮, মার্চ ১৩ চোট কাটিয়ে লঙ্কান স্কোয়াডে ফিরেছেন পাতুম নিশাঙ্কা, লাহিরু কুমারা। দুজনই আছেন প্রথম ওয়ানডের সেরা একাদশে।  শ্রীলঙ্কা একাদশ : আভিস্কা ফার্নান্ডো, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।   একাদশে নেই ফিজ ১৪: ১০, মার্চ ১৩ নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে একাদশ থেকে এই ম্যাচে তিনটি পরিবর্তন এসেছে। এনামুল, রিশাদ ও মোস্তাফিজের জায়গায় মাহমুদউল্লাহ, তাসকিন ও তাইজুল একাদশে এসেছেন। বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান।     বাংলাদেশের সাফল্য... ১৪:০৮, মার্চ ১৩ ওয়ানডেতে শ্রীলঙ্কার সঙ্গে ৯টি সিরিজের মধ্যে মাত্র একটিতেই জিতেছে লাল-সবুজেরা। সেটিই দুই দলের সবশেষ মুখোমুখি লড়াই। সেবার ঘরের মাঠে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। অন্য ৯টি সিরিজের দুটি ড্র। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে পরিসংখ্যান খুব একটা সুখকর নয়। এখন পর্যন্ত ৫৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এর মধ্যে টাইগাররা ১০টিতে এবং লঙ্কানরা ৪২টি জিতেছে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।     টস ১৪:০৫, মার্চ ১৩ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। এর আগে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা। তাই তো ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে ভালো কিছু করার প্রত্যয় লাল-সবুজের প্রতিনিধিদের।   স্বাগতম ১৩:৫৫, মার্চ ১৩ সবাইকে স্বাগতম আরটিভির লাইভ স্কোর আপডেটে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ। স্থানীয় সময় বেলা আড়াইটায় মাঠে নামবে টাইগার।  
১৩ মার্চ ২০২৪, ২২:৩২

সাকিবের আউটে তামিমের ব্যাঙ্গাত্মক উদযাপন, যা বললেন মুশফিক
ক্রিকেট বিশ্বমঞ্চে বাংলাদেশের বড় দুই বিজ্ঞাপন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। লাল-সবুজের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার পেছনে তাদের অবদান অসামান্য। তবে বেশ কয়েক মাস ধরেই একসঙ্গে জাতীয় দলে খেলেন না এই দুই তারকা। সাম্প্রতিক সময়ে বিতর্কিত বেশ কিছু মন্তব্য-ইস্যুতে তাদের মধ্যে দূরত্ব আরও বেড়েছে।  ঘরোয়া এই টুর্নামেন্টের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে সাকিব-তামিমের দ্বৈরথ আর মর্যাদার লড়াইয়ে রংপুরকে ৫ উইকেটে হারিয়েছিল বরিশাল।  সোমবার (১৯ ফেব্রুয়ারি) দ্বিতীয় লেগে ফের মাঠে গড়ায় সাকিব-তামিমের দ্বৈরথ। টানটান উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে শেষ ওভারে সাকিব বাহিনীর কাছে হেরেছে তামিম বাহিনী। এদিন প্লে-অফে ওঠার কঠিন সমীকরণে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন ওপেনার তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ২০ বলে ৩৩ রানে প্যাভিলিয়নে ফেরেন বরিশালের অধিনায়ক। সাকিবের ওভারের প্রথম বলটি বুঝতে না পেরে ক্যাচ তুলে দেন তামিম। তবে এই ওপেনারের আউটে তেমন কোনো উদযাপন করেননি সাকিব। এরপর বরিশালের ছুঁড়ে দেওয়া ১৫২ রানের জবাবে ক্রিজে নেমে তাণ্ডব শুরু করেন সাকিবও। তবে ইনিংস বড় করতে পারেননি তিনিও। ১৫ বলে ২৯ রান করে মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন এই অলরাউন্ডার। এ সময় দেখা যায়, সাকিবের দিকে লক্ষ্য করে তার (সাকিব) উদযাপনের ব্যাঙ্গ করে (মুখ ভেংচির রিয়েকশন দিয়ে) উদযাপন করছেন তামিম। ততক্ষণে প্যাভিলিয়নের পথ ধরেছেন সাকিব। মুহূতেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে। ক্রিকেটপ্রেমীদের ধারণা, সাকিবকে ব্যাঙ্গাত্মকভাবে অনুকরণ করেই এমন উদযাপন করেছেন তামিম। ম্যাচ শেষে বরিশালের আরেক তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমকেও বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। জবাবে মুশির ভাষ্য, (সাকিবের আউটের পর) তামিমের উদযাপন সত্যি কথা আমি দেখিনি। একটা ব্যাটসম্যান আউট হয়েছে, আমি দেখছিলাম ক্যাচটা হয়েছে কি না। এরপর পরবর্তী ব্যাটসম্যান কে আসবে, পরিকল্পনা কী হবে, সেটা নিয়ে ভাবছিলাম। সত্যি কথা, আমি (তামিমের উদযাপন) দেখিনি। এখন বললেন, তাহলে গিয়ে হাইলাইটস দেখতে হবে। মুশফিক যোগ করেন, এর আগে কি সাকিবের বলে তামিম আউট হয়নি? বা সাকিবের বলে তামিম ছক্কা মারেনি? (হাসি) এটা কিছু না। এটা যদি আপনারা ওভাবে (দুজনের বৈরিতা) দেখেন, তাহলে হতে পারে। আর যদি না দেখেন, তাহলে ক্রিকেটের একটা নলেজের ব্যাপার।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪২

মোস্তাফিজের জন্য দোয়া চাইলেন মুশফিক
অনুশীলনের সময় মাথায় আঘাত পাওয়া পেসার মোস্তাফিজুর রহমানের জন্য দোয়া চেয়েছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলীয় অনুশীলন ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। অনুশীলনের সময় ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের স্ট্রেইট ড্রাইভে মাথায় বল লাগে দ্য ফিজের। মূলত বল করে ফেরার পথেই এই ঘটনা ঘটে। বলের আঘাতে ফিজের মাথা ফেটে রক্ত বের হতে থাকে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায় দলের মেডিকেল বিভাগ। এ ঘটনায় সংবাদ বিজ্ঞপ্তিতে ফিজিও এস এম জাহিদুল ইসলাম সজলের বরাত দিয়ে কুমিল্লা জানায়, আঘাতের পর তাৎক্ষণিকভাবে রক্ত পড়া থামাতে মোস্তাফিজের মাথায় ব্যান্ডেজ করা হয়। পরে দ্রুত ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে করা হয় সিটি স্ক্যান। এরপর ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণের জন্য মোস্তাফিজকে রাখা হয়েছে। সিটি স্ক্যানের পর ফ্র্যাঞ্চাইজিটির ফিজিও জাহিদুল ইসলাম সজলের মন্তব্য, শুধু বাইরের অংশে মোস্তাফিজের মাথার চোট। অভ্যন্তরীণ কোনো চোট নেই। এদিকে এক ফেসবুক বার্তায় ফিজের জন্য দোয়া চেয়েছেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ফরচুন বরিশালের এই ক্রিকেটারের ভাষ্য, সবার কাছে অনুরোধ করছি মোস্তাফিজের জন্য দোয়া করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে সহায়তা করেন এবং আমাদের মোস্তাফিজকে দ্রুত সারিয়ে তোলেন। অন্যদিকে চলতি বিপিএলে ৯ ম্যাচে ৭ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে কুমিল্লা। পয়েন্ট তালিকায় সেরা দুইয়ে থাকার লড়াইয়ে এখনও দলটির হাতে তিন ম্যাচ বাকি রয়েছে। মাথায় আঘাত পাওয়ায় গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো টাইগারদের অটোচয়েজ এই পেসার খেলবেন কি না, তা নিয়েও নানান প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীর জবাব, খেলতে না পারার কিছু নেই। তবে বিষয়টা যেহেতু মাথার চোট… এমনিতে সাধারণত সেলাই থাকলে তো আমরা ৪ থেকে ৫ দিন (খেলতে) নিষেধ করি। সেটা এখন মূল বিষয় নয়। এখন মাথার চোটটা পার হলে সেটা দেখা যাবে। কনকাশনের ব্যাপারটা আগে ক্লিয়ার হোক, তারপর দেখব। আপাতত স্ক্যানটা ভালো, এটাই বড় কথা। তিনি যোগ করেন, মোস্তাফিজের সিটি স্ক্যান রিপোর্ট ভালো। কোনো ইন্টারনাল ইনজুরি নেই। এক্সটারনাল ইনজুরি আছে। সেলাই লেগেছে পাঁচটার মতো। কিন্তু যেহেতু মাথার চোট, সে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবে। চলতি বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে খেলেছেন মোস্তাফিজ। এবারের বিপিএলে এখন পর্যন্ত তার শিকার ১১ উইকেট। ৩২ রান খরচায় ৩ উইকেট চলতি বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৬

‘বিচ্ছেদের’ পর আবারও ফারহান-তিশার দেখা, অতঃপর...
কয়েক দিন আগেই শোবিজ দুনিয়ায় গুঞ্জন ছড়ায়, প্রেম করছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। যদিও দুই তারকাই বিষয়টি নিয়ে সে সময় নীরব ভূমিকা পালন করেন। এরপর অনেক দিন পর্দায় একসঙ্গে দেখা যায়নি দুজনকে। তবে ভালোবাসা দিবস উপলক্ষে এই জুটি আবার এক হলেন। তাদেরকে জুটি করে ‘সেই তুমি’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। অবয়ব সিদ্দিকীর চিত্রনাট্যে নির্মিত নাটকটিতে দেখা যাবে, প্রেম হতে হতে বিচ্ছেদে গড়ানো এক সম্পর্কে ছিলেন ফারহান-তিশা। বহুদিন পর আবার তাদের দেখা; অতঃপর হারিয়ে ফেলা দিনগুলোর কথা ভেবে নস্টালজিক হওয়ার চিত্র উঠে আসবে এতে। নির্মাতা জানান, এই ভালোবাসা দিবসের অন্যতম জটিল প্রেমের গল্প হতে যাচ্ছে এটি। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে। 
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৩

স্বল্প সময়ে ভাইরাল ফারহানের ‘আমার হয়ে থেকো’ (ভিডিও)
বর্তমান প্রজন্মের ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান। নতুন নতুন কাজ নিয়ে বেশ ব্যস্ত তিনি। সম্প্রীতি তার অভিনীত ‘আমার হয়ে থেকো’ নাটকটি বেশ আলোচনায় উঠে এসেছে মুক্তির অল্প সময়ের মাঝেই। সানসিল্ক নিবেদিত নাটকটি পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম। নাটকটিতে ফারহানের বিপরীতে অভিনয় করেছেন সাদিয়া আয়মান।  জানা গেছে, বেসসরকারি টেলিভিশন আরটিভিতে শুক্রবার (২৬ জানুয়ারি) রাত আটটায় সরাসরি সম্প্রচার করা হয়েছে। এরপর আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে সোমবার (২৯ জানুয়ারি) বিকেল পাঁচটায় প্রকাশ করা হয়। নাটকটি ইউটিউব চ্যানেলে মুক্তির পর পরই রীতিমত ভাইরাল হয়ে যায়। মাত্র ৭ ঘন্টায় নাটকটি দশ লক্ষ মানুষ দেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা গ্রুপে নাটকটি নিয়ে ইতিবাচক পোস্টও দেখা গিয়েছে। 
৩০ জানুয়ারি ২০২৪, ০০:৩৭

তামিমকে হটিয়ে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক
বাংলাদেশের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন হলো মুশফিকুর রহিম। ব্যাট হাতে টাইগার অন্যতম ভরসার প্রতীক। দেশের ক্রিকেটে তার অবদান এবং অর্জন সবার জানা। এবার দেশের সবচেয়ে বড় ঘরোয়া টি-টোয়েন্টি লিগেও নতুন মাইলফলক স্পর্শ করলেন এই টাইগার ব্যাটার।  মঙ্গলবার (২৩ জানুয়ারি) ফরচুন বরিশালের হয়ে মাঠে নামার আগে মাইলফলক স্পর্শ করতে মুশফিকের প্রয়োজন ছিল মাত্র ২৪ রান। ১১৩ ম্যাচে ৩৮.১৫ গড়ে ফরচুন বরিশালের এ ব্যাটারের রান ছিল ২৯৭৬ রান। তবে এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেননি তামিম-মিরাজরা। তবে দলকে ভরসা দের মুশফিক। ৪৪ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে ১৬১ রানের লড়াকু পুঁজি এনে দেন তিনি। সেই সঙ্গে বিপিএলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই অভিজ্ঞ ব্যাটার। এর আগে গতকাল বিপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। মঙ্গলবার কুমিল্লার বিপক্ষে ১৬ বলে ১৯ রান করে আউট হয়েছেন তিনি। সব মিলিয়ে ৯২ ম্যাচে ৩৭.৮০ গড়ে তার রান ৩০২৪। ফলে এই ম্যাচে ৬৩ রান করে তামিমকে ছাড়িয়ে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের খ্যাতিটা নিজের দখলে নিয়েছেন মুশফিক।
২৩ জানুয়ারি ২০২৪, ২০:৩৬

আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে ‘শুধু তোমার জন্য’
এ প্রজন্মের জনপ্রিয় দুই তারকা মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকে জুটি বেঁধে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তারা। এবার শাহ মোহাম্মদ রাকিবের ‘শুধু তোমার জন্য’ নাটকে কাজ করেছেন ফারহান-কেয়া।      রাকায়েত রাব্বির রচনা এবং রাজা রাজের গল্পে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে ফারহান-কেয়াকে।   মূলত এক প্রবাসীর গল্পে নির্মিত হয়েছে নাটকটি। মাথার ঘাম পায়ে ফেলে পরিবারের জন্য পরিশ্রম করে বিদেশের মাটিতে। কিন্তু তবুও যেন পরিবারের মন পায় না প্রবাসীরা।   নাটকের গল্পে দেখা যায়, সুমন বিদেশ থেকে বাড়ি আসবে এই আনন্দে সুমনের মা, ভাই-বোন সুমনের বউ সবাই অনেক ব্যস্ত। পাশাপাশি সুমনের বাড়ি ফেরায় পরিবারের সবাই ভীষণ খুশি। বিদেশ থেকে ফিরেই একে একে সবার সঙ্গে দেখা করে সুমন। আর তাকে কাছে পেয়েই পরিবারের সদস্যরা সুমনকে ঘিরে ধরে উপহারের জন্য। সবাইকে সবার উপহার বুঝিয়ে দেয় সুমন। তবে মামা আর বোনকে দেওয়া উপহার পছন্দ না হওয়ায় ভীষণ মন খারাপ হয় তাদের। কিছুদিন যাওয়ার পর সুমনের  টাকা প্রায় শেষ হয়ে যায়।  এমন সময় বিদেশ থেকে খবর আসে দুই দিনের মধ্যে কাজে যোগ দিতে হবে সুমনকে। আর এই কথা শুনে চিন্তায় পড়ে যায় সুমন। কারণ তার সব টাকা শেষ হয়ে গেছে। এতো কম সময়ের মধ্যে টিকেট এর জন্য টাকা ব্যবস্থা করবে কীভাবে। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। সুমন কি আদৌ পারবে বিদেশে ফিরে যেতে। নাটকের শেষটা দেখতে হলে চোখ রাখুন আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে।  প্রসঙ্গত, গ্লো এন্ড লাভলী নিবেদিত এবং ফারহান-কেয়া অভিনীত ‘শুধু তোমার জন্য’ নাটকটি বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল পাঁচটায় আরটিভির ড্রামা ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।    
১৮ জানুয়ারি ২০২৪, ১৫:৫৪

বেকার থেকে তরুণ ফ্রিল্যান্সার মুশফিক 
তরুণরা দেশের সম্পদ। তবে অধিকাংশ শিক্ষিত তরুণ চাকরি নামক সোনার হরিণের পেছনে ছুটতে গিয়ে বেকারের খাতায় নাম লেখান। তারা সম্পদে রূপান্তর না হয়ে দেশের বোঝা হয়ে যান। এমন সংকটে ১৯ বছর বয়সেই ডিজিটাল মার্কেটিং করে সফল হওয়ার চেষ্টায় তরুণ উদ্যোক্তা প্রকৌশলী মুশফিক আর. রায়হান। প্রযুক্তির হাত ধরে মানুষ যেভাবে অনলাইনের ওপর নির্ভরশীল হচ্ছে, তাতে নিশ্চিতভাবে বলা যায় ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। যার ফলে অনেক তরুণই ক্যরিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিংকে বেছে নিচ্ছেন। কারণ এ ক্যারিয়ার একজন মানুষকে একদিকে যেমন প্রযুক্তিপ্রেমী করে তুলছে, অন্যদিকে জীবনকে করে তুলছে স্বাচ্ছন্দ্যময়। এমনই এক তরুণ উদ্যোক্তা ও ডিজিটাল বিপণনকারী মুশফিক আর. রায়হান। নিজের নামেই একটি ফেসবুক পেজ দিয়ে কাজ শুরু করেছিলেন এ তরুণ। দেখতে দেখতে দীর্ঘ পথচলায় এখন তিনি বাংলাদেশের সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচিত। বর্তমান যুগের ডিজিটাল মার্কেটিংকে বিশাল একটি সম্ভাবনার ক্ষেত্র বলে মনে করেন মুশফিক আর. রায়হান। তিনি বলেন, দিন দিন এর গুরুত্ব বাড়ছে। ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শুরু করতে চাইলে প্রথমে তার দক্ষতা বাড়াতে হবে। কারণ সঠিক জ্ঞান নিয়ে এ সফলতার দিকে এগিয়ে যাওয়া যায়। তিনি বলেন, এরপর অনুসন্ধান করতে হবে প্রতিনিয়ত চোখ-কান খোলা রেখে। পাশাপাশি জানতে হবে বিভিন্ন টুলসের ব্যবহার। কী ধরনের কনটেন্ট পছন্দ করছে মানুষ, সেদিকে খেয়াল রাখতে হবে।  
১৭ জানুয়ারি ২০২৪, ২৩:২৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়