• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
নতুন মাইলফলক স্পর্শ করলেন মুমিনুল হক
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ টাইগারদের টপ অর্ডার। তবে ব্যাট হাতে একাই লড়াই করেছেন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক। সিলেট টেস্টের পর চট্টগ্রামেও রান পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। সেই সঙ্গে টেস্টে চার হাজার রানের এলিট ক্লাবে প্রবেশ করেছেন মুমিনুল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে ৬০ ম্যাচের ১১২ ইনিংসে ৩৯৭৫ রান ছিলো মুমিনুলের। ৪ হাজার রান থেকে  ২৫ রান দূরে ছিলেন তিনি। টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৩ রান করেন মুমিনুল। এই ইনিংস খেলার পথে টেস্ট ক্যারিয়ারে ৪ হাজার ক্লাবে নাম লেখান তিনি। মুমিনুলের আগে বাংলাদেশের হয়ে ৪ হাজার রান ক্লাবে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম (৫৬৭৬), তামিম ইকবাল (৫১৩৪) ও সাকিব আল হাসান (৪৪৬৯)। এ ছাড়াও বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে টেস্টে লঙ্কানদের বিপক্ষে ১ হাজার রান পূর্ণ করেন মুমিনুল। এর আগে মুশফিকুর রহিম (১৭ টেস্টে ১৩৪৬ রান) এবং মোহাম্মদ আশরাফুল (১৩ টেস্টে ১০৯০ রান) এই তালিকায় নাম তোলেন। ২০১৩ সালের মার্চে গল টেস্ট দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয় মুমিনুলের। এখন পর্যন্ত ৬১ টেস্টের ১১৩ ইনিংসে ১২টি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৮ দশমিক ৫৩ গড়ে ৪০০৮ রান করেছেন তিনি। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড মুমিনুলেরই।
০১ এপ্রিল ২০২৪, ২১:৫৫

বিপিএলের মাঝ পথে দল পেলেন মুমিনুল
বাংলাদেশ ক্রিকেটে এক সময় ভরসার অন্যতম প্রতীক ছিলেন মুমিনুল হক। তবে গায়ে সেঁটে গেছে টেস্টে স্পেশালিস্টের তকমা। দেশের হয়ে ২২ গজে দাপট দেখানো এই ক্রিকেটার গত দুই বিপিএলে দল পাননি মুমিনুল। চলমান বিপিএলে শুরুতে দল না পেলেও, আসরের মাঝ পথে এই বাঁহাতি ব্যাটারকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। বুধবার (৭ ফেব্রুয়ারি) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে মুমিনুলকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। লম্বা বিরতির পর এবার রংপুর রাইডার্সের জার্সি গায়ে চাপিয়ে বিপিএলে ফিরছেন মুমিনুল। রংপুরের প্রস্তাবটা হঠাৎ এলেও নিজেকে বেশ আগে থেকেই প্রস্তুত করছিলেন মুমিনুল। এবারের বিপিএলের ড্রাফট থেকে তাকে কেউ দলে না নিলেও একাই চালিয়ে যাচ্ছিলেন সাদা বলের ক্রিকেটের অনুশীলন।  নিজের সর্বশেষ বিপিএলেই নাকি বুঝতে পেরেছিলেন, লাল বল আর সাদা বলের খেলাটা একই ধরনের না। তাই পার্থক্য বুঝে নিজের খেলার ধরনে এনেছেন পরিবর্তন। কাজ করেছেন শট খেলা নিয়ে। নতুন নতুন শট নিজের ভাণ্ডারে জমা করেছেন। চলমান বিপিএলে ৭ ম্যাচ খেলে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স।  
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়