• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
মুন্সীগঞ্জে আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষে গুলি, নিহত ১
মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ারে আধিপত্য নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) ভোর ৪টার দিকে ইউনিয়নের ছোট মোল্লাকান্দি গ্রামে মামুন ও আহমেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া পারভেজ খা (২০) স্থানীয় পলাশ খার ছেলে। এ ঘটনায় অপর গুলিবিদ্ধ রাব্বি খাকে (২৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বাকিরা। স্থানীয় সূত্রে জানা গেছে, চরকেওয়ার ইউনিয়নের খানকান্দি ও ছোট মোল্লাকান্দি গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মামুন হালদার-নজির হালদার গ্রুপের সঙ্গে আহমদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। সেই বিরোধকে কেন্দ্র করে এর আগেও কয়েক দফা সংঘর্ষে লিপ্ত হয় গ্রুপ দুটি। তারই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাত থেকে আবারও বিবাদে জড়ান দুই গ্রুপের সমর্থকরা । মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র পরিণত হয় গ্রাম দুটি। এতে গুলিবিদ্ধ দুইজনসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে ১০ থেকে ১২টি বসতবাড়ি। বর্তমানে গ্রাম দুটিতে চরম আতঙ্ক বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।  আহমদ গ্রুপের আহমদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে মামুন হালদারের ভাই সেলিম হালদার গ্রুপের লোকজন আমার কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে পারভেজ ও রাব্বিকে গুলি করে। সেই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে পারভেজ মারা গেছে। এছাড়াও ব্যাপক ভাঙচুর চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।   তবে এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন মামুন হালদার। তিনি বলেন, শুক্রবার বিকেল থেকে আমাদের লোকজনকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল আহমদ গ্রুপের সন্ত্রাসীরা। পরে রাতে আমার লোকজনের বাড়িঘরে ককটেল বিস্ফোরণ ঘটালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আমার ৮ থেকে ১০ জন কর্মী আহত হয়েছে।  মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্ব বিরোধ ও আধিপত্য নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১৩ এপ্রিল ২০২৪, ১৬:৩১

মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ 
মুন্সীগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে স্বল্প আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) মুন্সীগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মো. আবুজাফর রিপন এ কার্যক্রমের উদ্বোধন করেন।  এ সময় সদর উপজেলায় দুস্থ, অসহায় ও আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে ৬০০ প্যাকেট উপহার বিতরণ করা হয়।  প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি মিনিকেট চাল, দুই কেজি পোলাওয়ের চাল, দুই লিটার সয়াবিন তেল, দুই প্যাকেট লাচ্ছা সেমাই, এক কেজি ডাল ও এক কেজি চিনি রয়েছে।  এ সময় জেলা প্রশাসক বলেন, সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ঈদের আনন্দ ও সৌহার্দ্যের বাণী ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর এই উপহার দিয়েছেন। সবাইকে নিয়ে আমরা প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের পথে যাত্রা করেছি। এ যাত্রার সকল পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিতের জন্য সরকার কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসন সরকারের নির্দেশনা বাস্তবায়নে সর্বদা তৎপর রয়েছে। উপহার বিতরণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) জনাব ফেরদৌস ওয়াহিদ, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মিজ আফিফা খান, সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. আতাউর রাব্বীসহ অনেকেই উপস্থিত ছিলেন। 
০৯ এপ্রিল ২০২৪, ১৮:০২

মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড ঘটানো মার্কিন নাগরিক নিউইয়র্কে গ্রেপ্তার
বাংলাদেশের মুন্সীগঞ্জের সিরাজদিখানে হত্যাকাণ্ড ঘটানো যুক্তরাষ্ট্রের নাগরিক গেনেট রোজারিওকে (৫২) নিউইয়র্কের ম্যানহাটনে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) স্থানীয় সময় অভিযুক্ত নিউইয়র্কের ব্রঙ্কসের ওই বাসিন্দাকে গ্রেপ্তার করে দেশটির আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ফৌজদারি শাখার প্রধান ও মুখ্য উপসহকারী অ্যাটর্নি জেনারেল নিকোল এম আর্জেন্টিয়েরি এক বিবৃতিতে বলেছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক। ওই ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিককে হত্যার অভিযোগ রয়েছে। জানা গেছে,  গেনেট রোজারিও ২০২১ সালের ১১ জুন বাংলাদেশে থাকা অবস্থায় মাইকেল রোজারিও নামে অপর এক যুক্তরাষ্ট্রের নাগরিককে হত্যা করেন। তার বিরুদ্ধে বিদেশে একজন মার্কিন নাগরিককে হত্যা ও সশস্ত্র সহিংসতার সময় আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখা, বহন ও ব্যবহারের বিষয়ে অভিযোগ আনা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।  মুখ্য উপসহকারী অ্যাটর্নি জেনারেল নিকোল এম আর্জেন্টিয়েরি বলেন, বিদেশে এক জন আমেরিকান নাগরিক অপর এক আমেরিকান নাগরিককে হত্যা করলে তাকে কঠিন পরিণতি ভোগ করতে হয়।  উল্লেখ্য, ২০২১ সালের ১১ জুন মুন্সীগঞ্জের সিরাজদিখানের খ্রিস্টানপল্লী কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে মাইকেল রোজারিও (৭২) নামে যুক্তরাষ্ট্রপ্রবাসীকে গুলি করে হত্যা করেন তার ভাতিজা গেনেট রোজারিও। ওই রাতেই স্থানীয় পুলিশ গেনেট রোজারিওকে বন্দুক ও গুলিসহ গ্রেপ্তার করেন। পরে গেনেট রোজারিও আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যান।
০৫ এপ্রিল ২০২৪, ২৩:০৫

বাসভাড়া   / পঞ্চগড় যেতে ১৩.৩২ টাকা, মুন্সীগঞ্জে ৮১ পয়সা কমলো
প্রতি কিলোমিটারে বাসভাড়া মাত্র ৩ পয়সা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। মঙ্গলবার (২ এপ্রিল) থেকে এটি কার্যকর হবে। সোমবার (১ এপ্রিল) রাতে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস-মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া ২ টাকা ১৫ পয়সার জায়গায় ২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হলো। ফলে ঢাকার জিরো পয়েন্ট থেকে পঞ্চগড়ের দূরত্ব ৪৪৪ কিলোমিটার। সেই হিসাবে ঢাকা-পঞ্চগড় রুটের বাসের ভাড়া কমবে ১৩ টাকা ৩২ পয়সা এবং সবচেয়ে কাছের জেলা মুন্সীগঞ্জের দূরত্ব ২৭ কিলোমিটার। এই পথে ভাড়া কমবে মাত্র ৮১ পয়সা। বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ)-এর দূরত্বের হিসাবে, ৪০৮ কিলোমিটার দূরত্বের ঠাকুরগাঁও রুটে ভাড়া কমবে ১২ টাকা ২৪ পয়সা; ৩৮৮ কিলোমিটার দূরত্বের কক্সবাজার রুটে ভাড়া কমবে ১১ টাকা ৬৪ পয়সা; ৩৮৩ কিলোমিটার দূরত্বের দিনাজপুর রুটে ভাড়া কমবে ১১ টাকা ৪৯ পয়সা; ৩৬১ কিলোমিটার দূরত্বের নীলফামারী রুটে ভাড়া কমবে ১০ টাকা ৮৩ পয়সা; ৩৫০ কিলোমিটার দূরত্বের কুড়িগ্রাম রুটে ভাড়া কমবে ১০ টাকা ৫০ পয়সা। অন্যদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকা থেকে ৩০৯ কিলোমিটার দূরত্বের রংপুর রুটে ভাড়া কমবে ৯ টাকা ২৭ পয়সা; ২৯৫ কিলোমিটার দূরত্বের চট্টগ্রাম রুটে ভাড়া কমবে ৮ টাকা ৮৫ পয়সা; ২৭১ কিলোমিটার দূরত্বের খুলনা রুটে ভাড়া কমবে ৮ টাকা ১৩ পয়সা; ২৫৮ কিলোমিটার দূরত্বের রাজশাহী রুটে ভাড়া কমবে ৭ টাকা ৭৪ পয়সা; ২৪৯ কিলোমিটার দূরত্বের বরিশাল রুটে ভাড়া কমবে ৭ টাকা ৪৭ পয়সা; ২৪৩ কিলোমিটার দূরত্বের সিলেট রুটে ভাড়া কমবে ৭ টাকা ২৯ পয়সা এবং ১২১ কিলোমিটার দূরত্বের ময়মনসিংহ রুটে ভাড়া কমবে ৩ টাকা ৬৩ পয়সা। বাসভাড়া কমানোর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস-মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া ২ টাকা ১৫ পয়সার জায়গায় ২ টাকা ১২ পয়সা নির্ধারণ করা হলো। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪৫ পয়সার জায়গায় ২ টাকা ৪২ পয়সা নির্ধারণ করা হলো। তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ১০ টাকা এবং ৮ টাকা আগের মতো বহাল থাকবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন জেলার (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাস উভয় ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৩৫ পয়সার জায়গায় ২ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হলো। ভাড়ার এই হার গ্যাস চালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ভাড়ার হার প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে আবশ্যিকভাবে টাঙিয়ে রাখতে হবে। এদিকে বাসভাড়া মাত্র ৩ পয়সা কমানোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, দফায় দফায় জ্বালানি তেলের দাম কমলেও হিস্যা অনুযায়ী বাস ভাড়া কমানোর পরিবর্তে প্রতি কিলোমিটারে মাত্র ৩ পয়সা কমিয়ে দেশের যাত্রী সাধারণের সঙ্গে তামাশা করছে সরকার।
০২ এপ্রিল ২০২৪, ১২:৩০

মুন্সীগঞ্জে ১১ ঘণ্টা পর সুপার বোর্ড কারখানার আগুন নিয়ন্ত্রণে 
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের মেঘনা নদীর পাড়ে প্লাই বোর্ড তৈরির কারখানার গুদামে লাগা আগুন প্রায় ১১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। রোববার (২৪ মার্চ) দুপুরে এই আগুনের সূত্রপাত। মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি সোমবার (২৫ মার্চ) দৃশ্যমান আগুন নিভে গেছে। তবে গুদামে মজুত করা পাটখড়ি ও প্লাই বোর্ডে আগুনের ফুলকি আছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ৪টি  ইউনিটের  ৫৭ জন কর্মী কাজ করছেন।  ফায়ার সার্ভিস ও কারখানা-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার (২৪ মার্চ) বেলা সোয়া ১টার দিকে গুদামে মজুত করা পাটখড়িতে আগুন ধরে গেলে শ্রমিক ও স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা করেন। তবে বাতাসের কারণে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় তারা ব্যর্থ হন। গুদামের পাশেই নদীতে পাটখড়িবোঝাই তিনটি ট্রলার মালামালসহ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রথম দিকে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, এরপর নারায়ণগঞ্জের আরও চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় কুমিল্লা, ঢাকা থেকেও ফায়ার সার্ভিসের আরও কয়েকটি দল আসে। রাত সাড়ে আটটায় আগুনের ভয়াবহতা কমতে শুরু করে।  গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার গণমাধ্যমকে বলেন, রোববার (২৪ মার্চ) দুপুর থেকে রাত পর্যন্ত গজারিয়া, নারায়ণগঞ্জ, ঢাকা ও কুমিল্লা ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভাতে টানা কাজ করেছে। দৃশ্যমান আগুন নিভে গেছে। তবে গুদামের মজুত করা পাটখড়ি ও প্লাই বোর্ডে আগুনের ফুলকি আছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। পাটখড়ি ও প্লাই বোর্ডের ওপরের স্তরে ফুলকি আছে। পানি ছিটিয়ে একটি একটি করে আগুন নির্বাপণ করে মালামাল সরানো হচ্ছে। এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।
২৫ মার্চ ২০২৪, ১৫:১৫

মুন্সীগঞ্জে বোর্ড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি বোর্ড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।  রোববার (২৪ মার্চ) দুপুরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক বলেন, কারখানাটিতে হার্ডবোর্ড জাতীয় বিভিন্ন বোর্ড তৈরি হয়। আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছি। বর্তমানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।  
২৪ মার্চ ২০২৪, ১৬:২৬

মুন্সীগঞ্জে ৩০ যাত্রী নিয়ে বাস খাদে
মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গুরুতর আহতরা হলেন শাকিল (৩৫), জিতেন্দ্র (৭৫), উজ্জল (৩১) ও মো. হেলাল (৫২)। তারা সবাই মুন্সীগঞ্জের সিরাজদীখান ও টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক অবস্থায় বাকিদের নাম জানা যায়নি। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সিরাজদিখান উপজেলার কাজীর বাগ চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সিরাজদীখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত জানান, দুর্ঘটনা কবলিত বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল। এদের মধ্যে বেশিরভাগই বাস থেকে নেমে যেতে পেরেছেন।চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বাসের ভিতরে তল্লাশি চালানো হয়েছে। তবে ভিতরে কোনো যাত্রী পাওয়া যায়নি।  জানা গেছে, ঢাকা-টঙ্গীবাড়ী রুটে ডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো গ ১৫-৯৬৬১) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার গুলিস্তান এলাকা থেকে টঙ্গীবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। তখন গাড়ির মূল ড্রাইভার কাইয়ুম গাড়িটি চালাচ্ছিলেন। কাইয়ুম সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামের বাসিন্দা। এই গাড়িটি ইছাপুরা হয়ে টঙ্গীবাড়ি আসার পথে কাইয়ুম তার গ্রামের বাড়ি ইছাপুরায় নেমে যান। পরে হেলপার গাড়ি চালাচ্ছিলেন। গাড়িটি রাত ৯টার দিকে সিরাজদিখান উপজেলার কাজিরবাগ বনভিটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৩

মুন্সীগঞ্জে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রীর
মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলআরোহী স্বর্ণা আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকায় শ্রীনগর-দোহার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বর্ণা ঢাকার দোহার উপজেলার মোকসেদপুর গ্রামের সেকেন্দার খালাসির মেয়ে।  তিনি দোহার পদ্মা কলেজের দ্বাদশ মানবিক বিভাগের ছাত্রী। স্থানীয়রা জানান, আজ সকালে শ্রীনগর-দোহার সড়কের দোহারগামী রাস্তায় অজ্ঞাত যুবকের মোটরসাইকেলে বালাসুর বাজার থেকে আল-আমিন বাজারের দিকে যাচ্ছিলো নিহত স্বর্ণা। পথে কামারগাও এলাকায় একটি দ্রুত গতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে কলেজছাত্রী স্বর্ণা মোটরসাইকেল থেকে ছিটক পড়েন। এতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান ওই অজ্ঞাত যুবক। ঘাতক ট্রাকটিকেও আটক করতে পারেনি পুলিশ। এ বিষয়ে শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  মরদেহ পুলিশ হেফাজতে থানায় রাখা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৬

মুন্সীগঞ্জে হত্যা মামলার ৩ জনের যাবজ্জীবন
মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অন্য একটি মামলায় তাদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।  মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আবদুল হান্নান এ রায় দেন।   যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. মিলন শিকদার (৩৪), মো. ফয়সাল জুয়েল শেখ (২৮) ও মো. নাজির হোসেন মোড়ল। মিলন শিকদার লৌহজং উপজেলার উত্তর মসদগাঁও গ্রামের মৃত নাজির আহমেদ শিকদারের ছেলে। মো. ফয়সাল জুয়েল শেখ একই এলাকার মিলন খানের ছেলে এবং মো.‌ নাজির হোসেন মোড়ল একই গ্রামের মৃত বাদশা মোড়লের ছেলে। আদালতের ব্রেঞ্চ সহকারী মো. হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার‌ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৭ জানুয়ারি আ. বারেক শেখ তার বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে টংগিবাড়ী থানা পুলিশ আ. বারেক শেখকে আহত অবস্থায় তৌলকাইগামী ব্রিজের মাঝামাঝি রাস্তার দক্ষিণ পাশ থেকে উদ্ধার করেন।  পুলিশ জানায়, ঘটনার দিন আসামিরা লৌহজং উপজেলা থেকে পাশের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে মোটরসাইকেলে করে এসে ব্যাংক এশিয়ার সামনে অবস্থান নেয়। ওই সময় আ. বারেক শেখ ব্যাংক থেকে কাঁধে একটি স্কুল ব্যাগ ঝুলিয়ে ব্যাংক থেকে বের হন। এরপর অটোরিকশায় করে টংগীবাড়ী বাজারের দিকে রওনা করেন। তখন আসামিরা মোটরসাইকেলে অটোরিকশাটিকে অনুসরণ করতে থাকে। পরে রিকশাটি টঙ্গীবাড়ী উপজেলার বলই টু তোলকাই গামী ব্রিজের মাঝামাঝি স্থানে পৌঁছালে রিকশা থামিয়ে বারেক শেখকে চাকু দিয়ে আঘাত করে। পরে তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় চাকুর আঘাতে ঘটনাস্থলেই মারা যান বারেক শেখ।  পরে ওই ঘটনায় নিহতের বাবা মোস্তফা বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় মামলা দায়ের করলে ওই মামলায় মোট ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। এ ব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা কে এম রিয়াজুল বলেন, সিসিটিভি ফুটেজের মাধ্যমে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের বিভিন্ন কৌশলে গ্রেপ্তার করা হয়। এরপর আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।   
১৬ জানুয়ারি ২০২৪, ১৬:৪৩

মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত 
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে পূর্বশত্রুতার জের ধরে ছুরিকাঘাতে তরিকুল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।  রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।  নিহত তরিকুল ওই এলাকায় আবুল বেপারীর পুত্র।   স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, একই গ্রামের মাহিরের সঙ্গে তরিকুলের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই ঘটনার জের ধরে আজ সন্ধ্যায় তর্কবিতর্কের একপর্যায়ে মাহির তরিকুলকে ধারালো ছুরি দিয়ে বুকের বাম পাশে আঘাত করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ওসি জানান, ঘটনার তদন্ত ও আসামি গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছি। 
০৭ জানুয়ারি ২০২৪, ২১:১৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়