• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
নোয়াখালীতে ছাত্রলীগের মিলনমেলা অনুষ্ঠিত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বামনী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে রামপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।  রামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সামছুল আলম রাব্বির সভাপতিত্বে মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। উৎসবের উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মির্জা মাশরুল কাদের তাশিক।  এ সময় আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, মিলনমেলা উদযাপন কমিটির আহ্বায়ক রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শরীফ চৌধুরী পিপল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত প্রমুখ।   উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী রামপুর ইউনিয়ন ছাত্রলীগের ৫ শতাধিক সাবেক-বর্তমান নেতৃবৃন্দের এ মিলনমেলা অংশ গ্রহণ করেন। এ সময় বক্তারা ছাত্রলীগের পূর্ববর্তী কমিটির স্মৃতিচারণ করে। মিলনমেলায় জাতীয় ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।         
১৬ এপ্রিল ২০২৪, ১৫:২৭

ভূঞাপুরে বন্ধু মিলনমেলা অনুষ্ঠিত
টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৯ ব্যাচ ও ইবরাহীম খাঁ সরকারি কলেজের এইচএসসি ১৯৮১ ব্যাচের বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৩ এপ্রিল) ইবরাহীম খাঁ সরকারি কলেজে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।  কর্মসূচির মধ্যে ছিলো উপহার প্রদান, র‌্যালি, দোয়া, পরিচিতি ও আলোচনা সভা। এসএসসি ১৯৭৯ ব্যাচের ছাত্র সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সমন্বয়ে এবং অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ফরিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক নাজির হোসেন, অধ্যাপক আনোয়ার ইমাম, অধ্যাপক লুৎফুল হক। এ ছাড়াও এসএসসি ১৯৭৯ ব্যাচের বন্ধু খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খন্দকার আনিসুল হক, ডেপুটি সেক্রেটারি খোকন, লেফন্ট্যান্ট কর্ণেল হাবিুর রহমান হাবিব, ড. আনিসুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল।  শেষে প্রীতিভোজের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠানের সমাপ্তি হয়। দ্বিতীয় পর্বে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
১৩ এপ্রিল ২০২৪, ১৯:৫১

মিলনমেলা যেন এক টুকরো ঢাকা কলেজ ক‍্যাম্পাস
মিলনমেলা যেন হয়ে উঠেছিল এক টুকরো ঢাকা কলেজ ক‍্যাম্পাস। দিনভর আনন্দ, আড্ডা, হই-হুল্লোড় আর উৎসবের মাঝে সবাই ফিরে গিয়েছিল ৩০ বছর আগে ঢাকা কলেজে এইচএসসি পড়ার সময়টাতে। বন্ধুত্ব, স্মৃতিকারতা আর আড্ডায় বার বার ফিরে আসছিল ক্লাসরুম, প্রিয় শিক্ষকের মুখ, ছাত্রাবাসের জীবন, ক‍্যান্টিন, আর শহীদ মিনারের সামনে আড্ডামুখর দিনগুলো। তারুণ্য ভর করেছিল সবার মনে। সকাল থেকে সন্ধ‍্যা– তবু যেন আড্ডা ফুরোয় না। ‘ঢাকা কলেজ অ‍্যালামনাই অ‍্যাসোসিয়েশন এইচএসসি ৯৬’ এই মিলনমেলা অনুষ্ঠিত হয় ময়মনসিংহের ভালুকার অরণ‍্য ইকো রিসোর্টে। সুপরিসর, সাজানো গোছানো রিসোর্টটিতে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এই মিলনমেলার আয়োজন করা হয়।  আনন্দ-ফূর্তি, খেলাধুলা, সংগীতানুষ্ঠান, প্রীতিভোজ আর আড্ডায় কাটে সারা দিন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ব‍্যান্ড দল ‘সমর্পণ’। আর সদস‍্যদের জন‍্য শুভেচ্ছা উপহার দেন অ্যালামনাই সদস‍্য ব‍্যবসায়ী সেলিমুজ্জামান জুয়েল। এছাড়া নির্বাহী সদস‍্য হিসেবে আছেন রায়হান আজাদ টিটো, রিয়াজ উদ্দিন আহম্মেদ, শাহিনুর রহমান টুটুল, খন্দকার তারিকুল ইসলাম তারেক, জুলফিকার হায়াত, রেদোয়ান আহমেদ, মো. সাইদুর রহমান, কর্নেল রাশেদ হাসান রাহাত, কামরুল হাসান, কর্নেল গোলাম মাবুদ হাসান শান্ত, নাছির উদ্দিন আহমেদ, মো. আসাদুজ্জামান সরকার, আব্দুন নুর সজল, ডা. মো. সায়িম রহমান ভূইয়া, দীন ইসলাম, ডা. রাজিব কুমার বণিক, মাহবুবুল করিম শাহিন, জুলফিকার হায়দার চৌধুরী, মো. মোজাম্মেল হক রাজু, সারোয়ার মোর্শেদ, আসাদুজ্জামান খান লাভলু ও এফএ মামুন মাসুদ।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৩

কুমিল্লায় বিড়ালপ্রেমীদের মিলনমেলা
কুমিল্লায় ফেসবুক গ্রুপ ‘বিড়াল সমাচার, কুমিল্লা’ এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বিড়ালপ্রেমীদের মিলনমেলা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এ মিলনমেলার আয়োজন করা হয়। নগরীর একটি পার্টি সেন্টারে দিনব্যাপী এ মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ক্যাটস হোম বিড়ালের বাড়ির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ উদ্দিন রনী। ‘বিড়াল সমাচার, কুমিল্লা’ এর এডমিন জাবেদ কাউছার রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাণী চিকিৎসক মারুফ হাসান ইমরান, ভেট শেখ ইসমাইল আহমেদ, ভেট সামিয়া আফরীন ঐশী, ভেট আসিফ, দিপা রাজন। ‘বিড়াল সমাচার, কুমিল্লা’ এর মডারেটর শিহাব মাহমুদের পরিচালনায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৪ জনকে ৪টি পার্সিয়ান বিড়াল ছানা উপহার দেওয়া হয়।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়