• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
১২৫ উপজেলার জন্য সুসংবাদ
চার ধাপে দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তারই অংশ হিসেবে ৪৬০ স্টেডিয়ামের মধ্যে প্রথম ধাপে ১২৫টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। তবে এসব স্টেডিয়ামগুলো ছিল কম বাজেটের, সাধারণ মানের গ্যালারিহীন একতলা বিল্ডিং। কাজও হয়নি ঠিকঠাকমতো অনেক জায়গায়। প্রতিটি স্টেডিয়ামের বাজেট ছিল ৫২ লাখ টাকার মতো। যার ফলে ১২৫ উপজেলা ক্রীড়া সংগঠকরা আফসোস করেছিলেন।  এবার দ্বিতীয় ধাপে নির্মাণ করা হবে ১৮৬টি মিনি স্টেডিয়াম। প্রতিটি স্টেডিয়ামের বাজেট ৬ কোটি টাকারও বেশি। স্টেডিয়ামগুলোতে তিনতলা বিল্ডিংয়ের সঙ্গে থাকবে ৩০০ ফুট করে উন্মুক্ত গ্যালারি। টপফ্লোরে থাকছে ভিআইপিদের বসার ব্যবস্থা। আপদকালীন সময়ে এসব বিল্ডিংয়ে আশ্রয় নিতে পারবে মানুষ।  এসব বিষয় থেকেই দুই ধাপের মিনি স্টেডিয়ামের পার্থক্য বোঝা যায়। তবে এবার সুসংবাদও আসছে প্রথম ধাপে স্টেডিয়াম পাওয়া ১২৫ উপজেলার জন্য। প্রথম ১২৫ উপজেলার স্টেডিয়ামগুলোকে দ্বিতীয় ধাপে চলমান প্রকল্পের মতো উন্নত করা হবে। তবে এর জন্য ওই ১২৫ উপজেলাকে তৃতীয় ও চতুর্থ ধাপের প্রকল্প শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সুকুমার সাহা গণমাধ্যমে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ধাপের ১২৫টি স্টেডিয়ামকে দ্বিতীয় ধাপের মতো সুন্দর করে তৈরি করে দিতে চেয়েছেন। প্রকল্পের বাকি দুটি ধাপ শেষ হলে ওই ১২৫ স্টেডিয়াম দ্বিতীয় পর্যায়ের মতো করে দেওয়া হবে।
১১ এপ্রিল ২০২৪, ২২:১৬

বীরের প্রথম সাগর দেখা
বর্তমানে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা বুবলী। কাজের ফাঁকে অবসর সময়টা ছেলেকেই দেন তিনি। মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সঙ্গে খুনসুটির সুন্দরমুহূর্ত কিংবা ঘুরে বেড়ানোর অনুভূতি শেয়ার করেন বুবলী। এবারও তার ব্যতিক্রম হলো না। বীরকে নিয়ে শীত অবলোকন করতে সাগর পাড়ে গিয়েছেন বুবলী। শুধু তাই নয়, মা-ছেলের সুন্দর সেই মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ারও করেছেন তিনি।   বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে সাগর পাড়ের কয়েকটি ছবি শেয়ার করেছেন বুবলী। ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, এই শীতে বাপজানের প্রথম সাগর দেখা। ওই ছবিগুলোতে দেখা যায়, বুবলী পরেছেন একটি ব্ল্যাক মিনি স্কার্টের সঙ্গে একই রঙের ওভারকোট। অন্যদিকে বীরের পরনে রয়েছে নীল জিন্স সঙ্গে ব্ল্যাক হুডি। সাগর পাড়ের মিষ্টি রোদে ক্যামেরায় ধরা দিয়েছেন দুজনেই।  সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে ৫৫ হাজারেরও বেশ প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। একজন লিখেছেন, মাশাআল্লাহ ছোট কিং’কে অসাধারণ লাগছে। আরেক নেটিজেন লিখেছেন, মিষ্টি মায়ের কিউট বাবাটা, মাশাআল্লাহ। প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবরে বীরকে প্রকাশ্যে আনেন শাকিব-বুবলী। এরপর থেকে প্রায়ই ছেলের ছবি পোস্ট করেন নায়িকা। বরাবরের মতোই বুবলীর নতুন পোস্টটিও নজর কেড়েছে নেটিজেনদের।
০৫ জানুয়ারি ২০২৪, ১২:১৩

অটোরিকশায় মিনি ট্রাকের ধাক্কা, নিহত ২
বগুড়ায় ঘন কুয়াশায় মিনি ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।  বুধবার (৩ জানুয়ারি) সকালে শহরের বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়া এলাকার টিএমএসএস কারওয়াশ সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।   এ সময় আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী। নিহতরা হলেন- অটোরিকশার চালক মোখলেছ উদ্দিন ও যাত্রী রফিকুল ইসলাম। তাদের দুজনেরই বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের বাসিন্দা।  বগুড়ার কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আব্বাস আলী এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি চারজন যাত্রী নিয়ে মোকামতলা থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘন কুয়াশার কারণে অসাবধানতাবসত রংপুরগামী মিনি ট্রাক সামনে থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক মোখলেছ ও যাত্রী রফিকুল ইসলাম নিহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ওসি আব্বাস আলী বলেন, দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত আছেন বলে জানতে পেরেছি। দুর্ঘটনাকবলিত মিনি ট্রাক ও অটোরিকশা পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পরপরই মিনি ট্রাকের চালক এবং সহযোগী পালিয়ে গেছে।
০৩ জানুয়ারি ২০২৪, ১৩:২৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়