• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
হাসপাতাল থেকে ছাড়া পেয়েই বড় চমক দিলেন মিঠুন
গুরুতর অসুস্থ হয়ে দুদিন হাসপাতালে ভর্তি থাকার পর সোমবার (১২ ফেব্রুয়ারি) ছাড়া পেয়ে বাসায় ফেরেন মিঠুন চক্রবর্তী। বর্তমানে আগের চেয়ে বেশ ভালো আছেন তিনি। তবে হাসপাতাল থেকে ছাড়া পেয়েই বড় চমক দিলেন এই অভিনেতা।   গণমাধ্যমে নিজের অসুস্থতার পাশাপাশি রাজনৈতিক প্রসঙ্গ নিয়েও কথা বলেন মিঠুন। এ সময় তিনি জানান— চলতি বছর ভারতের লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হবেন না তিনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ভীষণ খোশমেজাজেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিঠুন। রাজনৈতিক প্রসঙ্গে জানতে চাইলে এড়িয়ে না গিয়ে স্পষ্ট জানিয়ে দেন, লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন না তিনি।  তবে একুশের বিধানসভা নির্বাচনের মতোই এবার চব্বিশের লোকসভা ভোটেও বিজেপির হয়ে প্রচার করতে দেখা যাবে মিঠুনকে। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, আগামী ১ তারিখ থেকে লাগাতার প্রচার শুরু করব। একাধারে বাংলায় প্রচারের পাশাপাশি অন্য কোনো রাজ্যেও যদি যেতে হয়, তাহলেও যাব। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর ফোন পেয়েও ভীষণ খুশি হয়েছিলেন জানিয়ে মিঠুন বলেন, নরেন্দ্র মোদিকে খুব শ্রদ্ধা করি আমি। পাশাপাশি গণমাধ্যমে তৃণমূলের তারকা সংসদ তথা সহ-অভিনেতা দেবের প্রশংসা করতেও ভোলেননি এই অভিনেতা।  জানা গেছে, মিঠুনকে দেখতে নাকি হাসপাতালেও দেখতে গিয়েছিলেন দেব। সেই প্রসঙ্গে টেনে অভিনেতা বলেন, দেব খুব ভালো ছেলে। অত্যন্ত বুদ্ধিমান। ঠিক যেসময়ে দেবকে নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, তখনই এই অভিনেতাকে ‘গুড বয়’ সার্টিফিকেট দিলেন মিঠুন।   গত ১০ ফেব্রুয়ারি মিঠুনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই শোবিজ থেকে শুরু করে  উদ্বিগ্ন হয়ে ওঠে রাজনৈতিকমহলও। রাজনৈতিক মতাদর্শ, রং সমস্ত কিছু দূরে সরিয়ে রেখে গত দুদিনে তাকে দেখতে ছুটে গিয়েছেন তৃণমূলের তারকা সাংসদ ও বিধায়করাও।  সেই তালিকায় রয়েছেন— দেবশ্রী রায়, দেব, সোহম চক্রবর্তীরা রয়েছেন। এমনকি খোঁজ নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। একসময়ে তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের ‘রাজনৈতিক গুরু’ বলেছেন মিঠুন। তবে একুশের বিধানসভা ভোটেই বদলে যায় সেই সমীকরণ।  সূত্র : নিউজ ১৮    
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩২

মেডিকেল বুলেটিনে জানা গেল মিঠুন চক্রবর্তীর সর্বশেষ শারীরিক অবস্থা
ভারতীয় সিনেমার অভিনেতা মিঠুন চক্রবর্তী তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তাটা শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছুটি মিলবে মিঠুনের।  কলকাতার অ্যাপোলো হাসপাতালের মেডিকেল বুলেটিনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছুটি মিলবে মিঠুনের। আপাতত তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল টিম। মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, মিঠুন চক্রবর্তীর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তার পরিস্থিতি অনেকটাই স্বস্তিদায়ক। তিনি এখন সম্পূর্ণ সজাগ, সক্রিয়। পারিপার্শ্বিক বিষয়ে ওয়াকিবহাল। অভিনেতাকে নরম খাবার দেওয়া হয়েছে। তার আরও শারীরিক পরীক্ষা নিরীক্ষা বাকি।  হাসপাতালের বিছানায় আধা শোয়া অবস্থায় মিঠুনের কয়েকটি ছবিও প্রকাশ্যে এসেছে রোববার। ওই সব ছবিতে মিঠুনকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখা গেছে।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৯

হাসপাতালে কেমন আছেন মিঠুন চক্রবর্তী
শুটিং সেটে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে শনিবার (১০ ফেব্রুয়ারি) হাসপাতালে ভর্তি হন মিঠুন চক্রবর্তী। বর্তমানে সল্টলেকের বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি।  সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে অভিনেতার বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়েছেন সোহম চক্রবর্তী। হাসপাতাল থেকে তিনি জানান, আগের চেয়ে এখন ভালো আছেন মিঠুন। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।   এদিন সকালে ‘শাস্ত্রী’ সিনেমার শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিঠুন। এ সময় সেটে উপস্থিত ছিলেন অভিনেতা সোহম। তিনি নিজে গাড়ি চালিয়ে মিঠুনকে হাসপাতালে নিয়ে যান।   হাসপাতাল সূত্র হতে জানা যায়, আপাতত মিঠুনের কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই। ওষুধ দিয়ে অভিনেতাকে সুস্থ করে তোলার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। ডা. সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। ভারত সরকারের তরফ থেকে এবার ‘পদ্মভূষণ’ পদক পাচ্ছেন মিঠুন। বর্ষীয়ান মারাঠি চলচ্চিত্র নির্মাতা দত্তাত্রয় অম্বাদাস মায়ালু ওরফে রাজদত্ত, কিংবদন্তি সুরকার প্যায়ারেলাল শর্মা, প্রখ্যাত সংগীতশিল্পী ঊষা উত্থুপের সঙ্গে তালিকায় নাম আছে মিঠুনেরও। এদিকে মিঠুনের অসুস্থতার খবরে উদ্বিগ্ন তার সহকর্মী থেকে শুরু করে ভক্তরাও। তাই সুস্থ হয়ে অভিনেতা যেন দ্রুত শুটিংয়ে ফিরতে পারেন, সেই অপেক্ষাতেই রয়েছেন ‘শাস্ত্রী’র ইউনিট ও মিঠুনের ভক্তরা।  প্রসঙ্গত, মিঠুন অভিনীত ও নির্মিতব্য ‘শাস্ত্রী’ সিনেমার প্রযোজনায় রয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। আর এই সিনেমায় মাধ্যমেই প্রায় ১৬ বছর পর একসঙ্গে পর্দায় দেখা যাবে মিঠুন ও দেবশ্রী রায় জুটিকে। এটি নির্মাণ করছেন পথিকৃৎ বসু। চলতি বছরের পূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।  
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১০

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মিঠুন চক্রবর্তী। বর্তমানে সল্টলেকের বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মিঠুন ব্রেন স্ট্রোক করেছেন বলে জানা গেছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ‘শাস্ত্রী’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন মিঠুন। শুটিং চলাকালীন ফ্লোরের মধ্যেই হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি।  পরে সেখানেই বসে পড়লে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই অভিনেতাকে।  হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানায়— ব্রেন স্ট্রোক হয়েছে মিঠুনের। ইতোমধ্যে এমআরআই করা হয়েছে এই অভিনেতার। তার চিকিৎসায় বিশেষ দলও গঠন করা হয়েছে। পাশাপাশি তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। ভারত সরকারের তরফ থেকে এবার ‘পদ্মভূষণ’ পদক পাচ্ছেন মিঠুন। বর্ষীয়ান মারাঠি চলচ্চিত্র নির্মাতা দত্তাত্রয় অম্বাদাস মায়ালু ওরফে রাজদত্ত, কিংবদন্তি সুরকার প্যায়ারেলাল শর্মা, প্রখ্যাত সংগীতশিল্পী ঊষা উত্থুপের সঙ্গে তালিকায় নাম আছে মিঠুনেরও।    প্রসঙ্গত, মিঠুন অভিনীত ও  নির্মিতব্য ‘শাস্ত্রী’ সিনেমার প্রযোজনায় রয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। আর এই সিনেমায় মাধ্যমেই প্রায় ১৬ বছর পর একসঙ্গে পর্দায় দেখা যাবে মিঠুন ও দেবশ্রী রায় জুটিকে। এটি নির্মাণ করছেন পথিকৃৎ বসু। চলতি বছরের পূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।  সূত্র : আনন্দবাজার   
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৩

যে তারকারা পাচ্ছেন পদ্ম পুরস্কার
ভারতের মর্যাদাপূর্ণ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কার পদ্ম। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবার পদ্ম পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে। এবার  তিনটি ক্যাটাগরিতে প্রদান করা হয় পদ্ম পুরস্কার। এগুলো হলো, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এবার পদ্মবিভূষণ বিভাগে ৫ জন, পদ্মভূষণ বিভাগে ১৭ জন এবং পদ্মশ্রী বিভাগে ১১০ জন এই পুরস্কার পাচ্ছেন। সংস্কৃতি, শিল্প, সামাজিক কর্মকাণ্ড, জন কল্যাণ, বিজ্ঞান-প্রযুক্তি, বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, খেলাধুলাসহ অন্যান্য শাখায় বিশেষ অবদান রাখার জন্য প্রতি বছর ভারতীয় সরকারের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়। বরাবরের মতো এবারের তালিকায় ভারতীয় বেশ কজন তারকার নাম রয়েছে। জেনে নেয়া যাক কোন তারকা কোন বিভাগে এ পুরস্কার পাচ্ছেন।  পদ্মবিভূষণ ১. চিরঞ্জীবী (অভিনেতা) ২. পদ্মা সুব্রমণ্যম (নৃত্যশিল্পী, গীতিকার) পদ্মভূষণ ১. মিঠুন চক্রবর্তী (অভিনেতা) ২. ঊষা উথুপ (সংগীতশিল্পী) পদ্মশ্রী ১. রেজওয়ানা চৌধুরী বন্যা (সংগীতশিল্পী, বাংলাদেশ) ২. রতন কাহার (সংগীতশিল্পী, গীতিকার) ৩. অশোক কুমার বিশ্বাস (চিত্রশিল্পী) ৪. বালাকৃষ্ণান সদানম পুথিয়া ভেটিল (নৃত্যশিল্পী) ৫. ওমপ্রকাশ শর্মা (সংগীতশিল্পী)
২৬ জানুয়ারি ২০২৪, ২১:২৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়