• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
যেভাবে ‌‘ঢালী সিন্ডিকেট’ গড়ে তোলেন সহজের পিয়ন মিজান
ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের অন্যতম হোতা সহজ ডটকমের পিয়ন মো. মিজান ঢালীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মিজানের নেতৃত্বে ‘ঢালী সিন্ডিকেট’ নামে এই চক্রটি দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল। শুক্রবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এর আগে, বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কমলাপুর ও সবুজবাগ এলাকা থেকে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ‘ঢালী সিন্ডিকেট’-এর মূলহোতা মো. মিজান ঢালী (৪৮), মো. সোহেল ঢালী (৩০), মো. সুমন (৩৯), মো. জাহাঙ্গীর আলম (৪৯), মো. শাহজালাল হোসেন (৪২), মো. রাসেল (২৪), মো. জয়নাল আবেদীন (৪৬), মো. সবুর হাওলাদার (৪০) ও নিউটন বিশ্বাস (৪০)। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টিকিট, আটটি মোবাইল ফোন, একটি এনআইডি, একটি ড্রাইভিং লাইসেন্স, কালোবাজারির বিভিন্ন আলামত এবং টিকিট বিক্রির নগদ ১১ হাজার ৪২২ টাকা জব্দ করা হয়েছে। খন্দকার আল মঈন বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল। ঢালী সিন্ডিকেটের মূলহোতা হলো সহজ ডটকমের পিয়ন মো. মিজান ঢালী। তিনি দীর্ঘদিন ধরে রেলওয়ের টিকিট বুকিংয়ের জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন। সবশেষ ২০২০ সালে রেলওয়ে টিকিটের চুক্তি সহজ ডট কমকে দেওয়া হলে সেখানেও পিয়ন হিসেবে মিজানের চাকরি বহাল থাকে। চাকরির সুবাদে দেশব্যাপী বিভিন্ন স্টেশনের সহজ ডটকমের অফিসে এবং বড় বড় রেলওয়ে স্টেশনের কর্মচারীদের সঙ্গে মিজানের পরিচিতি বৃদ্ধি পায়। যার সূত্র ধরে তিনি বিভিন্ন স্টেশনে থাকা সহজ ডটকমের সদস্য, টিকিট কাউন্টার ও অন্যান্য কালোবাজারি চক্রের সদস্যদের সমন্বয়ে কারসাজির মাধ্যমে বিপুল পরিমাণ টিকিট বিক্রি করতেন। তিনি বলেন, সহজ ডটকমের কমলাপুর রেলস্টেশন সার্ভার রুমের সার্ভার অপারেটর নিউটন বিশ্বাস, স্টেশন রিপ্রেজেন্টেটিভ সবুর হাওলাদার এবং পলাতক আব্দুল মোত্তালিব, আশিকুর রহমানসহ আরও কয়েকজন টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত। ঈদ, পূজা ও সাপ্তাহিক ছুটিসহ বিশেষ ছুটির দিনকে উপলক্ষ্য করে মিজান ও সোহেল কারসাজির মাধ্যমে বেশি টিকিট সংগ্রহ করতেন। প্রতি বছর ঈদ মৌসুমে তারা সিন্ডিকেটের মাধ্যমে প্রায় ২-৩ হাজার টিকিট কালোবাজারির মাধ্যমে বিক্রি করতেন। এবারও তারা ঈদের আগে বেশি টিকিট সংগ্রহের পরিকল্পনা করছিলেন। র‍্যাবের মুখপাত্র বলেন, টিকিট বিক্রির অর্থ দুইভাগ করে ৫০ শতাংশ সহজ ডটকম ও রেলস্টেশনের টিকিট কাউন্টার ম্যানরা পেতেন এবং বাকিটা সিন্ডিকেটের মূলহোতা মিজান, সোহেলসহ তাদের সহযোগীদের মাঝে ভাগাভাগি হতো। এভাবেই পরস্পরের যোগসাজশে তারা দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিলেন।
২২ মার্চ ২০২৪, ১৬:৫৫

মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ ‌‘মায়াতন্ত্র’
সৃজনশীল লেখক, কবি ও সাংবাদিক মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ 'মায়াতন্ত্র' আসছে এবারের ব‌ই মেলায়। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে শ্রাবণ প্রকাশনী থেকে ব‌ইটি মেলায় আসছে বলে জানান প্রকাশক রবিন আহসান। মায়াতন্ত্র'র প্রচ্ছদ এঁকেছেন রাজিব রায়। এতে ৭০টির মতো কবিতা থাকছে। এরমধ্যে বেশিরভাগ কবিতা‌ই প্রেমের।  নতুন কাব্যগ্রন্থ প্রসঙ্গে কবি মিজান মালিক বলেন, প্রতিটি মানুষেরই কিছু শখের মানুষ থাকে। তাদের প্রতি অতুল মায়াও থাকে। অনুভূতির উঠোনে একটু যত্ন পেলে তুলতুলে নরম হয়ে ওঠার অজস্র গল্প আছে ।‌ অপরদিকে বাস্তবতার সড়কে আক্রান্ত মানুষ, অন্যের প্রতি কোমল ভালোবাসার ভিটায় যখন শ্লেষের চারা লাগায়,তখন সে ভীর থেকে বেরিয়ে আলাদা হয়ে যায়। বিষণ্ণ মন খুঁজে প্রশান্তি।‌ কখনো বৃষ্টির প্রার্থনায়, সন্ধ্যা তারার মাঝে। মেঘ‌ও হয়ে ওঠে অভিমানের পারদ। যদি বৃষ্টি না ঝরায়। কবিতায় মানুষের আকুল মনের নানামুখী তৎপরতা উঠে এসেছে। তিনি বলেন, মায়াতন্ত্র'র কবিতার শরীর শৈলিতে প্রেম, আশা-নিরাশা, কাছে পাওয়া কিংবা দূরত্বের শঙ্কা আবার কখনো দোটানা আশ্রয় নিয়েছে বেশ। বলা চলে এই কাব্যগ্রন্থের বড় একটা জায়গা দখলে রেখেছে প্রেম, ভালোবাসা বিরহব্যথার অমিমাংসিত রহস্য। পাশাপাশি জীবনপাতার ওপর কুয়াশা ঝরে পড়াও পেয়েছে জায়গা। তবে সেটিও মূখ্য হয়ে উঠতে পারেনি, কাব্যগ্রন্থের রোমান্টিক কবিতার দাপটের কাছে। এর প্রতিটি কবিতা যেনো বিদ্যমান সময়ের একেকটা বৃক্ষ। যার ছায়ায় একটু জিরিয়ে নিতে চাইবে সবাই। এর আগে, ২০২০ সালে লেখক সাংবাদিক মিজান মালিকের প্রথম কাব্যগ্রন্থ 'গল্প ছাড়া মলাট' প্রকাশ করেছিল ঐতিহ্য প্রকাশনী। সে বছর মেলায় ব‌ইটি বেশ সাড়া ফেলে। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ 'মন খারাপের পোস্টার' প্রকাশ পেয়েছিল ২০২১ সালে। করোনাকালে। এইসময় প্রকাশনা বের করেছিল এটি। তার দুটো কাব্যগ্রন্থ‌ই পাঠকপ্রিয়তা পেয়েছিল। আশা করা যাচ্ছে মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ 'মায়াতন্ত্র'ও পাঠকের মনে জায়গা করে নিতে পারবে।
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়