• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
মিউজিক ভিডিওতে তোরসা
শাহ আবদুল করিম ও হাসন রাজার ভাটির দেশ থেকে ইট-পাথরের ঢাকা, প্রেম-বিচ্ছেদের সুখ কিংবা বেদনা থেকে রাজপথের মিছিল- সবকিছুর মেলবন্ধন ঘটায় যে মানুষ, সেই মানুষের গান গাওয়ার সংকল্প তুহিন কান্তি দাসের। প্রথমবারের মতো এই সঙ্গীতশিল্পী নিয়ে এলেন একক অ্যালবাম। এর নাম রেখেছেন ‘সন্ধ্যা নামিলো শ্যাম’। অ্যালবামটিতে মোট চারটি গান। এগুলো হলো ‘সন্ধ্যা নামিল শ্যাম’, ‘আসমানেরও চাঁদ’, ‘দরদিয়া’ ও ‘হারিয়ে টের পাই’। তার মধ্যে ‘সন্ধ্যা নামিল শ্যাম’ গানটি সম্প্রতি ভিডিও আকারে প্রকাশিত হয়েছে। গানের ভিডিওতে মডেল হয়েছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২১৯’ মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা। তার সঙ্গে ছিলেন খালিদ মাহমুদ সাদ। ফরিদপুরের বিভিন্ন নানন্দিক লোকেশনে ভিডিও নির্মাণ করেছেন সৈয়দা নীলিমা দোলা। এরই মধ্যে গান-ভিডিও শ্রোতামহলে বেশ সাড়া ফেলেছে।  এ প্রসঙ্গে মডেল তোরসা বলেন, মিস ওয়ার্ল্ড হওয়ার আগে বেশকিছু মিউজিক ভিডিওতে কাজ করেছিলাম। তারপর অনেক প্রস্তাব এসেছিল কিন্তু করিনি। ‘সন্ধ্যা নামিল শ্যাম’ গানের নির্মাণ পরিকল্পনা, গান সবকিছু বেশ ভালো লাগে, তাই আগ্রহ নিয়ে কাজটি করেছি। গানটি প্রকাশের পর সবাই বেশ প্রশংসা করছে। আশা করছি, সব শ্রেণির গান-ভিডিও ভালো লাগবে।
২৩ এপ্রিল ২০২৪, ১৭:১৩

মিউজিক ভিডিওর মডেল হলেন ধীমন বড়ুয়া
এবার মিউজিক ভিডিওর মডেল হয়েছেন ধীমন বড়ুয়া। এই প্রথম মডেল হিসেবে কাজ করেছেন তিনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী  মুন এবং সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। কথাও লিখেছেন সানি আজাদ। সুর ও সংগীত করেছেন আহমেদ সজিব। গানটি রিলিজের অপেক্ষায় রয়েছে।   মিউজিক ভিডিওতে ধীমন বড়ুয়ার সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন বৃষ্টি চৌধুরী। ভিডিও পরিচালনা ও কোরিওগ্রাফিতে ছিলেন মাইকেল বাবু।  এ বিষয়ে  ধীমন বড়ুয়া বললেন, গানটি অনেক সুন্দর। মিউজিক ভিডিওতে আমি এই প্রথম কাজ করেছি। আমি চেষ্টা করেছি ভালো করার জন্য, বাকিটা দর্শকদের ওপর। কাজটিকে আমি অভিজ্ঞতা নিয়েছি।  তিনি আরও জানান, বর্তমানে ‘চকলেট’ নামের একটি সিনেমায় কাজ করছি ৷ সিনেমাটি নির্মাণ করছেন ইমন বড়ুয়া ৷ 
১৮ এপ্রিল ২০২৪, ১৩:৫০

বিয়ে করতে টিভি উপস্থাপককে অপহরণ তরুণীর
বিয়ে করতে রাজি হচ্ছিলেন না মিউজিক চ্যানেলের টিভি উপস্থাপক প্রণব সিস্টলা। এর জেরে তাকে অপহরণ করেছেন এক তরুণী। এই অভিযোগে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে সেই নারীকে। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত ৩১ বছরের নারী ভোগীরেড্ডি তৃষ্ণা। টিভি উপস্থাপক প্রণবকে অপহরণ এবং মারধর করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সূত্র জানায়, বছর দুয়েক আগে একটি বিয়ে সংক্রান্ত ওয়েবসাইটে চৈতন্য রেড্ডি নামের এক যুবকের সঙ্গে পরিচয় হয় তৃষ্ণার। পরে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামেও কথা-বার্তা হয় দুজনের মধ্যে।  ওই যুবতীকে তার সঙ্গে একটি ব্যবসায় বিনিয়োগ করতে বলে চৈতন্য। তাই যুবকের ওপর ভরসা করে ব্যবসা করার উদ্দেশে ৪০ লক্ষ রুপি বিনিয়োগ করেন তৃষ্ণা। কিন্তু ওই অর্থ হাতিয়ে গা ঢাকা দেন চৈতন্য।     এরপর থেকে আর কোনোভাবেই চৈতন্যর সঙ্গে যোগাযোগ করতে পারেননি তৃষ্ণা। পরে তিনি জানতে পারেন, বিয়ের ওই ওয়েবসাইটে যে প্রোফাইল থেকে তার সঙ্গে  চৈতন্য কথা বলতেন, সেটা আসলে প্রণবের নামে তৈরি। আর সেখানে তারই ফোন নম্বর দেওয়া। ঠিক তখনই তৃষ্ণা সিদ্ধান্ত নেন— প্রণবকে বিয়ে করেই অর্থসহ যাবতীয় জটিলতা মেটাবেন তিনি। এই চিন্তাভাবনা থেকেই প্রণবের সঙ্গে যোগাযোগ করেন তৃষ্ণা।  চৈতন্যর বিষয়টি তাকে জানান। কিন্তু সব শুনে তৃষার সঙ্গে কথা বলা বন্ধ করেন প্রণব। মূলত এ কারণেই তৃষ্ণা ক্ষুব্ধ হয়ে ঠিক করেন— প্রণবকে অপহরণ করবেন। নিজের অফিসের এক কর্মীকে ৫০ হাজার রুপি দিয়ে এই অপরাধে শামিল করেন তৃষ্ণা। পরে  প্রণবের গাড়িতে ট্র্যাকিং ডিভাইস বসিয়ে প্রতি মুহূর্তে তাকে ফলো করতে থাকেন তৃষ্ণা। প্ল্যান মোতাবেক প্রণবকে অপহরণ করে মারধর করেন তৃষ্ণা। এই চক্রান্ত থেকে বের হতে তৃষার দাবি মেনে নেন প্রণব। সেই শর্তেই তাদের হাত থেকে রেহাই পান প্রণব। তবে বেরিয়ে এসেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ।  সূত্র : এনডিটিভি   
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০২

‘আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরব না’ 
মার্কিনের জনপ্রিয় পপতারকা ব্রিটনি স্পিয়ার্স। বেশ কিছুদিন ধরেই এই গায়িকার সংগীতে ফেরার কথা শোনা যাচ্ছিল। এদিকে গুঞ্জন উঠেছে, মিউজিক ইন্ডাস্ট্রিতে আর কখনোই ফিরবেন না তিনি। তবে কি সত্যিই মিউজিক ছেড়ে দিচ্ছেন স্পিয়ার্স?  স্পিয়ার্স গান ছেড়ে দিচ্ছেন এমন গুঞ্জনে রীতিমতো হতাশ তার শ্রোতা-দর্শকরা। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। ভক্তদের জানিয়েছেন এই খবরের কোনো সত্যতা নেই। ইনস্টাগ্রামে স্পিয়ার্স লেখেন, এসব বেশির ভাগ খবরই ভুয়া। আমি নতুন অ্যালবামের জন্য বিভিন্ন লোকের সঙ্গে কাজ করছি। আমি আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরছি না। এটা শুধু মজা করার জন্য সংগীত লিখেছেন। পাশাপাশি স্পিয়ার্স এটাও জানান, গেল দুই বছরে মানুষের জন্য ২০টিরও বেশি গান লিখেছেন তিনি। ২০২২ সালের আগস্টে স্যার এলটন জনের সঙ্গে ‘হোল্ড মি ক্লোজার’ গানটি গেয়ে ছয় বছরের বিরতি ভাঙেন স্পিয়ার্স। অগণিত ভক্তও চেয়েছিলেন আবার সংগীতে ফিরে আসুক তিনি।    সূত্র : হিন্দুস্তান টাইমস 
০৫ জানুয়ারি ২০২৪, ১৬:৩১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়