• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
অষ্টগ্রামে ইমাম হাসান (রা.)-এর জন্মবার্ষিকী পালিত
কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাবেলীতে হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হাসানের (রা.) ১৪৪২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নে এ উপলক্ষে মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সূত্রে জানা গেছে, নবি তনয়া ফাতেমা (রা.) ও খলিফা হজরত আলীর (রা.) পুত্র হজরত ইমাম হাসান (রা.) ৩ হিজরিতে ১৫ রমজানে (৬২৪ খ্রিস্টাব্দ) মদিনায় জন্মগ্রহণ করেন। আনন্দময় এই দিনটি ১৬৬ বছর ধরে অষ্টগ্রাম হাবেলীতে পালিত হচ্ছে। হজরত শাহজালালের (রহ.) সফরসঙ্গী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.) ১৩তম বংশধর ও ভাটির পীর খ্যাত অষ্টগ্রাম হাবেলীর প্রখ্যাত সুফিসাধক সৈয়দ আবদুল করিম (আলাই মিয়া) এদিন আনুষ্ঠানিকভাবে পালন শুরু করেন। বংশ পরম্পরায় সৈয়দ আব্দুল হেকীম আল-হোসাইনী চিশতী (রহ.), পরে সৈয়দ কুতুব উদ্দিন আহমদ আল-হুসাইন চিশতি (রহ.), বর্তমানে পীরজাদা সৈয়দ ফাইয়াজ হাসান ভ্রাতৃদ্বয়রা পালন করছেন। মিলাদ দোয়া ও ইফতার মাহফিলে অষ্টগ্রাম সদর ইউনিয়ন চেয়ারম্যান ও পীরজাদা সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন,পীরজাদা সৈয়দ মেজবাহুল হুসাইন, আরবি প্রভাষক সৈয়দ আব্দুল গফুর, হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, আল হুসাইনী দরবার শরীফের ভক্তরা ও এলাকার অনেকে। সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, বংশ পরম্পরায় আমরা ১৬৬ বছর ধরে হযরত হাসান (রা.) জন্মদিন পালন করে আসছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
২৬ মার্চ ২০২৪, ২২:৫৯

মাহফিল থেকে ফেরার পথে মাদরাসাছাত্রকে কুপিয়ে হত্যা
নড়াইলের কালিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক মাদরাসাশিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।   শুক্রবার (১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত নিলয় মোল্লা কালিয়া উপজেলার টোনা গ্রামের সাবেক পুলিশ সদস্য সুলতান আহমেদ মোল্লার ছেলে। স্থানীয় টোনা দাখিল মাদরাসার অষ্টম শ্রেণিতে পড়তেন তিনি। এ ঘটনায় নিলয়ের সঙ্গে থাকা তামিম খান নামে আরেক কিশোর আহত হয়েছেন। তিনি একই গ্রামের একরাম খানের ছেলে। প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, নিলয় ও তামিমসহ এলাকার কয়েকজন তালবাড়িয়া গ্রামে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের পথ আটকায়। তারা নিলয় ও তামিমকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নিলয়কে মৃত ঘোষণা করেন। আহত তামিম খান জানান, গত ১২-১৫ দিন আগে টোনা গ্রামের ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স পড়ুয়া এক ছাত্রীকে ব্রাহ্মণ পাটনা গ্রামের কামরুল খানের ছেলে শাকিল খান ইভটিজিং করে। এ সময় নিলয় মোল্লা প্রতিবাদ জানিয়ে ইভটিজিংকারী ব্যক্তি শাকিল খানকে দুটি চড় দেন। পরবর্তীতে স্থানীয়রা ঘটনাটি মীমাংসা করে দেন। এই ঘটনার জের ধরে রাতে মাহফিল থেকে ফেরার পথে শাকিল খান সিগারেট খাওয়ার কথা বলে আমাকে ও নিলয়কে ডেকে নিয়ে রামদা, সামুরা, সেভেন গিয়ার অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় আমরা বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি করলে ওয়াজ মাহফিলে থাকা লোকজন এসে আমাদের উদ্ধার করে। ঘটনার প্রত্যক্ষদর্শী, খাশিয়াল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজ্জাক খন্দকার বলেন, তারা মাহফিল থেকে ফেরার পথে জানতে পারেন, ব্রাহ্মণপাটনা গ্রামের কামরুল খানের ছেলে শাকিল খানের নেতৃত্বে ২০-২৫ জন লোক দুটি ছেলেকে কুপিয়ে পালিয়েছে। পরে তাদের উদ্ধার করে আমরা কালিয়া হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার নিলয়কে মৃত ঘোষণা করে। কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পার্থ প্রতিম বিশ্বাস বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই নিলয়ের মৃত্যু হয়েছিল। তামিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, নিলয় মোল্লা নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করার ঘটনা জানতে পেরেছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ময়না তদন্ত জন্য সকালে নড়াইল সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে মরদেহ।  
০২ মার্চ ২০২৪, ০৯:০২

ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
রাজবাড়ীর কালুখালীতে শরিফ খান (৪২) নামে এক মুদি ব‍্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  উপজেলার রতনদিয়া ইউনিয়নের রুপসা স্লুইজ গেট বাজারে গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। শরিফ খান একই ইউনিয়নের ধানবাড়িয়া গ্রামের মৃত হাকিম খানের ছেলে। রুপসা বাজারের অপর দোকানি সিদ্দিক মিয়া বলেন, গত রাতে গ্রামে মসজিদে ওয়াজ মাহফিলে গিয়েছিল শরিফ। কিন্তু মহফিল শেষ না হতেই রাত ১১টার দিকে শরিফ চলে আসেন। রাত সাড়ে ১১টার দিকে রুপসা বাজারে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনা নিশ্চিত করে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, শরিফের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার তরিকুল নামে একজনকে আটক করা হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি। রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বলেন, হত‍্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৭

মাহফিল থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রের মৃত্যু
দিনাজপুর চিরিরবন্দরে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় রাকিব নামের এক স্কুলছাত্র মারা গেছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  নিহত রাকিব হোসেন (১৩) উপজেলার বড় হাশিমপুর নয়াপাড়া গ্রামের খয়রাত হোসেনের নাতি ও বড় হাসিমপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।  এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, রাকিব ৩ বন্ধু মিলে পার্শ্ববর্তী মেড়াইডাঙ্গা গ্রামে ইসলামি মাহফিলে গিয়েছিল। মাহফিল শেষ করে হেঁটে বাড়ি ফেরার পথে বিন্যাকুড়ি বাজারের সামনে দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দেয় এ সময় তিন বন্ধুর মধ্যে রাকিব মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিরিরবন্দর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় চালকসহ মোটরসাইকেলটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে তারা থানায় এলেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৬

ধর্ম পরিবর্তন নিয়ে মুখ খুললেন বাপ্পী চৌধুরী
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়ক বাপ্পী চৌধুরী। নতুন বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ শেষ করলেও সেগুলো এখনো আলোর মুখ দেখেনি। সম্প্রতি এই নায়ক ওয়াজ মাহফিলে অতিথি হিসেবে অংশ নিয়েছেন। সেই ভিডিও ফেসবুকে প্রকাশ করেছেন তিনি নিজেই। সেখানে দেখা যাচ্ছে, আলোচনা করছেন একজন আলেম। এ নায়ক তার পাশে বসে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন। ভিডিওর ক্যাপশনে বাপ্পি লিখেছেন, সত্যের পথে, ন্যায়ের পথে এবং সকল ধর্মের মানুষের মধ্যে আনুগত্যবোধ ও শ্রদ্ধাবোধ থাকাই খাঁটি মানুষের পরিচয়। আমি একজন মানুষ হিসেবে দেশের সকল ধর্ম ও ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। আমি মনে করি প্রতিটি মানুষেরই নিজের ধর্মের পাশাপাশি অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল হওয়া উচিত। অসাম্প্রদায়িক চেতনা নিয়েই তো বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এই নায়ক বলেন, ইসলাম ধর্মের বিভিন্ন দিক আমার বেশ পছন্দের। বিশেষ করে, শিশু-কিশোরদের কোরআন তেলওয়াত। হাজারও শিশু এই কোরআন মুখস্থ করে, তেলাওয়াত করে। যা আমাকে বেশ মুগ্ধ করে। বাপ্পী যোগ করেন, ইসলামিক কোনো আয়োজনে অংশগ্রহণ করায় বিষয়টি নিয়ে কোনো বিতর্ক হোক আমি চাই না। ইসলাম ধর্মের প্রতি সম্মান আছে, তাই বলে নিজ ধর্ম পরিবর্তন করব- এমন কোনো ভাবনা নেই। আমার কাছে মানবধর্ম বড় ধর্ম। প্রসঙ্গত, বাপ্পী অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে আশরাফ শিশিরের পরিচালনায় ‘৫৭০’, শাহীন সুমনের ‘কুস্তিগির’, বেলাল সানির ‘ডেঞ্জার জোন’ এবং সাফি উদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’। অনেক আগেই সিনেমাগুলোর কাজ শেষ হলেও আজও আলোর মুখ দেখেনি। আদৌ আলোর মুখ দেখবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়।
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়