• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
পছন্দের এপিএস পেলেন ডেপুটি স্পিকার ও মাশরাফী
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামছুল হক টুকু ও সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজার সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দিয়েছে সরকার। তাদের ইচ্ছা অনুযায়ী এপিএস নিয়োগ দেওয়া হয়। সোমবার (২৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একটি প্রজ্ঞাপনে ডেপুটি স্পিকার মো. শামছুল হক টুকুর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. আমজাদ হোসেনকে। তার বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলায়। অন্য প্রজ্ঞাপনে জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজার এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জামিল আহমেদ। তার বাড়ি রাজধানীর পল্লবীতে। প্রজ্ঞাপনে বলা হয়, দুজন এপিএসকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ২২০০০-৫৩০৬০ টাকা বেতন স্কেলে (নবম গ্রেড) নিয়োগ দেওয়া হয়েছে। তারা যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তাদের জন্য পদায়নকৃত এপিএসদের উক্ত পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
২৫ মার্চ ২০২৪, ১৬:৪৬

কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করলেন হুইপ মাশরাফী 
নড়াইল সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা।  শুক্রবার (৮ মার্চ) বেলা তিনটায় নড়াইলের কর্মচন্দ্রপুর গ্রামের মেসার্স ইডেন প্রাইজের প্রোপাইটার সমাজসেবক রেজাউল আলমের সার্বিক তত্ত্বাবধানে এ মসজিদের উদ্বোধন করা হয়।  মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, পবিত্র রমজান মাসের আগে এ মসজিদের উদ্বোধন হওয়ায় মুসল্লিদের অনেক সুযোগ সুবিধা হবে, এজন্য আমি কৃতজ্ঞ।  রেজাউল আলমকে ধন্যবাদ জানিয়ে মাশরাফী আরও জানান, আমি আমার সাধ্যমত এলাকার মসজিদগুলো আরও ভালো করার কাজ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।   এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মসউদ, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষে মো. শহিদুল ইসলাম, ওমায়ের উদ্দিন বিন হেলাল উদ্দিন, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের শিক্ষক তারেক আলম, বাসগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম ফকির ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
০৯ মার্চ ২০২৪, ০৩:৩৪

এবার আর ফিরছেন না মাশরাফী
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের চলতি আসরের বাকি অংশে খেলতে মাশরাফী বিন মোর্ত্তজা আর দলে ফিরবেন না বলে নিশ্চিত করেছেন সিলেট স্ট্রাইকার্সের কোচ রাজিন সালেহ। জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালনের জন্য গত ৩১ জানুয়ারি বিপিএল থেকে বিরতি নিয়েছিলেন ম্যাশ। এবার জানা গেল, এবারের বিপিএলে আর ফেরা হচ্ছে না তার। এর আগে বিবৃতিতে সিলেট স্ট্রাইকার্স জানায়, যদি রাজনৈতিক দায়বদ্ধতার বাইরে সময় দিতে পারেন, সেক্ষেত্রে আবারও বিপিএলে যোগ দেবেন বিপিএলে চারবার শিরোপাজয়ী এই অধিনায়ক। মাশরাফীর প্রতি নিজেদের কৃতজ্ঞতাও জানায় সিলেট। সিলেটের হেড কোচ রাজিন সালেহের ভাষ্য, না, ওর আসলে চান্স খুবই কম। সত্যি কথা বলতে অফিস নিয়ে ও (মাশরাফী) ব্যস্ত। যেহেতু সে এখন পারবে না, হয়তো পরবর্তী বছর সে ভালোভাবে কামব্যাক করবে। সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএলের শুরুতে পাঁচ ম্যাচ খেলেছেন মাশরাফী। সে পাঁচ ম্যাচের সবগুলোতেই হারে তার দল। কিন্তু ম্যাশের নিজের ফর্ম ও ফিটনেস ভালো ছিল না। ম্যাচগুলোতে বেশ নড়বড়ে দেখা গেছে তাকে। মাশরাফীর অনুপস্থিতিতে সিলেটকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন। চলতি বিপিএলে ৯ ম্যাচে ৩ জয় এবং ৬ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে থাকায় সিলেটের প্লে-অফে খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। প্লে-অফে খেলার সুযোগ বাঁচিয়ে রাখতে বাকি তিন ম্যাচে জিততেই হবে তাদের। প্লে-অফ নিয়ে রাজিনের মন্তব্য, প্লে-অফ খেলার আশা ছাড়িনি। বাকি তিন ম্যাচে আমরা জয়ের জন্য খেলবো। আমাদের প্রথম লক্ষ্য প্লে-অফে খেলা। তিনি যোগ করেন, আমরা বিপিএলের শুরু দিকে চাপে ছিলাম এবং বেশ কিছু ম্যাচ হেরেছি। যা আমাদের কাজকে কঠিন করে দিয়েছে। কিন্তু এটি টি-টোয়েন্টি ক্রিকেট এবং যেকোনো কিছু হতে পারে। আমাদের এটিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৪

হুইপ হিসেবে নড়াইলে গার্ড অব অনার পেলেন মাশরাফী
হুইপ হিসেবে নিজ জেলা নড়াইলে গার্ড অব অনার পেলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মাশরাফী বিন মোর্ত্তজাকে নড়াইলের সার্কিট হাউসে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান।   এ সময় মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ যে উনি আমাকে এ পদ দিয়েছেন। আমি সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব কাজটা ঠিকমতো করতে। সেই সঙ্গে এই জনপদের মানুষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। তাদের কারণে আমি এ পর্যন্ত আসতে পেরেছি। আমি আমার কাজের মধ্য দিয়েই যে সমস্যাগুলো আছে পূরণ করার চেষ্টা করব। বড় বড় অনেক প্রকল্প শেষের পথে বাকি এক বা দুইটা আছে সেগুলো আমি আমার সর্বোচ্চ দিয়ে সেগুলো করার চেষ্টা করব। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এবং অন্যান্য সকল কর্মকর্তাগণ। 
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৭

বিপিএল থেকে সরে দাঁড়ালেন মাশরাফী
বিপিএলের চলতি আসরে মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে পাঁচ ম্যাচ খেলে প্রতিটিতেই হারের স্বাদ পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। এবার বিপিএলে খেলা নিয়ে মাশরাফীকে অনেক সমালোচনার শিকার হতে হয়েছে। অবশেষে বিপিএল থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন এই তারকা ক্রিকেটার। মূলত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে বিপিএল ছাড়ছেন তিনি।  বুধবার ( ৩১ জানুয়ারি) এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। যেখানে বলা হয়েছে মাশরাফীর পরিবর্তে দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন।  বিবৃতিকে আরও জানানো হয়েছে, পুরো আসরের জন্যই মাশরাফীকে ছাড়তে হচ্ছে না সিলেটের। দলটির প্রত্যাশা নিজের রাজনৈতিক ক্যারিয়ারের পর সুযোগ পেলে আবারও দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। এতদিনের নেতৃত্বের জন্য ধন্যবাদ বার্তাও দেওয়া হয়েছে মাশরাফীকে।   চলতি বিপিএলের শুরু থেকেই চাপে ছিলেন এই টাইগার ক্রিকেটার। বোলিংয়ে রানআপ কমিয়ে হয়েছেন অফ-স্পিনার। ব্যাটার হিসেবে রানিংয়ে ব্যাপক আকারে ভুগছেন। টুর্নামেন্টে দলও ভালো অবস্থানের নেয়। কয়েকদিন আগেই মাশরাফীর ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাবেক সতীর্থ মোহাম্মদ আশরাফুল। তিনি সত্যিই খেলার মত অবস্থায় আছেন কিনা বা নিজ থেকে খেলতে আগ্রহী কিনা সেসব নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। মাশরাফি নিজেও জানিয়েছেন, ফিট না হয়ে খেলা আদর্শ না। কিন্তু সিলেট দলের ম্যানেজার স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, ফ্র্যাঞ্চাইজি মালিকপক্ষের চাওয়াতেই ম্যাশ নামছেন মাঠে।  বিপিএল ব্যস্ততায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনও উপস্থিত হতে পারেননি নড়াইল-২ আসনের এই সংসদ সদস্য।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৩

সংসদের প্রথম অধিবেশন মিস করলেন সাকিব ও মাশরাফী 
চলমান বিপিএলের ম্যাচ খেলতে সিলেটে রয়েছে মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান। তাই সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত হয়ে পারেনি এই দুই সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সাকিব ও মাশরাফী নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ৩টা থেকে শুরু হয়েছে  জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এ সময় কুমিল্লার বিপক্ষে ২২ গজে লড়াই করছিলেন সাকিব। অন্যদিকে সন্ধ্যার ম্যাচে মাঠে নেমেছে মাশরাফী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা ও রংপুর। এই ম্যাচে সাকিবকে মাঠে দেখা যায়। ব্যাট হাতে না নামলেও বল হাতে খরুচে ছিলেন সাকিব। ৪ ওভারে ৪১ রান খরচায় অবশ্য একটি উইকেটও পেয়েছেন। তবে ৮ রানের জয়ে মাঠ ছেড়েছে সাকিবের দল। দিনের অপর ম্যাচে সন্ধ্যায় টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় মাশরাফীর সিলেট। প্রতিটি ম্যাচেই সিলেটের নেতৃত্ব দিচ্ছেন সাবেক এই টাইগার অধিনায়ক। অধিনায়কের দায়িত্বে থাকায় শেষ পর্যন্ত আর প্রথম অধিবেশনে যোগ দেওয়া হয়নি ম্যাশের।
৩০ জানুয়ারি ২০২৪, ১৯:৫৯

আগামী বিপিএল খেলবেন কি না, জানালেন মাশরাফী
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরেও সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এবারের আসরে খেললেও পুরোপুরি ফিট নন, জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এরপরও তাকে দিয়ে ম্যাচ খেলানোর কারণে নানান তর্ক-বিতর্ক রয়েছে। সব সীমাবদ্ধতা ছাড়িয়ে এখন পর্যন্ত সিলেটের সবগুলো ম্যাচে খেলেছেন ম্যাশ। তবে বল-ব্যাট দুই ক্ষেত্রেই চরম ব্যর্থ তিনি। এতে সেরা একাদশে তার অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন উঠছে। ম্যাশকে খেলিয়ে বিপিএলকে ছোট করা হচ্ছে, এমন অভিযোগও করেছেন নড়াইল এক্সপ্রেসের সাবেক সতীর্থ মোহাম্মদ আশরাফুল। শুক্রবার (২৬ জানুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষেও খেলেছেন ম্যাশ। এদিন ৪ ওভার হাত ঘুরিয়ে ১৯ রান খরচায় উইকেট শূন্য ছিলেন ম্যাশ। টাইগারদের সাবেক এই দলপতির এমন কিপটে বোলিংয়ের পরও হেরেছে সিলেট। কুমিল্লার দেওয়া ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৮ রানেই অল-আউট হয়েছে স্বাগতিকেরা। দলের হ্যাটট্রিক হারের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন ম্যাশ। সেখানে নিজের খেলা চালিয়েও যাওয়া নিয়েও কথা বলেছেন তিনি। মাশরাফীর ভাষ্য, এখন সর্বশেষ বছর পর্যন্ত আমার পায়ে কোনো রকম সমস্যা হয়নি। এই বছরে হঠাৎ ৪ মাস আগে ব্যথা অনুভব করি। আমি জানি না কী হয়েছে। ডাক্তার দেখিয়েছি, পরে বলেছে ছোট একটা অপারেশন লাগবে। আমি নিজেও চাইনি, যেহেতু পুরো ফিট না। তবে ওই যে বললাম সবকিছুতে যদি-কিন্তু থাকে। কিছু চাওয়া, কিছু পাওয়ার ব্যাপার থাকে। খেলাটা চালিয়ে যাচ্ছি আরকি। এ সময় সংবাদ সম্মেলনে আগামী বিপিএলে ম্যাশের খেলার বিষয়টিও উঠে আসে। জবাবে তার মন্তব্য, হতে পারে। আমার পা যদি ঠিক থাকে হতে পারে। আমি আমার মতো করেই করতে চাই। এ বছর যদি সর্বশেষ বছরের মতো যদি ফুল (বোলিং) খেলতে পারতাম, তাহলে চিন্তা করব। যেহেতু ফুল করতে পারছি না, আমি চিন্তা করব পরে। নড়াইল এক্সপ্রেস যোগ করেন, আর শুধু আমার বিষয় না। আপনার লেখার জন্য হয়তো, কিন্তু ছয়টি প্রশ্ন পেলাম আমাকে নিয়ে। মাশরাফী এখন বাংলাদেশ ক্রিকেটের কিছু না। আপনাদের চিন্তা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটে যারা সামনের ১০ বছর সার্ভিস দেবে, থিংক অ্যাবাউট দেম। মানুষ যা খায়, তা খাওয়াইতে গেলে হবে না। বাংলাদেশ ক্রিকেটে কী উন্নতি হবে, সেগুলো চিন্তা করতে হবে আপনাদের এবং সেগুলোই মানুষকে জানাতে হবে।
২৭ জানুয়ারি ২০২৪, ১০:৪৭

মাশরাফী হুইপ হওয়ায় নড়াইলে আনন্দ মিছিল
বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা হুইপ হওয়ায় আনন্দ মিছিল করেছে নড়াইলবাসী। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে নড়াইলের মুচিরপোল এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।  এ সময় সেখানে উপস্থিত নেতারা তাদের বক্তব্যে মাশরাফীকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং নড়াইলের উন্নয়নে মাশরাফীর সঙ্গে থেকে নড়াইলকে এগিয়ে নিতে সবাইকে আহ্বান জানান। এক প্রতিক্রিয়ায় নেতাকর্মীরা বলেন, দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে সরকার গঠনে একটি ভূমিকা রাখলেও নড়াইল থেকে কেউ কখনো মন্ত্রী হননি। সেখানে মাশরাফী হুইপ নির্বাচিত হওয়ায় নড়াইলবাসী খুশি। আনন্দ মিছিল শেষে এক আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন, সহসভাপতি হাসানুজ্জামান হামান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অচিন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুবলীগের আহ্বায়ক ওহিদুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, আওয়ামী লীগ নেতা মিলন খান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছমত আরা, নড়াইল ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নিলসহ জেলার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   
২৫ জানুয়ারি ২০২৪, ১৪:৫০

আশরাফুলের সমালোচনার জবাব দিলেন মাশরাফী
বিপিএলের দশম আসরে টানা দুই ম্যাচে হেরে টেবিলের তলানিতে রয়েছে গতবারের রানার্স আপ সিলেট স্ট্রাইকার্স। সবশেষ রংপুর রাইডার্সের বিপক্ষে হেরেছে মাশরাফী দল। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেও এই ম্যাচে বল করেননি এই টাইগার ক্রিকেটার। তাই বিপিএল খেলা তার জন্য আদর্শ কি না প্রশ্নের মুখোমুখি হতে হয় সিলেট অধিনায়ককে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ম্যাচের আগে মাশরাফীর বিপিএল খেলা নিয়ে সমালোচনা করেন মোহাম্মদ আশরাফুল। মাশরাফী খেলায় রেজাউর রহমান রাজার মতো তরুণ পেসাররা সুযোগ পাচ্ছেন না বলে দাবি করেন তিনি। এ নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন মাশরাফী বিন মোর্ত্তজাকে।  জবাবে তিনি বলেন, সব জিনিস সবসময় ব্যাখ্যা করা যায় না। অবশ্যই আমি যেটা মনে করেছি আদর্শ পরিস্থিতি না। কে খেললে ভালো হতো, সেটি পরের বিষয়। সেটা টিমের বিষয়। দেখা গেল ওকে না খেলিয়ে আরেকজনকে খেলাতে পারে। সেটা ভিন্ন জিনিস। কে খেললে কী ভালো হতো, সেটা নিয়ে তো আর দল কারও সঙ্গে আলোচনায় বসবে না। কিন্তু যেটা আপনি বলছেন আদর্শ পরিস্থিতি অবশ্যই সেটা হওয়া উচিত।  এখনও খেলে যাওয়া কি ভালোবাসার কারণে? এমন প্রশ্ন শুরুতেই গিয়েছিল মাশরাফির কাছে। উত্তরে তিনি তখন বলেন, সেটা অবশ্যই। সত্যি বলতে আদর্শ পরিস্থিতিতে না হলে ভালো হয়। আমার সবকিছু ঠিক আছে। শুধু হাঁটুর সমস্যাটা হচ্ছে। যেটা খুব ভালো কিন্তু ভোগাচ্ছে এখন।
২৩ জানুয়ারি ২০২৪, ১৯:৫১

সংসদের হুইপ হচ্ছেন মাশরাফী
জাতীয় সংসদের হুইপ হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। তার সঙ্গে হুইপ হচ্ছেন আরও চারজন সংসদ সদস্য। সোমবার (২২ জানুয়ারি) সংসদ সচিবালয় সূত্রে তাদের নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।  জানা গেছে,  ইতোমধ্যে চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির হুইপদের নিয়োগ দেবেন। এরপর সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। হুইপদের মধ্য নতুন মুখ হিসাবে মাশরাফী ছাড়া নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এবং কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল আছেন। এর আগে গত ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছিল, চিফ হুইপ পদে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী (লিটন), একাদশ সংসদের হুইপ দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন বহাল থাকছেন।  উল্লেখ্য, ১৯৭২ সালের ‘দ্যা বাংলাদেশ (হুইপস) অর্ডার’ অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। আইন অনুযায়ী সংসদে একজন চিফ হুইপ ও ছয়জন হুইপ থাকবেন। চিফ হুইপ মন্ত্রী মর্যাদার এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান।
২২ জানুয়ারি ২০২৪, ১৮:১৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়