• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
নড়াইলে ১০ দোকানে হামলা, মালামাল-অর্থ লুট
নড়াইলে ১০টি দোকান ভাঙচুর, নগদ অর্থ ও মালামাল লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।  বুধবার (১০ এপ্রিল) ভোরে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নড়াইল সদর থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন বাজারের ব্যবসায়ী মাহমুদুল হাসান রনি। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে গন্ধর্ব্যখালী গ্রামে  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি গ্রুপ রয়েছে। একটি এই মামলার বাদীপক্ষের অর্থাৎ মিনাদের গ্রুপ অন্যটি ওহাব বিশ্বাসের গ্রুপ। মামলার এজহার ও ভুক্তভোগীদের বিবরণে জানা গেছে, গত ৯ এপ্রিল রাত ৯টার দিকে গন্ধর্ব্যখালী বাজারে মিনা গ্রুপের জাহাঙ্গীর শেখের ছেলে জয়নাল শেখের (২১) সাথে মোবাইলে মেসেজ আদান-প্রদান নিয়ে কথা-কাটাকাটি হয় প্রতিপক্ষ বিশ্বাস গ্রুপের নয়ন বিশ্বাসের। এ সময় মামলার বাদী বাজারের ব্যবসায়ী মাহমুদুল হাসান রনি ঠেকানোর উদ্দেশ্যে এগিয়ে যান। তখন নয়ন বিশ্বাস বলেন, ‘আমার সঙ্গে কথা-কাটাকাটির মজা পরে দেখাব।’  পরদিন ভোর সাড়ে ৬টায় সাঈদ মোল্যা ও ওহাব বিশ্বাসের নেতৃত্বে বিশ্বাস গ্রুপের জামাল বিশ্বাস, সবুজ বিশ্বাস, নয়ন বিশ্বাসসহ আসামিরা রামদা, লোহার রড, ও কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদী মাহমুদুল হাসান রনিদের পক্ষের অর্থাৎ মিনা গ্রুপের অন্তত ১০টি দোকানপাটে হামলা করে মালামাল ও টাকাপয়সা লুট করে নিয়ে যায়।  এ ব্যাপারে অভিযুক্ত ওহাব বিশ্বাস বলেন, বিগত সময়ে প্রতিপক্ষের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দোকাপাটে সামান্য ভাঙচুর করেছে তাদের লোকজন। কিন্তু মালামাল বা টাকাপয়সা লুটের ঘটনা সত্য নয়। চন্ডিবরপুর ইউনিয়নে দায়িত্বরত থানা পুলিশের বিট অফিসার এসআই পলাশ কুমার বলেন, ওই এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্তা নেওয়া হবে।  
১১ এপ্রিল ২০২৪, ২১:৫৫

সারের দোকানে ১০ লাখ টাকার মালামাল চুরি
সিরাজগঞ্জের তাড়াশে সার ও কীটনাশকের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোর দোকানের পেছনের গেট ভেঙে কীটনাশক, মাছের খাদ্য, মোবাইলের লোডের টাকা এবং নগদ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় ওই দোকানদারের প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে তাড়াশ থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তোভোগী মো. হাফিজুর রহমান। এর আগে সোমবার (২৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার তালম ইউনিয়নের রানীরহাট বাজার এলাকায় মেসার্স হাফিজ কৃষি ট্রেডার্সে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দোকানের সিসি ক্যামেরা ফুটেজ দেখা যায় চোরের দল সোমবার রাত আনুমানিক ১১টার দিকে মুখে গামছা বেঁধে দোকানের পেছনের দরজা ভেঙে বাঁশের সেলিং সরিয়ে মূল দোকানে ঢোকে। এ সময় দোকানে থাকা বিভিন্ন কোম্পানির কীটনাশক, মাছের ওষুধ, বিকাশ ও নগদের টাকাসহ প্রায় ১০ দশ লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে গেছে। এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে। আশা করছি দ্রুতই এ ঘটনায় জড়িত সবাই আটক করা সম্ভব হবে।
২৬ মার্চ ২০২৪, ২৩:২২

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় বাণিজ্যিক জাহাজ
পাবনায় রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি আনকা সান নামক একটি বাণিজ্যিক জাহাজ।  বুধবার (২০ মার্চ) সকাল ৯ টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। রাশিয়ার পিটার্সবার্গ বন্দর থেকে ছেড়ে আসা বেনুটা পতাকাবাহী জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স কনভেয়ার শিপিংয়ের কর্মকর্তা সাধন কুমার জানান, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে আসা এ জাহাজে ৭১০ প্যাকেজের ১ হাজার ২২ টন মেশিনারিজ পণ্য রয়েছে। কাস্টম ক্লিয়ারিংসহ সব নিয়মকানুন শেষে দ্রুত সময়ের মধ্যে জাহাজটি থেকে মালামাল খালাস শুরু হবে। পরে মালামালগুলো সেখান থেকে সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া শুরু হবে।
২০ মার্চ ২০২৪, ১৭:১১

মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ
মেট্রোরেল প্রকল্পের ৫৭৮ টন মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি প্রিসিয়াস কোরাল। বুধবার (১৩ মার্চ) দুপুরে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি।  এর আগে জাপান থেকে মেট্রোরেল প্রকল্পের ৫৭৮ টন মেশিনারি মালামাল নিয়ে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বিদেশি এ জাহাজটি। জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্টের ম্যানেজার (অপারেশন) মাহাবুব আলম বলেন, জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা পানামা পতাকাবাহী জাহাজটিতে বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পের ৯৭ প্যাকেজের প্রায় ৫৭৮ টন মেশিনারী মালামাল রয়েছে।  তিনি আরও বলেন, জাহাজটি বুধবার বন্দরের ৭ নম্বর যেটিতে ভিড়েছে। জাহাজে থাকা মেট্রোরেলের এসব মেশিনারিজ পণ্য বন্দর জেটিতে খালাস করে নৌ ও সড়ক পথে দিয়াবাড়ী মেট্রোরেল প্রকল্প এলাকায় নেওয়া হয়।
১৪ মার্চ ২০২৪, ১৪:২৬

শিবচরে আদালতের নির্দেশে পলাতক আসামির মালামাল ক্রোক
মাদারীপুরের শিবচরে আদালতের নির্দেশে পলাতক আসামির বসতঘরের মালামাল ক্রোক করেছে পুলিশ।   বুধবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার কাদিরপুর ইউনিয়নের কাদির মুন্সীর চরকান্দি গ্রামের পলাতক আসামি মিলন বিবির (৪২) বসতবাড়ি থেকে মালামাল ক্রোক করা হয়।  আসামি মিলন বিবি ওই গ্রামের প্রবাসী শাজাহান শনির স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা থানায় করা চেক ডিজঅনারের এক মামলায় আসামি মিলন বিবি দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছেন। দীর্ঘদিন পলাতক থাকায় ফরিদপুরে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মোহাম্মদ নাসিম মাহমুদ আসামির মালামাল ক্রোকের আদেশ প্রদান করে। আদালতের আদেশ পেয়ে আজ বিকেলে শিবচর থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আসামির ঘরের মালামাল জব্দ তালিকা মূল্যে ক্রোক করে। ক্রোককৃত মালামালগুলো হলো- একটি পুরাতন স্টিলের আলমারি, একটি পারটেক্সের পুরাতন ড্রেসিং টেবিল,  একটি প্লাস্টিকের পুরাতন ডাইনিং টেবিল, একটি গ্যাসের চুলা, একটি প্লাস্টিকের পুরাতন স্ট্যান্ড ফ্যান, একটি পুরাতন রাইস কুকার, মাঝারি সাইজের পুরাতন পাতিল, একটি পুরাতন খালি গ্যাস সিলিন্ডার। প্রতিবেশীর মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে আসামি মিলন বিবি বলেন, আমি জাগরণী চক্র ফাউন্ডেশনসহ বেশ কয়েকটি এনজিও থেকে ঋণ এনেছিলাম। কোন এনজিও মামলা করেছে আমি কিছুই জানি না। শিবচর থানার এসআই আলমীর হোসেন বলেন, আদালতের নির্দেশে আসামির মালামাল ক্রোক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৪ মার্চ ২০২৪, ০১:৫৪

সেনবাগে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট
নোয়াখালীর সেনবাগে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ওই ব্যবসায়ী পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে।   শুক্রবার (২৬ জানুয়ারি) ভোরে নোয়াখালীর সেনবাগে কাবিলপুর ইউপির ছমির মুন্সীরহাট বাজারের উত্তর পাশে আজিজপুর গ্রামের কেনু হাফেজের বসতঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, শুক্রবার ভোরে ১২-১৩ জনের ডাকাত দল বাড়ির মূল ফটকের তালা কেটে ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যবসায়ী সাইফুজ্জামান ভূঁইয়াকে মারধর করে আহত করে। পরে ব্যবসায়ী পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে নগদ সাড়ে ৪ লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালংকার, দামি মোবাইল, মূল্যবান মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে ডাকাতরা। এ দিকে ডাকাতির খবর পেয়ে রাতেই সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।   এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখানও কোনো অভিযোগ করা হয়নি। ঘটনাটি আদৌ ডাকাতি কি না তদন্ত করে দেখা হচ্ছে।
২৬ জানুয়ারি ২০২৪, ১৯:৫২

খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে ঘরের মালামাল লুট
মাদারীপুরে খাবারের সঙ্গে চেনতানাশক খাইয়ে ঘরের মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অসুস্থ হয়ে তিনজন হাসপাতালে ভর্তি।  মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোরে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি গ্রামের মিজানুর রহমান মৃধার বাড়িতে এভাবে লুট করা হয়। মিজানুর রহমান মৃধা ওই গ্রামের ইব্রাহীম মৃধার ছেলে। স্বজনরা জানায়, রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে মিজানুরের পরিবারের সবাই। সকালে ঘরের দরজা না খুললে প্রতিবেশিরা ডাকাডাকি করে। এতে সাড়া না দিলে তাদের সন্দেহ হয়। পরে টিনশেট ঘরের বেড়া কাটা দেখতে পান তারা। একপর্যায়ে ঘরের ভেতর সব এলোমেলো দেখে চুরির বিষয়টি নিশ্চিত হয় পরিবারের অন্য সদস্যরা। এ সময় অসুস্থ তিনজনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রাতে কৌশলে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে রাখে দুর্বৃত্তরা। পরে টিনশেট ঘরের বেড়া কেটে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোন নিয়ে যায়।  শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার হালদার জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৭ জানুয়ারি ২০২৪, ১২:০৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়