• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
মার্কেন্টাইল ব্যাংকের নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা করেছে। লভ্যাংশ ঘোষণার কারণে নিয়ম অনুযায়ী এখন ব্যাংকটির শেয়ারের দামের উত্থান-পতনের ক্ষেত্রে কোনো সীমা থাকছে না। আগামী ৮ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানা যায়। বুধবার (১৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে মোট ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার বিষয়ে সুপারিশ করা হয়। গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া সর্বশেষ হিসাব বছরের জন্য শেয়ারধারীদের এই লভ্যাংশের ঘোষণা দিয়েছে ব্যাংকটি।  ডিএসই সূত্রে জানা যায়, সর্বশেষ হিসাব বছরে মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা; ২০২২ সালে যা ছিল ২ টাকা ১২ পয়সা। সে হিসাবে ব্যাংকটির ইপিএস কমেছে প্রায় ১২ শতাংশ। অন্যদিকে গত ৩১ ডিসেম্বর শেষে মার্কেন্টাইল ব্যাংকের পুনর্মূল্যায়নকৃত শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯১ পয়সা। ২০২২ সালে এটি ছিল ২৩ টাকা ৭১ পয়সা। এছাড়া গত বছর মার্কেন্টাইল ব্যাংকের নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ বেড়ে হয়েছে ৪ টাকা ৮০ পয়সা, এর আগের বছর যা ছিল ৪ টাকা ৭৩ পয়সা। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩০ মে ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কেন্টাইল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। বিনিয়োগকারীরা সেখানে লভ্যাংশের প্রস্তাব অনুমোদন করবেন।
১৬ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃত্যু
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ (৩৪) নামে এক বাংলাদেশি ব্যাংকারের মৃত্যু হয়েছে। রোববার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউ সাউথ ওয়েলসের উপকূল কোলেডেলের শার্কির বিচ গ্র্যান্ড প্যাসিফিক ড্রাইভে এ ঘটনা ঘটে। নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ মার্কেন্টাইল ব্যাংক পিএলসির প্রধান শাখায় সহকারী ভাইস প্রেসিডেন্ট (AVP) হিসেবে কর্মরত ছিলেন। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙা এলাকার নোয়াব মিয়া মোক্তার বাড়ির একে এম জাকির হোসেনের ছেলে। তার মৃত্যুতে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন তার বড় ভাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। তিনি বলেন, আমার ভাই খুব শান্ত স্বভাবের ছিল। অস্ট্রেলিয়া যাওয়ার দুইদিনের মাথায় বন্ধুদের নিয়ে সমুদ্রপাড়ে ঘুরতে যায়। হঠাৎ ঢেউ এসে তাদের চারজনকে তলিয়ে নেয়। তিন বন্ধু ফিরলেও আমার ভাই ফিরতে পারেনি। জানা যায়, গত ১১ এপ্রিল এক মাসের সফরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ। রোববার (১৪ এপ্রিল) দুপুরে বন্ধুদের নিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে উপকূলে ঘুরতে যান। সেখান থেকে বন্ধুদের সঙ্গে কিছু ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। তার কিছুক্ষণের মধ্যে ঢেউ এসে তাদের চার বন্ধুকে গভীরে নিয়ে যায়। তিনজন ফিরলেও ফিরতে পারেনি নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ। পরবর্তীতে উদ্ধারকারী দল এসে তার মরদেহ উদ্ধার করে।
১৪ এপ্রিল ২০২৪, ২২:৫৪

কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ মার্কেন্টাইল ব্যাংকের 
পটুয়াখালীর বাউফলের ১৫ ইউনিয়নের ছয় শতাধিক কৃষককে বিনামূল্যে মুগডালের বীজ ও সার বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংক।  শনিবার (১৭ ফেব্রুয়ারি) জেলার বাউফলের কালাইয়ায় সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল চত্বরে এসব বীজ ও সার দেওয়া হয়।  অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন।  উপজেলার কালাইয়া, দাসপাড়া, ধুলিয়া, কালিশুরী, বাউফল, নাজিরপুর, বগা, নওমালা, মদনপুরা, কনকদিয়া, সূর্যমণি, কেশবপুর, কাছিপাড়া, আদাবাড়িয়া ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের ছয় শতাধিক কৃষক এ সুবিধা পেয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং ব্যাংকের করপোরেট অ্যাফেয়ারর্স ডিভিশনের প্রধান মো. মুকিতুল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান মোহাম্মদ সফরুজ্জামান খান, বরিশাল শাখা প্রধান গোলাম মাওলা, কালাইয়া শাখার প্রধান মো. আল-মামুন, দাসপাড়া ইউপি চেয়ারম্যান এ এন এম জাহাঙ্গীর। এ অনুষ্ঠানে জনপ্রতিনিধি, স্থানীয় কৃষক, সংবাদকর্মী ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৯

চাঁদপুরে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে ১০ পাওয়ার টিলার বিতরণ
চাঁদপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় বিনামূল্যে ১০টি পাওয়ার টিলার বিতরণ করেছে মার্কেন্টাইল ব্যাংকে। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদগঞ্জের শোল্লা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোগে আয়োজিত প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন প্রধান অতিথি মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক মো. আব্দুল হান্নান। মার্কেন্টাইল ব্যাংকের কুমিল্লা নোয়াখালী রিজিওনাল হেড ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, মার্কেন্টাইল ব্যাংকের ফরিদগঞ্জ শাখা প্রধান মুরাদ হোসেন চৌধুরী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশীদ পাঠান, সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ প্রমুখ। পরে প্রধান অতিথি প্রান্তিক পর্যায়ের ১০ জন কৃষকের কাছে ১০টি পাওয়ার টিলার হস্তান্তর করেন। এ সময় মার্কেন্টাইল ব্যাংকের চাঁদপুর অঞ্চলের বিভিন্ন শাখার প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী, বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৭

নোয়াখালীতে মার্কেন্টাইল ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি নোয়াখালীর বেগমগঞ্জের ১৬টি ইউনিয়নের দরিদ্র দুই হাজার কৃষক পরিবারকে বিনামূল্যে কৃষি উপকরণ ও সার বিতরণ করেছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আমিন বাজারে একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও পিএলসি চেয়ারম্যান এম এ খাঁন বেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ও নোয়াখালীর রিজিওনাল হেড ফরিদ উদ্দিন চৌধুরী ভূঁইয়া, চৌমুহনী শাখার প্রধান মাহবুব জামিল। এ সময় প্রধান অতিথি উপজেলার ১৬ ইউনিয়নের কৃষকদের জন্য দুই হাজার বস্তা ইউরিয়া সার কৃষক প্রতিনিধিদের হস্তান্তর করেন। 
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৮

মানিকগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে কৃষকের মাঝে পাওয়ার টিলার বিতরণ
মানিকগঞ্জে মার্কেন্টাইল ব্যাংক পিএসসির উদ্যোগে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় একজন কৃষককে  বিনামূল্যে একটি পাওয়ার টিলার দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যাংকটির মানিকগঞ্জ শাখা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃষক এরশাদ আলীর হাতে পাওয়ার টিলার তুলে দেন ব্যাংকটির পরিচালক এম আমানুল্লাহ।  আরও পড়ুন : চট্টগ্রামের পটিয়ায় নির্বাচনী প্রচারের সময় দুজনকে ছুরিকাঘাত   এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক অর্ধেন্দু সেন, ধানমন্ডি সানিডেল স্কুলের চেয়ারম্যান ড. তানভীর আহমেদ খান, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন খান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ প্রমুখ। বিনামূল্যে পাওয়ার টিলার পেয়ে খুশি কৃষক এরশাদ আলী। ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। আরও পড়ুন : কাশিমপুর কারাগারে বন্দি নারী হাজতির মৃত্যু   ব্যাংকের পরিচালক এম আমানুল্লাহ বলেন, সিএসআর ফান্ডের আওতায় সারাদেশে ব্যাংকের ১৫১টি শাখার মাধ্যমে বিনামূল্যে কৃষকদের মাঝে দুই হাজার পাওয়ার টিলার বিতরণ করা হবে।
০৫ জানুয়ারি ২০২৪, ০৯:৪০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়