• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo
ধারের টাকা চাওয়ায় ইউপি চেয়ারম্যানকে মারতে গেলেন যুবক, অতঃপর...
চাঁদপুর সদর উপজেলায় জেলেদের চাল বিতরণকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীকে মারতে এসে দেশীয় অস্ত্রসহ (বড় ছুরি) ইকবাল বন্দুকশী (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তরপুরচন্ডী ইউনিয়নে অস্থায়ী কার্যালয় তেতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।  ইকবাল তরপুরচন্ডী গ্রামের মো. ইদ্রিস বন্দুকশীর ছেলে। ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী বলেন, ইকবাল বেশ কয়েক বছর আগে আমার কাছ থেকে টাকা ধার নেয়। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও সে আমার টাকা দেই দিচ্ছি বলে বাহানা করে। এক পর্যায়ে সে প্রবাসে চলে যায়। বিদেশ থেকে আসার পর আমি এখন আবার তার কাছে টাকা চাইলে সে আমার ওপর ক্ষিপ্ত হয়। প্রায় দিনই আমার সামনে অসৌজন্যমূলক আচরণ করে। আজকে আবার পরিষদের সামনে প্রকাশে ছুরি নিয়ে আসে। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয়রা জানান, ইকবাল ছুরি নিয়ে পরিষদের সামনে আসলে এলাকাবাসী গ্রাম পুলিশের সহায়তায় তাকে আটক রাখে। পরে মডেল থানার উপপরিদর্শক আজাদ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, দেশীয় অস্ত্রসহ ১ জনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩৪

মন্ত্রীকে প্রথম রাতেই বিড়াল মারতে বললেন চুন্নু
বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, রাজনীতিকদের বিরুদ্ধে মামলা হলে পার পাওয়া যায় না, কিন্তু সরকারি কর্মকর্তারা দুর্নীতি করলে আইন লঙ্ঘন করে তাদের বাঁচানো হয়। তিনি বলেন, পূর্তমন্ত্রী এরই মধ্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন। মন্ত্রীকে বলবো দুর্নীতির বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেন। বিড়াল প্রথম রাতেই মারেন। রোববার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি একটি জাতীয় দৈনিকের এ সংক্রান্ত প্রতিবেদন সংসদে পাঠ করে শোনান। যেখানে বিতর্কিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া ওরফে জি কে শামীমের প্রতিষ্ঠানের দুটো কাজের একই অনিয়মে দুই কর্মকর্তাকে আলাদা আলাদা শাস্তি দেওয়ার কথা বলা হয়। বিষয়টি সংসদে তুলে ধরে মুজিবুল হক বলেন, কাকে লঘু দণ্ড দিয়েছে সেটা বড় কথা না। এখানে কত বড় অনিয়ম করা হয়েছে সেটা কথা। টাকা বাজেয়াপ্ত না করে সমন্বয় করা আইনের চরম লঙ্ঘন। একজন কর্মকর্তাকে বাঁচানোর জন্য টাকাটা বাজেয়াপ্ত না করে সমস্ত আইন-কানুন লঙ্ঘন করে ১০ কোটি টাকা সমন্বয় করা হয়েছে। তিনি আরও বলেন, রাজনীতিকদের বিরুদ্ধে মামলা হলে পার পাওয়া যায় না। একজন সরকারি কর্মকর্তা ১০ কোটি টাকা অগ্রিম দিলো, পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং সরকারি ক্রয় বিধিমালার (পিপিআর) চরম লঙ্ঘন করে তাকে বাঁচানো হলো। চুন্নু বলেন, পূর্তমন্ত্রী এরই মধ্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন। তার দৃষ্টি আকর্ষণ করে বলবো, একজন সচিব কী করে এত বড় দুর্নীতি উপেক্ষা করে মন্ত্রীর অনুমোদন ছাড়া এ কাজ করেছেন। এটা কনফার্ম দুর্নীতি। তিনি একটি ঘটনায় বেতন এক গ্রেড কমিয়েছেন, আরেক ঘটনায় প্রকৌশলীকে পদাবনতি করেছেন। এ খাতিরটা কেন? এ সরকারের আমলে এত বড় অন্যায় কাজ করে পার পেয়ে যাবে? এটা চেয়ে চেয়ে দেখবো, তা কী হয়? মন্ত্রীকে বলবো, এখনই ব্যবস্থা নেন। বিড়াল প্রথম রাতেই মারেন।  
১১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৩

আমি একটা তেলাপোকাও মারতে পারি না : মোশাররফ করিম
নন্দিত অভিনেতা মোশাররফ করিম। তার দর্শকপ্রিয় নাটকের শেষ নেই। সিনেমা অঙ্গনেও করেছেন বাজিমাত। শুধু দেশ নয়, দেশের বাইরেও তিনি তার অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকদের মন। এই অভিনেতা সম্প্রতি ওপার বাংলার ‘হুব্বা’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছেন। কলকাতার পাশাপাশি একই দিনে ‘হুব্বা’ মুক্তি পেয়েছে ঢাকায়। ছবিটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু।  নতুন ছবি ‘হুব্বা’ মুক্তি পর মোশাররফ করিম আরটিভিকে বলেন, ছবিটির প্রচারণা বেশ ভালো হয়েছে। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের মেট্রোরেলে পর্যন্ত ব্র্যান্ডিং করা হয়েছে। রেলগাড়ির চেহারা মনে হয়েছে হুব্বা গাড়ি। ছবিটি দেখার পর দর্শকদের উচ্ছাস দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। অবশ্যই অনেক ভালো লাগা কাজ করছে। ছবিটির জন্য বেশ পরিশ্রম করেছি। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের দর্শকরাও বেশ পজেটিভলি নিয়েছে সিনেমাটি।  ছবিটির সঙ্গে যুক্ত হওয়া নিয়ে মোশাররফ করিম বলেন, ‘হুব্বা’র পরিচালক ব্রাত্য বসুর সঙ্গে আমার আরও একটি কাজ হয়েছে ডিকশেনারি শিরোনামে। ওই কাজটি করার সময়ই হুব্বা নিয়ে আলোচনা হয় এবং আমি করব বলে মনস্থির করি।  ছবিটি নিয়ে দর্শকদের ইতিবাচক মন্তব্যের পাশাপাশি নেতিবাচক মন্তব্যও রয়েছে। অনেকেই বলছেন বাচ্চাদের নিয়ে ছবিটি দেখার মত না। এমন নেতিবাচক মন্তব্য নিয়ে এই অভিনেতা বলেন, আসলে আমরা অনেক সময় টেলিভিশনের অনেক কন্টেন্টই কিন্তু বাচ্চাদের সঙ্গে নিয়ে দেখতে পারি না। ওটিটির এই যুগে ঘরে বসেও তো সব দেখা যায় না। তবে যারা নেতিবাচক ভাবে কথা বলছেন তাদের বলবো আসলে ছবিটির গল্পটিই একটি বাজে লোকের গল্প। সুতরাং চরিত্র ফুটিয়ে তুলতে আমার অনেক কিছুই করতে হয়েছে। আসলে আমরা শিল্পীরা খুব নরম মনের। ছবিতে আমাকে খারাপ চরিত্রে বা খুন করতে দেখা গেলেও বাস্তব জীবনে আমি একটা তেলাপোকাও মারতে পারি না।  ওটিটিতে কাজ করা প্রসঙ্গে এই অভিনেতা বলেন, অনেক স্ক্রিট আসছে, আসে। তবে দেখা যায় সবগুলো হয়তো আমার পছন্দ হয়না অথবা ভালো স্ক্রিট থাকলেও হয়তো আমি বুঝতে পারি না। তবে আমি একটু বুঝে-শুনে ভালো গল্পেই কাজ করতে চাই। 
২৩ জানুয়ারি ২০২৪, ২১:১৬

নির্বাচনে সাকিবকে ছক্কা মারতে বললেন প্রধানমন্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের একটা রত্ন আছে, ক্রিকেটরত্ন সাকিব আল হাসান। মাগুরা-১ আসনে তাকে আমরা মনোনয়ন দিয়েছি। এবারের ইলেকশনে তুমি শুধু ছক্কা মেরে দিও। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে ফরিদপুর পৌরশহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় দেওয়া ভাষণে এসব কথা তিনি। এ সময়ে জনসভা মঞ্চে ফরিদপুর, মাগুরা ও রাজবাড়ীর প্রার্থীদের পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, সাকিব বলেছে, সে বক্তব্য দিতে পারে না। আমি বলেছি, বক্তব্য দেওয়ার দরকার নেই, তুমি শুধু বলবা তুমি ছক্কা মারতে পারো, বল করে উইকেট ফেলে দিতে পারো। এবার ইলেকশনেও ছক্কা মেরে দিও। আর বল করে উইকেট ফেলে দিতে পারো, তাহলেই হবে। এর আগে, দুপুর ১টা ৮ মিনিটে কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এরপর সম্মিলিতভাবে জাতীয় সংগীত গাওয়া হয়। পরে বক্তব্য শুরু করেন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতারা। জনসভায় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান, মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুর জেলার সব আসনের আওয়ামী লীগের প্রার্থীরা এবং দলের কেন্দ্রীয় নেতারা।
০২ জানুয়ারি ২০২৪, ১৭:৫৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়