• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
ছবি নিয়ে রাজনীতি, কান্নায় ভেঙে পড়লেন নায়ক
আসছে ঈদে মুক্তির তালিকায় আছে প্রায় ডজন খানেক সিনেমা। সেই তালিকায় আছে  আদর আজাদ ও পূজার লিপস্টিক ছবিটি। সিনেমা নিয়ে রাজনীতির শিকার হয়ে কান্নায় ভেঙে পড়লেন সিনেমাটির নায়ক। ছবিটি যেন হল না পায় সে ব্যবস্থা করেছে একটি চক্র, এমনই দাবি নায়কের।  আদর আজাদ বলেন, অনন্য মামুন শাকিব খানকে নিয়ে প্যান ইন্ডিয়ান ছবি বানিয়েছেন। সেই ছবির গল্প লিপস্টিক সিনেমার অনুকরণে করা। তো আগেই যদি লিপস্টিক রিলিজ হয়ে যায় তাহলে দরদ সিনেমার ওপর প্রভাব পড়বে।  আক্ষেপ করে এই নায়ক আরও বলেন, যে জায়গায় আমি তিনদিন আগ পর্যন্ত জানি আমার এতগুলো হল, কী পরিমাণ হল পাচ্ছি। সেটা ঘটেনি, বিভিন্নভাবে হয়ে ওঠেনি। আমার জোরে ছবিটা আমি বানিয়েছি। এখনো টুইস্ট পার্ট হচ্ছে আমার গল্পের সঙ্গে আরেকটা সিনেমার গল্পের মিল আছে। আমরা যখন গল্পের শুটিং শুরু করেছি, তখনো কিন্তু সেই গল্পের শুটিং শুরু হয়নি। এবং আপনারা জানেন সেন্সর বোর্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের আটকানোর চেষ্টা করা হয়েছে। যে যে জায়গায় কারেকশন দিয়েছে, আমরা করে দিয়েছি কিন্তু...।   অনন্য মামুনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি তো ভাই প্যান ইন্ডিয়ান ছবি বানাইছেন। আপনার তো ওভারসিজ মার্কেট, এই মার্কেটে ডিস্টার্ব করার দরকার নেই। ১৩টা-১৪টা ছবি আসতেছে সবাই এখন মাসেল পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, টাকার পাওয়ার খাটাচ্ছে। কিন্তু আমি তো আমার সবকিছু উৎসর্গ করে এই ছবিটা করছি, তাহলে আমি কই যাবো? শুধু আমার টাকা না, আমার মায়ের টাকা পর্যন্ত এই ছবিতে লগ্নি করা আছে।  আদর জানান শুধু নিজের টাকা না, নিজের গাড়ি বিক্রি করে, মায়ের জমানো টাকা দিয়ে এই ছবিটা বানিয়েছেন।    প্রসঙ্গত, রোমান্টিক থেকে সাইকো থ্রিলার এই ছবির গল্প। এতে আরও অভিনয় করেছেন পূজা চেরি, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, মনিরা মিঠু প্রমুখ।  
১০ এপ্রিল ২০২৪, ২২:৩৬

আত্মসমর্পণ করবেন ড. ইউনূস
দুদকের দায়ের করা ২৫ কোটি টাকা আত্মসাৎ মামলায় আত্মসমর্পণ করতে যাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।  রোববার (৩ মার্চ) তিনি আদলতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ঢাকা মহানগর আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন চাইবেন। একই সঙ্গে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ওই দিনই শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজিরা দেবেন তিনি। রোববার সকাল ১০টায় শ্রম আপিল আদালতে হাজির হবেন। কারণ, সেদিন তাদের এক মাসের জামিনের মেয়াদ শেষ হবে। শ্রম আইন ট্রাইব্যুনালের মামলায় হাজিরা দিয়ে জামিন বর্ধিত করতে আবেদন করা হবে। এদিকে গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর বিরুদ্ধে আপিল দায়ের করার আগে ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম ট্রাস্টকে ৫০ কোটি টাকা কর জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেন, আইন অনুযায়ী যেটা দেওয়ার সেটাই ড. ইউনূসকে দিতে হবে। এখানে অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নেই। এর আগে, গত ১২ ফেব্রুয়ারি ড. ইউনূসের গ্রামীণ টেলিকম ট্রাস্টকে ৫০ কোটি টাকা জমা দিয়ে ২০১১ থেকে ১৩ করবর্ষের আয়কর আপিল দায়েরের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। গত ২৮ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আপিল আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করেন ড. ইউনূস ও গ্রামীণ টেলিকমের অপর তিন কর্মকর্তা। সেই আবেদন খারিজ করে রায় দেওয়া হয়। সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাহমিনা পলি জানান, ২০২০ সালের নভেম্বরে ২০১১ থেকে ২০১৩ দুই বছরের প্রায় ২৫০ কোটি টাকা আয়কর দাবি করে গ্রামীণ কল্যাণ ট্রাস্টকে নোটিশ পাঠায় জাতীয় রাজস্ব বোর্ড। এরপর এনবিআরের কাছে গ্রামীণ কল্যাণ ট্রাস্ট অর্থ নেই বলে মওকুফ চান। কিন্তু তখন তাদের একটি অ্যাকাউন্টে প্রায় সাড়ে তিন শ থেকে প্রায় ৪০০ কোটি টাকার মতো ছিল। ফলে এনবিআর অর্থ চেয়ে নোটিশ করে। কিন্তু গ্রামীণ টেলিকম এই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। সেটির শুনানি শেষে গ্রামীণ টেলিকমের রিট খারিজ করেন আদালত। সেই সঙ্গে প্রতিষ্ঠানটিকে নিয়ম অনুযায়ী দাবি করা আয়করের ২৫ শতাংশ টাকা আগে জমা দিয়ে এরপর এনবিআরেরব বিরুদ্ধে আপিল দায়ের করতে আদেশ দেওয়া হয়।
০৩ মার্চ ২০২৪, ১২:৫১

পুলিশের প্রতি জনগণের আস্থা বেড়েছে : আইজিপি
পুলিশের প্রতি জনগণের আস্থা, বিশ্বাস বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) পুলিশ সদরদপ্তরের হল অব প্রাইডে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হয়েছে। পুলিশ এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। ফলে পুলিশের প্রতি জনগণের আস্থা, বিশ্বাস ও প্রত্যাশা বেড়ে গেছে। তাই জনগণের প্রত্যাশা পূরণে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সভায় আইজিপি গুরুত্বপূর্ণ মামলা নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি মামলায় সাজার হার বাড়ায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি। সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার, সিআইডির অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া, ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ও ডিআইজি এবং পুলিশ হেডকোয়ার্টার্সের সংশ্লিষ্ট কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ ছাড়া জেলার পুলিশ সুপাররা অনলাইনে সভায় যুক্ত ছিলেন।
৩০ জানুয়ারি ২০২৪, ১৮:৫৯

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি নির্বাচনবিরোধী যে কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে তাহলে সেই প্রচেষ্টাকে নস্যাৎ করার সক্ষমতা পুলিশের আছে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ পুলিশ। সোমবার (১ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় রংপুর নগরীর পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা দেশের ৩০০ আসনের সব আসনেই মানুষকে উৎসবমুখর পরিবেশে উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কেউ যদি কোনো ভোটারকে ভোট দিতে বাধা প্রদান করে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর কিভাবে এসব অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় তা আমরা জানি। সেভাবেই আমাদের সকল পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। আইজিপি বলেন, ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নাশকতাকারীদের তৎপরতা আগের থেকে অনেকটাই কমে এসেছে। অপরাধীরা যেই হোক তারা অপরাধ করে পার পাবেনা। তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এবারের নির্বাচনে পুলিশ ছাড়াও র‌্যাব, আনসার, বিজিবিসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সজাগ দৃষ্টি রাখছেন। কোনো ধরনের অনিয়ম অরাজকতা দেখলেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা সকলেই নির্বাচন কমিশনের অধীনে তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করছি।  এর আগে রংপুর মেট্রোপলিটান পুলিশের একটি দল আইজিপিকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্মতারা।
০১ জানুয়ারি ২০২৪, ১৫:০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়