• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার নতুন মেয়র মানিক
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে তৌহিদুর রহমান মানিক আবারও নির্বাচিত হয়েছেন। তিনি নারিকেল গাছ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৮ হাজার ১৩১টি। তিনি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক দুবারের মেয়র। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুর রহমান রাজু। তিনি হ্যাঙ্গার প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ৪১০টি। ভোট গ্রহণের হার ৬৬ দশমিক ৩৬ ভাগ। শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম আকন্দ ভোট গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন।  নির্বাচন কর্মকর্তা আরও জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। ১১টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ১৯ হাজার ৪৭৩ জন। এরমধ্যে ভোট প্রদান করেছেন ১২ হাজার ৯২৩ জন। শতকরা হার ৬৬ দশমিক ৩৬। ইভিএমে ভোট গ্রহণ করা হয়েছে।  নির্বাচনে অপর ২ মেয়র প্রার্থী আবদুল খালেক (মোবাইল ফোন) ভোট পেয়েছেন ২১০ এবং হামদান মন্ডল (জগ) ভোট পেয়েছেন ১৭২।
০৯ মার্চ ২০২৪, ১৯:৫৬

মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি মন্টু, সম্পাদক মানিক 
ঐতিহ্যবাহী মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে এসএ টিভির জেলা প্রতিনিধি ফজলুল হক মন্টু ও আরটিভির প্রতিনিধি মাজেদুল হক মানিক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।      নির্বাচনে সহসভাপতি পদে মহসিন আলী (দৈনিক মাথাভাঙ্গা) ও ফারুক মল্লিক (ইনকিলাব), যুগ্ম সাধারণ সম্পাদক বেন ইয়ামিন মুক্ত (সময় টিভি) ও জিএফ মামুন লাকি (আকাশ খবর), অর্থ সম্পাদক মনিরুল ইসলাম (বাংলাদেশের খবর), সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান (চ্যানেল 24), দপ্তর সম্পাদক আবু সাঈদ (প্রথম আলো), নির্বাহী সদস্য উম্মে ফাতেমা রোজিনা (এটিএন নিউজ ও এটিএন বাংলা), নুহু বাঙালি, আসিফ ইকবাল (একাত্তর টিভি) ও মামুন বঙ্গবাসী (মুক্তখবর) নির্বাচিত হয়েছেন।  মেহেরপুর প্রেস ক্লাবের আহবায়ক মহসিন আলী আঙ্গুর, প্রেস ক্লাবের নির্বাচন কমিশনার নুরুল ইসলাম, নির্বাচন কমিশনার ডক্টর আলিবদ্দীন ও সাজাদুজ্জামান নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন। গাংনী ও মুজিবনগর প্রেস ক্লাব নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নির্বাচিতদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।  এ নির্বাচনে ১৩টি পদের মধ্যে সহসভাপতির দুটি পদ ছাড়া বাকি পদগুলোতে একক প্রার্থী ছিলেন। সহ-সভাপতি পদে মহসিন আলী, ফারুক মল্লিক ও মেহের আমজাদ প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটের মাধ্যমে মহসিন আলী ও ফারুক মল্লিক বিজয়ী হন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।    
৩০ জানুয়ারি ২০২৪, ১৯:০১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়