• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
মানহানি মামলায় তাহেরীর আপস 
বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার ও মানক্ষুণ্ন হওয়ার অভিযোগে মামলা দায়ের করেছিলেন। এবার সেই মামলা আপস করলেন তিনি। ২০২২ সালে সিলেটে সাইবার ট্রাইব্যুনালে এ মামলাটি করেছিলেন তিনি।  মঙ্গলবার (১৯ মার্চ) সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মনির কামালের আদালতে তিনি আপসনামা জমা দেন।  বাদীপক্ষের আইনজীবী জাবের হোসাইন আপসের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তরা নিজেদের ভুলের জন্য মুফতি তাহেরীর কাছে ক্ষমা চান। পরে উভয়পক্ষ আপসনামা জমা দেন। উল্লেখ্য, দুই বছর আগে অগ্রিম টাকা নিয়ে বালাগঞ্জের একটি মাহফিলে না আসার অভিযোগ তোলা হয় গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে। এ অভিযোগের পর ১৫ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে মামলা করেন তাহেরী। মামলার এজাহারে তার সঙ্গে যোগাযোগ না করে মিথ্যা প্রচারের অভিযোগ তুলেছিলেন তিনি।
২০ মার্চ ২০২৪, ০১:০৬

নির্বাচনী সভায় আপত্তিকর বক্তব্য, ওলির বিরুদ্ধে মানহানি মামলা
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী প্রচারণায় আপত্তিকর বক্তব্যের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলির বিরুদ্ধে আদালতে শতকোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া যুগ্ম জেলা জজ নজরুল ইসলামের আদালতে এ মামলা করা হয়েছে।  ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের এমপি নবনিযুক্ত গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী বাদী হয়ে এ মামলা করেন। বাদীর আইনজীবী আব্দুল জব্বার মামুন সাংবাদিকদের জানান, গত ২৬ ডিসেম্বর সদর উপজেলার সুহিলপুরে ফিরোজুর রহমান নির্বাচনী এক সভায় উদ্দেশ্য প্রোণোদিতভাবে মিথ্যা বক্তব্য দিয়েছেন। তার ওই আপত্তিকর বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরীর সম্মানহানি হয়েছে। তাই ফিরোজুর রহমানকে তার আপত্তিকর বক্তব্যের প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে গত ২৮ ডিসেম্বর থেকে পরপর তিনটি নোটিশ পাঠানো হয়। কিন্তু তিনি সেই নোটিশ আমলে নেননি। তাই বাদীর সম্মানহানি করায় আদালতে শতকোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। রোববার আদালত এ মামলায় শুনানি করবেন।
১২ জানুয়ারি ২০২৪, ১৯:১৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়