• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
চ্যাম্পিয়নস লিগে কঠিন প্রতিপক্ষ পেলো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর বলা হয় উয়েফা চ্যাম্পিয়নস লিগকে (ইউসিএল)। চলতি মৌসুমে কোয়ার্টার ফাইনালে উঠেছে আটটি হেভিওয়েট দল। তবে শেষ আটের লড়াইয়ে সব থেকে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শুক্রবার (১৫ মার্চ) উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়োর্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। যেখানে মিলেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। কারণ, গতবারের ইউসিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ শক্তিশালী রিয়াল মাদ্রিদ। আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা খেলবে পিএসজির বিপক্ষে। গত আসরের রানার্সআপ ইন্টার মিলাকে বিদায় করে কোয়ার্টারে পা রাখা অ্যাথলেটিকোও পেয়েছে বড় প্রতিপক্ষ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের টপকাতে হবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের দেয়াল। এর আগে পিএসভিকে হারিয়ে কোয়ার্টারে উঠেছিল বুন্দেসলিগার ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক শক্তিশালী ক্লাব আর্সেনালের প্রতিপক্ষ জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। তার মানে গানারদের সঙ্গে দেখা হয়ে যাবে সাবেক টটেনহ্যাম তারকা ও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের সঙ্গে।  এবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৯–১০ এপ্রিল, দ্বিতীয় লেগের ম্যাচে দলগুলো মুখোমুখি হবে ১৬–১৭ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল ও ১ মে সেমিফাইনালের প্রথম লেগ এবং ৭–৮ মে দ্বিতীয় লেগের লড়াই অনুষ্ঠিত হবে। পরবর্তীতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ১ জুন হবে ইউসিএল ফাইনাল।
১৫ মার্চ ২০২৪, ১৯:৪৮

চার গোলের ম্যাচে সেল্টা ভিগোকে হারালো রিয়াল মাদ্রিদ
চলতি মৌসুমে লা লিগার শিরোপা জয়ের পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা জিরানোর থেকে সাত পয়েন্টে এগিয়ে রয়েছে ভিনি-রদ্রিগোরা। সবশেষ সেল্টা ভিগোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। রোববার (১০ মার্চ) দিবাগত রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচজুড়ে আক্রমণের ঝড় বইয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ২১তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কর্নার থেকে রুডিগারের হেড গুয়াইতা পা দিয়ে ঠেকানোর পর কাছ থেকে ভিনিসিয়ুসের প্রথম শটও আটকে দেন তিনি, ফিরতি শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।  ৩৫তম মিনিটে বক্সের বাঁ-দিক থেকে রদ্রিগোর শট পা দিয়ে ঠেকান গুয়াইতা। দুই মিনিট পর বক্সের বাইরে থেকে কামাভিঙ্গার আরেকটি শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন ৩৭ বছর বয়সী এই স্প্যানিশ গোলরক্ষক। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৫৫তম মিনিটে বল নিয়ে এগিয়ে যাওয়া ভিনিসিয়ুসকে পেছন থেকে জার্সি টেনে ধরে ফেলে দেন অস্কার মিনগেসা। উঠে দাঁড়িয়ে সেল্তার এই ডিফেন্ডারকে ধাক্কা মেরে ফেলে দেন ভিনিসিয়ুস। দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি। ৭৪তম মিনিটে প্রথম পরিবর্তন আনেন আনচেলত্তি। রদ্রিগোর জায়গায় নামানো হয় স্প্যানিশ ফরোয়ার্ড হোসেলুকে। এরপরই দুটি আত্মঘাতী গোল করে বসে সেল্টা ভিগো। বাঁ-দিক থেকে ভিনিসিয়ুসের একটি ক্রস সামনে এগিয়ে ক্লিয়ার করার চেষ্টায় হাত ছোঁয়াতে পারেননি গুয়াইতা। তার পেছনেই থাকা দোমিঙ্গেসের পায়ে লেগে বল যায় জালে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দারুণ ফিনিশিংয়ে শেষ গোলটি করেন গিলের। দানি সেবাইয়োসের পাস বক্সে পেয়ে এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে দুরূহ কোণ থেকে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন তিনি। তুরস্কের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লা লিগার ম্যাচে গোল করলেন গিলের, ১৯ বছর ১৪ দিন।  ২৮ ম্যাচে ২১ জয় ও ৬ ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিনে আছে বার্সেলোনা।
১১ মার্চ ২০২৪, ১৩:০৯

ড্র করেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে লাইপজিগে ১-০ গোলে ব্যবধারে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগে ঘরের মাঠে ১-১ গোলে কোনো রকম ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা। তাতে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। বুধবার (৬ মার্চ) দিবাগত রাতে ঘরের সান্তিয়াগো বের্নাবেউয়ে ছন্নছাড়া পারফরম্যান্সে প্রায় পুরোটা সময়ই ভুগেছে ইউরোপের সফলতম ক্লাবটি। পুরো ম্যাচে ১১টি শট নিয়ে মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পারে রিয়াল। যেখানে লাইপজিগ নেয় ২০ শট, লক্ষ্যে ছিল চারটি। ঘরের মাঠে শুরুটা ভালো হয়নি রিয়ালের। অপরদিকে লাইপজিগ ছিল ছন্দে। বেশ কয়েকটি আক্রমণ করে তারা। তবে ৪১তম মিনিটে এগিয়ে যেতে পারত দলটি। জাভি সিমন্সের বুলেট গতির শট ঠেকিয়ে দেন আন্দ্রে লুনিন।   বিরতির পরও আগের মতো খেলতে থাকে দুই দল। গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৬৫ মিনিট পর্যন্ত। জুডে বেলিংহ্যামের বাড়ানো বল বক্স থেকে জালে পাঠিয়ে রিয়ালকে এগিয়ে নেন ভিনিসিয়ুস। যদিও সমতায় ফিরতে খুব বেশি দেরি করেনি লাইপজিগ। তিন মিনিট পর সতীর্থের ক্রসে দারুণ হেডে ম্যাচের স্কোরলাইন ১-১ করেন লাইপজিগ ডিফেন্ডার অরবান। সমতায় ফেরার পর আক্রমণ আরও বাড়িয়ে দেয় লাইপজিগ। যদিও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি। ফলে দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করে স্বাগতিকরা।
০৭ মার্চ ২০২৪, ১৩:৪১

হোঁচট খেল রিয়াল মাদ্রিদ
গত সপ্তাহেই চলতি মৌসুমের অন্যতম শিরোপাপ্রত্যাশী জিরোনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল রিয়াল মাদ্রিদ। এবার মাত্র ৭ দিন ব্যবধানেই গোল খরার এক ম্যাচ দেখল রিয়াল। তবে পয়েন্ট ভাগাভাগি করলেও স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান ধরে রেখেছে তারা। রোববার (১৮ ফেব্রুয়ারি) এস্তাদিও ডি ভায়েকাসে রায়ো ভায়োকানোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে দ্য হোয়াইটি।  এদিন জুড বেলিংহামকে ছাড়াই খেলতে নেমেছিল রিয়াল। শুরুর একাদশে ছিলেন না টনি ক্রুস-রদ্রিগোরাও। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে খুব একটা বেগ পেতে হয়নি কার্লো আনচেলত্তির শিষ্যদের। ম্যাচের তৃতীয় মিনিটেই স্প্যানিশ স্ট্রাইকার জোসেলুর গোলে এগিয়ে যায় আনচেলত্তির বাহিনী। ম্যাচজুড়ে আধিপত্য নিয়ে লড়ে রিয়াল। তবে ম্যাচের ২৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভায়োকানোকে সমতায় ফেরান রাউল ডি টমাস। বক্সের ভেতরে এডুয়ার্ডো ক্যামাভিঙ্গা হ্যান্ডবল করলে পেনাল্টি পায় ভায়েকানো। এরপর স্পটকিকে দলকে সমতায় ফেরান টমাস। এরপর ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি আনচেলত্তির বাহিনী। ম্যাচে যোগ করা সময়ে দানি কারভাজাল লাল কার্ড নিয়ে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। তবে তাতেও রিয়ালের রক্ষণ দেয়াল ভাঙ্গতে পারেনি স্বাগতিকরা।  এই ড্রয়ে জিরোনার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করলো রিয়াল। ২৫ ম্যাচে ৬২ পয়েন্ট লস ব্লাঙ্কোসদের। অন্যদিকে এক ম্যাচ কম খেলা জিরোনার পয়েন্ট ৫৬।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৫

কোয়ার্টারের পথে রিয়াল মাদ্রিদ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে লাইপজিগকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেল লস ব্ল্যাঙ্কোসরা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রেড বুল অ্যারেনায় লাইপজিগকে ১-০ গোলে হারিয়েছে তারা। ব্রাহিম দিয়াজের গোলে পরের লেগের আগে ১ গোলে এগিয়ে থাকল স্প্যানিশ ক্লাবটি। এদিন ম্যাচের শুরু থেকেই সমানে সমান লড়াই করতে থাকে দুই দল। তবে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল লাইপজিগ। কিন্তু অফসাইডের ফাঁদে আটকে যায় বেনইয়ামিন সিসকোর লক্ষ্যভেদ। পরের মিনিটেও সুযোগ পেয়েছিলেন এই ফরোয়ার্ড। তবে তা কাজে আসেনি। এরপর ৯ মিনিটের মাথায় খুব কাছাকাছি গিয়েও গোলের দেখা পায়নি রিয়াল। আর ১ মিনিট ব্যবধানে গোলরক্ষক লুনিনের নৈপুণ্যে রক্ষা পায় তারা। প্রথমার্ধে আক্রমণ প্রতি-আক্রমণে জমে উঠা ম্যাচ গোলশূন্য ড্রতেই শেষ হয়। বিরতি থেকে ফিরে অবিশ্বাস্য এক গোলে রিয়ালকে এগিয়ে নেন দিয়াজ। ম্যাচের ৪৮তম মিনিটে কারভাহালের পাস থেকে প্রতিপক্ষের তিনজনকে এড়িয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই তারকা। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। দ্বিতীয় লেগে আগামী ৭ মার্চ মুখোমুখি হবে দুই দল।
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১১

অতিরিক্ত সময়ের নাটকীয়তায় পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ
চলতি মৌসুমে লা লিগায় শীর্ষে রয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াদ মাদ্রিদ। এবার শিরোপা জয়ের লড়াইয়ে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে জিরানোর। এর মধ্যেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে আনচেলত্তির শিষ্যরা। ১-১ গোলে ড্র করেছে দুই দল। রোববার (৪ ফেব্রুয়ারি) ম্যাচ শুরুর খানিক আগেই অনেক বড় ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ। ওয়ার্ম-আপ করার সময় কাঁধে ব্যথা অনুভব করেন দলের সবচেয়ে গতিময় ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ফলে বাধ্য হয়েই তাকে বেঞ্চে রেখে খেলতে নামে দলটি। তবে মাঠে নেমে শুরু থেকেই আক্রমণ করতে থাকে রিয়াল মাদ্রিদ। প্রথম পাঁচ মিনিটেই গোলের উদ্দেশ্যে তিনটি শট নেয় তারা, যদিও কোনোটিতেই প্রতিপক্ষ গোলরক্ষককে তেমন কঠিন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি। তবে ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। তারা যে পিছিয়ে পড়ে, লুকাস ভাসকেস চেষ্টা করেন জুড বেলিংহ্যামকে খুঁজে নেওয়ার, কিন্তু প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বল পেয়ে যান ব্রাহিম দিয়াস। ঠান্ডা মাথায় দুইজনের মধ্যে দিয়ে এগিয়ে গোলরক্ষকের সামনে চিপ শটে বল জালে পাঠান ভিনিসিয়ুসের জায়গায় খেলতে নামা দিয়াস। পিছিয়ে পড়ার তিন মিনিট রিয়াল শিবিরে ভীতি ছড়ায় আতলেতিকো। তবে মিডফিল্ডার অ্যালেক্স উইটসেলের হেড লাফিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক আন্দ্রি লুনিন। তবে প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় দিয়াস-বেলিংহ্যামরা। দ্বিতীয়ার্ধের মাঠে নেমে গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে গ্রিজম্যানরা। তৃতীয় মিনিটে গ্রিজম্যানের কর্নারে দারুণ হেডে পেছনের পোস্ট দিয়ে জালে বল জড়ান স্তেফান সাভিচ। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি, অফসাইডে ছিলেন সাউল নিগেস। ৬১তম মিনিটে আতলেতিকো কোচ একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন। একটু একটু করে খেলার গতি বাড়তে থাকে। ভিনিসিয়ুসকেও দেখা যায় ওয়ার্ম-আপ করতে। ৬৬তম মিনিটে দারুণ একটি সুযোগ পেয়ে যায় রিয়াল। তবে রদ্রিগোর জোরাল শট রুখে দেন আতলেতিকো গোলরক্ষক। আট মিনিট পর গোল খেতে বসেছিল রিয়াদ তবে গ্রিজম্যানের ব্যকহিল পা দিয়ে রুখে দেন লুনিন। ১-০ তে এগিয়ে থেকে যখন জয় নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, তখন মেম্ফিস ডিপাইয়ের হেড পাস ডি-বক্সে পেয়ে হেডেই ক্রসবার ঘেঁষে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ মিডফিল্ডার ইয়োরেন্তে। শুরু হয়ে যায় আতলেতিকোর বাঁধভাঙা উল্লাস, খানিক বাদেই শেষের বাঁশি এবং তাদের উদযাপন পায় নতুন মাত্রা।  লিগ টেবিলে ২৩ ম্যাচে ১৮ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৫৮। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে জিরোনা। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫০। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে আতলেতিকো।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৭

মাদ্রিদ ডার্বিসহ টিভিতে আজকের খেলা
স্প্যানিশ লা লিগায় আজ (৪ ফেব্রুয়ারি) মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। এ ছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামবে আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। চলুন জেনে নিই আজকের খেলার সূচি :  ইংলিশ প্রিমিয়ার লিগ  ম্যানচেস্টার ইউনাইটেড–ওয়েস্ট হাম                                রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১                              চেলসি–উলভারহ্যাম্পটন রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২ আর্সেনাল–লিভারপুল   রাত ১০–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১    স্প্যানিশ লা লিগা   রিয়াল মাদ্রিদ–আতলেতিকো মাদ্রিদ রাত ২টা, র‍্যাবিটহোল ও স্পোর্টস ১৮–১                                                                     জার্মান বুন্দেসলিগা  ভলফসবুর্গ–হফেনহাইম                                         রাত ৮–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২     লাইপজিগ–ইউনিয়ন বার্লিন   রাত ১০–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২     ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টি এমআই এমিরেটস–ডেজার্ট ভাইপার্স বিকেল ৪–৩০ মিনিট, নাগরিক টিভি গাল্‌ফ জায়ান্টস–শারজা ওয়ারিয়র্স রাত ৮–৩০ মিনিট, নাগরিক টিভি
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২০

জিরোনাকে হটিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ
চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনাকে পিছনে ফেলে রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াই করছে লস ব্লাঙ্কোসরা জিরোনা। শীর্ষ স্থান নিয়ে এই ‍দুই ক্লাবের লড়াইটা বেশ জমে উঠেছে। কখনও জিরোনা আবার কখনও রিয়াল মাদ্রিদ। সবশেষ লাস পালমাসকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে শীর্ষ স্থান দখল করেছে ভিনি-রদ্রিগোরা। শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে লাস পালমাসের ঘরের মাঠে শুরুটা ভালো করতে পারেনি রিয়ালের। তবে শেষ সময়ে গোল আদায় করে নেওয়াটা যেন রীতিতে পরিণত হয়ে গেছে। রিয়ালের হয়ে এদিন একটি গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও ফরাসি ফরোয়ার্ড মিডফিল্ডার ওরেলিয়াঁ শুয়ামেনি। পালমাসের হয়ে একমাত্র গোলটি আসে জাভিয়ের মুনোজের পা থেকে। এদিন প্রথমার্ধে একপ্রকার গোল মিসের মহড়া চালিয়েছে রিয়াল। বিশেষ করে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের অনুপস্থিতি ভালো ভুগিয়েছে তাদের। ভিনিসিয়ুস একা বেশ কয়েকবার চেষ্টা করেছেন বল জালে জড়ানোর। কিন্তু সাফল্য ধরা দিচ্ছিল না। লাস পালমাস এই অর্ধে জাল অক্ষত রাখার তৃপ্তি নিয়েই বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে রিয়ালের ধীর গতির সুযোগ নিয়ে ৫৩তম মিনিটে স্রোতের বিপরীতে গোল আদায় করে নেয় লাস পালমাস। সান্দ্রো রামিরেজ ডান দিক থেকে কাউন্টার অ্যাটাকে বল নিয়ে বক্সের দিকে নিচু ক্রস দেন। যা থেকে গোল আদায় করেন হাভিয়ের মুনোজ।   তবে এগিয়ে থাকার স্বস্তি দীর্ঘায়িত হয়নি স্বাগতিকদের। কারণ বহু চেষ্টার পর ৬৫তম মিনিটে লক্ষ্যের খোঁজ পান ভিনিসিয়ুস। এদুয়ার্দো কামাভিঙ্গার পাসে ৮ ম্যাচে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজের নবম গোল আদায় করেন। সমতার পর স্বাভাবিকভাবেই রিয়ালের খেলায় গতি ফিরে আসে। মুহুর্মুহু আক্রমণ শানায় তারা। কিন্তু কাঙ্ক্ষিত জয়সূচক গোলের দেখা পেতে তাদের অপেক্ষায় থাকতে হয় ৮৪তম মিনিট পর্যন্ত, যখন জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের সেট-পিসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান বদলি হিসেবে নামা শুয়ামেনি। বাকি সময় আর কোনো বিপদ হতে দেয়নি রিয়াল। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।  ২১ ম্যাচে ১৭ জয়ে রিয়ালের সংগ্রহ এখন ৫৪ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচে ৫২ পয়েন্ট দুইয়ে থাকা জিরোনার। ৪৪ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। 
২৮ জানুয়ারি ২০২৪, ১৩:২৯

আরও এক প্রত্যাবর্তনের গল্প লিখে শীর্ষে রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদের পক্ষেই হয়তো এভাবে ম্যাচে ফেরা সম্ভব। কার্লো আনচেলত্তির শিষ্যদের প্রথমার্ধে চমক দেখায় পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থাকা আলমেরিয়া। জোড়া লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লেখে রিয়াল। জয় নিয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে ফিরল রিয়াল।  রোববার (২১ জানুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে চরম নাটকীয় ম্যাচে একেবারে শেষ সময়ে আলমেরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এদিন পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও প্রথমার্ধে হোঁচট খায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথম মিনিটেই ব্লাঙ্কোসের জাল খুঁজে নেন বেলজিয়াম উইঙ্গার রামাজানি। এরপর ম্যাচের ৪৩তম মিনিটে গঞ্জালেজ আরেক ধাপ এগিয়ে নেন আলমেরিয়াকে। শেষ পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল মাদ্রিদ। বিরতি থেকে ফিরে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে কার্লো আনচেলত্তির বাহিনী। ম্যাচের ৫৭তম মিনিটে রিয়ালকে প্রথম গোল এনে দেন বেলিংহাম।  এরপর ১০ মিনিটের ব্যবধানে ভিনিসিয়াস জুনিয়রের গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। ম্যাচের অতিরিক্ত সময় কারভাজালের গোলে জয় তুলে নেয় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে ২০ ম্যাচে ১৬ জয় নিয়ে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে জিরুনা। অন্যদিকে ৪১ পয়েন্ট নিয়ে তিনে অ্যাথলেটিক ক্লাব বিলবাও। সমান পয়েন্ট নিয়ে চারে বার্সা। আর ৩৮ পয়েন্ট নিয়ে পাঁচে অ্যাতলেটিকো মাদ্রিদ।
২২ জানুয়ারি ২০২৪, ১০:২১

আট গোলের থ্রিলার জিতে সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ
স্প্যানিশ লিগে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বলা হয় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার এল-ক্লাসিকো লড়াই। তবে মেসি-নেইমার ও রোনালদো-রামোসদের মত তারকা ফুটবলাররা স্প্যানিশ লিগ ছাড়ার পর রং হারিয়েছে এল-ক্লাসিকো। তবে জমে উঠেছে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের মধ্যকার মাদ্রিদ ডার্বি। স্প্যানিশ সুপার কাপে সেমিফাইনালে অ্যাতলেটিকোর বিপক্ষে ৫-৩ গোলের ব্যবধানে জিতে ফাইনালে উঠে গেছে রিয়াল। বুধবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে সৌদি আরবের আল আওয়াল পার্কে জমে উঠে দুই দলের মধ্যকার মাদ্রিদ ডার্বি। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ৩-৩ সমতা থাকার কারণে আর দুইবার (১৫ মিনিট করে) অতিরিক্ত সময় দেন রেফারি। সব মিলিয়ে রোমাঞ্চকর এই লড়াই চলে ১২০ মিনিট। তবে ম্যাচের শেষ দিকে ৬ মিনিটের ব্যবধানে দুটি গোল করে জয়ের উল্লাসে মাতে রিয়াল মাদ্রিদ। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটির আট গোলের চারটিই হয় প্রথমার্ধে। ম্যাচের ৬ মিনিটেই অ্যাতলেটিকো হয়ে গোলের খাতা খোলেন মারিও হারমোসো। গ্রিজম্যানের কর্নারে সবার ওপরে লাফিয়ে আড়াআড়ি হেডে ঠিকানা খুঁজে নেন হারমোসো। পিছিয়ে পড়ার পর আক্রমণাত্মক ফুটবলে ভীষণ চাপ তৈরি করে রিয়াল। রিয়ালের আন্তোনিও রুদিগার ২০ মিনিটে শোধ করেন সেই গোল। লুকা মদ্রিচের কর্নার থেকে চমৎকার হেডে সমতা ফেরান তিনি। এরপর ২৯ মিনিটে ফারলান্দ মেন্দির গোলে এগিয়ে যায় রিয়াল। কারবাহালের ক্রস ডি-বক্সে পেয়ে ঠান্ডা মাথায় তা দূরের পোস্ট দিয়ে জালে পাঠান মেন্দি। পিছিয়ে পড়ার তিন মিনিট পর গ্রিজম্যানে হেড ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক। তবে আতলোটিকোকে ঠিকই খেলায় ফেরান গ্রিজম্যান। ৩৭ মিনিটে দারুণ এক গোল করেন তিনি। ২-২ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল। বিরতির পরও চাপ অব্যাহত রাখে দুই দলই। ৭৮ মিনিটে কেপার ভুলে পিছিয়ে পড়ে রিয়াল। এগিয়ে গিয়ে একটি ক্রস বিপদমুক্ত করতে চেয়েছিলেন গোলরক্ষক। কিন্তু ঠিকমতো পারেননি। হাত ফসকে বল রুদিগারের গায়ে লেগে জড়ায় জালে। ম্যাচের ৫ মিনিট বাকি থাকতে আবার সমতায় ফেরে রিয়াল। দানি কারবাহালের জোরালো শটে পরাস্ত হন আতলেতিকো গোলরক্ষক ওবলাক। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবুও আর গোল হচ্ছিলো না। পেনাল্টির দিকে এগোনো ম্যাচে ১১৬ মিনিটে ভাগ্যের ছোঁয়া পায় রিয়াল। হোসেলুর হেড জোরালো না হলেও স্টেফান সাভিচের শরীরে লেগে বল জড়ায় জালে। ইনজুরি টাইমে সমতায় ফিরতে মরিয়া অ্যাতলেটিকো কর্নার পেলে গোলরক্ষক ওবলাকও চলে আসেন রিয়ালের ডি-বক্সে। তাতে দারুণ গতিতে প্রতি-আক্রমণে গিয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন ব্রাহিম দিয়াজ। চার দলের নতুন আঙ্গিকের এই সুপার কাপে টানা তৃতীয় ও সব মিলিয়ে চতুর্থবার ফাইনালে উঠলো রিয়াল মাদ্রিদ। ২০১৯-২০ মৌসুমে ফাইনাল খেলার পর সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার ধারা বজায় রাখলো অ্যাতলেটিকো। বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমিতে বার্সেলোনা ও ওসাসুনার মধ্যে জয়ী দলের সঙ্গে রবিবারের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল।
১১ জানুয়ারি ২০২৪, ১২:৩৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়