• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাদারীপুরের দুই ‍যুবকের মৃত্যু
অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাদারীপুরের দুই যুবক মারা গেছেন। নিহতরা হলেন, রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম স্বরমঙ্গল গ্রামের ইউসুফ আলী শেখের ছেলে মামুন শেখ (২০) ও একই ইউনিয়নের সেনদিয়া গ্রামের সুনীল বৈরাগীর ছেলে সজল বৈরাগী (২৫)। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ওই দুই যুবকের মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, লিবিয়ায় পৌঁছে বুধবার (১৪ ফেব্রুয়ারি) একটি ইঞ্জিনচালিত নৌকায় তারা ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন। পথে তিউনিসিয়ার ভূমধ্যসাগরে নৌকার তলা ফেটে যায়। এতে মামুন ও সজলসহ বেশ কয়েকজন মারা যান। পরে খবর পেয়ে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করে দেশটির কোস্টগার্ড। অভিযোগ পাওয়া যায়, ৩২ জন ধারণক্ষমতার নৌকায় ৫২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে রওয়ানা দিয়েছিল নৌকাটি। নিহত মামুন শেখের বড় ভাই সজিব শেখ বলেন, অতিরিক্ত যাত্রী বোঝাই করে ইঞ্জিনচালিত নৌকায় লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। সরকারিভাবে মরদেহ দুটি দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনি । নিহত সজল বৈরাগীর বাবা সুনীল বৈরাগী বলেন, নৌকাডুবিতে প্রাণে বেঁচে যাওয়া একজন ফোন করে মামুন ও সজলের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জমি, গরু বিক্রি করে, লোন করে ১৫ লাখ টাকা দিয়ে ছেলেকে ইতালি যাওয়ার জন্য পাঠাই। কিন্তু আমাদের সেই স্বপ্ন সত্যি হলো না। সব স্বপ্ন সাগরে শেষ হয়ে গেলো। আমরা একেবারে পথে বসে গেছি। এখন আমরা কী করবো? আমার ছেলে গেলো, সঙ্গে আমাদের সব শেষ হয়ে গেলো। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার। তিনি বলেন, দালালের মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৪

মাদারীপুরের একটি বাজারে অগ্নিকাণ্ড, পুড়ল ৭ দোকান 
মাদারীপুরে ছিলারচর নামে একটি বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বাজারের সাতটি দোকান পুড়ে গেছে।  বুধবার (৩১ জানুয়ারি) ভোরে মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের ছিলারচর বাজারে এ ঘটনা ঘটেছে। এদিকে আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ফায়ার সার্ভিস জানায়, সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের ছিলারচর বাজারে ভোরে লতিফ বেপারীর মুরগির দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই মুরগি, ওষুধ, মুদিসহ সাতটি দোকানের থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বাজারের লতিফ বেপারী নামের এক ব্যবসায়ী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার মুরগির দোকানে আগুন লেগে সব পুড়ে গেছে। আমি পথে বসে গেছি। ফায়ার সার্ভিসের পরিদর্শক নুর মোহাম্মদ শিকদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে সাতটি দোকান পুড়ে গেছে। 
৩১ জানুয়ারি ২০২৪, ১২:৪৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়