• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
মাগুরায় ১২০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ
নিত্যপণ্যের বাজার তদারকির অংশ হিসেবে মাগুরার একটি ফলের গুদামে অভিযান চালিয়ে মজুতকৃত ১২০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।  শনিবার (১৬ মার্চ) দুপুরে শহরের পশু হাসপাতাল পাড়ায় মেসার্স মাগুরা ফল ভাণ্ডারের গুদামে এ অভিযান চালানো হয়।  এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্ত ফল ব্যবসায়ী গৌতম কুমার বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করেন। ইউএনও মিজানুর রহামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পশু হাসপাতাল পাড়ায় মেসার্স মাগুরা ফল ভান্ডারের গুদামে এ অভিযান চালানো হয়। মজুতকৃত খেজুরের প্রতিটি বস্তায় উৎপাদন ও মেয়াদের তারিখ কালো কালি দিয়ে ভরাট করা ছিল। এগুলো মেয়াদোত্তীর্ণ থাকায় ফল ব্যবসায়ী গৌতম কুমার বিশ্বাস এ কারচুপির আশ্রয় নিয়েছেন বলে স্বীকার করেছেন। ফল ব্যবসায়ী ভ্রাম্যমাণ আদালতকে জানিয়েছেন, গত ১৩ মার্চ ২০০ বস্তা খেজুর তিনি যশোর রাসেল এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান থেকে প্রতি কেজি ১৬৫ টাকা দরে ক্রয় করেন। প্রায় ১০ লাখ টাকার খেজুর কেনা হয়েছিল। তিনি ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ ৮০ বস্তা খেজুর বাজারে বিক্রি করেছেন।  তিনি আরও বলেন, এ অপরাধে ফল ব্যবসায়ী গৌতম কুমার বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।           
১৬ মার্চ ২০২৪, ২৩:৪৯

বিপিএলের ফাঁকে মাগুরায় সাকিব 
গতকাল মঙ্গলবার বিকেলেই বিপিএলের ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। দুর্দান্ত ঢাকার বিপক্ষে তার এই ম্যাচটাকে প্রত্যাবর্তনের ম্যাচ বললেও অত্যুক্তি হয় না। লম্বা সময় পর এদিন ব্যাট হাতে সাকিবকে দেখা গিয়েছে চিরচেনা রূপে। অলরাউন্ড পারফর্ম করেও হয়েছেন ম্যাচসেরা।  আজ এবং আগামীকাল বিপিএলে সাকিবের দল রংপুর রাইডার্সের খেলা নেই। সদাব্যস্ত সাকিব এই ফাঁকা সময়েও বসে নেই। জনপ্রতিনিধির বাড়তি দায়িত্ব এখন তার কাঁধে। তাই দুদিনের বিরতি পেয়েই নিজ এলাকাবাসীর টানে টাইগার অধিনায়ক ছুটে গিয়েছেন মাগুরায়। জন্মভূমিতে পৌঁছেই সাকিব গিয়েছেন তার ছোটবেলার স্কুল মাগুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে। সেখানে নতুন সংসদ সদস্য সাকিবকে বরণ করে নিতে আগে থেকেই প্রস্তুত ছিল স্কুলের শিক্ষার্থীরা। সাম্প্রতিক সময়ে ক্রিকেট আর বিজ্ঞাপনী সংস্থার বাইরে নতুন করে বেড়েছে সাকিব আল হাসানের ব্যস্ততার মাত্রা। জানুয়ারি মাসেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরপরেই তার কাঁধে চেপেছে আরও নতুন দায়িত্ব।  নতুন মন্ত্রীসভা গঠনের পর সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন হয়েছে। সেই কমিটিতেও জায়গা পেয়েছেন সাকিব। সংসদীয় এই কমিটিতে আছেন মাশরাফি বিন মর্তুজা ও সালাম মুর্শেদীর মতো ক্রীড়া ব্যক্তিত্ব।   
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৭

সাকিবের সঙ্গে দেখা করতে মাগুরায় বিজয়
রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু। এই নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে লড়াই করছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। নির্বাচনী প্রচারণার কাজে সাকিবের সঙ্গে দেখা গেছে বেশ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটারকে। নির্বাচনী প্রচারণা শেষ হলেও এবার বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে মাগুরায় গিয়েছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার এনামুল হক বিজয়। শনিবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে মাগুরায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়। পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশ ক্রিকেটের নক্ষত্র এবার ভিন্ন পরিচয়ে। আগামীকাল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নিজের দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজত করার উদ্যোগ। ব্যাট এবং বল হতে দেশকে বিশ্ব দরবারে নেতৃত্ব দেওয়া বিশ্বসেরা অলরাউন্ডার নিজের নতুন লড়াইয়ে সফল হবেন সেই দোয়া ও ভালোবাসা। দেশের মানুষ সুষ্ঠ ভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা। ছবিকে দেখা যায় সাকিবের পাশে বসে তার নির্বাচনী পোস্টার হাতে নিয়ে ছবি তোলেন বিজয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের আরও তিন ক্রিকেটার রনি তালুকদার, নাসির হোসেন ও নাজমুল হোসেন অপু। এর আগে সাকিবের নির্বাচনী প্রচারণায় শেষ সময়ে অংশ নিয়েছিলেন লড়াইল-২ আসনে নৌকার প্রার্থী ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, সৌম্য সরকার, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ। 
০৬ জানুয়ারি ২০২৪, ২১:১৭

নির্বাচনের মাঝে মাগুরায় সাকিবের বিপিএল প্রস্তুতি 
আসন্ন বিপিএলে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। এ ছাড়াও ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীও তিনি। নির্বাচনের ১১ দিন পরই মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। তাই ফিটনেস ঠিক রাখতে নির্বাচনের মধ্যেই মাঠে নেমে পড়েছে এই বিশ্বসেরা অলরাউন্ডার।  শুক্রবার (৫ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার কাজ শেষ হয়েছে। এরপর বিকেল ৪টা নাগাদ মাগুরা জেলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন সাকিব। মাঠে নেমে শুরুতে খানিকটা ফিটনেস নিয়ে কাজ করেন, এরপর প্যারাসুট রানিংও করতে দেখা যায় সাকিবকে। বিশ্বকাপের পর আর মাঠে নামা হয়নি সাকিবের। কারণ শ্রীলঙ্কা ম্যাচে আঙুলের ইনজুরিতে পড়েন তিনি। এতে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ খেলার সুযোগ পাননি। দীর্ঘ দুই মাস মাঠের বাইরে থাকলেও বিপিএল দিয়ে ২২ গজে ফিরবেন সাকিব। তাই নিজের ফিটনেস ঠিক রাখতে, নিজ এলাকাতেই অনুশীলন শুরু করেছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার রনি তালুকদার ও নাজমুল ইসলাম অপু।  গত মৌসুমের মতো এবারও রংপুর রাইডার্সের হয়ে খেলবেন ওপেনার রনি। বরিশাল ছেড়ে এবার দলটিতে যোগ দিয়েছেন সাকিবও। এছাড়া সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলতে দেখা যাবে স্পিনার অপুকে। এর আগে নিজের মাঠে ফেরা নিয়ে সাকিব বলেছিলেন, বিপিএলের আগে খুব বেশি অপশনও আমি দেখছি না। ইলেকশনও আছে, স্বাভাবিকভাবেই এদিকটাই আমি ব্যস্ত থাকব। বিপিএল থেকেই খেলাটা শুরু হবে বলে আমি মনে করি। বিপিএলের প্রথম থেকেই ভালো অবস্থায় খেলতে পারব ফিট হয়ে।
০৫ জানুয়ারি ২০২৪, ২১:০৪

মাগুরায় ২ ভাইকে হত্যা, গ্রেপ্তার ৩
মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা মধ্যপাড়া গ্রামে ২ ভাই সবুজ মোল্যা ও হৃদয় মোল্যাকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন আশিকুর রহমান আশিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশিক মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের ফারুক শিকদারের ছেলে। সোমবার (১ জানুয়ারি) নিজ এলাকা থেকে প্রধান সন্দেহভাজন আশিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।  এ নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে এক সংবাদ সম্মেলনে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ এ তিনজনের গ্রেপ্তারের তথ্য জানান। মোহাম্মদ কলিমুল্লাহ জানান, বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আশিক পুলিশের কাছে স্বীকার করেছে, ঘটনার দিন গত শনিবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত ৯টার দিকে সে ডাব খাওয়ার কথা বলে সবুজ ও হৃদয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে স্থানীয় ঢোকচান্দের মাঠে নিয়ে পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে দুই সহোদরকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডে আশিক ছাড়াও পেশাদার খুনিচক্রের একাধিক সদস্য অংশ নেয়। এর আগে এ হত্যাকাণ্ডের ঘটনায় রোববার দিনগত রাতে নিহত দুই ভাইয়ের প্রতিবেশী আসিফ ও বিপ্লব নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিহতদের ভাই কামাল মোল্যা বাদী হয়ে মহম্মদপুর থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে অন্য আসামিদের নাম গোপন রেখে তাদের গ্রেপ্তারে পুলিশ সক্রিয় রয়েছে।
০২ জানুয়ারি ২০২৪, ১০:২৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়