• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
চেয়ারম্যান প্রার্থীকে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার, যা মিলল
নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থী, তার ভাই ও এক আওয়ামী লীগ নেতাকে অপহরণ কাজে ব্যবহৃত কালো রঙের হাইস মাইক্রোবাসটি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার চকপুর গ্রামে বাড়ির গ্যারেজ থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত আতাউর রহমান (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত রবিউল্লাহ প্রামাণিকের ছেলে। সন্ধ্যা ৭টার দিকে নাটোর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গত ১৫ এপ্রিল নাটোর জেলা নির্বাচন কমিশন অফিসের সামনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলোয়ার হোসেন পাশার মনোনয়নপত্র জমাদানে বাধা, মারধর ও অপহরণের ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা পর তাকে বাড়ির সামনে গুরুতর আহত অবস্থায় ফেলে যান অপহরণকারীরা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে সুমন আহমেদ নামের একজন ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে আদালতে বলেন, লুৎফুল হাবিব রুবেলের একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারধর করেন তারা। তাদের সঙ্গে কে কে ছিলেন তাও স্বীকার করেন তিনি। তবে এ ঘটনার পর থেকে অপহরণকাজে ব্যবহৃত মাইক্রোবাসটিকে উদ্ধার করা যাচ্ছিল না। এর আগে মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১২টার দিকে আহতের ভাই মজিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, সিংড়া উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আসামির দেওয়া তথ্যমতে অপহরণকাজে ব্যবহৃত কালো রঙের মাইক্রোবাসটি তার বাড়ির গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। এ সময় মাইক্রোবাসের ভেতর তল্লাশি করে দুটি চায়না চাপাতি, একটি চায়না টিপ চাকু, একটি বার্মিজ কাটার, দুটি দেশীয় রামদা, দুটি স্টিলের পাইপ, দুটি স্টাম্প, একটি চাপাতি ও ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির কাগজপত্র জব্দ করা হয়। পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, গাড়ির প্রকৃত মালিক কে তা জানার জন্য বিআরটিএকে জানানো হয়েছে। 
২১ এপ্রিল ২০২৪, ১২:৫৮

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের উপপরিদর্শক নিহত
ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান মনির (৫০) নিহত হয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভরাডোবা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে। মনিরুজ্জামান শেরপুর সদর উপজেলার রাজবল্লবপুর গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মনিরুজ্জামান মামলার সাক্ষ্য দিতে ঢাকার একটি আদালতে গিয়েছিলেন। সেখান থেকে বিকেলে মাইক্রাবাসযোগে (নোহা) ময়মনসিংহ ফিরছিলেন। পথে ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।     তবে কেন বা কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘুমের কারণে চালকের অসাবধানতায় এই ঘটনা ঘটতে পারে। ঘটনার তদন্তে বিস্তারিত জানা যাবে বলেও জানান ওসি শাহ কামাল।  এদিকে পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামান নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাঈন উদ্দিনসহ নিহতের সহকর্মীরা।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়