• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
তীব্র তাপপ্রবাহ, সতর্ক থাকতে মাইকিং
তীব্র তাপপ্রবাহ আর তিন দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা চুয়াডাঙ্গার চার উপজেলায় স্বাস্থ্য সতর্কতার বিষয়ে মাইকিং করা হচ্ছে। গরমে স্বাস্থ্য সতর্কতার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে এমন পদক্ষেপ বলে জানিয়েছেন জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা। বাইরে বের হলে ছাতা, টুপি বা ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি এ ব্যাপারে প্রচার চালানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। একইসঙ্গে চোখে-মুখে ঠান্ডা পানির ঝাপটা দিতে বলা হচ্ছে। গরমে অস্বস্তি কিংবা অসুস্থ বোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বৈশাখের খরতাপে দেশজুড়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। যা অব্যাহত থাকবে আরও কয়েকদিন। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলতি মৌসুমে টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। ফলে চরম দুর্ভোগে পড়েছে জেলার সাধারণ খেটে খাওয়া মানুষ। রোদের মধ্যেই তাদের পেটের তাগিদে বের হতে হচ্ছে। তরা  হিট স্ট্রোক ও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বুধবার ছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। প্রসঙ্গত, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে ধরা হয় মৃদু তাপপ্রবাহ। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ। সে অনুযায়ী চুয়াডাঙ্গা জেলায় চলছে তীব্র তাপপ্রবাহ।
১৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৭

মাইকিং করে মাদক কারবারিকে হুঁশিয়ারি!
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক ব্যবসায়ীর পিঠের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে এলাকায় মাইকিং করেছেন দিপু নামের এক যুবক।  এ সময় মাসুদ নামের ওই মাদক ব্যবসায়ীর বাড়ির সামনে শনিবার সন্ধ্যায় সমাবেশে অংশগ্রহণের জন্য এলাকাবাসীকে আহ্বান জানান তিনি। রোববার (২৪ মার্চ) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।  মাদক ব্যবসায়ী মাসুদ উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়ার দক্ষিণপাড়া গ্রামের এনায়েতের ছেলে। মাইকিংকারী যুবক দিপু মোল্লা একই গ্রামের আমির হামজা মোল্লার ছেলে।  এদিকে উপজেলায় মাদকের বিস্তার বৃদ্ধি পেয়েছে। মাদক সেবকরা হাত বাড়ালেই পেয়ে যাচ্ছে মাদক। বিস্তার ঠেকাতে কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না। ভয়াবহ এমন মাদকে জড়িত জনপ্রতিনিধিরাও। মাইকিং করে দিপু মোল্লা বলেন, ‘কয়েড়া ঈদগাঁ মাঠ-সংলগ্ন মাদক সম্প্রাট হেরোইন খোর ও ইয়াবা ব্যবসায়ী মাসুদ দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। যা রাষ্ট্রের জন্য ভয়ংকর। এলাকায় মাদক কারবারি করলে মাসুদের পিঠের চামড়া থাকবে না। তাই আজ শনিবার সন্ধ্যার পর মাসুদের বাড়ির সামনে মাদকবিরোধী গণসভার আয়োজন করা হয়েছে। এলাকার সকলের উপস্থিত কামনা করছি। অনুরোধক্রমে- নলুয়া ও কয়েড়া ঈদগাঁ মাঠের সাবেক সভাপতি মো. খসরু মিয়া, কয়েড়া ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুবেল সরকার ও সমাজ সেবক তুলা শেখ। এ বিষয়ে দিপু ও মাদক ব্যবসায়ী মাসুদের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।  গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের সদস্য রুবেল সরকার বলেন, মাইকিংকারী দিপু তার বাবাকে একাধিকবার মাদক সেবন থেকে বিরত থাকার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এলাকার মাসুদ ও ইউপি সদস্য সুমনের সঙ্গে তার বাবা মাদক সেবন করতো। মাদক নিয়ে হয়তো মাসুদের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়েছে। যার প্রেক্ষিতে মাসুদের বিরুদ্ধে এলাকায় মাইকিং করেছে দিপু। শনিবারের মাইকিং করার ঘটনার ভিডিও রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাই। পরে দিপুর কাছে বিষয়টি জানতে চাইলে সে দুঃখপ্রকাশ করে। অলোয়া ইউনিয়নের মেম্বার সুমন ও মাসুদকে একাধিকবার রিহাব সেন্টারের রেখেছিল তার পরিবার। কিন্তু তারা ভাল হয়নি। এলাকায় এসে আবারও নেশায় জড়িয়ে পড়ে। গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার বলেন, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকায় মাইকিংয়ের বিষয়টি জানা নেই। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, মাইকিংয়ের বিষয়টি জানি না।
২৫ মার্চ ২০২৪, ২২:২৫

জেলেদের ভোটকেন্দ্রে যেতে উপকূলে মাইকিং 
রাত পোহালেই দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। তাই উপকূলীয় বরগুনার পাথরঘাটায় জেলেদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানে উৎসাহিত করতে মাইকিং করেছে জেলা ট্রলার মালিক সমিতি।  শনিবার (৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। জানা যায়, বরগুনা জেলায় ৪২ হাজার জেলে রয়েছে। এর মধ্যে পাথরঘাটায় রয়েছে প্রায় ২৫ হাজার জেলে। এসব জেলেদের ভোট না দিয়ে সাগরে মাছ শিকারে যেতে মাইকিং করে নিষেধ করা হয়েছে। এ ছাড়াও সাগরে থাকা জেলেদের ঘাটে ফিরে আসতে মালিকের নির্দেশ দেওয়া হয়েছে। মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এই সময়ে যদি জেলেরা নতুন করে মাছ শিকারে সাগরে যায় তাহলে ভোট দিতে পারবেন না। তাই নতুন করে সাগরে যেতে নিষেধ করা হয়েছে। এ ছাড়াও সাগরে থাকা ১০ হাজার জেলে শনিবার সন্ধ্যার মধ্যে ঘাটে ফিরবে। এসব জেলেরা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। পাথরঘাটা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা রোকনুজ্জামান খান জানান, পাথরঘাটায় ১ লাখ ৪১ হাজার ২৪৯ জন ভোটার রয়েছে। ভোটগ্রহণের জন্য পাথরঘাটায় ৫৩টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য এক হাজারের অধিক নৌবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়েছে। এ  ছাড়াও র‌্যাবের কয়েকটি টহল টিম আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে।
০৬ জানুয়ারি ২০২৪, ১৫:২৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়