• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
বাসের অপেক্ষায় যাত্রীরা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফাঁকা
পবিত্র ঈদুল ফিতরের আর বাকি কয়েক ঘণ্টা। সাধারণত ঈদের আগের দিন যানজট না থাকলেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় এখনও রয়েছে। তবে গত দুদিনের মতো উপচেপড়া ভিড় নেই। কিন্তু পরিবহন স্বল্পতার জন্য কাউন্টারগুলোতে বাসের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে যাত্রীদের। বিলম্ব হচ্ছে গন্তব্যে যেতে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন ঘরমুখো যাত্রীরা। বুধবার (১০ এপ্রিল) সকাল থেকে এ মহাসড়কে গণপরিবহন কম চলতে দেখা যায়। ফলে অনেক মানুষ ট্রাক-পিকআপে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দূরপাল্লার স্বল্প কিছু যানবাহন এবং লোকাল পরিবহন চলাচল করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, বোর্ড বাজার, চেরাগ আলী, টঙ্গী বাজার এলাকার বাসস্ট্যান্ডে ঘরমুখী মানুষের ভিড় রয়েছে। দ্বিগুণ ভাড়া দিয়ে হলেও তারা নাড়ির টানে বাড়ি ফিরতে সংকল্পবদ্ধ। এ বিষয়ে কথা হয় চান্দনা চৌরাস্তায় বাসের অপেক্ষায় বসে আছেন এমন কয়েকজন যাত্রীর সঙ্গে।  তারা বলেন, গত সোমবার থেকে দীর্ঘ যানজট সৃষ্টি হলেও ঈদের আগের দিন যানজট নেই বললেই চলে। টেলিভিশনের খবরে দেখে আজ পরিবার-পরিজন নিয়ে বের হয়েছি। এ মহাসড়ক ফাঁকা থাকলেও যাত্রীবাহী বাস খুবই কম। তাই বাসের জন্য কাউন্টারে বসে রয়েছি। নেত্রকোণার মদনে যাবেন হেলেন মিয়া। তার সঙ্গে কথা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিটি যাত্রবাহী বাসে অতিরিক্ত ভাড়া চাচ্ছে। দেখার কেউ নেই। তিনগুণ বেশি ভাড়া দিয়েও যাওয়ার জন্য বাস পাচ্ছি না। এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. আলমগীর হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের চাপ অনেক কম। অনেক বাস আগেই চলে গেছে। গতকাল দুপুরের পর থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একেবারেই ফাঁকা। স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। তবে এবারের ঈদযাত্রায় বিভিন্ন পয়েন্টে যানজট থাকলেও ঘরমুখো মানুষ স্বস্তিদায়কভাবে যাতায়াত করেছেন।
১০ এপ্রিল ২০২৪, ১৭:৫০

স্বস্তির ঈদযাত্রা, ফাঁকা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক
প‌রিবা‌রের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে নাড়ির টানে বা‌ড়ি যা‌চ্ছেন মানুষ। ত‌বে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে নেই সেই চিরচেনা যানজট। নেই তেমন কোনো গণপ‌রিবহন।  বুধবার (১০ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে গিয়ে এমন চিত্রই দেখা‌ যায়।  যদিও প্রথম ২ থেকে ৩ দিন প‌রিবহ‌নের কিছুটা চাপ দেখা গে‌লেও ঈদের আগের দিন মহাসড়ক একেবারে ফাঁকা। ফ‌লে ভোগা‌ন্তি ছাড়াই স্বস্তির ঈদযাত্রা করছেন ঘরমুখো মানুষ।  সরেজমিনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে গিয়ে দেখা যায়, রাবনা বাইপাস থেকে এলেঙ্গা বাসস্ট্যান্ড ও বঙ্গবন্ধু সেতু গোলচত্ত্বর এলাকার কোথাও তেমন কোনো গণপ‌রিবহন উত্তরবঙ্গের দি‌কে যে‌তে দেখা যায়‌নি। কিছু কিছু গণপ‌রিবহন গ‌তি‌ নি‌য়ে চলাচল কর‌ছে। এ ছাড়াও মহাসড়‌কে তেমন কোনো যাত্রীও নেই। ত‌বে কিছু মানুষ বাস না পে‌য়ে ঝুঁকি নিয়ে খোলা ট্রা‌ক ও পিকআপে গন্তব্যে যা‌ত্রা করছেন।  এ নিয়ে কথা হয় স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে। তারা বলেন, আগে ঈদ আসলেই চির‌চেনা যানজটের সৃষ্টি হতো এই মহাসড়‌কে। প্রতিবছরই ঈদের আগের রা‌তেও মানু‌ষের স্রোত দেখতে পাওয়া যেত। ঈদের প‌রিবহ‌নের চাপ থাকা এই মহাসড়‌কে ছিল স্বাভাবিক বিষয়। আর আইনশৃঙ্খলা বা‌হিনীর সদস‌্যরাও মহাসড়‌কের প‌রিবহন চলাচল স্বাভা‌বিক রাখতে হিমশিম খেত। আর সেই মহাসড়‌ক এখন ফাঁকা থাকছে যা ভাবতেই অবাক লাগছে।  এ দিকে জেলা পুলিশের দাবি, তাদের নেওয়া নানা পদক্ষেপের কারণে স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন ঘরমুখো যাত্রীরা। এ বিষয়ে মহাসড়কে দায়িত্বরত এক পু‌লিশ সদস্য বলেন, আজ হয়তো যানজট নেই কিন্তু গতকাল ভালোই চাপ ছিল এ মহাসড়কে। ঈদের আগের দিন মহাসড়ক ফাঁকা থাকা এমন ঘটনা আগে হয়েছে এমন খুব কম হয়েছে।    বুধবা‌রে ঈদ হ‌বে এই টা‌র্গেটে এবং সব প্রতিষ্ঠান আগেই ছু‌টি হ‌য়ে যাওয়ায় মানুষ আগে থে‌কেই বা‌ড়ি‌তে যাওয়া শুরু ক‌রে‌ছিল।  তিনি আরও বলেন, মঙ্গলবার গা‌র্মেন্টসের লোকজনসহ অন‌্যান‌্যরা একসঙ্গে রওনা হওয়ায় মহাসড়কে চাপ বে‌ড়ে‌ছিল। ত‌বে আজ‌কে তেমন মানুষ বা‌ড়ি যাওয়ার নেই। যারা যাওয়ার তারা আগেই চ‌লে গে‌ছেন। ফ‌লে মহাসড়‌কে তেমন প‌রিবহন নেই। একদম ফাঁকা মহাসড়ক।  এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর আশরাফ বলেন, মহাসড়‌কে তেমন প‌রিবহন নেই। পরিবহনগু‌লো স্বাভা‌বিক গ‌তি‌তেই চলাচল কর‌ছে। উত্তরবঙ্গগামী মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছেন। 
১০ এপ্রিল ২০২৪, ১৩:২৪

‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হবে ১০ লেন’
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম মিন উল্লাহ নূরী বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হবে ১০ লেন। ইতিমধ্যে কাজ শুরু করে দেওয়া হয়েছে। এ মহাসড়কে কোনো ফিটনেস বিহীন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। কেউ টোকেন বানিজ্য কিংবা অবৈধভাবে জিপি আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে। তিন চাকার গাড়ি সড়কে উঠলে জরিমানা করা হবে। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত ঈদ যাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ে গণশুনানি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, ঈদের পাঁচ দিন আগে থেকেই ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে উঠলে আটক করে ডাম্পিং স্টেশনে পাঠিয়ে দেওয়া হবে। যেখানে ফিটনেসবিহীন গাড়িটি আটক হবে, সেখানেই যাত্রীদের নামিয়ে দেওয়া হবে। যাত্রীদের এই ভোগান্তির জন্য পরিবহন মালিককে জরিমানা করা হবে। ঈদ প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে আমরা নানা উদ্যাগ নিয়েছি। এ রোডের ভাড়া কামানো হয়েছে, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা গ্রহণ করা হবে। ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে।  এ সময় তিনি সড়কে পথে পথে টোল প্লাজায় ভোগান্তি কমানোর জন্য পরিবহন মালিকদের ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) পদ্ধতি ব্যবহারের অনুরোধ জানান। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।   সভায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৭৫ কিলোমিটারে ৬ জেলার মানুষদের ঈদ যাত্রা নিরাপদ করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।  সভায় বক্তব্য রাখেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, কুমিল্লা সড়ক ও জনপদের প্রধান প্রকৌশলী সুনীতি চাকমা, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার মো. খাইরুল আলম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম খন্দকার আশফাকুজ্জামান প্রমুখ। এ ছাড়া কুমিল্লা বাস মিনিবাস মালিক সমিতির প্রতিনিধিসহ জেলার বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনীর জেলা প্রধানগণ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
০২ এপ্রিল ২০২৪, ২৩:১২

বেরোবি শিক্ষার্থীর টাকা ছিনতাই, মহাসড়ক অবরোধ
অস্ত্রের মুখে জিম্মি করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আনোয়ার হোসেন নামে এক শিক্ষার্থীকে রংপুর শহরের অলিগলি ঘুরিয়ে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্ধ হয়ে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। পুলিশ প্রশাসনের আশ্বাসে পরে এ অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।         শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টায় লালবাগ থেকে অটো গাড়িতে করে পার্ক মোড়ে আসার পথে কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সামনে অস্ত্রের মুখে জিম্মি হন বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১৫তম ব্যাচর শিক্ষার্থী আনোয়ার হোসেন।  ভুক্তভোগী শিক্ষার্থী আনোয়ার হোসেন বলেন, লালবাগ থেকে গতকাল রাত সাড়ে ৮টায় অটোতে উঠি পার্ক মোড়ে যাওয়ার জন্য। অটোতে চালকসহ আরও চারজন ছিল। একটু সামনে যাওয়ার পর দুই পাশে দুইজন চেপে ধরে কোমরে ছুড়ি ধরে চুপ থাকতে বলে। তখন অটো ঘুরিয়ে রংপুর মুলাটোল এলাকায় এনে আমার কাছে যা টাকা পয়সা ছিল কেড়ে নেয় এবং বন্ধুবান্ধব যারা আছে তাদের ফোন করতে বলে। কয়েক জায়গায় ফোন দিয়ে ১৫ হাজারের মতো টাকা জোগাড় হয় সেটা নিয়ে অমাকে ছেড়ে দেয়। আমি খুব ভয় পেয়েছিলাম। আমি অপরাধীদের শাস্থি চাই। ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা জানায়, বন্ধুকে ছিনতাইয়ের খবর শোনার পর শিক্ষক ও ডিপার্টমেন্টের বড় ভাইদের জানাই। ভাইয়েরা আসলে বিচারের দাবিতে রাতেই মহাসড়ক অবরোধ করা হয়। পরে পুলিশ এসে ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের আটকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এ বিষয়ে বেরোবি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান খান মারুফ বলেন, ছিনতাইয়ের ঘটনায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিল। আমরা রাতেই অভিযান চালিয়েছি। একজন ছিনতাইকারীর নাম শনাক্ত করা হয়েছে। যত দ্রুত সম্ভব অপরাধীদের আটক করা হবে।
৩১ মার্চ ২০২৪, ১০:৫৪

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আশঙ্কা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা একটি শিল্প অঞ্চল। এখানে রয়েছে তিন শতাধিক শিল্প কারখানা। এসব শিল্প কারখানা ঈদের ছুটি ঘোষণা করলেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকাজুড়ে বেড়ে যায় যানজট। সড়কের দুই পাশে রয়েছে শতাধিক বাস কাউন্টার। চন্দ্রা থেকে চৌরাস্তার মহাসড়কের দুপাশে অসংখ্য ফুটপাত রয়েছে। এসব ফুটপাত ও যত্রতত্র ভাবে গাড়ি পার্কিংয়ের কারণেই যানজটের আশঙ্কা রয়েছে। তবে ঢাকা টাঙ্গাইল এলেঙ্গা মহাসড়কের কাজ চলমান থাকায় ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা।  জানা গেছে, ঈদ আসলেই মনে পড়ে মানুষের দুর্ভোগের কথা। নাড়ির টানে উত্তরবঙ্গের ২২ জেলার মানুষ প্রতি বছরই ঈদে যানজটের পরে চরম দুর্ভোগের শিকার হয় চন্দ্রা এলাকাজুড়ে। এবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত চার লেন প্রকল্পের দ্বিতীয় ফেজে ১৩ কিলোমিটার রাস্তায় বিরামহীন নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।  যানজট নিরসনে ঈদের পূর্বেই এলেঙ্গায় থেকে চার লেন প্রকল্পের কাজ শেষ করতে চান তারা। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গাজীপুরের ভোগড়া পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় চার লেনসহ দুই পাশে ছোট যানবাহন চলাচলের জন্য আরও দুটি সার্ভিস লেন হয়েছে। এতে মহাসড়কের এলেঙ্গা থেকে চন্দ্রা পর্যন্ত যানজট প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। এ রাস্তা দেখে উন্নত দেশের রাস্তার মতো মনে হলেও এটি এখন দৃশ্যমান ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাস্তা। আর এই রাস্তার সুফল ভোগ করছে উত্তরবঙ্গসহ মোট ২২ জেলার মানুষ। কিন্তু নানা জটিলতার কারণে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপার পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার রাস্তাটি এখনও চার লেনে উন্নীত হয়নি। ফলে মহাসড়কের ৭০ কিলোমিটার এলাকার সুফল মিললেও দুর্ভোগ পিছু ছাড়েনি উত্তরবঙ্গের ২২ জেলার মানুষের। অন্য বছরের তুলনায় এ বছর ভোগান্তির আশঙ্কা অনেকটাই কমে গেছে। এরিমধ্যে গাজীপুর ভোগরা সহ চৌরাস্তা থেকে মির্জাপুর পর্যন্ত ৮টি ফ্লাইওভার দিয়ে গাড়ী চলায় যানজট কমে গেছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় অসংখ্য বাস কাউন্টার, সড়কের দুপাশে ফুটপাত, যত্রতত্র ভাবে গাড়ি পার্কিংয়ের কারণেই এ যানজটের সৃষ্টি হয় বলে জানান চালকরা। গাজীপুর সড়ক ও জনপথ উপসহকারী প্রকৌশলী অভি সুজন জানান, সড়ক ও জনপথ চন্দ্রা এলাকায় সড়কের মাঝে ডিভাইডার কাজ চলমান রয়েছে। এ কাজ শেষ হলে চন্দ্রা এলাকা যানজট কমে যাবে।  কোনাবাড়ি থানা হাইওয়ে ভারপ্রাপ্ত (ওসি) শাহাদাত হোসেন জানান, এবার আসন্ন ঈদকে সামনে রেখে চন্দ্রা আশপাশের সকল বাস কাউন্টার, ফুটপাত উচ্ছেদ করা হচ্ছে। যাতে করে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি যেতে পারে। যাত্রীদের নিরাপত্তা দিতে সকল আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করবেন বলে জানান।
২৯ মার্চ ২০২৪, ১৭:২৬

মই বসিয়ে মহাসড়ক পার করানো সেই যুবক আটক
নারায়ণগঞ্জের শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মই বসিয়ে টাকার বিনিময়ে পথচারীদের ডিভাইডার পার করা সেই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৭ মার্চ) রাতে তাকে আটক করে কাঁচপুর হাইওয়ে থানা। এ তথ্য নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই এ কে এম শরফুদ্দিন। তিনি বলেন, মই দিয়ে যাত্রী ও পথচারী পারাপার করানো সেই যুবককে আমরা আটক করেছি। ওই যুবকের নাম মো. রবিউল (২৬)। তার বিরুদ্ধে মামলা হবে। সে পাঁচ টাকার বিনিময়ে যাত্রীদের জীবন ঝুঁকিতে ফেলে সড়ক পারাপার করেছে। রোববার (১৭ মার্চ) বিকালে মই বেয়ে মহাসড়ক পার হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে, সড়ক ডিভাইডারের পাশে হেলান দিয়ে মই রাখা হয়েছে। সেই মই বেয়ে পার হচ্ছেন পথচারীরা। এর বিনিময়ে টাকা নিচ্ছেন এক যুবক। পাঁচ টাকার বিনিময়ে এভাবে মই দিয়ে যাত্রী ও পথচারী পারাপার করছিলেন ওই যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের মাঝামাঝি সময়ে দূরপাল্লার যানবাহনগুলো সরাসরি যেন ঢাকায় যেতে পারে, সে জন্য চার লেনের ঢাকামুখী সড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ থেকে কুয়েত প্লাজা এলাকা পর্যন্ত উঁচু ডিভাইডার দিয়ে দুই লেন বিভক্ত করা হয়। সেইসঙ্গে আঞ্চলিক যানবাহন চলাচলের জন্য আরও দুই লেন রাখা হয়। দূরপাল্লার লেন থেকে আঞ্চলিক লেনে যাত্রীদের চলাচলের জন্য সড়ক ও জনপদ (সওজ) কার্যালয়ের সামনে একটি গেট ছিল। সেখানে দূরপাল্লার যানবাহনগুলো শিমরাইল মোড়ের যাত্রীদের নামিয়ে দেওয়া হতো। কিন্তু গত দুই মাস ধরে তা বন্ধ করে রেখেছে সওজ কর্তৃপক্ষ। তবে দূরপাল্লার যানবাহন একই স্থানে এখনও যাত্রী নামিয়ে দিচ্ছে। ফলে যাত্রীরা ঝুঁকি নিয়ে এভাবে সড়ক পারাপার হচ্ছেন। আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছেন কিছু অসাধু পরিবহন শ্রমিক। তারা ডিভাইডারের দুই পাশে মই দিয়ে টাকার বিনিময়ে যাত্রীদের পার করে দিচ্ছেন।
১৭ মার্চ ২০২৪, ২২:৩৯

শ্রীপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনকে (৫০) গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করে চেয়ারম্যান সমর্থকেরা।  বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবগত রাত পৌণে ১১টার দিকে নির্মাণ কাজে বাধা ও ভয়ভীতিসহ টাকা দাবি করার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি মাওনা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান জানান, রাজধানীর ভাটারা থানা এলাকার জামাল হাওলাদারের ছেলে জহিরুল ইসলাম (৩১)। তিনি মাওনা ইউনিয়নের চকপাড়া (মেডিকেল মোড়) এলাকার ফরচুন ক্যাবলস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কারখানায় ব্যবস্থাপক (ম্যানেজার) পদে কর্মরত। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আসামী ও তার সহযোগীরা কারখানার সীমানা প্রাচীর (বাউন্ডারী ওয়াল) নির্মাণ কাজে বাধা ও ভয়ভীতিসহ ২০ লাখ টাকা দাবি করে। এ ঘটনায় বুধবার থানায় মামলা দায়ের করেন ওই ব্যবস্থাপক জহিরুল ইসলাম। ওই মামলায় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনকে প্রধান আসামী করে আরও দুই সহযোগীর নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করা হয়। পুলিশ ওইদিন রাত পৌণে ১১টার দিকে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনকে আটক করে থানায় নিয়ে আসে।   মামলার অপর আসামীরা হলেন সিংগারদিঘী গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে বায়েজিদ (৩০), মৃত আব্দুল মোতালেবের ছেলে তাজউদ্দিন (৫০)।   চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে প্রতিবাদে রাতেই তার সমর্থকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।     জাহাঙ্গীর আলমের খোকনের ছেলে মিজানুর রহমান রায়হান অভিযোগ করে বলেন, আমার বাবাকে মিথ্যা সাজানো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি চক্রান্তের শিকার। মামলার বাদী জহিরুল ইসলাম এজাহারে উল্লেখ করেন ঘটনার দিন আসামীরা তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে আসামীরা তাকে হত্যার উদ্দেশ্যে কিল, ঘুষি, লাথি মেরে মাটিতে ফেলে দেয়। আসামীরা তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং তার দুই পা ধরে টেনে নিয়ে তাদের ব্যবহৃত প্রাইভেটকারে উঠিয়ে মাওনা ইউনিয়ন পরিষদের ভিতরে নিয়ে একটি কক্ষে তালাবদ্ধ করে আটক করে রাখে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে।
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১১

পঞ্চগড়-১ / আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীর মধ্যে হাতাহাতি, মহাসড়ক অবরোধ
পঞ্চগড়-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমের মধ্যে হাতাহাতির ঘটনায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক আধাঘণ্টা অবরোধ করে রাখেন চেয়ারম্যানের সমর্থকসহ বিক্ষুব্ধরা। বৃহস্পতিবার সন্ধ্যার আগে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বীসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আরও পড়ুন : ডগ স্কোয়াড দিয়ে ট্রেনে বিজিবির তল্লাশি   পুলিশ ও স্থানীয়রা জানান, পঞ্চগড়-১ আসনে আওয়ামী প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়ার সমর্থক ও  স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতের সমর্থক ইউপি চেয়ারম্যান আশরাফুলের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে উভয়পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ইউপি চেয়ারম্যানের সমর্থকসহ বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করেন। এ নিয়ে তেঁতুলিয়ার মাঝিপাড়ায় আওয়ামী প্রার্থীর কর্মী-সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আরও পড়ুন : ভোট দিতে বাধা দিলে প্রতিহত করা হবে : কাদের   তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ওসি সুজয় কুমার রায় বলেন, শালবাহান রোড এলাকায় ট্রাক ও নৌকা প্রতীকের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে কিছু লোক সড়ক অবরোধ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হয়। সহকারী রিটার্নিং অফিসার ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী বলেন, অবরোধের খবরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। দু’পক্ষই মৌখিকভাবে পরস্পরের ওপর হামলার অভিযোগ করেছেন।
০৫ জানুয়ারি ২০২৪, ১৪:৫০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়