• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
রমজানে যানজট নিয়ন্ত্রণে থাকবে বিশেষ ব্যবস্থা
রমজান মাসজুড়ে যানজট নিয়ন্ত্রণে প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। সোমবার (১১ মার্চ) দুপুরে রমজান উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, রমজান মাসে আমাদের বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ট্রাফিক। ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। এতে নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা দরকার। যারা গাড়ি ব্যবহার করছেন, গাড়িতে চড়ছেন এবং যারা রাস্তার আশপাশে ব্যবসা করছেন তাদের সহযোগিতা দরকার। তা না হলে ৩০৬ বর্গকিলোমিটার জায়গার ভেতরে যেখানে সোয়া ২ কোটি লোক বসবাস করে সেখানে পুলিশ রাতারাতি ট্রাফিক সমস্যা সমাধান করে দিতে পারবে না।  তিনি বলেন, আমরা আশাবাদী সকলে যদি সহযোগিতা করেন তাহলে ট্রাফিক সমস্যা সমাধান করা সম্ভব। আর পুরান ঢাকার ব্যবসায়ীরা পুলিশের সহযোগিতায় স্থানীয়ভাবে ট্রাফিক সমস্যা সমাধান করতে পারেন। তিনি আরও বলেন, রমজানে মানুষজন যেন বাসায় গিয়ে প্রিয়জনের সঙ্গে ইফতার করতে পারেন সে লক্ষ্যে ট্রাফিক পুলিশের পাশাপাশি ক্রাইম বিভাগও কাজ করবে। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আমাদের বিশেষ ব্যবস্থা থাকবে। একই সময়ে রাস্তায় আমাদের বিশেষ ডিপ্লয়মেন্ট থাকবে যাতে করে মানুষ ঘরে গিয়ে ইফতার করতে পারে। মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে আমাদের ট্রাফিক ও ক্রাইমের অফিসাররা। হাবিবুর রহমান বলেন, ‌ওয়াসা, বিদ্যুৎ ও গ্যাসসহ অন্যান্য সংস্থা রাস্তায় সংস্কার এবং উন্নয়ন কাজ করে থাকে, তারা রমজান মাসে সবার স্বার্থের কথা মাথায় রেখে এসব কাজ বন্ধ রাখবে বলে আমাদের প্রত্যাশা। এসব কাজ বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি দিয়ে জানাব। তিনি বলেন, রমজানে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে আরও একটি চ্যালেঞ্জ হচ্ছে বিভিন্ন শপিংমল ও রাস্তায় এবং ব্যাংকের সামনে থেকে ছিনতাই রোধ করা। এ ছাড়া অবৈধভাবে পণ্য মজুদ করে কৃত্রিমভাবে মূল্য বৃদ্ধি এবং খাদ্যদ্রব্যে ভেজাল রোধ করাও রমজান মাসে আমাদের জন্য চ্যালেঞ্জ। এসব সমস্যা সমাধানে পুলিশ এরইমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছে। এই সমস্যাগুলো সমাধানে আমাদের পোশাকধারী এবং সাদা পোশাকে পুলিশ কাজ করবে।  
১১ মার্চ ২০২৪, ১৭:১৮

সেই ডা. সাবরিনার বিষয়ে যা বললেন ডিবিপ্রধান
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ডা. সাবরিনার বিভিন্ন বক্তব্যের বিষয়ে যদি যথাযথ কর্তৃপক্ষ কোনো অভিযোগ করেন, তাহলে এ বিষয়ে তদন্ত হওয়া উচিত। বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হারুন অর রশীদ বলেন, আমি ডিএমপি তেজগাঁও বিভাগের ডিসির দায়িত্বে থাকাকালীন করোনার সনদ জালিয়াতির দায়ে সাবরিনার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়, তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। এর ভিত্তিতে মহামান্য আদালত তাকে সাজার আদেশ দেন।  তিনি বলেন, সম্প্রতি সাজা ভোগ শেষে কারাগার থেকে বের হয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কারাগারের বিষয়ে নানান অভিযোগ তুলছেন। এখন তিনি কি বলছেন সেটা আমাদের বিবেচ্য বিষয় না। কারণ, মহামান্য আদালত তার অপরাধ বিবেচনায় তাকে সাজা দিয়েছেন। ডিবিপ্রধান বলেন, বর্তমানে তিনি সামাজিকমাধ্যমে বিভিন্ন বিষয় অবতারণা করছেন। কারাগারে তিনি আসলেও এমন সমস্যায় পড়েছেন কি না বা সমস্যায় পড়লে তিনি কর্তৃপক্ষকে অবহিত করছেন কি না। নাকি ভাইরাল হওয়ার জন্য বা ভিউ বাড়ানোর জন্য বলছেন, তা জানি না। তবে বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলে বিষয়টির তদন্ত হওয়া উচিত বলে মনে করি।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩২

পুলিশ-সাংবাদিক মিলে অপরাধমুক্ত সমাজ গড়ব : ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, অপরাধমুক্ত স্মার্ট সমাজ গড়ার জন্য পুলিশের পাশাপাশি সাংবাদিকেরাও কাজ করে যাচ্ছেন। পুলিশ ও সাংবাদিক মিলে কাজ করে দেশে অপরাধমুক্ত একটি স্মার্ট সমাজ গড়ে তুলতে চান। রোববার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। আরও পড়ুন : আওয়ামী লীগের যৌথসভা আজ   ডিএমপি কমিশনার বলেন, ৭ জানুয়ারি দেশে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার উন্নয়নের আলোড়ন সৃষ্টি করেছে। আমরা এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে অগ্রসর হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে অপরাধমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে পুলিশ ও সাংবাদিকেরা একসঙ্গে কাজ করে যাবে। ডিএমপি কমিশনার আরও বলেন, পুলিশ তার আইনের কাজ করবে। অপরদিকে সাংবাদিকেরা তাদের কলমের শক্তির মাধ্যমে সমাজকে অপরাধমুক্ত করতে পুলিশকে সহযোগিতা করে যাবে। পুলিশ ও সাংবাদিক মিলে কাজ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে যেতে পারব। আরও পড়ুন : রাষ্ট্রপতি ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন আজ   অনুষ্ঠানে ক্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড–২০২৩ প্রদান করা হয়। এবার অপরাধবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সেরা প্রতিবেদকের পুরস্কার পেয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আহমদুল হাসান।
১৫ জানুয়ারি ২০২৪, ১০:২২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়