• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
৭ দিন বন্ধ থাকবে সোনা মসজিদ স্থলবন্দর
পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর সাতদিন বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশনে দু-দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে সিঅ্যান্ডএফের সভাপতি হারুন অর-রশিদ ও স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সাতদিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ১৫ এপ্রিল থেকে যথাযথ নিয়মে বন্দরের সব কার্যক্রম চালু হবে। সোনামসজিদ ইমিগ্রেশনের দায়িত্বেপ্রাপ্ত কর্মকর্তা জাফর ইকবাল বলেন, স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারীরা ইমিগ্রেশন দিয়ে যাওয়া আসা করতে পারবেন।
০৪ এপ্রিল ২০২৪, ১৩:৫২

সরকারি জমিতে হিজড়াদের প্রথম মসজিদ
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী প্রকৃতির মনোরম পরিবেশে নির্মিত হয়েছে হিজড়া জনগোষ্ঠীর জন্য প্রথম মসজিদ। এ মসজিদ নিয়ে আপত্তি নেই এলাকাবাসীর বরং খুশি হয়েছেন তারা। নগরীর ৩৩ নং চর কালিবাড়ি ওয়ার্ডের বড়ইকান্দী গ্রামে নির্মাণ করা হয়েছে মসজিদটি। এতে হিজড়াদের সঙ্গে নিয়মিত নামাজ পড়ছেন এলাকার সাধারণ মানুষও।    চলতি রমজান মাস শুরুর এক সপ্তাহ আগে এ মসজিদের আনুষ্ঠানিক কার্যক্রম চালু হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।  সরেজমিনে শুক্রবার (২৯ মার্চ) বিকেলে নবনির্মিত এ মসজিদে গিয়ে দেখা যায়, এক কক্ষ বিশিষ্ট মসজিদটির দেয়াল ও চাল টিনের। সামনে ছোট্ট বারান্দা। পাশেই বসানো হয়েছে সাবমারসিবল পাম্প, ওজুখানা ও বাথরুম। জেলা প্রশাসনের কাছ থেকে ৩৩ শতক জমি বরাদ্দ নিয়ে ব্রহ্মপুত্র নদের তীরে বানানো এ মসজিদের নাম দক্ষিণ চর কালিবাড়ি মসজিদ।   স্থানীয় হিজড়া ও এলাকাবাসী জানান, বড়ইকান্দী গ্রামের পাশেই একটি মসজিদে নামাজ পড়তে যেতেন ওই এলাকায় বসবাসকারী কয়েকজন হিজড়া। তখন মুসল্লিদের কেউ কেউ হিজড়াদের নিয়ে কটূক্তি করতেন। এতে বিব্রতবোধ করে হিজড়ারা তাদের নেতা তনু হিজড়াকে বিষয়টি জানায়। পরে নিজেদের মধ‍্যে আলোচনা করে তারা এ মসজিদ নির্মাণের উদ‍্যোগ নেন।  এ মসজিদের সভাপতি স্থানীয় বড়ইকান্দী গ্রামের বাসিন্দা মো. আব্দুল মোতালেব জানান, হিজড়াদের সঙ্গে আমরাও একমত হয়ে এ মসজিদ নির্মাণ করেছি। এতে স্থানীয় বাসিন্দারাও নিয়মিত নামাজ পড়ছেন।  এ সময় কথা হয় উদ‍্যোক্তাদের একজন স্থানীয় হিজড়া মো. এনামুল হক রাসেল ওরফে রাশি হিজড়ার সঙ্গে।  তিনি বলেন, ‘এ এলাকায় আমরা ৪০ জন হিজড়া বসবাস করি। আমরাও নামাজ কালাম করতে চাই। কিন্তু পাশের এক মসজিদে আমাদের কয়েকজন নামাজ পড়তে গেলে অনেকেই হাসাহাসি ও কটূক্তি করে। এ জন‍্য আমরা বিভাগীয় কমিশনারের কাছ থেকে ৩৩ শতক জমি বরাদ্দ নিয়ে একটি মসজিদ নির্মাণ করেছি। পাশাপাশি একটি মাদরাসা, তিনতলা মসজিদ কমপ্লেক্সসহ কবরস্থান ও একটি প্রাথমিক বিদ‍্যালয় নির্মাণের উদ্যোগ নিয়েছি। আশা করছি খুব দ্রুত এসব প্রতিষ্ঠান বাস্তবে রূপ নেবে। সেই সঙ্গে বিভাগীয় কমিশনার আমাদের মসজিদের জন‍্য দুই লাখ টাকা দিয়েছেন, এটা দিয়েই আমরা এ মসজিদের প্রাথমিক কাজ করেছি।’   তিনি আরও বলেন, ‘সব সময় সামাজিক বিভিন্ন কার্যক্রম থেকে বঞ্চিত হিজড়া জনগোষ্ঠী। ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানেও তাদের সুযোগ কম। তাই সরকারের দান করা জমিতে আমরা মসজিদ বানিয়েছি।’   মো. রফিকুল ইসলাম ওরফে মুক্তা হিজড়া বলেন, ‘ছোটবেলায় মাদরাসায় পড়েছি। এখন নিজেদের মসজিদে নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। এতে আমাদের সঙ্গে এলাকাবাসীও থাকেন। এখন আমরা খুব খুশি। এখন থেকে কেউ আর হিজড়াদের এ মসজিদে নামাজ পড়তে গেলে কটূক্তি করতে পারবে না।’   জুই হিজড়া বলেন, ‘আমরাও মুসলিম। সবাইকে মরতে হবে। আল্লাহর ভয় করে আমরাও নামাজ পড়ি। আমাদেরও কবরে সওয়াল জবাব হবে।’  এ মসজিদের ইমাম হাফেজ মো. আব্দুল মতিন বলেন, ‘গত বিশ দিন ধরে আমি এ মসজিদে পাঁচওয়াক্ত নামাজের ইমামতি করছি। এতে হিজড়াসহ এলাকাবাসীও নামাজ পড়ছেন। ভালোই লাগে, মনে শান্তি পাই।’  স্থানীয় মুদি দোকানি মো. আজিজুল হক বলেন, ‘নদের তীরে এলাকাবাসীর একটি মসজিদ ছিল। সেটি কিছুদিন আগে ভেঙে পড়েছিল। এরপর স্থানীয় হিজড়ারা একটি মসজিদ করতে চাইলে আমরাও তাদের সঙ্গে যোগ দিয়ে এ মসজিদ করেছি। এখন সবাই একত্রে নামাজ পড়ি। ভালোই লাগে। আশা করছি, এর মাধ‍্যমে হিজড়ারাও আল্লাহর পথে অনুপ্রাণিত হবেন।’   জানতে চাইলে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজীয়া বলেন, ‘স্থানীয় হিজড়া জনগোষ্ঠীর কিছু সদস‍্য আমার কাছে এসে মসজিদের জন‍্য জমি চাইলে তাদের ৩৩ শতক জমি সরকার থেকে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করি। এরপর সম্প্রতি তারা মসজিদের ঘর নির্মাণের জন‍্য আমার কাছে সহযোগিতা চায়। পরে আমি তাদের জন‍্য একজন বিত্তবান মানুষের কাছ থেকে দুই লাখ টাকার ব‍্যবস্থা করে দিয়েছি। শুনেছি তারা এখন মসজিদ নির্মাণ করে নামাজ পড়ছেন। এটা ভালো উদ্যোগ।’ 
২৯ মার্চ ২০২৪, ২০:৫৮

বাংলাদেশিদের মসজিদ নির্মাণে মালয়েশিয়ানের ৭ কোটি টাকার অনুদান
কুয়ালালামপুরের অদূরে পুচং এলাকায় ফ্যাক্টরিতে কর্মরত বিদেশি কর্মীর সংখ্যাই বেশি। বিদেশি কর্মীদের ঘিরে এখানে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ব্যাবসা-বাণিজ্য। তবে ছিল না কোনো মসজিদ। এবার এখানেই জামে মসজিদ নির্মাণের জন্য প্রায় সাত কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মালয়েশিয়ান নাগরিক।  রমজানের শুরুতেই অনুদান ও মসজিদ নির্মাণের আনুষ্ঠানিক এ ঘোষণা দেন মসজিদ কমিটির সভাপতি স্থানীয় নাগরিক হাজি ওথস ম্যান বিন এনগাদিমিন। এ সময় অনুদানের বিষয়টিও নিশ্চিত করেন তিনি। ঘোষণার সময় দান করা ঐ মালয়েশিয়ান নাগরিক উপস্থিত থাকলেও নাম প্রকাশ না করার জন্য অনুরোধ জানান। এ সময় প্রবাসী বাংলাদেশিদের জন্য মসজিদ নির্মাণের স্বপ্ন পূরণে এগিয়ে আসায় ধন্যবাদ জানান মসজিদের সার্বিক তত্ত্বাবধায়নে থাকা মোহাম্মদ ইব্রাহিম মোল্লা। এর আগে, মাত্র দুই রিঙ্গিতে সরকারি এই জায়গা বরাদ্দ করা হয় বাংলাদেশিদের মসজিদ নির্মাণের জন্য। এদিকে মসজিদ নির্মাণের এ ঘোষণায় দারুণ উচ্ছসিত সেখানকার প্রবাসী বাংলাদেশিরা।   
২৯ মার্চ ২০২৪, ১১:০৮

বই বিক্রি করে মসজিদ নির্মাণে টাকা দিলেন সংগীতশিল্পী তাশরিফ
বর্তমান সময়ের অন্যতম দর্শকপ্রিয় গায়ক তাশরিফ খান। গানের পাশাপাশি প্রায়ই নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে দেখা যায় তাকে। সেই ধারাবাহিকটায় এবার  সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদ নির্মাণে অর্থ সহায়তা দিয়েছেন গায়ক তাশরিফ খান। তবে সেখানে তিনি গানের টাকা নয়, বই বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়েছেন। একটি ভিডিও বার্তা পোস্ট করে এই গায়ক লিখেছেন, আল্লাহর ঘর নির্মাণে সামান্য অবদান আমারও থাকুক। এখানে গানের কোনো টাকা জমা হবে না, আমার বই বিক্রির উপার্জন থেকে জমানো অর্থ দিয়ে অংশগ্রহণ করছি। নেটিজেনরা বলছেন তাশরিফ খান বিশ্বাস করেন গানের টাকা দেওয়া যাবে না, সেটা হারাম। তাই তিনি বইয়ের টাকা দিয়েছেন। আরেকজন বলছেন, তিনি হারাম জেনেও গান গেয়ে টাকা ইনকাম করে যাচ্ছেন। এসব নিয়ে সামাজিকমাধ্যমে তর্ক বিতর্ক চলছে। যদিও এক শ্রেণির সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা তাশরিফকে প্রশংসায় ভাসাচ্ছেন। অন্যদিকে সংগীত সংশ্লিষ্টরা তাশরিফের এই বিষয়টি নিয়ে তাকে ‘ভণ্ড’ আখ্যা দিচ্ছেন।
১০ মার্চ ২০২৪, ২০:৩২

রমজানের জন্য প্রস্তুত মক্কার ১২ হাজারের বেশি মসজিদ
রমজান মাস উপলক্ষে সৌদি আরবের মক্কায় ১২ হাজার ১০৪টি মসজিদ ইবাদতের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। শনিবার (৯ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পবিত্র নগরী মক্কায় রমজানের জন্য ১২ হাজার ১০৪টি মসজিদকে ইবাদতের জন্য প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে মক্কার প্রাণকেন্দ্রে রয়েছে ৪৬০টি মসজিদ। প্রস্তুতির অংশ হিসেবে এসব মসজিদে পরিচ্ছন্নতা, কার্পেটিং এবং ‍সুগদ্ধি ছড়ানো হয়েছে। এ ছাড়াও মসজিদগুলোতে নারী-পুরুষের আলাদাভাবে নামাজের জায়গাও প্রস্তুত করা হয়েছে। সৌদি আরবের ইসলামীবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রমজানের ইবাদতকারীদের জন্য মক্কা নগরী তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী সোমবারে এ বছরের রমজান শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে পবিত্র রমজান মাসের চাঁদ দেখতে মুসল্লিদের আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সৌদি আরবে শাবান মাসের ২৯ দিন শেষ হচ্ছে আগামীকাল রোববার। সে অনুযায়ী এদিন সন্ধ্যার আকাশে রমজানের চাঁদ দেখা যেতে পারে। তাই স্থানীয় বাসিন্দাদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে, মুসল্লিরা খালি চোখ এবং দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার চেষ্টা করবেন। যদি কেউ চাঁদ দেখতে পান তাহলে নিকটস্থ কোর্টের কাছে জানানোর নির্দেশ দেওয়া হয়।
০৯ মার্চ ২০২৪, ২৩:০৬

সেনবাগ থানা জামে মসজিদ উদ্বোধন করলেন এমপি মোরশেদ আলম
নোয়াখালীর সেনবাগ থানা জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার (৭ মার্চ) থানা চত্বরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম। এই উপলক্ষে জুম্মার নামাজের পূর্বে সেনবাগ থানার সিনিয়র অফিসার এস আই তানভির আহম্মেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য মোরশেদ আলম।  সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে এ সময় বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, সাউথ ইস্ট ব্যাংকের ইভিপি ও কোম্পানি সেক্রেটারি এ কে এম নাজমুল হায়দার, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা বক্তব্য রাখেন। নামাজ শেষে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে মসজিদটি উদ্বোধন করেন অতিথিরা  
০৯ মার্চ ২০২৪, ১৩:৩১

সঞ্চয় ও গহনা বিক্রির অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করলেন জাহানারা
নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্থ জমিয়ে এবং নিজের শখের প্রায় ৭০ ভরি স্বর্ণের গহনা বিক্রির প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এলাকাবাসীর জন্য মসজিদ ও মাদরাসা নির্মাণ করে নিজের স্বপ্ন পূরণ করেছেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের দর্শনদিয়া গ্রামের মহীয়সী নারী উদ্যোক্তা মোছা: জাহানারা খাতুন। শুক্রবার (৮ মার্চ) জুম্মার নামাজের আগে মহরম আব্দুল জলিল বায়তুল নূর জামে মসজিদ ও মাদ্রাসা উদ্বোধন করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম। সাদা ধবধবে সুন্দর কারু শৈলীর মসজিদটি দেখার ও প্রথমদিন নামাজ পড়ার জন্য বিপুল সংখ্যক নামাজী উপস্থিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, নারী উদ্যোক্তা মোছা: জাহানারা খাতুন ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে জাহানারা খাতুন বলেন, যখন থেকে আমি ব্যবসা শুরু করি তখন থেকে আমি নিয়ত করি একটি মসজিদ নির্মাণ করব। তখন থেকে তিল তিল করে সঞ্চয় করতে থাকি। আর আমার শখের জন্য প্রায় ৭০ ভরি স্বর্ণের গয়না জমিয়ে ছিলাম। সেই স্বর্ণগুলো বিক্রি করে ও আমার দুটি বাড়ি আছে সেখান থেকেও কিছু ভাড়া আসে, সেই বাড়ি দুটির দেড় বছরের ভাড়া দিয়ে এই মসজিদটি নির্মাণ করেছি। এছাড়াও আমার পরিবারের সবাই আমাকে সহযোগিতা করেছে। তিনি আরও বলেন, এই মসজিদ ও মাদরাসা পরিচালনার জন্য এলাকাবাসী উপযুক্ত কমিটি করে নেবে। আর আমি সাধ্যমতো সহযোগিতা করে যাব। আজকের জুমায় আগত মুসল্লিরা ওই নারীর জন্য দোয়া করেন।
০৮ মার্চ ২০২৪, ২১:৩১

সরকারি অর্থে মডেল মসজিদ তৈরি সংবিধান পরিপন্থি : শাহরিয়ার কবির
সরকারের নিজস্ব অর্থায়নে সারাদেশে মডেল মসজিদ তৈরি সংবিধানের পরিপন্থি বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি হল রুমে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শাহরিয়ার কবির বলেন, কাদের টাকা দিয়ে দেশে ৫৬০টা মডেল মসজিদ বানিয়েছে সরকার? আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এগুলো বানানো হয়েছে। এটা সংবিধান পরিপন্থি। তিনি বলেন, সংবিধানের ৭-এর ‘ক’ ধারায় পরিষ্কারভাবে বলা হয়েছে, রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে পৃষ্ঠপোষকতা করবে না। আপনি যদি ৫৬০টা মডেল মসজিদ বানান, কেন আপনি ৫৬টা মন্দির প্যাগোডা গির্জা বানাবেন না? আর তাই যদি করতে হয় তাহলে সমস্ত অর্থ সেখানে আপনি ব্যয় করুন। তিনি আরও বলেন, আপনারা দুর্নীতি নিয়ে আওয়ামী লীগকে তুলোধুনো করতে পারেন। কিন্তু আপনাদের মনে রাখতে হবে এর চেয়েও বড় বিপদ আমাদের সামনে আছে। দুর্নীতির বাইরে কোনো দেশ আছে এই উপমহাদেশে? একটি দেশের নাম বলুন। ভারত দুর্নীতির বাইরে? পাকিস্তান দুর্নীতির বাইরে? কিন্তু যেভাবে আমাদের সমাজ রাজনীতির মৌলবাদীকরণ-সাম্প্রদায়িকীকরণ হচ্ছে, এটাকে প্রতিহত করতে না পারলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে। পাকিস্তান মানে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র হয়ে যাবে। আমাদের উদ্বেগটা হচ্ছে সেই জায়গায়। শাহরিয়ার কবির বলেন, ঘাতক-দালাল নির্মূল কমিটি সংবিধানের মর্যাদা প্রতিষ্ঠায় নাগরিক আন্দোলন করছে। কিন্তু এখন আমরা যে আগামীর নাগরিক আন্দোলনের কথা বলছি, তা নির্মূল কমিটির একার দায়িত্ব নয়। এর সঙ্গে যত সমমনা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠন এবং ব্যক্তি আছেন, তাদের সবার দায়িত্ব । যেখানে বিরোধী দল অনুপস্থিত থাকে সেখানে নাগরিকদেরকে দায়িত্ব পালন করতে হয়। এটি বাংলাদেশের ক্ষেত্রে নয়, সমস্ত গণতন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য।
০৭ মার্চ ২০২৪, ১২:০৮

আলজেরিয়ায় উদ্বোধন হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে উদ্বোধন হয়ে গেল বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভূমধ্যসাগরীয় উপকূলে দ্য গ্রেট মস্ক অব আলজিয়ার্স নামের নয়নাভিরাম এই ইবাদতখানাটি উদ্বোধন করেন দেশটির রাষ্ট্রপতি আবদেলমাদজিদ তেবোউন। খবর আল-জাজিরার।  আফ্রিকা মহাদেশে এর চেয়ে বিশাল মসজিদ তৈরি হয়নি এখনও। সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে প্রায় ৭ বছরের চেষ্টার পর অবশেষে এ বছর পবিত্র রমজান শুরুর আগেই সুবিশাল এ মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন করলো আলজেরিয়া সরকার।  স্থানীয়ভাবে মসজিদটি জামাআ এল-জাজাইর নামে পরিচিত। একসঙ্গে ১ লাখ ২০ হাজার মানুষ নামাজ পড়তে পারবেন এখানে। আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম হলেও উচ্চতার দিক থেকে প্রথম অবস্থানেই থাকছে ভূমধ্যসাগরীয় উপকূলে মাথা তুলে দাঁড়ানো দৃষ্টিনন্দন ইবাদতখানাটি। মসজিদটির যে মিনার নির্মাণ করা হয়েছে তার উচ্চতা ২৬৫ মিটার (৮৬৯ ফুট)। এটি নির্মাণের দায়িত্বে ছিল একটি চীনা নির্মাণ সংস্থা। ২৭.৭৫ হেক্টর (প্রায় ৭০ একর) জুড়ে বিস্তৃত একটি আধুনিক কাঠামোর আকারে ৭ বছর ধরে চলে মসজিদটির নির্মাণ কাজ। আধুনিকতা ও ঐতিহ্যের অপূর্ব এক মিশেলে নির্মাণ হয়েছে মসজিদটি। আলজেরিয়ার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার সঙ্গে সঙ্গে আরব এবং উত্তর আফ্রিকার সমৃদ্ধিকে ফুটিয়ে তোলা হয়েছে এর নকশায়। হেলিকপ্টার অবতরণের একটি হেলিপ্যাডও স্থাপন করা হছে মসজিদটিতে। একটি লাইব্রেরিও আছে এখানে। যেখানে রাখা যাবে প্রায় ১০ লাখ বই। প্রায় পাঁচ বছর ধরেই পর্যটক এবং রাষ্ট্রীয় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল মসজিদটি। কেবল বিলম্বিত হয়েছে এর আনুষ্ঠানিক উদ্বোধন। আসন্ন রমজানে নামাজ আদায় যাতে সম্ভব হয় সে কারণে মসজিদটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে আলজেরিয়া সরকার।
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০৬

মাকে নিয়ে শুভর আবেগঘন স্ট্যাটাস
সদ্যই মাকে হারিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। বুধবার (২৪ জানুয়ারি) রাতে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মা খাইরুন নাহার। মায়ের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন শুভ।    বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে পোস্ট দেন শুভ।   পাঠকদের সুবিধার জন্য শুভর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো—   ‘আমার মা আল্লাহর কাছে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  ২১ জানুয়ারি দুপুরে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মা জীবনের শেষ যুদ্ধটা করেছে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সেটা শেষ হয়েছে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৫মিনিটে।  বাদ-ফজর ঢাকার কালোনী কেন্দ্রীয় জামে মসজিদ ও জামেউল উলুম মাদরাসা কমপ্লেক্সে জানাজা শেষে মাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।  এর আগেও আপনার সবাই আমার মায়ের জন্য দোয়া করেছেন এবারও আপনারা আমার মাকে দোয়ায় রাখবেন, ইনশাআল্লাহ। পোস্টটি করার সঙ্গে সঙ্গেই ৬৫ হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছেন নেটিজেনদের। রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে শুভর কমেন্টসবক্সে।   গত আট বছর ধরে শুভর ঢাকার বাসায়ই থাকতেন তার মা খাইরুন নাহার। ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া নামক রোগে ভুগছিলেন তিনি। এ ছাড়াও বার্ধক্যজনিক আরও নানান সমস্যা ছিল। কাজের ফাঁকে মায়ের সেবা-ডাক্তার-ওষুধ নিয়েও ছোটাছুটির মধ্যে থাকতে হতো শুভকে।   
২৫ জানুয়ারি ২০২৪, ১০:৫৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়