• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
মতিয়া চৌধুরী পেলেন মন্ত্রীর পদমর্যাদা
সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীকে মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা দিয়েছে সরকার। ২৯ জানুয়ারি থেকে মতিয়া চৌধুরীকে রাষ্ট্রপতি এই সুবিধা দেন। রোববার (৪ ফেব্রুয়ারি) গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও শেরপুর-২ আসনের সংসদ সদস্য মতিয়া চৌধুরীকে ২৯ জানুয়ারি সংসদের উপনেতা করা হয়। গত সরকারের মেয়াদেও সংসদের উপনেতার দায়িত্বে ছিলেন তিনি। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর ওই দায়িত্ব পান মতিয়া চৌধুরী। আওয়ামী লীগ সরকারের গত মেয়াদেও মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধায় উপনেতার দায়িত্বে ছিলেন তিনি। মতিয়া চৌধুরী পাঁচবারের সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার একাধিকবার সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে দলের সভাপতিমণ্ডলীর সদস্য হিসাবে আছেন মতিয়া চৌধুরী। দলটি বিরোধী দলে থাকা অবস্থায় তাকে রাজপথে আন্দোলন-কর্মসূচিতে সক্রিয় ছিলেন তিনি। মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতা। রাজপথের লড়াই-সংগ্রামের কারণে ‘অগ্নিকন্যা’ হিসাবে পরিচিতি পান তিনি। সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত মতিয়া চৌধুরী ছাত্রজীবন থেকে রাজনীতিতে যুক্ত আছেন।
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০১

সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, চিফ হুইপ লিটন
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিজয়ী সংসদ সদস্য মতিয়া চৌধুরী একাদশ জাতীয় সংসদের মতোই দ্বাদশ জাতীয় সংসদেরও উপনেতা ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী লিটন চিফ হুইপ নির্বাচিত হয়েছেন।  বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদ নেতা, মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা নির্বাচিত করা হয়েছে। আবারও সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে নির্বাচিত করা হয়েছে। উল্লেখ্য, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ২২২টি আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। আর আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। তবে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার এবার বেশি। তারা ৬২টি আসনে জয় পেয়েছেন। আর অন্যান্য দল পেয়েছে একটি আসন।   
১০ জানুয়ারি ২০২৪, ১৪:১৫

ষষ্ঠ বারের মতো এমপি নির্বাচিত হলেন মতিয়া চৌধুরী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মতিয়া চৌধুরী। নির্বাচনে তিনি ২ লাখ ২০ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে ষষ্ঠ বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন মতিয়া চৌধুরী। রোববার (৭ জানুয়ারি) রাত আটটায় নকলা ও নালিতাবাড়ীর দুই সহাকারী রিটার্নিং কর্মকর্তা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার বরাতে জানা যায়, এ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৫৪ টি। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে মতিয়া চৌধুরী পেয়েছেন ২ লাখ ১২ হাজার ১৪২ ভোট। আর তাঁর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মশাল প্রতীক নিয়ে জাসদের লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া পেয়েছেন ৪ হাজার ৫৭৫ ভোট। ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মুহাম্মদ সাঈদ পেয়েছেন ৫ হাজার ৩৪২ ভোট। মতিয়া চৌধুরী সাবেক কৃষিমন্ত্রী। ২০২৩ সালের ১২ জানুয়ারিতে তিনি জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব নেন।
০৭ জানুয়ারি ২০২৪, ২১:১৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়