• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
তৃতীয়বারের মত বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অনুপম রায়
তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। আগামী ২ মার্চ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে রেজিস্ট্রি করে বিয়ে করবেন অনুপম। পাত্রীর নাম প্রশ্মিতা পাল। পেশায় তিনিও সংগীতশিল্পী। বিয়ের বিষয়টি পশ্চিমবঙ্গের গণমাধ্যমকে জানিয়েছেন গায়ক নিজেই।   জানা গেছে, প্রস্মিতা ও অনুপমের মধ্যে আগে থেকেই বন্ধুত্ব ছিল, পরে তা প্রেমে পরিণত হয়। তবে দুজন কবে থেকে সম্পর্কে জড়িয়েছেন, তা জানা যায়নি।  প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর 'বোঝে না সে বোঝে না' ছবিতে গান গেয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন প্রশ্মিতা। পরবর্তীতে 'সাজনা', 'দেখতে বউ বউ' (শুধু তোমারই জন্য), 'হতে পারে না'র (বলো দুগ্গা মাইকি) মতো হিট গান গেয়েছেন তিনি। অনুপম রায়ের সুরেও 'তোমায় নিয়ে গল্প হোক'-এর (হাইওয়ে) মতো গান গেয়েছেন প্রশ্মিতা। এর আগে ২০১৫ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় অনুপমের। প্রায় ছয় বছরের দাম্পত্য জীবন কাটানোর পর ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন দুজনে। কলেজে পড়ার সময় অনুপমের সঙ্গে বন্ধুত্ব হয় পিয়ার, যা পরে প্রেমের সম্পর্কে গড়ায়। সেখান থেকে বিয়ে। ততদিনে অনুপমের প্রথম বিচ্ছেদ হয়ে গিয়েছিল।  তার প্রায় দুই বছরের মাথায়, গত নভেম্বরে, আবার বিয়ে করেন পিয়া। পাত্র পরমব্রত চট্টোপাধ্যায়। এবার নতুন জীবন শুরু করতে যাচ্ছেন অনুপমও।
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৪

প্রথমবারের মত অনলাইনে ফল প্রকাশ করলো যবিপ্রবি
প্রথমবারের মত সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফলাফল অনলাইনে ফলাফল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।  রোববার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ১ম বর্ষ ২য় পর্বের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ফলাফল অনলাইনে প্রকাশের মধ্যে দিয়ে এই যাত্রা শুরু হলো। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্র জানিয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী সকল শিক্ষাবর্ষের ফলাফল এখন থেকে অনলাইনে প্রকাশ করা হবে। তবে, আগের শিক্ষাবর্ষগুলোর ফলাফল বরাবরের মতো অফলাইনেই প্রকাশ করা হবে। পরীক্ষার ফলাফল যথাযথ অনুমোদনের পর সার্ভারে আপলোড হবে। শিক্ষার্থীরা http://exam.just.edu.bd/ug/index.php এই ওয়েবসাইটে লগইন করে Result অপশনে ক্লিক করে তাদের ফলাফল দেখতে পারবেন।  পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত অটোমেশন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ জানান, বঙ্গবন্ধুর স্মার্ট বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে গেল যবিপ্রবি।  এ সময় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, স্যারের হাত ধরে যবিপ্রবি পর্যায়ক্রমে একটি স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে এগিয়ে যাচ্ছে। যবিপ্রবি তুলনামূলকভাবে একটি নতুন বিশ্ববিদ্যালয় হলেও অনেক পুরাতন বিশ্ববিদ্যালয় যেখানে প্রচলিত রীতি অনুসরণ করে অফলাইনে ফলাফল প্রকাশ করে, সেখানে যবিপ্রবি অনলাইনে ফল প্রকাশের চল শুরু করে অনেকটা এগিয়ে গেল। এজন্য সংশ্লিষ্ট টেকনিক্যাল কমিটির সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ড. ইকবাল কবির জাহিদ এরপর বলেন, যবিপ্রবির মাননীয় উপাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিটি ক্ষেত্রেই ডিজিটালাইজেশনের উপর জোর দিয়েছেন। আগামীতে তার হাত ধরে যবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর শতভাগ অটোমেশনে যাবে। আগামীতে যবিপ্রবির সব পরীক্ষার খাতায় কিউআর কোড যুক্ত হবে, যা হবে একটি যুগান্তকারী পদক্ষেপ।  অনলাইনে ফলাফল প্রকাশের সার্ভার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সিস্টেম এনালিস্ট সাগর চক্রবর্তী জানান, পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু করেছি আমরা এবং এই সিস্টেম ক্রমাগত আপডেট করা হবে। ভবিষ্যতে একটি অ্যাপও তৈরি করা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাধারণ শিক্ষার্থীরা বলছে, এ ধরণের কাজের মাধ্যমে স্মার্ট বিশ্ববিদ্যালয় হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল যবিপ্রবি। এ ধারা অব্যাহত থাকবে বলে আশা তাদের।  
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৮

রাঙামাটিতে পঞ্চমবারের মত নির্বাচিত দীপংকর তালুকদার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চম বারের বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন দীপংকর তালুকদার। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। নব নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, কেন্দ্রে গিয়ে ভোট দেয়ায় ভোটারদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি। সংগঠনকে সাংগঠনিকভাবে চাঙ্গা রাখতে পারলে ভবিষ্যতে এর চেয়েও বেশী ভোটে বিজয়ী হতে পারবো। তিনি বলেন, কম করে হলেও এক বছর আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলাম। উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে নির্বাচনী কমিটি করে কাজ শুরু করা হয়েছিল। ফলে জানতাম যত দল নির্বাচন করুক না কেন নির্বাচনে আমরাই জিতবো। নেতাকর্মীদের এই পরিশ্রমের ফসল হচ্ছে এই বিশাল জয়। তিনি আরও বলেন, সারা দেশের কাস্টিক হার ৪১.০৮%। আর রাঙামাটি আসনের সেই হার হচ্ছে ৫৯.৬৩%। রাঙামাটি আসনে নৌকা সব থেকে বেশি ভোট পেয়ে দেশের মধ্যে প্রথম হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিকিংউ রোয়াজা, অংসুই প্রু চৌধুরী, সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বরসহ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা।
০৯ জানুয়ারি ২০২৪, ০১:৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়