• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
একই মঞ্চে নাচবেন মেহজাবীন সাবা ও দীঘি
 বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পবিত্র ঈদুল ফিতরের বিশেষ নৃত্যানুষ্ঠানে অংশ নেবেন একঝাঁক তারকা শিল্পী। এতে একই মঞ্চে নাচবেন মেহজাবীন সাবা ও দীঘি। জানা গেছে, তিন দিনের জমকালো এই আয়োজনে জনপ্রিয় নৃত্যশিল্পীদের পাশাপাশি শোবিজ তারকারাও নৃত্য পরিবেশন করবেন। ঈদের প্রথম দিনে নৃত্য পরিবেশন করবেন মেহজাবীন চৌধুরী, ইভান শাহরিয়ার সোহাগ, প্রার্থনা ফারদিন দীঘি ও আঁচল। একই দিনে নৃত্য পরিবেশনায় আরও থাকবেন তাহমিনা সুলতানা মৌ, সোহানা সাবা, তোর্ষা, প্রান্তিক, নাইম ও মীম চৌধুরী।  অনুষ্ঠানটি ঈদের দিন দুপুর সাড়ে ১২টায় সম্প্রচার করা হবে। আর ঈদের দ্বিতীয় দিনের অনুষ্ঠান প্রচারিত হবে সকাল ১০টা ১০ মিনিটে। দ্বিতীয় দিনে থাকবে রিচি সোলায়মান, চাঁদনী, রুহি, তুষ্টি, সাবরিনা নিসা ও সিনথিয়ার পরিবেশনা। ঈদের তৃতীয় দিনে তাহমিনা সুলতানার উপস্থাপনায় দুপুর ১২টা ২০ মিনিটে নৃত্যশিল্পী মুনমুন ও তার দল ছাড়াও কবিরুল ইসলাম রতনের দল, তামান্না রহমান ও তার দল, মোকাম্মেল হোসেন রিপনের দলসহ এম আর ওয়াসেকের দলের নৃত্য পরিবেশন করবেন।
০৮ এপ্রিল ২০২৪, ০৫:০৮

অস্কারের মঞ্চে নগ্ন জন সিনা!
৯৬তম অস্কারে ‘সেরা কস্টিউম ডিজাইন’ পুরস্কার ঘোষণা করতে গিয়ে নগ্ন অবস্থায় মঞ্চে ওঠেন রেসলার-অভিনেতা জন সিনা। গতবারের চড়কাণ্ডের পর এবারের অস্কারে অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ঘটনা। বাংলাদেশের স্থানীয় সময় সোমবার (১১ মার্চ) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিমি কিমেল। ১৯৭৪ রবার্ট ওপেল নামে পরিচিত একজন ‘স্ট্রিকার’ একাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চজুড়ে শান্তির চিহ্ন ফ্ল্যাশ করার সময় এভাবেই দৌড়েছিলেন। সেটারই পুনরাবৃত্তি ঘটল চলতি আসরে। মূলত কস্টিউমের প্রয়োজনীয়তা তুলে ধরতেই এ কাণ্ডটি করেন জন সিনা। এবার সেরা কস্টিউমের পুরস্কার পেয়েছে মার্টিন স্করসেসি, ‘পুওর থিংস’। প্রসঙ্গত, গত বছর অস্কারের সঞ্চালনা করেছিলেন ক্রিস রক। তিনি উইল স্মিথের স্ত্রী জাডা পিংকেট স্মিথকে নিয়ে বেফাঁস একটি মন্তব্যে করে বসেন। যে কারণে উইল স্মিথের কাছ থেকে চড় হজম করতে হয়েছিল তাকে। যে ঘটনা অবাক করেছিল পুরো বিশ্বের শোবিজ অঙ্গনকে।
১১ মার্চ ২০২৪, ১২:৪৬

এক মঞ্চে তিন খানের নাচে উত্তাল নেটদুনিয়া (ভিডিও)
আম্বানিদের অনুষ্ঠান মানেই রাজকীয় ব্যাপার। উপলক্ষ যাই হোক না কেন, জমকালো আয়োজনেই উদযাপন করা হয় সব উৎসব। নীতা আম্বানি ও মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠেছে ভারতের জামনগর। সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড এবং দক্ষিণী সিনেমা জগতের সব তারকারা।  শুধু তাই নয়, এক মঞ্চে নেচে নেটদুনিয়া মাতিয়েছেন সালমান খান, শাহরুখ খান এবং আমির খান। অনুষ্ঠানে নেচে রীতিমতো দর্শকদের নজর কেড়েছেন এই তিন খান। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।  ওই ভিডিওতে দেখা যায়— বেশ জমকালোভাবেই সাজানো হয়েছে অনুষ্ঠানের মঞ্চ। ব্যাকগ্রাউন্ডে বাজছে গান। স্টেজে গানের তালে তালে এক পর্যায়ে একসঙ্গে নাচতে শুরু করেন তিন খান। নাচের ফাঁকে ফাঁকে আবার খুনসুটিতেও মেতেছিলেন তারা। এসময় সালমান ও শাহরুখ পরেছিলেন কালো রঙের পাজামা-কুর্তা। অন্যদিকে আমির পরেছেন সবুজ রঙের কুর্তা।  ভারতীয় ধনকুবের মুকেশ ও নীতার তিন সন্তান— আকাশ, ইশা ও অনন্ত। যমজ ছেলেমেয়ে আকাশ-ইশার বিয়ে আগেই হয়ে গেছে। বাকি ছিল আরেক পুত্র অনন্ত। ২০২২ সালের ২৯ ডিসেম্বর রাধিকা মার্চেন্টের সঙ্গে তার বাগদান সম্পন্ন করেন তিনি। এবার সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন অনন্ত-রাধিকা। ভারতের গুজরাটের জামনগরে বসেছে এই জুটির প্রাক-বিবাহ অনুষ্ঠানের আসর। গতকাল ছিল এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন। সেখানেই তিন খান এক মঞ্চে উঠে তাক লাগিয়ে দেন।    এদিকে তিন খানকে এক সঙ্গে মঞ্চে দেখে ভীষণ উচ্ছ্বসিত নেটিজেনরা। একজন লিখেছেন, বলিউডের সবচেয়ে আইকনিক মুহূর্ত। দীর্ঘদিন ধরেই তাদেরকে এক মঞ্চে দেখার অপেক্ষায় ছিল ভারতবাসী।  ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন  সূত্র : জুম বাংলা    
০৩ মার্চ ২০২৪, ১৩:৩০

নীতা আম্বানির সঙ্গে মঞ্চে নাচতে গিয়ে বিপত্তিতে পপগায়িকা রিহানা
আম্বানিদের অনুষ্ঠান মানেই রাজকীয় ব্যাপার। উপলক্ষ যাই হোক না কেন, জমকালো আয়োজনেই উদযাপন করা হয় সব উৎসব। নীতা আম্বানি ও মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানিরর প্রাক বিবাহ অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠেছে ভারতের জামনগর। সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড এবং দক্ষিণী সিনেমা জগতের সব তারকারা।  শুধু তারাই নন, এই প্রাক বিবাহ অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন হলিউড পপগায়িকা রিহানাও। তবে মঞ্চে গানের তালে নীতা আম্বানির সঙ্গে মঞ্চে নাচতে গিয়ে বিপত্তিতে পড়েন এই গায়িকা। পোশাক ছিঁড়ে যাওয়ায় রীতিমতো বিব্রতকর পরিস্থিতিতে পড়েন রিহানা।    শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় ‘ডায়মন্ড’ গানটি গেয়ে দর্শককে বুঁদ করে রাখেন রিহানা। মঞ্চে যখন গান গাইতে ব্যস্ত তিনি, ঠিক সেসময় গায়িকার পোশাকের বগলের তলার অংশ ছিঁড়ে যায়। তবে বিব্রতকর পরিস্থতিতে পড়লেও, রিহানার আত্মবিশ্বাসে এতটুকু ভাটা পড়েনি।     ওই পোশাকেই নীতা আম্বানির সঙ্গে দিব্যি পা মেলান রিহানা। এসময় রিহানার পরনে ছিল সবুজ রঙের বডিকন পোশাক, মাথায় গোলাপি টুপ, সামনে পর্দায়। গলা ও কানে পরেছিলেন ভারী গয়না। জানা গেছে, নীতা-মুকেশের রিহানা ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠানে পারফরমেন্স করতে প্রায় ৬৬ থেকে ৭৭ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন রিহানা। তার পারিশ্রমিক সাধারণত এমনই হয়। তবে এ ক্ষেত্রে খানিকটা বেশিই নিয়েছেন তিনি। কারণ প্রয়োজনীয় কিছু বাদ্যযন্ত্র এবং মঞ্চসজ্জার কিছু গুরুত্বপূর্ণ জিনিস সঙ্গে এনেছেন রিহানা। সূত্র : আনন্দবাজার         
০২ মার্চ ২০২৪, ১৮:০৪

ঝলমলে শাড়িতে বাফটার মঞ্চে নজর কাড়লেন দীপিকা
বলিউড অভিনেত্রী  দীপিকা পাডুকোন। বলিউডের পাশাপাশি কাজ করেছেন হলিউড সিনেমাতেও। গেল বছর অস্কারের পর এবার বাফটার মঞ্চে হাজির হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। রোববার (১৯ ফেব্রুয়ারি)  সন্ধ্যায় লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আয়োজিত হয় দ্য ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এবারের আসরে অ-ইংরেজি ভাষার সেরা চলচ্চিত্র (বেস্ট ফিল্ম নট ইন ইংলিশ ক্যাটাগরি) পুরস্কার ঘোষণার দায়িত্ব দেওয়া হয় দীপিকাকে। তিনি ব্রিটিশ নির্মাতা জোনাথন গ্লেজারের হাতে এ পুরস্কার তুলে দেন। এ বিভাগে আরও মনোনয়ন পেয়েছিল ‘টোয়েন্টি ডে’স ইন মারিউপোল’, ‘অ্যানাটমি অব অ্য ফল’, ‘পাস্ট লাইভস’ এবং ‘সোসাইটি অব দ্য স্নো।’ বাফটার মঞ্চে দীপিকাকে একটি শিমারি গোল্ডেন শাড়িতে দেখা গেছে। চুলে খোঁপা, শাড়ির সঙ্গে ম্যাচ করা স্লিভলেস ব্লাউজ তবে তেমন একটা গয়না পরেননি তিনি। শাড়িটি ডিজাইন করেছেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী। দীপিকার সঙ্গে তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম, অভিনেত্রী কেট ব্ল্যানচেট, সংগীতশিল্পী দুয়া লিপা, ‘এমিলি ইন প্যারিস’ সিরিজের লিলি কলিন, ‘ব্ল্যাক মিরর’ সিরিজেরর হিমেশ প্যাটেল এবং ইদ্রিস এলবাও এবার মঞ্চে পুরস্কার প্রদানের দায়িত্বে ছিলেন।  
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৫৭

ফাইনালের মঞ্চে ইমরানুর
এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ চলছে ইরানের তেহরানে। এই টুর্নামেন্টের ৬০ মিটার স্প্রিন্টের ফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। রোববার (১৮ ফেব্রুয়ারি) ৬০ মিটার স্প্রিন্টের প্রথম সেমিফাইনালের লড়াইয়ে দ্বিতীয় হয়ে মূল পর্ব নিশ্চিত করেছেন ইমরানুর। ফাইনালে জায়গা করে নিতে ৬ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়েছেন ইমরানুর। এটি এশিয়ান ইনডোরে তার দ্বিতীয় সেরা টাইমিং।  সেমিফাইনালের দুই হিটে ১৬ জন স্প্রিন্টার অংশ নেন। এর মধ্যে প্রথম হিটে অংশ নেন ইমরানুর। এই হিটে ৬ দশমিক ৫০ টাইমিংয়ে প্রথম হয়েছেন ওমানের আলী আনোয়ার। অন্যদিকে দ্বিতীয় হিটে প্রথম হয়েছেন জাপানের সুহেই তাদা। তার টাইমিং ৬ দশমিক ৫৩। দ্বিতীয় হওয়া অ্যাথলেটের টাইমিং ইমরানের চেয়ে শূন্য দশমিক ০১ সেকেন্ড বেশি। এর আগে, একই দিনে এই স্প্রিন্টের প্রাথমিক হিটেও অংশ নিয়েছিলেন ইমরান। সেখানে ৬ দশমিক ৬২ সেকেন্ডে দ্বিতীয় হয়েছেন ইমরান। সেখানেও ৬ দশমিক ৫৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন ওমানের আলী আনওয়ার। গত আসরের চ্যাম্পিয়ন ইমরানুরের সামনে এবার সুযোগ প্রতিযোগিতার ইতিহাস বদলে দেওয়ার। কেননা, এশিয়ান ইনডোরে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আর কারোর নেই।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৩

আ.লীগের জনসভা মঞ্চে শেখ হাসিনা
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভার মঞ্চে উপস্থিত হয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জনসভায় উপস্থিত হন তিনি। এর আগে সকাল থেকেই মিছিল নিয়ে উদ্যানের চারদিকে জড়ো হন ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা। দুপুর দেড়টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন প্রবেশ গেট দিয়ে নেতাকর্মীরা প্রবেশ করতে শুরু করে। পরে শেখ হাসিনা সমাবেশ মঞ্চে উঠলে উপস্থিত নেতাকর্মীরা পতাকা নেড়ে তাকে স্বাগত জানান। মঞ্চে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে আওয়ামী লীগ জয় পেয়েছে ২২৫টি আসনে। এ ছাড়া স্বতন্ত্র ৬১টি এবং জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা।
১০ জানুয়ারি ২০২৪, ১৮:৩২

প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে সাকিব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান। নিজ জেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন এবং বিভিন্ন আশার বাণী শোনাচ্ছেন তিনি। মঙ্গলবার (২ জানুয়ারি) ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায়ও যোগ দিয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এদিন দুপুর দেড়টার দিকে পৌরশহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় সাকিব পৌঁছালে তাকে ঘিরে ধরেন ভক্তরা। এ সময় তাকে (সাকিব) দেখে সেলফি তোলার জন্য ভিড় জমান ভক্তরা। এরপর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে একই মঞ্চে ওঠেন সাকিব। এ সময় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উড়িয়ে এবং নৌকা প্রতীকের প্ল্যাকার্ড নেড়ে জনগণকে শুভেচ্ছা জানান সাকিব। সমাবেশে সাকিব বলেন, দেশে ক্রিকেটসহ যেসব উন্নয়ন হয়েছে, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে কারণেই হয়েছে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে ফরিদপুরের চারটি সংসদীয় আসনে আপনারা নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। এর আগে, দুপুর ১টা ৮ মিনিটে কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এরপর সম্মিলিতভাবে জাতীয় সংগীত গাওয়া হয়। পরে বক্তব্য শুরু করেন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতারা। জনসভায় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান, মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুর জেলার সব আসনের আওয়ামী লীগের প্রার্থীরা এবং দলের কেন্দ্রীয় নেতারা।
০২ জানুয়ারি ২০২৪, ১৯:২৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়