• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
ভয় লাগে মির্জা আব্বাসের, জানিয়েছেন কারণও
কারামুক্তি পেয়েও নিজেকে ইনডাইরেক্টলি বন্দি বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি না। ভয় লাগে কখন পুলিশ আসে, কখন আবার নিয়ে যায়। সোমবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর শাজাহানপুরে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মির্জা আব্বাস বলেন, শুধু আমি নই, জামিনে মুক্ত বিএনপি নেতাকর্মীরা এখনও পরোক্ষভাবে বন্দি। আমরা এখন খাঁচায় পোষা মুরগির মতো। যখন দরকার হবে আবার জেলে নিয়ে যাবে। দেশের জনগণ-জাতি আজ বন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। তিনি বলেন, সরকারের কাছে এ দেশ লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। একজন মন্ত্রী বরই দিয়ে ইফতার করার কথা বলেন। সেই মন্ত্রীর বোধহয় অভিজ্ঞতা নেই যে, খালি পেটে বরই খেলে কত মারাত্মক সমস্যা হতে পারে। উনারা তো খেজুর, আঙ্গুর, বিভিন্ন দামি ফল-ফ্রুট দিয়ে ইফতার করেন। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের শাসনামলে একটা সময়ও পাইনি যেখানে মানুষ স্বস্তিতে রমজান পালন করেছে। অথচ গাজায়ও ঈদের মতো রমজান মাস শুরু হয়েছে। আমাদের দেশে সেই অবস্থা নাই। দেখা যাবে তারাবির নামাজ পড়তে গিয়ে দেখব বিদ্যুৎ নাই। জেলের অভিজ্ঞতার কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, এবারের মতো জেল কখনও খাটি নাই। সেই ১৯৭৮ সাল থেকে আমার জেল জীবন শুরু। সবাই সব সুবিধা পেলেও আমরা বাইরে হাঁটার কথা বললে তখন বলে স্যার হাটা যাবে না। অথচ আমার ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা আছে। তিনি বলেন, কোনো সুবিধা জেলখানায় আমাদের দেওয়া হয়নি। এমনকি চিকিৎসা সুবিধাও তারা দেয়নি। বিশেষজ্ঞ ডাক্তারের কথা বললে বলে, স্যার নিষেধ আছে। এবারের জেল ছিল সব দিক থেকে কষ্টকর।
১১ মার্চ ২০২৪, ২০:৩৩

‘শেখ হাসিনা বিশ্ব মোড়লদের চোখ রাঙানি ভয় পান না’ 
শেখ হাসিনা বিশ্ব মোড়লদের চোখ রাঙানি ভয় পান না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। শনিবার (২ মার্চ) বিকেলে সিলেট নগরীর সারদা হলের সামনে আয়াজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।  তিনি বলেন, শেখ হাসিনা অদম্য। তিনি বিশ্ব মোড়লদের চোখ রাঙানি ভয় পান না। বহু রক্তচোখ অপেক্ষা করে, অনেক মোড়লদের চোখ রাঙানি উপক্ষো করে এ বাংলার মানুষকে নির্বাচন উপহার দিয়েছেন তিনি। সংবর্ধনা সভায় মন্ত্রী আরও বলেন, সিলেটের মানুষ শেখ হাসিনকে ভোট দিয়েছেন। শেখ হাসিনা প্রতিদান দিতে ভোলেন না। যারা নির্বাচনের বিরুদ্ধে ছিল। নির্বাচন হবে না বলেছিল। বিভিন্ন হুমকি স্যাংশন দেখিয়েছিল, তাদের মুখের ওপর দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিলেন, বাংলা মানুষ আমার সঙ্গে আছে। বিশ্বের কোনো মোড়লের চোখ রাঙানিতে আমি পাই না। তাই আমাদের সবাইকে শেখ হাসিনার উন্নয়নের পক্ষে কাজ করতে হবে। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় এ সংবর্ধনার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকার, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, মহানগরের সভাপতি মাসুক উদ্দিন আহমেদসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
০২ মার্চ ২০২৪, ২১:৪৮

২০ বছর আগে মানুষ পুলিশকে ভয় পেত : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিশ বছর আগে যদি পুলিশের কথা চিন্তা করি, সেই সময় মানুষ পুলিশকে ভয় পেত। কিন্তু এখন মানুষ পুলিশের ওপর আস্থা ও বিশ্বাস রাখছে। কোনো প্রয়োজন হলে মানুষ পুলিশের কাছে যাচ্ছে। বঙ্গবন্ধু বলেছিলেন, ‌পুলিশ জনগণের পুলিশ হবে। আজকে কিন্তু আমাদের পুলিশ জনগণের হয়েছে।  বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মহামারির সময়ে মায়ের মরদেহ সন্তান ফেলে রেখে গেছে। পরে পুলিশই তাদের শেষ কার্যটি করেছে। কাজেই পুলিশ এমনই একটি আস্থার জায়গায় এসেছে যে, বিপদে-আপদে সবসময় তারা মানুষের পাশে আছে। তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৫০টি থানা ও ৩৪ হাজার জনবল নিয়ে নগরবাসীর নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ পুলিশের মোট জনবল দুই লাখ ১০ হাজারের বেশি। প্রতিটি পুলিশ সদস্য ৮২৫ জন মানুষকে নিরাপত্তা দিচ্ছেন। প্রখর রোদ কিংবা ভারী বৃষ্টির সময়েও দায়িত্ব পালন করে সড়কে যান চলাচল সচল রাখেন ট্র্যাফিক সার্জেন্টরা। কাজের ফাঁকে তাদের বিশ্রাম নেওয়ার জন্য তেমন উপযুক্ত স্থান নেই বললেই চলে। স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাফিক সার্জেন্টদের বিশ্রামের ব্যবস্থা করার জন্য ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ট্র্যাফিক সার্জেন্টরা ভয়ানক অসুবিধায় থাকে। তাদের জন্য যদি বিশ্রামের সুযোগ করে দেওয়া হয় তাহলে ডিএমপি আরও এগিয়ে যাবে।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৯

আগে পুলিশ দেখলে ভয় পেতাম : স্বরাষ্ট্রমন্ত্রী
আগে পুলিশ দেখলে ভয় পেতেন, তবে এখন তাদের বন্ধু মনে হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।   বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে বাংলাদেশ পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরীর স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে চকলেট উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এ উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের অন্য কমকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু হয়েছে। এই স্বপ্ন আমরা পূরণ করতে পেরেছি। যেকোনো বিপদে পুলিশ জনগণের পাশে এসে দাঁড়ায়। বঙ্গবন্ধু যে পুলিশের স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়ন হয়েছে।’ তিনি বলেন, ‘পুলিশ যে জনগণের পাশে আছে, জনগণের কথা ভাবে, তা এই চকলেট উৎসবের মাধ্যমেই প্রমাণ হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের নিয়ে এ চকলেট উৎসবের আয়োজন করেছে। এটি অনেক চমৎকার বিষয়।’ এ উৎসব ঢাকার মানুষের জন্য পুলিশের ভালোবাসার স্বাক্ষর জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বর্তমানে পুলিশ জনগণের সেবায় নিয়োজিত। তারা পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে। করোনার সময়ও পুলিশ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। পুলিশের প্রতি মানুষের আস্থা বেড়েছে। মানুষ এখন তাদের বন্ধু মনে করে।’ কোমলমতি শিশুদের উদ্দেশে এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও একদিন তোমাদের মতোই ছিলাম। এখানে এলেই আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। তেজগাঁওয়ের এই সরকারি বিজ্ঞান কলেজ মাঠে আমি কত খেলেছি। বাঁদরামি করেছি।’
৩১ জানুয়ারি ২০২৪, ২০:০৫

‘নায়িকাদের বয়স বাড়লে একটু ভয় লাগে’
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বরাবরই ব্যক্তিগত বিষয় নিয়ে স্পষ্টভাষী তিনি। এবার নিজের বয়স নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বাংলাদেশে এসেছেন স্বস্তিকা।   বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে ছিল স্বস্তিকা অভিনীত নতুন সিনেমা ‘বিজয়ার পরে’র প্রদর্শনী। এদিন সেখানে উপস্থিত ছিলেন স্বস্তিকা।  এসময় সাংবাদিকদের সঙ্গে নিজের নানান বিষয় নিয়ে কথা বলেন স্বস্তিকা। সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, নায়িকাদের বয়স বাড়লে একটু ভয় লাগে।     স্বস্তিকা বলেন, বর্তমানে আমার বয়স ৪৩ বছর। এমনিতেই বয়স বাড়লে একটু ভয় লাগে। মন খারাপ লাগে এই ভেবে যে, মনে হয় মানুষের ভালোবাসা বুঝি এই একটু কমে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এসে সেই ধারণাটা আমার মন থেকে মুছে গেছে। ঢাকার দর্শকদের প্রতি ভালোবাসা জানিয়ে অভিনেত্রী আরও বলেন, সারা বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আপনারা যে ভালোবাসা দেন, এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। ঢাকায় এসে যেখানেই যাচ্ছি, এতো ভালোবাসা পাচ্ছি, এতো উন্মাদনা দেখছি।  তিনি জানান, ফেসবুকে ঢাকার দর্শকদের অনেকেই বলেছিলেন, ‘বিজয়ার পরে’ সিনেমাটি প্রদর্শনীর সময় যেন বাংলাদেশি শাড়ি পরে আসি। দেখুন, আমি বাংলাদেশের শাড়ি পরেই আসলাম। আপনাদের সবাইকে অনেক ভালোবাসা।  আত্মযন্ত্রণায় কাতর এক প্রবীণ দম্পতির গল্পে নির্মিত হয়েছে ‘বিজয়ার পরে’। মূলত এই চলচ্চিত্র উৎসবে অংশ নিতেই চারদিন আগে ঢাকায় এসেছেন স্বস্তিকা। প্রসঙ্গত, স্বস্তিকা ছাড়াও ‘বিজয়ার পরে’ সিনেমায় আরও অভিনয় করেছেন— মমতা শঙ্কর, দীপঙ্কর দে, মীর আফসার আলী, মিশকা হালিম, বিদীপ্তা চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকেই।   
২৫ জানুয়ারি ২০২৪, ১৫:২৫

এআইকে ভয় পান না সানি লিওন, আনছেন নিজের ‘এআই অ্যাভাটার’
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি যেন তারকাদের কাছে হুমকিস্বরূপ। সুযোগ পেলেই এই প্রযুক্তি ব্যবহার করে শোবিজের অনেক তারকাকে নিয়েই তৈরি করা হচ্ছে ‘ডিপফেক’ ভিডিও। তবে এআইকে ভয় পান না বলিউড অভিনেত্রী সানি  লিওন। শুধু তাই নয় নিজেই নিজের ‘এআই অ্যাভাটার’ সবার সামনে আনতে যাচ্ছেন ভারতীয় অভিনেত্রী।  চারদিকে এখন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ঘিরে গেল রব উঠেছে। কেউ বলছেন চাকরি গেল, কেউ বলছেন শিল্প আর সৃজনশীল মন গেল। বিশেষ করে বিনোদনজগতের অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। হলিউডে রীতিমতো আন্দোলন হয়েছে এআইভিত্তিক অভিনেতা বা কণ্ঠশিল্পীদের ব্যবহার করার বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে পুরো বিশ্বেই এআই মডেল, সংবাদ পরিবেশক বা পারফরমারদের কদর বাড়ছে। কিন্তু সবার মতো এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নেতিবাচক ধারণা রাখতে নারাজ ভারতীয় অভিনেত্রী সানি লিওনি। সানি বলেন, এখনই সময় এই আধুনিক প্রযুক্তি কাজে লাগানোর। আর এ ক্ষেত্রে প্রথম ধাপ হিসেবে তিনি নিজের আদলে এ আই অ্যাভাটার তৈরি করেছেন যাকে যোগ্য পারিশ্রমিক দিয়েই কাজ দিতে হবে। তিনি বলেন, একই সঙ্গে বিভিন্ন কাজ অর্থাৎ মাল্টিটাস্কিং করা সহজ হবে এতে।আর এভাবে তিনি বেছে নিতে পারবেন যে কোন কাজটি এআইয়ের কম্মো নয়, আর সেটিকে গুরুত্ব দিয়ে করতে পারবেন।  বর্তমানে বহুল প্রতীক্ষিত কেনেডি মুভির মুক্তির অপেক্ষায় আছেন সানি। এই মুভিটি বিভিন্ন উৎসবে প্রশংসা পেয়েছে। এ ছাড়া একটি তামিল মুভিও আসছে এই অভিনেত্রীর।
২১ জানুয়ারি ২০২৪, ২৩:১৭

বিএনপি নির্বাচন মোকাবিলায় ভয় পায় : খায়রুজ্জামান লিটন
বিএনপি নির্বাচন মোকাবিলায় ভয় পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে নির্বাচনী সভায় এ মন্তব্য করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, আমরা নৌকার জন্য ভোট চাইতে এসেছি। আমরা গর্ব করেই ভোট চাইতে এসেছি। আওয়ামী লীগ সরকার কৃষকের ন্যায্য মূল্যে সার দিয়েছে, বিদ্যুৎ দিয়েছে। এখন দেশে কোন সারের সংকট নেই, পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ২২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমাদের আছে। অপরদিকে বিএনপির আমলে সারের জন্য কৃষকদের গুলি খেতে হয়েছে, বিদ্যুতের দাবিতে আন্দোলন করতে হয়েছে। রাসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করেছেন।  তার প্রমাণ পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু ট্যানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ফোরলেন, সিক্সলেন সড়কসহ দেশের ব্যাপক উন্নয়ন। নৌকা মানেই উন্নয়ন, নৌকা মানেই মানুষের ভ্যাগের পরিবর্তন। স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে মানুষ দলে দলে দিয়ে নৌকা মার্কায় ভোট দেবে। তিনি বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়েছেন। ইশতেহারের এক নম্বরে আছে দ্রব্যের দাম কমানো। যারা সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেয়, সেই সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া হবে। ইশতেহারের ২ নম্বরে আছে কর্মসংস্থান। আগামী ৫ বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করবে সরকার। এই এক কোটির মধ্যে নিশ্চয় শিবগঞ্জের অনেকের কর্মসংস্থান হবে। তিনি আরও বলেন,  বিএনপি কখনো মানুষের কল্যাণ করেনি। লন্ডনে বসে আমোদ-প্রমোদ করা যায়, বাংলার জনগণকে হুকুম করা যায় না। যেটি লন্ডনে বসে করছে তারেক জিয়া। তারেক জিয়ার কথায় বাংলার জনগণ আন্দোলনে নামেনি, নামবেও না। নির্বাচনী সভায় বক্তব্য দেন বাংলাদেশে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল। শিবগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির  আহ্বায়ক ও মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররম এর সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি  হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য জিল্লার রহমান, শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদ শিকদার, ১নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুস সোবহান মধু।
০২ জানুয়ারি ২০২৪, ২৩:৩৮

জনগণ বিএনপির লিফলেট পড়তেও ভয় পায় : রিজভী
সরকারের নিপীড়ন-নির্যাতনের কারণে জনগণ বিএনপির লিফলেট পড়তেও ভয় পায় বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, সরকারের ভয়ে জনগণ কথা বলতে পারে না, ফিসফিস করে চোখের ইশারায় কথা বলে। আমরা যখন লিফলেট বিতরণ করতে যাই, অনেকেই আমাদের সঙ্গে হাত মেলান। তাদের চোখের ভাষায় বোঝা যায় আমাদের কর্মসূচিতে তাদের সম্মতি আছে। কিন্তু তারা আতঙ্কে আছেন। এমনও হয়েছে যে, একজন আমাদের লিফলেট হাতে নিয়ে বলেছেন- এটা প্রকাশ্যে পড়া যাবে না, বাসায় নিয়ে পড়ব। তিনি বলেন, সরকারের দুঃশাসন এতটাই তীব্র হয়েছে যে, মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। যারাই সত্য কথা বলবে তাদের নামে মামলা ও নির্যাতন করা হচ্ছে। তাদের এসব কর্মকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও ছাড়িয়ে গেছে। নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে রিজভী বলেন, আমাদের লিফলেট প্রতিটি ঘরে ঘরে নিয়ে যাবেন। শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবার হাতে হাতে পৌঁছানোর ব্যবস্থা করবেন। এটা শুধু শহরে বা নগরে দিলেই হবে না, এটা থানা, ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে প্রতিটি ঘরে ঘরে নিয়ে যেতে হবে। জনগণের ভাষা এই লিফলেটের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। এসময় রিজভী দাবি করেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ১০৫ জনের বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এসময়ে মামলা হয়েছে ৪টি, এসব মামলায় আসামি ৩২৫ জনের বেশি। এ ছাড়া বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন ২০ জন।
০২ জানুয়ারি ২০২৪, ২০:১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়