• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।  মঙ্গলবার (১২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।  অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার।   এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম, খাদ্য গোদাম কর্মকর্তাসহ ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অভিযানে আখাউড়া পৌরসভার বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যে মেয়াদ ও দোকানে পণ্যের মূল্য তালিকা থাকার ব্যাপারে প্রাথমিকভাবে সকল ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়। অভিযান চলাকালীন সময়ে সতর্ক করে দেওয়ার পরেও অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করার অপরাধে একজন তরমুজ ব্যবসায়ীকে আটক করা হয়। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার বলেন, জনস্বার্থে পবিত্র রমজান মাসজুড়েই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 
১২ মার্চ ২০২৪, ১৫:২৭

লাইসেন্স ছাড়াই চলছে ডায়াগনস্টিক সেন্টার, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
লাইসেন্সবিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালনা করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় দি ডাচ বাংলা ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া দুইটার দিকে জেলা শহরের পুরাতন জেল রোডে ওই ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম। এসময় তার সাথে ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এহসানুল হক শিপন, স্বাস্থ্য বিভাগের পক্ষে ডা. সম্বিতা চক্রবর্তী ও ডা. আরিফুল ইসলাম এবং স্যানিটারি ইন্সপেক্টর ছফিউর রহমান প্রমুখ।  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম জানান, দি ডাচ বাংলা ডায়াগনস্টিক সেন্টার নামে প্রতিষ্ঠানটিতে লাইসেন্সসহ বৈধতার কোনো কাগজপত্র ছিল না। এছাড়াও ডায়াগনস্টিক সেন্টারটি অনেক অপরিচ্ছন্ন ছিল। তাই ভোক্তা অধিকার আইন এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর ৮ ধারা প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হলে ম্যানেজার তা প্রদান করেন।
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৬

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার সেবারহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলামের পুলিশ সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো নুর ফার্মেসি ১৫ হাজার টাকা, বনফুল সুইসের ১০ হাজার টাকা, অজি উলা মিষ্টি বিতান ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পঁচাবাসী মিষ্টি রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এ জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৩

ভ্রাম্যমাণ আদালত দেখে পালিয়ে গেলেন চিকিৎসক দম্পতি
চাঁদপুরের হাজীগঞ্জে ৫ বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারসহ একটি ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এদিকে হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে চেম্বার ও রোগী রেখে পালিয়েছে চিকিৎসক দম্পতি। বুধবার (২৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাজীগঞ্জ বাজার এলাকায় ৪ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পৃথকভাবে নগদ মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় এবং একটি ডেন্টাল কেয়ার সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক দীর্ঘক্ষণ বসে থেকে চেম্বারটি সিলগালার নির্দেশনা দেন।  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক জানান, নিবন্ধন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, মেডিসিন কিটের নিম্নমান, প্রয়োজনীয় সংখ্যক সেবিকা (নার্স) না থাকা, মেডিসিনের বর্জ্য ব্যবস্থাপনা সঠিক না থাকা, রেজিস্ট্রার ও সেবার মূল্য মান সঠিকভাবে না থাকাসহ বিভিন্ন কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ৪টি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে।  জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হল, হাজীগঞ্জ বাজারস্থ পপুলার ল্যাব এন্ড জেনারেল হাসপাতালে ৫০ হাজার, ভিআইপি হসপিটালে ৪০ হাজার, আল রাজি ডায়াগনস্টিক সেন্টারে ৫০ হাজার, নিশাত হাসাপাতালে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।  অপর দিকে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ডেন্টাল কেয়ার নামক একটি দন্ত চিকিৎসা প্রতিষ্ঠানে রোগী ও স্বজন, মেডিকেল প্রমোশন অফিসারদের বসিয়ে রেখে চেম্বার থেকে পালিয়ে যান চিকিৎসক দম্পতি। তারা হলেন ডা. মো. বিল্লাল হোসেন ও ডা. পেয়ারা বিল্লাল। তারা চিকিৎসক না হয়েও নামের আগে ডাক্তার ব্যবহার এবং প্যাড ব্যবহার করে দীর্ঘদিন দাঁতের চিকিৎসা দিয়ে আসছেন। পরে পদধারী ডা. মো. বিল্লাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি অসংলগ্ন কথা বলেন এবং চেম্বারে আসছেন বলে আসেন নি। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক দীর্ঘক্ষণ বসে থেকে চেম্বারটি সিলগালার নির্দেশনা দেন। এদিকে ডেন্টাল কেয়ারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে হাজীগঞ্জ বাজারের অন্যান্য দন্ত চিকিৎসার প্রতিষ্ঠানগুলোর সাটারে তালা দিয়ে পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম, জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) ডা. মো. আবু সাঈদ মোস্তফা, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. শামছুল ইসলাম রমিজ, মো. জসিম উদ্দিন ও হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই) মো. আসাদুল কবিরসহ সঙ্গীয় ফোর্স ও অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৪ জানুয়ারি ২০২৪, ২৩:১৩

রামগড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কাঠ জব্দ
খাগড়াছড়ি জেলার রামগড়ে ৪টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাজার ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার দাতারামপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন। এ সময় আরও উপস্থিত ছিলেন, রামগড় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রোকনুজ্জামান এবং রামগড় থানা পুলিশ ও রামগড় ফায়ার সার্ভিসের প্রতিনিধিসহ রেঞ্জের সদস্যরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৬ নং ধারা অনুযায়ী ইট ভাটায় জ্বালানি কাঠ ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু এই ধারা মোবাইল কোর্ট আইনের তফসিলভুক্ত নয়। তাই তিনি নিয়মিত মামলা করার জন্য বন বিভাগকে নির্দেশ প্রদান করেন।
২৪ জানুয়ারি ২০২৪, ২১:৪৫

জাল ভোট দেওয়ায় নারীকে ৫ হাজার টাকা জরিমানা
মুন্সীগঞ্জে জাল ভোট দেওয়ার সময় হেলেনা আক্তার (৩০) নামের এক নারীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।  রোববার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জ-১ আসনের সিরাজদিখান উপজেলার মালখানগর হাইস্কুল থেকে জাল ভোট দেওয়ার সময় তাকে আটক করা হয়। পরে বিশেষ বিবেচনায় আটককৃত নারীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়। জাল ভোটে অভিযুক্ত হেলেনা আক্তার উপজেলার কাজীরবাগ গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি কমিশনার উম্মে হাবিবা ফারজানা বলেন, আদরি আক্তার নামের এক নারীর জাল ভোট দিতে এসে আটক হন হেলেনা আক্তার। পরে বিশেষ বিবেচনায় তার থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‍্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিটি কেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য। এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে। এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি। এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।
০৭ জানুয়ারি ২০২৪, ১৫:১৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়