• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
ভোলায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
ভোলার দৌলতখানে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ছাত্রের নাম আসিফ। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের মধ্যে গুরুতর দুজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার চর খলিফা ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসিফ চর খলিফা ইউনিয়নের দিদারউল্যাহ গ্রামের বাবুল মিয়ার ছেলে।  তিনি বাংলা বাজার কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার পর উপজেলার কদমতলা এলাকায় এক তরুণীকে ইভটিজিং করা নিয়ে তার ভাই (তরুণীর ভাই) কবির ও আহাদের সঙ্গে নিহত আসিফের বন্ধু রাসেল ও আমজাদের মধ্যে মারামারি হয়। খবর পেয়ে রাসেলের পরিবারের লোকজনের সঙ্গে আসিফও ঘটনাস্থলে আসে। দ্বিতীয় দফায় সংঘর্ষের এক পর্যায়ে কবির ও তার সহযোগীরা আসিফকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ছাড়াও কবির গ্রুপের হামলায় রাসেল, আমজাদ, দুলাল, বাবু ও মিরাজসহ ৬ জন আহত হয়। পুলিশ আরও জানায়, স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতখান হাসপাতাল ভর্তি করায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক তাদের ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাইমুল হাসনাত বলেন, হাসপাতালে আনার আগেই আসিফের মৃত্যু হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় রাসেল ও দুলালকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।   ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার। তিনি জানান, ঘটনার পর পরই অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
১২ মার্চ ২০২৪, ১৫:৩৪

ভোলায় মাইক্রোবাসের চাপায় শিশু নিহত
ভোলায় স্কুলের মাইক্রোবাসের চাপায় আবু তালেব (৫) নামে এক শিশু মারা গেছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভেলুমিয়া চন্দ্রপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে। আবু তালেব চন্দ্রপ্রসাদ গ্রামের মো. সিদ্দিক মৃধার ছেলে। সে ভেলুমিয়া মডেল স্কুলের প্লে-শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়রা জানান, আজ বেলা সোয়া ১১টায় স্কুল ছুটির পর অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে আবু তালেবও স্কুলের মাইক্রোবাসে উঠে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে মাইক্রোবাসটি আসলে আবুল তালেব নামছিল। সে নামার সঙ্গে সঙ্গে মাইক্রোবাসটি চালু করে যেতে চাইলে গাড়ির চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মাইক্রোবাস চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইনজামুল হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাইক্রোচালক মো. হানিফকে আটক করা হয়েছে।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৩

ভোলায় আইনশৃঙ্খলা কার্যক্রম পরিদর্শন করলেন কোস্টগার্ড মহাপরিচালক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের কার্যক্রম পরিদর্শন করলেন কোস্টগার্ড মহাপরিচালক এডমিরাল আশরাফুল হক চৌধুরী। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ড নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহায়তা দেওয়ার নিমিত্তে মোবাইল টিম/স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ৪৩টি ইউনিয়নের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বে নিয়োজিত রয়েছে। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের আওতাধীন নির্বাচনী এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ডের প্রস্তুতি ও কার্যক্রম পরিদর্শন করেন মহাপরিচালক বাংলাদেশ কোস্টগার্ড রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। পরবর্তী সময়ে তিনি কোস্টগার্ড কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ বিষয়ে মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্টগার্ড তাদের দায়িত্ব পালনে তৎপর রয়েছে।
০৪ জানুয়ারি ২০২৪, ১৮:৩১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়