• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
ভোমরা এক্সপোর্ট ইমপোর্ট অ্যাসোসিয়েশনের ২১ সদস্যের কমিটি গঠন
ভোমরা স্থলবন্দর এক্সপোর্ট ইমপোর্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় বিগত কমিটি বিলুপ্ত করে রামকৃষ্ণ চক্রবর্তীকে সভাপতি ও ওহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।   বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। ভোমরা স্থলবন্দরের এক্সপোর্ট ইমপোর্ট অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে শনিবার (২ মার্চ) বিকাল তিনটায় সহ-সভাপতি অহিদুল ইসলামের সভাপতিতে সাধারণ সভা শুরু হয়। পত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর ও সাধারণ সম্পাদক আবু হাসান এর সম্মতিতে বিগত কমিটি বিলুপ্ত করে দ্বিতীয়াধে পুনরায় সভা শুরু হয়। দ্বীতীয়াধের সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সাধারণ সম্পাদক আবু হাসান। উক্ত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়ার সহ-সভাপতি পদে আসাদুর রহমান,সহ সভাপতি রিয়াজুল হক,ও আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারণ পদে সুকুমার দাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক পদে মো. মোশাররফ হোসেন, বাণিজ্য বিষয়ক সম্পাদক পদে কিনু বিশ্বাস, অর্থ সম্পাদক পদে আসাদুল ইসলাম,দপ্তর সম্পাদক পদে মো. খোরশেদ আলম, কাস্টমস বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ জাকির হোসেন (মন্টু),বন্দর ও বর্ডার বিষয়ক সম্পাদক মো. আশরাফুর রহমান (খোকন মাস্টার), ক্রীড়া সম্পাদক পদে পঙ্কজ দত্ত, প্রচার সম্পাদক পদে মো. আনারুল ইসলাম (আনার), সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য পদে আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সবুর, মো. আবু হাসান, মোস্তাফিজুর রহমান নাসিম, মো. মিজানুর রহমান, মো. আক্তার হোসেন (পানি ডাক্তার) নির্বাচিত হয়েছেন। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ভোমরা স্থলবন্দর আধুনিকায়ন ও ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টি করার আশ্বাস ব্যক্ত করেন।
০২ মার্চ ২০২৪, ১৯:৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়