• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
‘মানুষ ভোটকেন্দ্রে গিয়ে প্রমাণ দিয়েছেন তারা উন্নয়ন ও শান্তির পক্ষে’
‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে, আর বিএনপির শত বাধা সত্ত্বেও বিপুল পরিমাণ মানুষ ভোটকেন্দ্রে গিয়েছেন, এর মাধ্যমেই জনগণ প্রমাণ দিয়েছেন তারা উন্নয়ন ও শান্তির পক্ষে। তৃতীয়বারের মতো নির্বাচনে জিতে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।  সোমবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া জানাতে প্রেস বিফ্রিংকালে হানিফ এসব কথা বলেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  কুষ্টিয়া-২ এ ১৪ দলীয় জোটের প্রার্থী হাসানুল হক ইনু হারার কারণে জোটে কোনো প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, জনতার রায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাদের রায় মেনে নেওয়া উচিত। এখানে ভোটাররা সিদ্ধান্ত দিয়েছে, অসন্তুষ্ট হওয়াটা যৌক্তিক হবে না। আর এতে জোটে কোনো প্রভাব পড়বে না। জোট আছে, থাকবে। এই ঐক্য অটুট থাকবে।  হানিফ বলেন, বিএনপি এখন সন্ত্রাসী দল। তারা সন্ত্রাসী ও জঙ্গীবাদ কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। নতুন সরকারের প্রথম কাজ হবে সন্ত্রাস ও জঙ্গীবাদ কর্মকাণ্ডকে কঠোরভাবে দমন করা।  নির্বাচন নিয়ে দেশে-বিদেশে অনেক বিভ্রান্ত ছড়িয়ে ছিল বিএনপি, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেন, সেটাই করেন। সুষ্ঠু নির্বাচন করতে সরকার সর্বাত্তক সহযোগিতা করেছে।  হানিফ বলেন এই নির্বাচনের পর এদেশে নির্বাচন নিয়ে আর কোনো নীতিবাচক কথা বলার সুযোগ থাকবে না।
০৮ জানুয়ারি ২০২৪, ১৩:১৪

শ্রীপুরের ভোটকেন্দ্রে অশীতিপর জুবেদা খাতুন
বয়স আমার ৯৫ বছর। জীবনে এ পর্যন্ত কতবার ভোট দিয়েছি সঠিক গণনা করে বলতে পারব না। জাতীয় সংসদের নির্বাচন পাঁচ বছর পর পর হয়। এই নির্বাচনে ভোট দিতে না গেলে নিজের যেন কি হারিয়ে ফেলেছি এরকম মনে হয়। তাই এবারও নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছি।  গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ২নং আনসার টেপির বাড়ি উচ্চ বিদ্যালয় নারী ভোট কেন্দ্রে ভোট দিতে আসা জুবেদা খাতুন এসব কথা বলেন। তার স্বামী টেপির বাড়ি গ্রামের মরহুম আব্দুল হাই মৃধা। জুবেদা খাতুন  বলেন, বয়সের ভারে নুব্জ্য হয়ে একা হাঁটতে পারিনা। শরীরে নানা রোগ বাসা বেঁধেছে। অন্যের  সহায়তায় ভোটকেন্দ্রে এসে ভোট দিয়েছি অনেক ভালো লেগেছে। ভোটকেন্দ্রে যাতায়াতের পথে শতশত মহিলা পুরুষদেরকে দেখতে পেয়েছি তারা ভোট দিয়ে ফিরে যাচ্ছে। বিভিন্ন শ্রেণি পেশার ভোটাররা নিজেদের মধ্যে উৎসাহ আনন্দ নিয়ে ভোটের দিনটাকে উদযাপন করেছেন। ২নং আনসার টেপির বাড়ি উচ্চ বিদ্যালয় পুরুষ ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মনিরুল হাসান বলেন, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটাররা লাইনের দাঁড়িয়ে ভোট প্রদান করেছেন। ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হন।  তিনি জানান, এবারই প্রথম কোন অ্যাপস এর মাধ্যমে ভোট প্রদানের আপডেট গ্রহণ করা হয়েছে। তথ্যপ্রযুক্তির এই যুগে স্মার্ট বাংলাদেশ গড়ার একটি অন্যতম পদ্ধতি ছিল অনলাইনের মাধ্যমে নির্বাচন কমিশনকে তাৎক্ষণিক ভোটের তথ্য জানানো।  তেলিহাটি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোটার ও শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সোহরাব হোসেন বলেন, একটি অংশের কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা ও নানা প্রতিকূলতার মধ্য দিয়েও ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। জাতীয় সংসদ নির্বাচনের ভোটে অংশগ্রহণ করা প্রত্যেকটি ভোটারের একটি দায়িত্ব আর সে দায়িত্ব থেকেই ভোটাররা দায়িত্ব সচেতনতার পরিচয় দিতে গিয়ে ভোট প্রয়োগ করেছেন। শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিঙ্গার দীঘি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোটার শিক্ষক হুমায়ুন কবির বলেন, জাতীয় সংসদের এই নির্বাচনটি একটি ভোটের নির্বাচন। এই নির্বাচনকে মানুষ উৎসব হিসেবে নিয়েছেন। তৃণমূলের জনপ্রতিনিধি নির্বাচনে যে ভোটের উপস্থিতি থাকে এই নির্বাচনেও এর বিচ্যুতি হয়নি। 
০৭ জানুয়ারি ২০২৪, ১৯:২৪

খুঁড়িয়ে ৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভোটকেন্দ্রে কিসকু
রাজশাহীতে বাঁশের লাঠিতে ভর দিয়ে ভোট দেওয়ার জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে ৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসেন ভোট কেন্দ্রে। তবে ভোটকেন্দ্রে এসে জানতে পারেন স্থানীয় ভোটার তালিকায় নাম নেই তার। ভোট দেওয়ার অদম্য ইচ্ছা শক্তি নিয়ে আসা ওই ব্যক্তি হলেন শারীরিক প্রতিবন্ধী শ্রী সিমিয়ন কিসকু। তার এক পা নেই।  রোববার (৭ জানুয়ারি) রাজশাহী-১ আসনে মুন্ডুমালা উচ্চবালিকা বিদ্যালয় কেন্দ্রে আসেন তিনি। কেন্দ্রে আসার পর ভোটারদের সহযোগী হিসেবে যারা পোলিং এজেন্ট হিসেবে কাজ করছেন, তারা তার এনআইডি নাম্বার নিয়ে অনলাইনে তার ভোটকেন্দ্রটির নাম বের করে দেন।   এর আগে তিনি রাজশাহী-১ আসনে মুন্ডুমালা উচ্চবালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছিলেন। তবে এ বছর মুন্ডুমালা পৌরসভার ৭নং ওয়ার্ডের ভোটার তালিকায় নাম না থাকায় ভোট দিতে পারেননি।   এতে কষ্ট পেলেও ভোট দেওয়ার ইচ্ছা শক্তি নষ্ট হয়নি তার। তিনি জানতে পারেন পাশে বাধাইর ইউনিয়নের ভোটার তালিকায় তার নাম স্থানান্তরিত হয়েছে। তাই আবারও ৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভোট দিতে যান তিনি।   সিমিয়ন কিসকু বলেন, ভোট আমি দেবই। তবে নতুন ভোটার তালিকা যেখানে আছে, সেখানে গিয়ে ভোট দিতে হবে।   মুন্ডুমালা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর নাহিদ হাসান বলেন, সিমিয়ন কিসকুর বাবার নাম শ্রী সরল কিসকু ও মা শ্রী হুপনি হাঁসদা। তিনি ও তার পরিবার এ ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তবে সম্প্রতি তারা বাধাইর ইউনিয়নে চলে যাওয়ায় তাদের ভোটার তালিকা পরিবর্তন হয়েছে। এ কারণে তারা এ কেন্দ্রে ভোট দিতে পারেনি। এদিকে ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিকেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য। এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে। এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি। এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৫৭

ছেলেকে সঙ্গে নিয়ে হুইলচেয়ারে ভোটকেন্দ্রে প্রতিবন্ধী আব্দুল
সাড়ে ৩শ’ টাকা গাড়ি ভাড়া দিয়ে মেয়ের বাড়ি থেকে ঝিনাইদহ সদরে ভোট দিতে এসেছেন বয়স্ক শারীরিক প্রতিবন্ধী আব্দুল ওয়াদুদ বিশ্বাস। রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টায় বাড়ি থেকে ছেলেকে সঙ্গে নিয়ে হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে এসেছেন তিনি। এরপর আনসার বাহিনীর সহযোগিতায় ভোটকক্ষে গিয়ে ভোট দেন আব্দুল ওয়াদুদ। ভোটপ্রদান শেষে আনসারদের সহযোগিতায় তাকে পৌঁছে দেওয়া হয় তার ছেলের কাছে। সকাল ৮টা থেকে ঝিনাইদহের ৪টি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। জেলার ৪টি সংসদীয় আসনের ৬ উপজেলার ৫৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে তীব্র শীত উপেক্ষা করে ভোট দিতে আসছেন নানা বয়সী নারী-পুরষ। নিরাপত্তার চাদরে মোড়ানো ৪টি আসনের প্রতিটি কেন্দ্রেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। কালিকাপুর ভোটকেন্দ্রে ভোট দিতে আসা আব্দুল ওয়াদুদ বিশ্বাস বলেন, দেশপ্রেমের কারণেই ভোট দিতে এসেছি। গতকাল মেয়ের বাড়ি থেকে সাড়ে তিন শ’ টাকা খরচ করে বাড়িতে আসছি ভোট দিতে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে অনেক শান্তি পেয়েছি। আমার ভোটে দেশের অনেক কিছু হবে এজন্য কষ্ট করে ভোট দিতে আসছি। ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন বলেন, প্রতিবন্ধী ভোটার আব্দুল ওয়াদুদ বিশ্বাস উনি আসার পর বাইরে দাঁড়িয়ে ছিল। এরপর আমি দেখার পর আনসার বাহিনীকে তাকে সাহায্য করতে বলি। তারপর তাদের সহযোগিতায় তিনি ভোট দিয়েছেন। ভোট দেওয়া শেষ হলে আবারও আনসার বাহিনী তাকে সহযোগিতা করে রাস্তায় পৌঁছে দিয়েছেন। তিনি ভোট দিতে পেরে খুবই খুশি এবং আশ্বস্ত। সকাল ৮টা থেকে ভোটগ্রহণের শুরু হয়েছে। চলবে ৪টা পর্যন্ত। সকাল ১০টা পর্যন্ত ৩শ' অধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ঝিনাইদহ-১ (ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু) আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৩৩৬টি। এরমধ্যে পুরুষ ভোটর ১ লাখ ৫৩ হাজার ৫৭৭টি, মহিলা ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৫৯টি। এই আসনে নতুন ভোটর ২৯ হাজার ৯৯৮টি। ঝিনাইদহ সদর উপজেলার কালিকাপুর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেটি ঝুকিঁপূর্ণ বলা হয়েছে। ওই আসনে মোট ভোটার সংখ্যা ২২৯৫ জন। যার মধ্যে মহিলা ভোটার ১১৭৬ জন, পুরুষ ভোটার ১১১৯ জন। এদিকে নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ১৯ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের ১৫ প্লাটুন, বিজিবি ৯ প্লাটুন, আনসার ব্যাটালিয়ন ৭ হাজার ২০ জন, পুলিশ ১ হাজার ৬০৪ জন মোতায়েন করাসহ ও র‍্যাবের ৮টি ভ্রাম্যমাণ টিম দায়িত্বে রয়েছে।  এ ছাড়া ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স কাজ করে করবেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। এবারের নির্বাচনে ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৬ জন প্রার্থী। নির্বাচনে ৫৮৫টি ভোটকেন্দ্রে ১৫ লাখ ১ হাজার ৪৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৫৪ হাজার ৬৭০ জন, নারী ভোটার ৭ লাখ ৪৬ হাজার ৭৯৮ জন ও হিজড়া ভোটার রয়েছে ১২ জন। ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিকেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য। এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে। এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি। এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।
০৭ জানুয়ারি ২০২৪, ১৪:০৭

লাঠিতে ভর করে ভোটকেন্দ্রে শতবর্ষী পার্বতী 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শতবর্ষী নারী পার্বতী রানী দাস প্রতিবেশী এক নারীর সহযোগিতায় লাঠিতে ভর করে ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছেন। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট দিতে আসেন তিনি। পার্বতী রানী বলেন, ‘নিজের ভোট নিজে দিতে পেরেছি। ভালোভাবে ভোট দিছি। বয়স অনেক হইছে। এই বয়সে লাঠিতে ভর করে ভোট দিতে পেরে অনেক ভালো লাগতাছে।’ ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিকেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য। এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে। এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি। এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।
০৭ জানুয়ারি ২০২৪, ১২:১০

ময়মনসিংহে ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় আটক ৫
ময়মনসিংহের গফরগাঁও ও নান্দাইল উপজেলায় ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সকালে তাদের আটক করে পুলিশ। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ খবরের সত‍্যতা নিশ্চিত করে জানান, ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। তারা হলেন, মো. মতিউর রহমান উজ্জল (৪৫), মো. সোহেল (৪০) এবং আ. কাইয়ুম মজনু (৫০)। এদিকে একই কারণে গফরগাঁও থেকে আরিফুল ইসলাম (২৪) ও সাব্বির আহমেদ (২০) নামে দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ওসি শাহীনুজ্জামান খান। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
০৬ জানুয়ারি ২০২৪, ১৯:২৪

কুমিল্লায় ভোটকেন্দ্রে আগুন, আটক ৩
কুমিল্লা গতকাল রাতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং কুমিল্লা সদর উপজেলার পাচতুবী ইউনিয়নের চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।  শনিবার (৬ জানুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার রাতে কুমিল্লা নগরীর টমসমব্রিজ, গোয়ালপট্টি, ফৌজদারি মোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর মধ্যে কুমিল্লা শহরের রাণীর বাজার বিসিক সড়কে ককটেল বিস্ফোরণ ঘটাতে গিয়ে মোটরসাইকেল ও ককটেল ফেলে পালিয়েছে এক যুবক। এদিকে শনিবার মধ্যরাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচথুবি ইউনিয়নের চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ককটেল বিস্ফোরণ ও কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত কুমিল্লা আদর্শ সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কাউসার, শাকিল প্রকাশ্যে সাক্কু ও সাইমনকে আটক করে পুলিশ। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সাবেক প্রেসিডেন্ট নোমানের নির্দেশনায় তারা শহরজুড়ে ককটেল বিস্ফোরণ এবং ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। ককটেল বিস্ফোরণ ও ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
০৬ জানুয়ারি ২০২৪, ১৭:৫১

বগুড়ার ৯৬৯ ভোটকেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
বগুড়ার সাতটি সংসদীয় আসনের ৯৬৯ কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।  শনিবার (৬ জানুয়ারি) জেলার সবগুলো উপজেলা পরিষদ থেকে ভোটগ্রহণ কর্মকর্তারা মালামাল বুঝে নিয়ে কেন্দ্রের দিকে রওনা দিয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, জেলার ৯৬৯ ভোটকেন্দ্রের মধ্যে দুর্গম এলাকা হিসেবে বিবেচিত ১১৩টি ভোটকেন্দ্রে শনিবারই ব্যালট পেপার পৌঁছে যাবে। বাকি কেন্দ্রগুলোতে রোববার সকালে যাবে ব্যালট। বগুড়ার সাতটি আসনে এবার মোট ভোটার ২৮ লাখ ৩২ হাজার ৫২০ জন। আসনগুলোতে সংসদ সদস্য হতে লড়াই করছেন ৫৮ জন প্রার্থী। এরমধ্যে ১৬টি রাজনৈতিক দলের প্রার্থী ৪০ জন এবং স্বতন্ত্র হিসেবে লড়ছেন ১৮ জন প্রার্থী লড়ছেন।
০৬ জানুয়ারি ২০২৪, ১৬:৩৬

জেলেদের ভোটকেন্দ্রে যেতে উপকূলে মাইকিং 
রাত পোহালেই দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। তাই উপকূলীয় বরগুনার পাথরঘাটায় জেলেদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানে উৎসাহিত করতে মাইকিং করেছে জেলা ট্রলার মালিক সমিতি।  শনিবার (৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। জানা যায়, বরগুনা জেলায় ৪২ হাজার জেলে রয়েছে। এর মধ্যে পাথরঘাটায় রয়েছে প্রায় ২৫ হাজার জেলে। এসব জেলেদের ভোট না দিয়ে সাগরে মাছ শিকারে যেতে মাইকিং করে নিষেধ করা হয়েছে। এ ছাড়াও সাগরে থাকা জেলেদের ঘাটে ফিরে আসতে মালিকের নির্দেশ দেওয়া হয়েছে। মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এই সময়ে যদি জেলেরা নতুন করে মাছ শিকারে সাগরে যায় তাহলে ভোট দিতে পারবেন না। তাই নতুন করে সাগরে যেতে নিষেধ করা হয়েছে। এ ছাড়াও সাগরে থাকা ১০ হাজার জেলে শনিবার সন্ধ্যার মধ্যে ঘাটে ফিরবে। এসব জেলেরা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। পাথরঘাটা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা রোকনুজ্জামান খান জানান, পাথরঘাটায় ১ লাখ ৪১ হাজার ২৪৯ জন ভোটার রয়েছে। ভোটগ্রহণের জন্য পাথরঘাটায় ৫৩টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য এক হাজারের অধিক নৌবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়েছে। এ  ছাড়াও র‌্যাবের কয়েকটি টহল টিম আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে।
০৬ জানুয়ারি ২০২৪, ১৫:২৭

চাঁদপুরের ৭০০ ভোটকেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম 
দ্বাদশ সংসদ নির্বাচনের উপলক্ষে চাঁদপুরের ৭০০ ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। এর মধ্যে দুটি আসনের দুর্গমচরের মোট ২০টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ সরঞ্জাম পাঠানো হচ্ছে।  শনিবার (৬ জানুয়ারি) দুপুরের পর থেকে এসব সরঞ্জাম নির্ধারিত কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের হাতে তুলে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।  জেলার মোট ভোটকেন্দ্রের মধ্যে চাঁদপুর-৩ আসনের দুর্গমচরের ১৮টি ভোটকেন্দ্রে ও চাঁদপুর-২ আসনের দুটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ সরঞ্জাম প্রেরণ করা হয়। বাকি ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হলেও ব্যালট পেপার ভোটগ্রহণের দিন সকালে পৌঁছে দেওয়া হবে।
০৬ জানুয়ারি ২০২৪, ১৪:৩১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়