• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo
জাতীয় নির্বাচন  / ভোটকেন্দ্র ও ভোটার তালিকা যেভাবে জানবেন
আর মাত্রা পাঁচ দিন পরেই (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। তবে, ভোটের দিনে অনেকেই ভোটকেন্দ্র ও ভোটার তালিকা নিয়ে সমস্যায় পড়েন। তাই, ভোটের দিনে নির্বিঘ্নে ভোট দিতে উপায়গুলো জেনে নিন। ভোটার তালিকা দেখার উপায় কী ভোটারদের তালিকা প্রতিটি থানা এবং উপজেলা পর্যায়ে নির্বাচন অফিসে রয়েছে। সেখানে ভোটারদের তালিকা নির্বাচনের আগেই পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে এলাকাভিত্তিক ভোটাররা তাদের তালিকা সম্পর্কে জানতে পারবেন। তবে, সেটা সম্ভব না হলে নির্বাচনের আগেই সাধারণত স্থানীয় প্রার্থীরা ভোটারদের বাড়িতে তাদের তালিকার নম্বর লিখে পাঠিয়ে দেন। এছাড়া ভোটের দিন কেন্দ্রের বাইরে প্রার্থীদের  কাছে ভোটার তালিকার কপি থাকে। তারাও ভোটারদের তালিকা সম্পর্কে জানিয়ে থাকে। ভোটকেন্দ্রের তথ্য জানার উপায় কী ভোটার হিসেবে ভোট কেন্দ্রে সম্পর্কে জানা খুবই জরুনি। সঠিক কেন্দ্রে না গেলে আপনি ভোট দিতে পারবেন না। তাই এ বিষয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সমাধান পাওয়া যাবে। সেখানে প্রতিটি নির্বাচনী আসন ধরে ধরে ভোটকেন্দ্রের তথ্য উল্লেখ করা আছে। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে আপনি কোন আসনের ভোটার এবং ওই আসনের কত নম্বর ওয়ার্ডের ভোটার। এছাড়া ভোটকেন্দ্র সম্পর্কিত সব তথ্য স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ডট বিডি (smartelectionmanagement.BD) নামে একটি অ্যাপ থেকে জানতে পারবেন। অ্যাপল-স্টোর বা প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করা যাবে। ইন্সটল করার পর জন্মতারিখ এবং ভোটার আইডি কার্ডের নম্বর দিলে যাবতীয় তথ্য জানা যাবে। উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।  তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তির সময় ছিল ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের সময় ছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত। ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ২০২৪ সালের সাত জানুয়ারি।
০২ জানুয়ারি ২০২৪, ১৮:৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়