• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
অক্সিজেন নিয়ে ভবনের ভেতরে যাচ্ছেন ফায়ারকর্মীরা, ছাদ থেকে উদ্ধার ৪
রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। আগুন লাগা ভবনের ছাদ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের তীব্রতা কিছুটা কমে এলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভবনের ভেতর থেকে বের হচ্ছে ধোঁয়া। উদ্ধার তৎপরতা চালাতে অক্সিজেন মাস্ক ও অগ্নিনির্বাপণ কস্টিউম পরে ভেতরে প্রবেশ করছেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ভেতরের দিকে আগুন লেগেছে। বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না। তবে দ্বিতীয় তলার জানালার কাঁচ ভাঙার পর ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। এদিকে আগুনের খবরে ঘটনাস্থলে উৎসুক জনতা ও দোকান মালিক-কর্মচারীরা ভিড় করছেন।
১৪ মার্চ ২০২৪, ২১:২৯

প্রাইভেটকারের ভেতরে আটকা পড়লেন চালক, ১ ঘণ্টা পর উদ্ধার
রাজধানীর বিজয় সরণি এলাকায় একটি প্রাইভেটকারের ওপর উল্টে পড়েছে বালুবাহী ট্রাক। এতে দুমড়ে মুছড়ে যায় প্রাইভেটকারটি। এ সময় ভেতরে আটকা পড়েন চালক সোহেল রানা।  মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বিজয় সরণি সিগনালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় সরণির সিগনাল পার হওয়ার সময় একটি প্রাইভেটকারের ওপর বালুবাহী ট্রাক উল্টে পড়ে। এতে প্রাইভেটকারের ভেতরে আটকা পড়েন চালক। ভেতরে তিনি একাই ছিলেন। এরপর গাড়ির দরজা কেটে প্রায় ১ ঘণ্টা পর তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পুলিশ জানিয়েছে, সোহেল রানাকে উদ্ধারের পর নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে গেছে।
১৩ মার্চ ২০২৪, ০৫:০০

থানার ভেতরে ওসিকে রক্তাক্ত করল যুবক!
রাজবাড়ী থানার ভেতরে শফিকুল নামের এক যুবক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধানকে রক্তাক্ত করেছে বলে খবর পাওয়া গেছে।  রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওসির নিজ অফিস কক্ষে এ ঘটনা ঘটায় ওই যুবক। এ সময় তিনজনকে আটক করেছে পুলিশ। আহত ওসি বলেন, রোববার বিকেলের দিকে শফিকুল ইসলাম নামে এক যুবক থানা প্রাঙ্গণে এলোমেলোভাবে ঘোরাফেরা করছিল। ওই সময় থানা পুলিশের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য অফিস কক্ষে নিয়ে আসেন। তখন ওই যুবকের শরীর তল্লাশি করে বৈদ্যুতিক শক দেওয়ার একটি মেশিন উদ্ধার করা হয়। এতে সে ক্ষিপ্ত হয় এবং ওই মেশিন দিয়ে আমার ওপর আক্রমণ চালায়। তখন আমার মুখে জখম হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় তার সহযোগীদের আটক করা হয়েছে। আটককৃত ৩ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৮

বেড়া ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পড়ল পিকআপ, প্রাণ গেল শিক্ষকের
কক্সবাজারের রামুতে পিকআপচাপায় ইমারী রাখাইন (৪৯) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে রামু-মরিচ্যা সড়কের রামু উপজেলার ফতেখাঁরকূল ইউনিয়নের অফিসেরচর এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত ইমারী রাখাইন উহ্লা রাখাইনের স্ত্রী। ইমারী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক। স্থানীয় লোকজন বলেন, ইমারীদের বাড়ি রামু-মরিচ্যা সড়কের পাশে। সকালে বাড়ির আঙিনায় ফুলের বাগান পরিচর্যা করছিলেন ইমারী। এমন সময় রামু উপজেলামুখী দ্রুতগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তার বাড়ির বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে পিকআপের চাপায় ইমারী ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার পরপরই চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমন কান্তি চৌধুরী গণমাধ্যমকে বলেন, শিক্ষকের পরিবার লিখিত অভিযোগ দেননি। তবে গাড়িটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে।
২৮ জানুয়ারি ২০২৪, ১০:১৫

ভোটকেন্দ্রের বাইরে ভিড়, ভেতরে ফাঁকা
ময়মনসিংহ নগরীর ১১৩ নম্বর ভোটকেন্দ্র বিদ্যাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে সড়কে সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষণীয়। তবে কেন্দ্রের ভেতরে ভোটারদের উপস্থিতি ছিল হাতেগোনা।  রোববার (৭ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় সরেজমিনে বিদ্যাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ অবস্থা দৃশ্যমান ছিল। দুপুর ১২টা পর্যন্ত এই কেন্দ্রে ৭৪৯টি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার মনিকা পারভীন। তিনি জানান, নগরীর ১০ নম্বর ওয়ার্ডের এই কেন্দ্রটি নারী ভোটকেন্দ্র। এতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৮৩৩। সকাল থেকে ৯টি বুথে মহল্লাভিত্তিক ভাগ করে শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া হচ্ছে। এতে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। জানা গেছে, ময়মনসিংহ-৪ (সদর) আসনে মোট ভোটার ৬ লাখ ৫২ হাজার ৯০৭ জন। এর মধ্যে সিটি এলাকায় ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৭৩৮ জন এবং সদর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ১৬ হাজার ১৬৯।  এই ভোটের বিপরীতে মোট প্রার্থী ১০ জন। তারা হলেন, নৌকা প্রতীকে মোহিত উর রহমান শান্ত (নৌকা), ট্রাক প্রতীকে আমিনুল হক শামীম (স্বতন্ত্র) দেলোয়ার হোসেন খান দুলু (স্বতন্ত্র-প্রতীক কাঁচি), আবু মো. মুসা সরকার (লাঙ্গল), পরেশ চন্দ্র মোদক (কৃষক শ্রমিক জনতা লীগ-গামছা), সেলিম খান (বাংলাদেশ সুপ্রিম পার্টি-একতারা), হামিদুল ইসলাম (ন্যাশনাল পিপলস পার্টি), দীপক চন্দ্র গুপ্ত (তৃণমূল বিএনপি-সোনালী আঁশ), বিশ্বজিৎ ভাদুড়ি (তরিকত ফেডারেশন- ফুলের মালা), আব্দুল মান্নান (বাংলাদেশ কংগ্রেস) ডাব প্রতীক নিয়ে ভোটে লড়ছেন।  এদিকে ভোটের পরিবেশ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যদের টহল ছিল লক্ষণীয়। ফলে দুপুর ১টা পর্যন্ত ময়মনসিংহ সদর আসনের কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
০৭ জানুয়ারি ২০২৪, ১৪:৫৩

ডাবের ভেতরে পানি কোথা থেকে আসে জানেন কি? 
ডাব শরীরের জন্য খুবই উপকারী। ডাব খেতে ভালবাসেন প্রায় সকলেই৷ কিন্তু, ডাবের পানি খেতে খেতে কি কখনও মনে হয়েছে এতো উঁচু গাছে ডাব তার মধ্যে পানি আসে কী ভাবে বা কোথা থেকে? সকলেই জানেন ডাবের পানিতে পেট ঠান্ডা হয়। একে প্রাকৃতিক স্যালাইন ওয়াটাও বলা হয়। গরমে ডাব শরীরকে স্বস্তি দেয়৷ আরও পড়ুন : বলিউড নিয়ে মীরার বিস্ফোরক মন্তব্য   আসলে ডাবের ভিতর যে পানি আসে তা গাছের এন্ডোস্পার্মের অংশ। নারকেল গাছ তার ফলকে পানি সংরক্ষণের জন্য ব্যবহার করে। নারকেল গাছ শিকড় দিয়ে নিজের ভেতরে পানি টেনে নেয়। এই প্রক্রিয়াকে অভিস্রবণ বলা হয়। এর মাধ্যমে ডাব গাছের প্রতিটি অংশে পানি পৌঁছায়। আরও পড়ুন : স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা   এন্ডোস্পার্ম প্রক্রিয়ার মাধ্যমে এই পানি ডাবের ভেতরে যায়। এই পানির কিছু অংশ থেকে ধীরে ধীরে শাঁস তৈরি হয়। পরে এটি নারকেল হয়ে যায়। তবে পরিপক্ক নারকেল হয়ে গেলেও এতে কিছুটা জল থেকেই যায়।
০২ জানুয়ারি ২০২৪, ১৪:০৩

যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার, ভেসে না ওঠার জন্য ভেতরে ছিল ইট
মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদ থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে উপজেলার বাবলাতলা এলাকায় আড়িয়াল নদের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। আরও পড়ুন : নির্বাচনের পর পশ্চিমা চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার!   পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ ভোরে আড়িয়াল খাঁ নদের পাড়ে লাশটি ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে বস্তা কেটে লাশটি উদ্ধার করে। এ সময় বস্তার ভেতরে সিমেন্ট মিশ্রিত কয়েকটি ইট পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, লাশটি যেন ভেসে উঠতে না পারে তাই হয়তো বস্তার ভেতরে ইটের ব্যবহার করা হয়েছে। আরও পড়ুন : কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপভ্যানের ধাক্কা, নিহত ৩   এদিকে লাশটি দেখতে সকাল থেকে নদের পাড়ে ভিড় জমান উৎসুক জনতা। এ বিষয়ে শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এখন পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।
০২ জানুয়ারি ২০২৪, ১৩:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়