• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
বেঙ্গালুরুর রেকর্ড ভেঙে আইপিএলে হায়দ্রাবাদের ইতিহাস
চলতি আসরের উদ্বোধনী ম্যাচে জয়ের কাছে থেকে খালি হাতে ফিরতে হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদকে। ৪১২ রানের ম্যাচে কলকাতার কাছে ৪ রানে হেরেছিল তারা। তবে সেই হারের ক্ষোভ যেনো উগড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডও গড়েছে কামিন্সের দল। বুধবার (২৭ মার্চ) আগে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে পাহাড় সমান ২৭৮ রানের লক্ষ্য দিয়েছে হায়দ্রাবাদ। এর আগে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ২৬৩ রানের। ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সেই রেকর্ড ১১ বছর টিকেছিল। সেই ম্যাচে ১৭৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। মুম্বাইয়ে বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাট চালাতে থাকেন অজি তারকা ব্যাটার ট্রাভিস হেড। ১৩ বলে ১১ রানকে মায়াঙ্ক আউট হলে হেডকে সঙ্গ দেন অভিষেক শর্মা। দুজনেই ফিফটি তুলে নেন। হেড ৬২ রান এবং শর্মা ২৩ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন। এরপর এইডেন মারক্রামকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে হেইনরিচ ক্লাসেন। ২৩ বলে ফিফটি তুলে নেন এই তারকা ব্যাটার।  শেষ পর্যন্ত মারক্রামের ২৮ বলে ৪২ রান এবং ক্লাসেনের ৩৪ বলে টর্নেডো ইনিংসে ভর করে ২৭৭ রানের ইতিহাস গড়া পুঁজি পায় সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক পান্ডিয়া, জেরাল্ড কোয়েটজি  এবং পিয়ুস চাওলা একটি করে উইকেট নেন।
১৬ ঘণ্টা আগে

জাহাজের ধাক্কায় যানবাহনসহ মাঝ নদীতে ভেঙে পড়ল সেতু
যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে জাহাজের ধাক্কায় মাঝ নদীতে ভেঙে পড়েছে একটি সেতু।  স্থানীয় সময় সোমবার (২৫ মার্চ) রাত দেড়টার দিকে প্যাটাপসকো নদীর ওপর অবস্থিত ‘ফ্রান্সিস স্কট কি’ নামের সেতুটিতে একটি পণ্যবাহী জাহাজের ধাক্কা লাগে। এ সময় সেতুটি দিয়ে পারাপাররত বেশ কয়েকটি যানবাহন পড়ে যায় মাঝ নদীতে। এখন পর্যন্ত হতাহতের সংখ্যা জানা না গেলেও ঘটনাটিকে ‘উন্নয়নশীল গণহত্যা’ বলে অভিহিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।  বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্টের কমিউনিকেশন ডিরেক্টর চিফ কেভিন কার্টরাইটের বরাত দিয়ে বিবিসি ও স্কাই নিউজসহ মার্কিন বিভিন্ন গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া দুর্ঘটনার বেশ কয়েকটি ফুটেজও প্রকাশ পেয়েছে ইতোমধ্যে।  ফুটেজে দেখা যাচ্ছে, ১.৬ মাইল দীর্ঘ ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুটির একটি বড় অংশ স্থানীয় সময় দেড়টায় সংঘর্ষের পর হুড়মুড় করে ভেঙে পড়ে নদীতে। এ সময় সেতু থেকে এক সঙ্গে বেশ কয়েকটি যানবাহনও পড়ে যেতে দেখা যায়। বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্টের কমিউনিকেশন ডিরেক্টর চিফ কেভিন কার্টরাইট বলেছেন, এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য হচ্ছে নিখোঁজ লোকদের উদ্ধার করা।১০টি নৌযান উদ্ধার অভিযান চালাচ্ছে ঘটনাস্থলে।   তিনি বলেন, কতজন মানুষ পানিতে পড়ে গেছে সে সম্পর্কে সঠিক সংখ্যা জানা যায়নি। তবে ডুবে যাওয়াদের উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।  এদিকে ম্যারিল্যান্ড ট্রান্সপোস্ট কর্তৃপক্ষ তাদের এক এক্স পোস্টে জানিয়েছে, ঘটনার পরপরই সেতুটির উভয় দিকের সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। সাময়িক বন্ধ রাখা হয়েছে সেতুর নিচ দিয়ে নৌযান চলাচলও। প্যাটাপসকো নদীর সব ধরনের জাহাজ, স্টিমার ও নৌকাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অন্যপথে। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বাল্টিমোর শহরের মেয়র ব্রেন্ডন এম স্কট। দুর্ঘটনায় নিখোঁজদের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি। জানা গেছে, দালি নামে পরিচিত সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজটি বাল্টিমোর বন্দর হয়ে শ্রীলঙ্কার কলম্বোতে যাচ্ছিলো। কিন্তু পথিমধ্যে সেতুটির সঙ্গে ধাক্কা খেয়ে সেখানেই আটকে গেছে জাহাজটি।  দুর্ঘটনা কবলিত ১.৬ মাইল দৈর্ঘ্যের সেতুটি নির্মিত হয়েছিল ১৯৭৭ সালে। ন্যাশনাল স্টিল ব্রিজ অ্যালায়েন্স অনুসারে, বিশ্বের দীর্ঘতম ট্রাস ব্রিজগুলোর মধ্যে একটি এটি।
২৬ মার্চ ২০২৪, ১৬:০২

ভেঙে গেল ভারত-পাকিস্তানের দুই মেয়ের সম্পর্ক
বহুল আলোচিত ভারতের মেয়ে অঞ্জলি ও পাকিস্তানের মেয়ে সুফি মালিকের সমকামী জুটি ভেঙে গেল। বিয়ে করে আজীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেও কয়েক সপ্তাহের মধ্যে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তারা। সোমবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এনডিটিভি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাদাভাবে বিচ্ছেদের ঘোষণা দিয়ে পাঁচ বছরের সম্পর্কে ইতি টেনেছেন তারা।             View this post on Instagram                       A post shared by Anjali (@anjalichakra) অঞ্জলি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, প্রেমিকা পাকিস্তানী বংশোদ্ভূত সুফি মালিক তাকে ধোঁকা দিয়েছেন। এটা শুনে অবাক লাগতে পারে। কিন্তু আমাদের পথ আলাদা হচ্ছে। আমরা আমাদের বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছি। কারণ সুফি সবটা জেনে-বুঝে পরকীয়ায় জড়িয়েছে। তিনি লেখেন, আমি জীবনের এই অধ্যায় শেষ করছি, তাই বলে আমি চাই না সুফির প্রতি কোনওরকম নেতিবাচক আচরণ। আমি চাই এই সিদ্ধান্তকে সকলে সম্মান জানাক। আমাদের পাঁচ বছরের এই সম্পর্ক প্রেমে ভরপুর ছিল। সেইভাবেই আমি অতীতটা মনে রাখতে চাই।             View this post on Instagram                       A post shared by Sufi Malik (@sufi.sun) পরকীয়া বিষয়টি স্বীকার করে সুফি লিখেছেন, বিয়ের আগেই না বুঝে আমি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমি আমার ভুল স্বীকার করছি এবং তা করতেই থাকব। আমি জানি আমি ওকে কষ্ট দিয়েছি, আমি বুঝতে পারিনি। আমি এই ভুলটা কত বড় সেটা জানি, তাই শুধু অঞ্জলি আর  সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে পারি। উল্লেখ্য, ২০১৯ সালে নিউ ইয়র্কে বসবাসকারী এই ভারত-পাক জুটির অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছিল। আজীবন সঙ্গে থাকার কথা বলেছিলেন দুজনে। কিন্তু পাঁচ বছরেই ফুরালো প্রেম!
২৬ মার্চ ২০২৪, ১৫:০০

বেশি কথা বললে হাটে হাঁড়ি ভেঙে দেবো, বিএনপিকে কাদের
বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেশি কথা বললে হাটে হাঁড়ি ভেঙে দেবো। সোমবার (২৫ মার্চ) বিকেলে গণহত্যা দিবস স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মতো মাথা গরম না করার পরামর্শ দিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বেশি কথা বললে খুঁজে খুঁজে বের করব, বিএনপির কে কে ভারতীয় পণ্য ব্যবহার করে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, জাতীয় সংসদের হুইপ সানজিদা খানম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি প্রমুখ।
২৫ মার্চ ২০২৪, ১৯:১১

মালিবাগে ক্রেন ভেঙে পড়লো ৫০ ফুট নিচে, নিহত ১
রাজধানীর মালিবাগ মোড়ে ক্রেন ভেঙে নিচে পড়ে নাঈম (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।  রোববার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে স্কয়ার মার্কেটের আন্ডারগ্রাউন্ডে পাইলিংয়ের মাটি সরানোর সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ক্রেন চালকের সহকারী ছিলেন। আর আহতরা হলেন, ক্রেন চালক রাতুল প্রামাণিক (১৭), আব্দুল্লাহ আল নোমান (২৭), ভেকু মেশিনের সহকারী সাদেক (২০) ও জিয়ারুল (২৬)‌। ক্রেন চালক নোমান বলেন, আমরা মালিবাগ মোড়ে স্কয়ার মার্কেটের আন্ডারগ্রাউন্ডের পাইলিংয়ের মাটি ক্রেন ও ভেকু দিয়ে সরাচ্ছিলাম। এ সময় ক্রেন ভেঙে প্রায় ৫০ ফুট মাটির নিচে পড়ে যায়। এতে আমি ও আমার সরকারীসহ পাঁচজন গুরুতর আহত হই। পরে আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় নাঈমকে মৃত ঘোষণা করা হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মালিবাগ থেকে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করেছি।
২৪ মার্চ ২০২৪, ২৩:১৪

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন আমির
প্রায় এক বছর আগে থেকে পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমিরের দলে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিলো। তবে নানা জটিলতায় তা বাস্তবে রূপ নিতে ব্যর্থ হয়। অবশেষে সব বাঁধাকে পিছনে ফেলে জাতীয় দলে ফেরার ঘোষণা দিয়েছেন এই তারকা পেসার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই আমিরকে দলে ফেরাতে বৈঠকে বসেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা। এরপরই অবসর ভেঙে দলে ফেরার ঘোষণা দেন আমির। এর আগে গতকাল একই প্রক্রিয়ায় ইমাদ ওয়াসিমকে দলে ফিরিয়েছে পিসিবি। রোববার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটারে) এক পোস্টের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান আমির। পোস্টে আমির লেখেন, ‘আমি এখনো পাকিস্তান দলে খেলার স্বপ্ন দেখি। জীবন আমাদেরকে এমন একটি জায়গায় এনে দাঁড় করায়, যখন আমাদের সিদ্ধান্ত নিয়ে পুনর্বিবেচনা করতে হয়।’ তিনি বলেন, আমার এবং পিসিবির মাঝে কিছু ইতিবাচক আলোচনা হয়েছে। যেখানে আমি বুঝতে পেরেছি, দলের আমাকে প্রয়োজন। আমার শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সঙ্গে কথা বলে আমি পাকিস্তান দলে খেলতে পারি। আগামী বিশ্বকাপকে সামনে রেখে দল আমাকে যখন চাইবে, তখনই পাবে। তিনি আরও বলেন, আমি দেশের জন্য এটি করতে চাই। আমার ব্যক্তিগত সিদ্ধান্তের আগে দলের কথা চিন্তা করতে হবে। সবুজ জার্সি গায়ে দিয়ে দেশের সেবা করা সব সময় আমার বড় আকাঙ্ক্ষার।  ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন আমির। টিম ম্যানেজমেন্টের সঙ্গে ভুল বোঝাবুঝির জেরে অবসর নিয়েছেন বাঁহাতি এই পেসার। জাতীয় দলের খেলা বাদ দিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন আমির। সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলেছেন তিনি।
২৪ মার্চ ২০২৪, ২১:০৮

নিয়ম ভেঙে কলকাতার শুরুর ম্যাচেই মাঠে থাকছেন শাহরুখ
পর্দা উঠতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আসর শুরুর দ্বিতীয় দিন শনিবার (২৩ মার্চ) ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদকে আতিথেয়তা দেবে কলকাতা নাইট রাইডার্স। এদিন সন্ধ্যায় ঘরের মাঠে হাজির থাকবেন শাহরুখ খান। সাধারণত কিং খান আসছেন কি না, সেটি এত আগে থেকে জানা যায় না। তবে শোনা যাচ্ছে, এবার কলকাতার প্রথম ম্যাচেই মাঠে থাকবেন শাহরুখ। এটাই যথেষ্ট শ্রেয়াসদের চার্জড আপ হওয়ার জন্য। শাহরুখই যেন কলকাতা নাইট রাইডার্সের সেরা আকর্ষণ। নাইটদের ইউএসপি। তিনি মাঠে থাকা মানে কলকাতা শিবিরে একরাশ টাটকা অক্সিজেন। তার মতো মোটিভেটর বিশ্ব সংসারে হাতে গোনা।  তিনি কিং খান, বলিউডের বাদশা, কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক। বলাই যাচ্ছে শনিবার ইডেনে বাংলার ক্রিকেটপ্রেমীদের জন্য সেরা উপহার হতে চলেছেন শাহরুখই। ইডেনে ম্যাচ দেখতে আসবেন, দলকে নাকি আগেই সেটি জানিয়ে দিয়েছেন শাহরুখ। এত আগাম নোটিশ দিয়ে আসা যে তার স্বভাববিরুদ্ধ। আপাতত তিনি বিদেশে। তবে শনিবারের কলকাতা সফর ক্যালেন্ডারে লিখে ফেলেছেন কিং খান।  এমনিতেই শাহরুখ নানারকম বিশ্বাস আঁকড়ে চলেন। শাহরুখের সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের শীর্ষকর্তাদের সঙ্গে কথা বললেই যে গল্প শোনা যায়। যেমন-- শাহরুখ মনে করেন, শুরু থেকে তিনি মাঠে থাকলে নাকি কলকাতা হেরে যায়। যে কারণে তিনি মাঠে আসেন খেলা শুরু হয়ে যাওয়ার কয়েক ওভার পরে।  ইডেনে পাওয়ার প্লে চলছে। আর গ্যালারি উন্মুখ হয়ে চেয়ে রয়েছে বি ব্লকের বিখ্যাত সেই ব্যালকনির দিকে। যেখানে এসে দাঁড়ান শাহরুখ। ইডেনে কলকাতার ম্যাচে যে অপেক্ষা অভ্যাসে পরিণত হয়েছে। ঠিক সে রকমই, শাহরুখ মাঠে আসবেন কি না, তা না কি ঠিক করেন ম্যাচের দিন সকালে। তারপর চার্টার্ড ফ্লাইটে পুত্র-কন্যা, বন্ধুদের নিয়ে উড়ে আসেন। কখনও কলকাতায়। কখনও ব্যাঙ্গালুরুতে। তবে এবার কলকাতার ম্যাচ দেখতে এতটাই মুখিয়ে রয়েছেন শাহরুখ যে, আগাম জানিয়ে রেখেছেন, শনিবার আসছেন। আইপিএলে টানা দশ বছর ট্রফিহীন কেকেআর। সেই কবে ২০১৪ সালে ট্রফি এসেছিল গৌতম গম্ভীরের নেতৃত্বে। তারপর থেকে সঙ্গী শুধু হতাশাই। এমনকি, দলের ধারাবাহিক ব্যর্থতায় তিনি, প্রবল ইতিবাচক মানুষ শাহরুখও যেন দূরে সরেছিলেন। গত আইপিএলেও সব ম্যাচে ইডেনে আসেননি। দলের ওপর কি অভিমান হয়েছিল তার? তবে ঘুরে দাঁড়ানো শাহরুখই শিখিয়েছেন। পাঠান, জওয়ানের মতো ব্লকবাস্টারের হাত ধরে বক্স অফিসে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়েছেন। এবার কি তার দলের ঘুরে দাঁড়ানোর পালা? নিজে উদ্যোগ নিয়ে গম্ভীরকে মেন্টর করে ফিরিয়েছেন। রেকর্ড দামে মিচেল স্টার্ককে তুলে নিয়েছে কেকেআর। এবার কি ট্রফি ফেরানোর অপেক্ষা? কেই বা ভুলতে পারে সিনেমায় তার অব্যর্থ মন্ত্র- ‘হার কে জিতনে ওয়ালোকো বাজিগর কহতে হ্যায়...’।
২২ মার্চ ২০২৪, ১৯:১৯

‘যেকোনো সময় ভেঙে পড়তে পারে ভবনটি’
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ইনসিডেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম বলেছেন, কোনো ধরনের নীতিমালা না মেনে নির্মাণ করা হয়েছে ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় আগুন লাগা ভবনটি। ভবনটিতে নেই ফায়ার এক্সিট,  সংকীর্ণ সিঁড়ি। ভবনটির নিচে নেই নিজস্ব কোনো ওয়াটার রিজার্ভ। রাজধানীর ডেমরাতে একটি কাপড়ের গোডাউনের লাগা আগুনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মো. রেজাউল করিম বলেন, এখানকার ভবনগুলো একটার সঙ্গে একটা লাগোয়া। পূর্ব পাশের ভবনটির সঙ্গে এক ইঞ্চিও ফাঁকা নাই। যে কারণে আমরা ভবনটির পূর্ব পাশ দিয়ে আগুন নিয়ন্ত্রণে পানি দেওয়াসহ কোনো কাজই করতে পারিনি। তার ওপর ভবনটির সিঁড়ি খুবই সংকীর্ণ। সেই সিঁড়িতেও মালামাল স্তূপ করে রাখা। ভবনের পর্যাপ্ত এক্সিট রুট নাই, বিকল্প কোনো সিঁড়ি নেই, বিকল্প এক্সিট রুটও রাখা হয়নি। ভবনটির নিচে ওয়াটার রিজার্ভার তো নাই, আশপাশে ভবনগুলোতেও নাই পানির রিজার্ভার। এইসব কারণে আমাদের আগুন নেভাতে অনেক সময় লেগেছে। তিনি বলেন, গোডাউন তৈরির কোনো নীতিমালা মানা হয়নি। ফায়ার ফাইটারদেরকে একটা একটা করে জিনিস সরিয়ে ভেতরে ঢুকে কাজ করতে হচ্ছে। দীর্ঘক্ষণ আগুন জ্বলায় ভবনটির অবস্থা নাজুক হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ভবনটি। একটি ছাদ ফেটে গেছে। যে কারণে যেকোনো মুহূর্তে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। ভবনটি কাঠামোগত শক্তি একেবারেই হারিয়েছে বলে দাবি করেন এ ফায়ার সার্ভিস সদর দপ্তরের ইনসিডেন্ট কমান্ডার। এদিকে, প্রায় ৯ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। তবে, আগুন পুরোপুরি নেভাতে কাজ চলছে এখনও। এর আগে বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ১১ টায় ডেমরার প্রেস এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের শিকার গোডাউনটিতে খেলাধুলার পোশাকসামগ্রী রাখা ছিল বলে জানা গেছে। আগুনের খবর পেয়ে রাত ১১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১০টি ইউনিট। কিন্তু তাদের ৫ ঘণ্টার চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে না এলে যোগ দেয় নৌবাহিনীও।
২২ মার্চ ২০২৪, ১৩:২১

মসজিদে নববিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েলন অভিনেত্রী
স্বামী-সন্তান নিয়ে মসজিদে নববিতে গিয়ে ইফতার করছেন বলিউড অভিনেত্রী গওহর খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে দেখা গেছে, ইফতার করছেন তিনি। খেজুর ও পানির বোতল এগিয়ে দিচ্ছেন তার স্বামী জায়েদ দরবার। এসময় খেজুর মুখে দিয়ে কেঁদে ফেলেন অভিনেত্রী।  দ্রুত সময়ের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। অনেকেই গওহরের প্রশংসা করেন। আবার অনেকে এসব ‘লোক দেখানো’ বলে মন্তব্য করেন।  ভিডিওর ক্যাপশনে অভিনেত্রীর স্বামী লেখেন, আপনি কতবার এখানে এসেছেন তা কোনো বিষয় না। কিন্তু যখনই আপনি এখানে পৌঁছাবেন তখনই আবেগপ্রবণ হয়ে পড়বেন। তবে হৃদয়ে ঈমান নিয়ে আসতে হবে। যখন আপনার সন্তান প্রথমবার মসজিদে নববিতে গিয়ে হাত নাড়ে, তখন সেই অনুভূতিকে কীভাবে ব্যাখ্যা করবেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, স্বামী-সন্তানকে নিয়ে গতকাল সৌদি আরবের মদিনায় গিয়েছেন গওহর খান। পুত্রকে নিয়ে এটাই তাদের প্রথম মদিনা সফর।  সেখানে গিয়েই মসজিদে নববিতে ইফতার করেন অভিনেত্রী।  প্রসঙ্গত , ২০২০ সালে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকে বিয়ে করেন গওহর খান। ২০২২ সালের ১০ মে পুত্র সন্তানের মা হন এই অভিনেত্রী।
১৯ মার্চ ২০২৪, ২১:২৩

জাবিতে হলের তালা ভেঙে কক্ষ দখলের চেষ্টা, শিক্ষার্থীকে মারধর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ তাজউদ্দীন আহমেদ হলের একটি কক্ষের তালা ভেঙে দখলের চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে হলের অষ্টম তলার ৮০৮ নং কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কক্ষের বাসিন্দারা হল প্রাধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগপত্র দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্তরা হলেন- ৪৭ ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী অনুরাগ দাস, ৪৯ ব্যাচের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মোস্তাকিম রহমান রাফি এবং ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির আরমানুল আলম। তারা সবাই হল ছাত্রলীগের কর্মী এবং শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের অনুসারী বলে পরিচিত। প্রত্যক্ষদর্শী-সূত্রে ও অভিযোগপত্র থেকে জানা যায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে অনুরাগ দাসের নেতৃত্বে রাফি ও আরমানসহ অজ্ঞাত ৪-৫ জন মিলে ৮০৮ নং কক্ষের দরজা ও তালা ভেঙে হামলা করে কক্ষ দখলের চেষ্টা করে। সেসময় ওই কক্ষের বৈধ শিক্ষার্থীরা তাদের বাধা দিতে গেলে দুইজন গুরুতর আহত হয়।  এ সময় অভিযুক্ত রাফি উচ্চস্বরে চেচিয়ে জানায় হল প্রাধ্যক্ষের নির্দেশে সে তালা ভাঙতে এসেছে। তালা ভাঙার সময় তাদের হাতে রড দেখতে পায় প্রত্যক্ষদর্শীরা। ওই কক্ষের ভুক্তভোগী শিক্ষার্থী তানজিম আহমেদ বলেন, রাফি সন্ধ্যার দিকে কয়েকজন নিয়ে আমাদের রুমে তালা ভাঙতে আসে। তারপর তাদের সাথে কথা বলার পর রাফি বলে বিষয়টা দেখছি। তারপর রাতের দিকে আবার তালা ভাঙতে আসে। এ সময় সে চায়ের কাপ ছুড়ে মারায় আমার পা কেটে যায়।’ এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত অনুরাগ দাস বলেন, আমরা তথ্য পেয়েছিলাম ওই রুমে কেউ থাকে না। তাই তালা ভেঙে ভিতরে যাই। রুমে কেউ থাকে না এটি মিস ইনফরমেশন ছিল। তালা ভাঙার বিষয়টা আমার ভুল হয়েছে। আমি অপরাধ স্বীকার করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিবে তা মাথা পেতে নিবো।’ কক্ষ বণ্টন ও ফাঁকার খোঁজ রাখার দায়িত্ব প্রাধ্যক্ষের, আপনি কেন তা করতে গিয়েছেন জানতে চাইলে অনুরাগ বলেন, ‘চারতলা ও পাঁচতলা তো ছাত্রলীগের প্রেসিডেন্ট-সেক্রেটারি পোর্শন ঘোষণা করা হয়েছে। এই ব্লকে যারা এলোটেড তারা অনেকেই নন-পলিটিকাল। আবার নন-এলোটেড অনেকেই পলিটিক্যালি এখানে এসেছে, সিট নিয়েছে। এই একটা ঝামেলা হয়েছে। প্রশাসন শুরু থেকে চার ও পাঁচতলা ফাঁকা করে নাই। এলোট দিয়ে ফেলেছে। এখন নন-পলিটিকাল যাদের আর্জেন্সি আছে ও ব্লকে থাকতে চায় না তাদের থাকার জন্য ওই কক্ষটিতে ব্যবস্থা করতে গিয়ে তালা ভেঙেছি।’ অপর দুই অভিযুক্ত রাফি ও আরমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শহীদ তাজউদ্দিন আহমেদ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আলমগীর কবীর বলেন, আমি বিষয়টি জানার পর পরই রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হই। পরিস্থিতি পর্যবেক্ষণ করে রাতেই এই ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছি। রিপোর্টের ওপর ভিত্তি করে আমরা বিশ্ববিদ্যালয়ের আইনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।
১৯ মার্চ ২০২৪, ১৮:৫৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়