• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo
তাইওয়ানে ভূমিকম্প : ৪ জনের মরদেহ উদ্ধার 
তাইওয়ানে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দ্বীপাঞ্চলটিতে গত ২৫ বছরের মধ্যে ঘটা সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় ৭ টা ৫৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। তাইওয়ানের পাশাপাশি চীন, ফিলিপাইন ও জাপানেও কম্পণ অনুভূত হয়েছে। ভূমিকম্পে বিধ্বস্ত তাইওয়ানের হুয়ালিয়েন শহরসহ বিভিন্ন অঞ্চল থেকে এ পর্যন্ত চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দ্বীপজুড়ে অন্তত ১০০ ভবন ধসে গেছে। ধ্বংস্তূপের নিচে অন্তত ৭৭ জন মানুষ আটকা পড়েছেন। ভূমিকম্পের কেন্দ্রস্থল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে এবং ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ভূমিকম্পের পর ৯ দশমিক ৮ ফুট উচ্চতার সুনামির সতর্কবার্তা জারি করা হয়েছে। দ্বীপভূখণ্ডের দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা বলেছেন, তাইওয়ানজুড়ে অন্তত ১০০ ভবন ধসে পড়েছে ভূমিকম্পে। এই ১০০ ভবনের অর্ধেকই হুয়ালিয়েন শহরের। দুর্যোগ কেটে যাওয়ার অল্প সময়ের মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছেন জরুরি কর্মীরা। তাইওয়ানের ভূকম্পণ পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা তাইপে সিসমোলজি সেন্টারের পরিচালক উ শিয়েন ফু বিবিসিকে বলেছেন, গত ২৫ বছরের মধ্যে তাইওয়ানে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে, ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। তাতে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়।
০৩ এপ্রিল ২০২৪, ১৪:৫১

পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প
পাকিস্তানের পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বুধবার (২০ মার্চ) স্থানীয় সময় ভোররাতে দেশটিতে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পবিষয়ক জাতীয় সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার ভোররাত ২টা ৫৭ মিনিটে পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ১০৫ কিলোমিটার। এর আগে গত মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তার আগেও জানুয়ারিতে দেশটিতে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩।  সূত্র: এনডিটিভি 
২০ মার্চ ২০২৪, ১০:৪৬

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
দেশের বিভিন্ন স্থানে মৃদৃ ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টা ৬ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে, এখন পর্যন্ত রাজশাহী, নাটোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পাবনায় কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ভারতের পশ্চিমবঙ্গের বারইপাড়া। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়িঘর ছেড়ে ফাঁকা জায়গায় চলে যান। তবে এখনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে জানান, ভূমিকম্পের মাত্রা খুবই কম ছিল। রিখটার স্কেলে ৩ দশমিক ৬।  এর আগে, গত বছরের ২ ডিসেম্বর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার পূর্ব–উত্তর-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৭

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। দেশটির মধ্যখানে সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে এ ভূমিকম্প হয়। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-তত্ববিষয়ক সংস্থা (বিএমকেজি) এ তথ্য নিশ্চিত করেছে। তবে এতে সুনামির আশঙ্কা করছে না দেশটি। সংস্থাটি জানায়, স্থানীয় সময় শুক্রবার (১৯ জানুয়ারি) মধ্যরাত সাড়ে ১২টায় ভূমিকম্পে অঞ্চলটি কেঁপে ওঠে। যার মাত্র ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পের কেন্দ্র ছিল টোজো উনা-উনা রিজেন্সির ৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের তীব্রতা তিন থেকে চার এমএমআই (মডিফাইড মার্কালি ইনটেনসিটি) মাত্রায় ছিল। এটি টোজো উনা-উনা এবং পোসোতে সবচেয়ে তীব্র অনুভূত হয়। কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি কারণ কম্পনের ফলে বিশাল ঢেউ সৃষ্টি হয়নি। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার নামক একটি ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থানের জন্য ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে ইন্দোনেশিয়া।
১৯ জানুয়ারি ২০২৪, ১২:২৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প
ফিলিপাইনের কারাগা উপকূলের কাছে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এ ভূমিকম্পের মাত্র ছিল ৫ দশমিক ৬। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি। বুধবার (১৭ জানুয়ারি) রাত ৮টা ৩২ মিনিটে এ ভূমিকম্পটি অনুভূত হয়। দেশটির সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন (সিডব্লিউএ) এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি প্রাথমিক ভাবে জানায়, ফিলিপাইনের বিসলিগ শহরের কাছে ভূমিকেন্দ্রের ১০ কিলোমিটার নীচে এ ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের আশপাশের এলাকার বাসিন্দারা কম্পন টের পেয়েছেন। এর আগে গত ডিসেম্বরেই ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। উল্লেখ্য, মাটির অগভীরে যেসব ভূমিকম্পের সৃষ্টি হয় সেগুলো অন্যান্য ভূমিকম্পের তুলনায় অনেক ভয়ানক হয়। তবে এবারের ভূমিকম্পটি সমুদ্রের তলদেশে হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে বলে ধারণা করছেন ভূতত্ববিদরা।  খবর: ভলক্যানো ডিসকভারী
১৭ জানুয়ারি ২০২৪, ২৩:৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়