• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo
‘ঈদের কথা ভুলে গেছি, দুমুঠো ভাতের জন্য প্রাণপণ চেষ্টা’
সন্তানদের মুখে দুবেলা ভাতের জোগান দিতে পারি না সেখানে ঈদের কথা ভাবি কি করে? স্বামী যেদিন আগুনে পুড়ে পৃথিবী থেকে চলে গেলো সেদিন থেকেই দুঃখের সাগরে ভাসি। আমার এক ছেলে এক মেয়েকে নিয়ে এখন কোনো মতে খেয়ে না খেয়ে বেঁচে আছি। দিন যত পার হয় ততই চোখেমুখে অন্ধকার দেখি। সামনের দিনগুলো কিভাবে কাটবে একমাত্র আল্লাহ জানে। কথাগুলো বলছিলেন, রাজধানীর বেইলি রোডের খাবারের দোকান কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুনে পুড়ে মারা যাওয়া জুয়েল রানার স্ত্রী মাজেদা আক্তার। তিনি আরও বলেন, যে মানুষটির আয়ের ওপর সংসার চলতো সেই মানুষটি চলে যাওয়ার পর পুরো পরিবারে নেমে আসে অমাবস্যার কালো রাত। একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে দিশেহারা। একেবারে সাজানো গোছানো ছিলো আমাদের ছোট্ট পরিবারটি। কিন্তু হঠাৎ তছনছ হয়ে গেল। জানা যায়, জুয়েল রানা নিজের ও পরিবারের ভাগ্যের চাকা ঘুরানোর জন্য গত ৭ বছর আগে পাড়ি জমান রাজধানী ঢাকায়। বিভিন্ন জায়গায় কাজ করে পরিবারের হাল ধরেন। সর্বশেষ কর্মস্থান রাজধানীর বেইলি রোডের খাবারের দোকান কাচ্চি ভাই রেস্টুরেন্টে চাকরি নেন। এই রেস্টুরেন্টেই জীবন দিতে হলো কলাপাড়া উপজেলার মীঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের ইসমাইল গাজী ও মোসা. ফাতেমা দম্পতির ছেলে জুয়েল গাজীর। পরিবার জানায়, নিহত জুয়েলের সংসারে রয়েছে দুসন্তান। এক ছেলে ও এক মেয়ে। বড় মেয়ে তাসলিম আক্তার জুয়েনা বয়স ৭ বছর। আর ২ বছরের ছোট্ট পুত্র সন্তান তাইফুর রহমান তাহমিদ। জীবনের একটি ঈদ বাবার সঙ্গে কাটালেও এবার ঈদে আর বাবার সঙ্গে ঈদ কাটানো হলো না। এ জীবনের তরে তাসলিম আক্তার জুয়েনা ও তাইফুর রহমান তাহমিদের বাবার ভালোবাসা ও ঈদের নতুন পোশাক পাবে না। জুয়েল রানার মামাতো ভাই সায়মন বলেন, পুরো পরিবারের দায়িত্ব ছিল জুয়েল ভাইয়ের ওপর। এখন তার দুটি সন্তান ও তার বৃদ্ধ বাবা-মাকে কে দেখবে। তাদের আর্থিক সংকট অনেক। সরকার ও দেশের বিত্তবানরা এগিয়ে এলে তার সন্তানরা অন্তত দুমুঠো ভাত খেয়ে বড় হতে পারতো। স্থানীয় ইউপি সদস্য কাওসার মুসল্লি বলেন, জুয়েল অনেক ভালো ছেলে ছিল। সবার সঙ্গে ভালো ব্যবহার করতো। আমরা চেষ্টা করবো, সাধ্যমত ওর পরিবারের পাশে দাঁড়াতে। মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল বলেন, পরিবারটি অসহায়। একমাত্র উপার্জনক্ষম ছেলে ছিল জুয়েল। পরিবারের খোঁজ নিয়ে চেষ্টা করবো সহযোগিতা করতে। এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, আমি কলাপাড়ায় মাত্র কয়েকদিন হলো যোগদান করেছি। খোঁজ খবর নিচ্ছি এবং পরবর্তীতে যতদূর এ পরিবারের জন্য আর্থিক সহযোগিতা করা যায় সেটা করা হবে।
০৮ এপ্রিল ২০২৪, ১৭:৩৭

শেষের ভুলে অবিশ্বাস্য হার ম্যানইউর
হাইভোল্টেজ ম্যাচে চেলসির বিপক্ষে ম্যাচের ৯০+৯ মিনিট পর্যন্ত ৩-২ গোল ব্যবধানে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে পরপর দুই জোড়া পরাজয় দেখেছে রেড ডেভিলসরা। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঘরের মাঠে ম্যাচের ২০ মিনিটের মধ্যে জোড়া লিড নেয় চেলসি। ম্যাচের চতুর্থ মিনিটে কনোর গালাগহার এবং ম্যাচের ১৯তম মিনিটে কোল পালমারের পেনাল্টিতে ২-০ ব্যবধানের লিড নেয় চেলসি। তবে ম্যাচের ৩৪তম মিনিটে কমায় ম্যানইউ। গোল করেন আলেজান্দ্রো গার্নাচো।  এরপর ম্যাচের ৩৯তম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ফেরে সমতা দলটি। শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৭তম মিনিটে লিড নেয় রেড ডেভিলসরা। অ্যান্থনির ক্রসে দারুণ হেডে ব্যবধান বাড়ান গার্নাচো। এরপর ম্যাচের ৯০+৯ মিনিট পর্যন্ত এই গোলে তারা এগিয়েই ছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে ম্যাচের ৯০+১০ এবং ৯০+১১ মিনিটে দুই-দুটি গোল হজম করে ম্যানইউ। কোল পালমার পা থেকেই আসে গোল দুটি। শেষ পর্যন্ত পালমার হ্যাটট্রিকে অবিশ্বাস্য এক জয় পায় চেলসি। দারুণ এই জয়ে ২৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে উঠে এসেছে ব্লুজরা। অন্যদিকে ৩০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানইউ। 
০৫ এপ্রিল ২০২৪, ১৪:৫৩

আম্পায়ারদের ভুলে বিশ্বকাপ জয় ইংল্যান্ডের!
ক্রিকেট ইতিহাসে ২০১৯ বিশ্বকাপের ফাইনালকে সবচেয়ে সেরা ফাইনাল বলা হয়ে থাকে। টানটান উত্তেজনা ও নানান নাটকীয়তায় পরিপূর্ণ ছিল ম্যাচটি। শেষ পর্যন্ত সুপার ওভারে রোমাঞ্চে ভরপুর সেই ম্যাচের ফল না এলে বাউন্ডারির হিসাবে শিরোপা নিশ্চিত করে ইংল্যান্ড। এতে ৪৪ বছরের আক্ষেপ ঘুচে ইংলিশদের। তবে সেদিনের সেই শিরোপা যোগ্যতায় নয়, বরং আম্পায়ারের ভুলেই জিতেছিল ইংল্যান্ড। মাঠের উত্তেজনায় বিষয়টি না বুঝলেও পরদিন ঠিকই বিষয়টি বুঝতে পারেন আম্পায়ার।  দীর্ঘ ৫ বছর পর খোদ সেই আম্পায়ার মাইরাস এরাসমাসই নিজের ভুল করা বিষয়টি জানালেন। আইসিসির এলিট প্যানেল থেকে অবসরের পর দ্য টেলিগ্রাফে এমনটাই জানিয়েছেন প্রোটিয়া এই আম্পায়ার। ফাইনালে জয়ের জন্য ইংল্যান্ডের ৩ বলে ৯ রান দরকার ছিল। সে সময়েই আলোচিত ঘটনাটি ঘটে। বেন স্টোকস ও আদিল রশিদের দৌড়ে দ্বিতীয় রান নেওয়ার সময়ে মার্টিন গাপটিলের ছোড়া বল স্টোকসের ব্যাটে লেগে চলে যায় বাউন্ডারিতে। এ ঘটনায় ইংল্যান্ডকে ৬ রান দেন ফিল্ড আম্পায়ার এরাসমাস এবং কুমার ধর্মসেনা। কিন্তু ক্রিকেটের নিয়মে এটি ছিল ৫ রান।  নিয়ম অনুযায়ী, বল ব্যাটে লাগায় ১ রান ও ৪ রান, অর্থাৎ মোট ৫ রান পাওয়ার কথা ছিল ইংলিশদের। কিন্তু ইংল্যান্ডকে ৬ রান দেন মাঠের দুই আম্পায়ার। পরে সেই ১ রানই ছিল ম্যাচ ফ্যাক্টর। এমসিসি আইনের ১৯.৮-এর ধারা বলছে, ‘যদি ওভার-থ্রো বা ফিল্ডারের ইচ্ছাকৃত কোনো কারণে বাউন্ডারি হয়, তবে পেনাল্টির জন্য যে রান তারা নিয়েছে, তার সঙ্গে ব্যাটারদের সম্পন্ন করা চলমান রান যুক্ত হবে। যদি তারা বল ছোঁড়ার সময় একে অন্যকে অতিক্রম করে থাকে।’ সেদিনের ঘটনা নিয়ে এরাসমাসের ভাষ্য, ‘পরদিন সকালে আমি হোটেল রুমের দরজা খুলে ব্রেকফাস্টের জন্য যাচ্ছি আর কুমারও একই সময় দরজা খুলে আমাকে বলল, ‘তুমি দেখেছ আমরা যে বিশাল ভুল করে ফেলেছিলাম?’ আমি কেবল তখনই বিষয়টা জানতে পারি। কিন্তু মাঠে ওই সময়ে আমরা কেবল বলছিলাম ৬। বুঝতেই পারছেন, একে অন্যকে বলছিলাম, ৬, ৬ এটা ৬-ই হবে। বুঝতেই পারিনি, তারা দুজন একে অন্যকে অতিক্রম করেনি। ওটা মাথাতেই ছিল না।’ রস টেইলরকে দেওয়া এলবিডব্লিউ প্রসঙ্গে এরাসমাসের মন্তব্য, ‘ওটায় বল উঁচু হয়ে গিয়েছিল। কিন্তু ততক্ষণে ওরা নিজেদের রিভিউ শেষ করে ফেলেছে। পুরো ৭ সপ্তাহে ওটা ছিল আমার একমাত্র ভুল। আর তারপরে আমি খুবই হতাশ হয়ে যাই। কারণ, আমি যদি পুরো বিশ্বকাপে কোনো ভুলই না করতাম, তবে হয়ত ফল একেবারেই ভিন্ন হতো। আর অবশ্যই ওটা খেলায় কিছুটা প্রভাব ফেলেছে। কারণ, সে (টেইলর) ছিল তাদের অন্যতম সেরা খেলোয়াড়।’
০৩ এপ্রিল ২০২৪, ১১:৩২

অবশেষে দ্বন্দ্ব ভুলে যে কারণে এক হলেন নওয়াজউদ্দিন-আলিয়া
বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ব্যক্তিগত জীবনে ভালোবেসে আলিয়া সিদ্দিকীকে বিয়ে করেন তিনি। এই দম্পতির এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। গেল বছর স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে মামলা করেন আলিয়া। সব মিলিয়ে চরম পর্যায় পৌঁছে যায় তাদের দাম্পত্য কলহ। যা আদালত পর্যন্ত গড়ায়। অবশেষে সকল দ্বন্দ্ব ভুলে ফের এক হলেন নওয়াজউদ্দিন-আলিয়া।     জানা গেছে, কাদা-ছোড়াছুড়ির অবসান ঘটিয়ে ফের একসঙ্গে সংসার করার সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া-নওয়াজউদ্দিন। দিন কয়েক আগেই ছিল এই দম্পতির বিবাহবার্ষিকী। বিশেষ দিনটি একসঙ্গে উদযাপন করেছেন তারা। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান আলিয়া। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কিছু কারণে আমার জীবনে পরিবর্তন এসেছে। খারাপ জিনিসগুলো সবার সঙ্গে ভাগ করে নিই আমরা। তাহলে ভালোটাও ভাগ করে নেওয়া উচিত।  নওয়াজের সঙ্গে কলহের কারণ ব্যাখ্যা করে আলিয়া বলেন, তৃতীয় ব্যক্তির কারণে আমরা দাম্পত্য জীবনে কলহের মুখোমুখি হয়েছিলাম। কিন্তু এখন আমরা ভুল বুঝতে পেরেছি।    অভিনেতার স্ত্রী আরও বলেন, সন্তানদের কারণে আমরা আত্মসমর্পন করেছি। তাই এখন আর আলাদা হওয়ার কোনো সুযোগ নেই আমাদের। কারণ, বাচ্চারা বড় হচ্ছে।  নওয়াজ শোরার (কন্যা) খুব ঘনিষ্ঠ। যা ঘটেছে সেটার প্রভাব শোরার ওপরে পড়েছে। সে এসব সহ্য করতে পারেনি। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি আর  ঝগড়া করব না বরং শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করব।  প্রসঙ্গত, ২০০৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নওয়াজউদ্দিন-আলিয়া। আলিয়ার আসল নাম অঞ্জনা পাণ্ডে। অভিনেতাকে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন আলিয়া। তবে ২০১৭ সালে  সম্পর্কে চিড় ধরার পর থেকেই আলাদা থাকতে শুরু করেন তারা। ২০২০ সালের মে মাসে নওয়াজউদ্দিনের নামে ডিভোর্সের মামলা করেন আলিয়া। পরবর্তীতে সেই মামলা প্রত্যাহার করে একসঙ্গে সংসার করার আগ্রহ প্রকাশ করেন তিনি। কিন্তু ২০২২ সালের শেষের দিকে ফের তাদের সম্পর্কে ফাটল ধরে। অবশেষে তিক্ততা ভুলে আবারও নতুন করে সংসার শুরু করেছেন তারা।  সূত্র : হিন্দুস্তান টাইমস     
২৯ মার্চ ২০২৪, ১৫:৫১

‘অকৃতজ্ঞরা ভুলে যায় জিয়াকে মেজর জেনারেল বানিয়েছিল আওয়ামী লীগ’
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে জিয়াউর রহমান বেতনভুক্ত কর্মচারী হিসেবে চাকরি করেছেন। সামরিক অফিসার হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি যে মেজর থেকে মেজর জেনারেল হয়েছেন, সেটা আওয়ামী লীগ সরকার দিয়েছে। এটাও অকৃতজ্ঞরা ভুলে যায়। বুধবার (২৭ মার্চ) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির এক নেতাকে বলতে শুনলাম ২৫ মার্চ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গিয়েছিল। আমি তাদের কাছে জানতে চাই, আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গেলে যুদ্ধটা করল কে? কে বিজয় এনে দিলো? তিনি বলেন, মুজিব নগর সরকার গঠন করে শপথ নিয়ে যুদ্ধ পরিচালনা করা হয়েছিল। সরকারপ্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি গ্রেপ্তার হওয়ার পর উপ-রাষ্ট্রপতির নেতৃত্বে সেই সরকারের অধীনে এ দেশে যুদ্ধ হলো। সরকারপ্রধান বলেন, জাতির পিতার বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলে একটি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে বিজয় এনে দেওয়া সম্ভব হয়েছে। সেই সঙ্গে যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলা, সবই তিনি করেছেন। স্বাধীনতার মাত্র তিন বছরে তিনি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলেন। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতা দখল করেছিল। তাদের হাত ধরে বাংলাদেশ এক কদমও এগুতে পারেনি। আমি বলি, এগুতে দেওয়া হয়নি। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
২৭ মার্চ ২০২৪, ১৬:৩৫

ব্যর্থ প্রেমের দুঃখ ভুলে ঘুরে দাঁড়ানোর দিন
পুরনো প্রেমের স্মৃতিতে ডুবে না থেকে আজ নিজেকে মুক্তি দিন। নিজের ইতিবাচক চিন্তাগুলোকে প্রাধান্য দিয়ে ডেইলি রুটিন তৈরি করে ফেলুন। কারণ দুয়ারে হাজির হয়েছে ‘ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানো দিন।’ বলা যায়, ভাঙা হৃদয়কে নতুন করে সারিয়ে তোলার দিন আজ। ভালোলাগা থেকে যে প্রেমের গল্প, অনেকের জীবনে তা ব্যর্থতার গল্পে পরিণত হয়। এরপর মানুষটি হতাশ হয়ে পড়েন। কেউ কেউ ভুল পথে পা বাড়ান। কিন্তু জীবন সুন্দর। এই সুন্দরকে আরও সুন্দর করে তুলতে বেদনাদায়ক স্মৃতিকে বিদায় জানাতে হয়। নিজেকে খুঁজে নিতে হয় নতুন কোনো ভালোলাগায়, ভালোবাসায়। ডেজ অব দ্য ইয়ারের তথ্য, প্রেমিকা চলে যাওয়ার পর খুব বেশি ভেঙে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের আটলান্টার অধিবাসী জেফ গোল্ডব্ল্যাট। দুঃখভারাক্রান্ত মানুষটা ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়াতে চাচ্ছিলেন। চেষ্টা করছিলেন এমন কিছু করতে, যা তাকে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করবে। এ সময়ই তার মাথায় আসে ‘দুঃখ ভুলে ঘুরে দাঁড়ানোর দিন’ গোছের একটা দিবস চালুর ভাবনা। ভাবলেন, তিনি তো একা নন, এমন বেদনাহত মানুষ আছে প্রচুর। তারাও হয়তো ব্যাপারটা থেকে অনুপ্রেরণা পেতে পারে। যেই ভাবা সেই কাজ। জেফ একটি কবিতা লিখলেন এবং একটি ওয়েবসাইট খুলে সেখানে পোস্ট করলেন।  সাড়া পেতে বেশি সময় লাগেনি গোল্ডব্ল্যাটের। অনেক মানুষ গোল্ডব্ল্যাটের কবিতায় সাড়া দেন এবং একাত্মতা পোষণ করেন। এরপর ‘গুড মর্নিং আমেরিকা’সহ বিভিন্ন গণমাধ্যম বিচিত্র এই দিবস নিয়ে ফিচার প্রকাশ করে। খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পায় দিনটি। হ্যাঁ, দিনটি ছিল ৯ মার্চ। সচেতনভাবেই ভ্যালেন্টাইনস ডে এবং এপ্রিল ফুল ডে-র মাঝামাঝি একটা তারিখকে বেছে নিয়েছিলেন জেফ। আজ সেই দুঃখ ভুলে ঘুরে দাঁড়ানোর দিন (গেট ওভার ইট ডে)। যারা হৃদয় ভাঙার ক্ষত বয়ে বেড়াচ্ছেন, আজকের দিনকে অনুপ্রেরণা হিসেবে নিতে পারেন তারা। পুরনো প্রেমের স্মৃতিতে ডুবে না থেকে আজ নিজেকে মুক্তি দিন। এই দিনটিই হোক বিরহ যাপনের শেষ দিন। 
০৯ মার্চ ২০২৪, ১২:২২

জেমিনির ভুলে বিপাকে গুগল সিইও, হারাতে পারেন চাকরি 
নিজেদের সর্বশেষ এআইভিত্তিক প্রকল্প জেমিনি নিয়ে বেশ বিপাকেই পড়েছে গুগল করপোরেশন। ওপেনএআইয়ের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিকে টেক্কা দিতে গুগল বার্ড নিয়ে আসে প্রযুক্তি বাজারে আধিপত্য করে চলা সংস্থাটি। পরবর্তীতে এই গুগল বার্ডের নাম হয়ে যায় জেমিনি। কিন্তু প্রকল্পটি বুমেরাং হয়ে দেখা দিলো গুগলের জন্য। নিজেদের সর্বশেষ এ প্রকল্পের এক ভুলেই বিতর্কের মুখে পড়ে গেছে গুগল। পড়ে গেছে কোম্পানির শেয়ার। আর এই জেরে রোষানলে পড়েছেন গুগল এবং এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইও। দাবি উঠেছে গুগলের পরিচালনা পর্ষদ থেকে তাকে সরিয়ে দেওয়ার। জেমিনির ভুল ছবি তৈরি নিয়েই বিতর্কের সূত্রপাত। কারিগরি ত্রুটির কারণে বাধ্য হয়েই জেমিনি চ্যাটবটে ছবি তৈরির সুবিধা বন্ধ করে দিয়েছে গুগল। আর এই সেবা বন্ধ হয়ে যাওয়ার পরই অনেকটা কমে গেছে শীর্ষ এই প্রযুক্তি কোম্পানির শেয়ারের দাম। ফলে প্রশ্ন উঠেছে প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের নেতৃত্ব ও দক্ষতা নিয়ে। ফলস্বরূপ গুগলের পরিচালনা পর্ষদ থেকে তাকে সরিয়ে দেওয়ার দাবিও উঠেছে। প্রযুক্তি-সংশ্লিষ্টরা বলছেন, গুগলের মতো প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের জন্য এই ভুল গ্রহণযোগ্য নয়। অবকাঠামো ও জনবল বিবেচনায় অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠানের তুলনায় এগিয়ে গুগল। তাই এই প্রতিষ্ঠানে ব্যর্থতার দায়ভারও সুন্দর পিচাইকেই নিতে হবে। এই অবস্থায় ব্যবসা পুনরুদ্ধারে গুগলের পরিচালনা পর্ষদে বড় রদবদলের কথাও হচ্ছে। প্রসঙ্গত, গত দুই বছরে বহু কর্মী ছাঁটাই হয়েছে গুগলে। গেল বছরের ডিসেম্বর মাসেই ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন সুন্দর পিচাই। কিন্তু পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ওই মাসেই বেতন বাড়ে পিচাইয়ের। একদিকে নিজের বেতন বৃদ্ধি, অন্যদিকে হাজারে হাজারে কর্মী ছাঁটাই- সব মিলিয়ে পিচাইয়ের ভূমিকা নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। এবার জেমিনি নিয়ে ব্যবসা ধসের মুখে পড়ায় গুগল থেকে ভারতীয় বংশদ্ভূত এ প্রযুক্তিবিদকে সরিয়ে দেওয়ার দাবি উঠলো।
০৫ মার্চ ২০২৪, ১২:১২

‘দ্বন্দ্ব’ ভুলে এক হচ্ছেন শাকিব-বুবলী!
শাকিব খান ও শবনম বুবলীর ‘দ্বন্দ্ব’ যেন শেষই হতে চায় না। ঘুরে ফিরে যেকোনো ইস্যুতে নাম চলেই আসে। এরমধ্যে শাকিবের অস্তিত্বে বুবলী নেই বলেও জানিয়েছিলেন নায়ক। তারপরও থেমে নেই বুবলীর চেষ্টা! এরপর চলে বিস্তর জলঘোলা। চলে টানাপোড়েন। দোষারোপ, পাল্টা দোষারোপের পালাও। তবে কালের নিয়মে এই বিতর্ক চাপা পড়ে যায়। কিন্তু সম্প্রতি শাকিবকে নিয়ে একটি ইভেন্টে বুবলী যা বলেছেন তাতে ফের উসকে গিয়েছে জল্পনা। তবে কি আবারও জোড়া লাগছে তাদের সম্পর্ক!  টলিউডে অভিষেক ঘটছে বুবলীর। মুক্তি পাচ্ছে তার সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’। সেই সিনেমার প্রচারে গিয়ে নায়িকা জানিয়ছেন, তিনি শাকিব খানের থেকে এই সিনেমার বিষয়ে কোনও টিপস পেয়েছেন কিনা! সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শবনম বুবলী বলেন, ওর (শাকিব খান) হাত ধরেই আমার সিনেমার ক্যারিয়ার শুরু হয়েছে। এই ইন্ডাস্ট্রিতে আসা ওর জন্যই। ও আমায় অনেক কিছুই শিখিয়েছে, দেখিয়েছে। আমরা একসঙ্গে পাঁচ বছর কাজ করেছি। আর আমরা এখন একই পরিবারের অংশ, ফলে ভালোবাসা আর শুভেচ্ছা তো থাকেই সবসময়। এখান থেকেই উসকে গিয়েছে জল্পনা। তবে কি আবারও কাছাকাছি আসছেন শাকিব-বুবলী। মাঝে তার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় ফের প্রাক্তন অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক ভালো হয়। তারা কাছাকাছি আসেন। কিন্তু এর মাঝে কি সমীকরণ আবারও বদলেছে? সেটা সময়ই বলবে। শবনম বুবলী জানিয়েছিলেন ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়। এরপর ২০২০ সালে তাদের সংসার আলো করে আসে সন্তান শেহজাদ খান বীর। কিন্তু ছেলের জন্মের কথাও পর্যন্ত তারা প্রকাশ্যে আনেননি। দুই বছর পর ২০২২ সালে বীরের বিষয় প্রকাশ্যে আনেন এবং বিয়ের কথা জানান। এরপরই হঠাৎ বুবলির সঙ্গে সম্পর্ককে অবৈধ বলে ঘোষণা করেন শাকিব । এদিকে শাকিব খান বিদেশে রাজকুমার ছবির শুটিংয়ে ব্যস্ত। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন ছবি দরদের পোস্টার।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২০

‘আমারে কীভাবে ভুলে থাকতেছো, আমাকে কি বাঁচাইবা না’ 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর গ্রাম থেকে নিখোঁজ প্রবাসীর স্ত্রী খাদিজা আক্তার ময়না (২৫) গত ১৯ জানুয়ারি তার শ্বশুরবাড়ি থেকে হারিয়ে যান। প্রায় এক মাস পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। জানা গেছে, ময়না কাঞ্চনপুর গ্রামের সৌদি আরব প্রবাসী মো. রাসেল মিয়ার স্ত্রী। তিনি একই উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর গ্রামের সেলিম মিয়ার মেয়ে। নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাড়িসহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও ময়নার খোঁজ পাননি। ময়নার পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। এদিকে হারিয়ে যাওয়ার প্রায় ১৫ দিন পরে ময়নার প্রবাসী স্বামীর ইমো নাম্বারে একটি ভয়েস রেকর্ড পাঠানো হয়। যেখানে কাতর সুরে ময়নাকে বলতে শোনা যায়- ‘আমারে কীভাবে ভুলে থাকতেছো, আমাকে কি বাঁচাইবা না? আমি কোথায় আছি বলতে পারছি না, চারপাশে পাহাড় আর প্রচণ্ড ঠান্ডা। আম্মা (শাশুড়ি) এবং আপা (স্বামীর ছোট বোন) জানে আমি কোথায় আছি। আমার মোবাইল পপি আপা কোথায় জানি রাখছে। তুমি পপি আপার সঙ্গে কথা বলো। এখানে অনেক ঠান্ডা। এখানে থাকলে আমি মরে যাবো।’ প্রবাস থেকে এই ভয়েস পাওয়ার পরে স্বামী রাসেল মিয়া ময়নার বাবার বাড়িতে এই ভয়েস পাঠিয়ে দেন। তিনি পরামর্শ দেন আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। পরে ময়নার মা সুমি বেগম বাদী হয়ে বিজয়নগর থানায় গত ১৩ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরি করেন। এ ব্যাপারে ময়নার মা সুমি বেগম জানান, থানায় মেয়ের সন্ধানে জিডি করা হয়েছে। আমি আমার মেয়েকে ফেরত চাই। জড়িত অপরাধীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এদিকে শনিবার সকালে ময়নার শ্বশুর-শ্বাশুড়িকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। তথ্য সংগ্রহের কাজ করছে পুলিশ। বিজয়নগর থানার ওসি (তদন্ত) হাসান জামিল গণমাধ্যমকে জানান, জিডি গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধারের চেষ্টা চলছে।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৭

ভুলে অন্য কেন্দ্রে পরীক্ষার্থী, নিজ কেন্দ্রে পৌঁছে দিলো ট্রাফিক পুলিশ
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (৯ ফেব্রুয়ারি)। এরমধ্যে রাজধানীর মতিঝিল ট্রাফিক বিভাগের আওতাধীন দুটি কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রায় ৬০০০ পরীক্ষার্থী অংশ নেন। এরমধ্যে ৩০ জন পরীক্ষার্থী ভুল করে অন্য কেন্দ্রে চলে যায়। পরিস্থিতি বিবেচনা করে ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের দক্ষ ব্যবস্থাপনায় দ্রুত সময়ে তাদের সঠিক কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ট্রাফিক পুলিশ সদস্যরা পরীক্ষার্থীরা যাতে যানজটে আটকা না পড়েন সেদিকে লক্ষ্য রেখে মোটরসাইকেলে করে তাদের কেন্দ্রে পৌঁছে দেন। কেন্দ্র দুটির মধ্যে আইডিয়াল-মুগদা কেন্দ্রের পরিবর্তে আইডিয়াল-মতিঝিল কেন্দ্র এবং আইডিয়াল-মতিঝিল কেন্দ্রের পরিবর্তে আইডিয়াল-মুগদা কেন্দ্রে চলে যান পরীক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মইনুল হাসান। তিনি জানান, মতিঝিল ট্রাফিক পুলিশের আওতাধীন এলাকায় দুটি কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রায় ৬ হাজার পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে প্রায় ৩০ জন পরীক্ষার্থী ভুল করে অন্য কেন্দ্র কেন্দ্রে চলে যান। তাৎক্ষণিকভাবে সময় স্বল্পতা ও পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা শুরুর আগেই সঠিক কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। গুরুত্বপূর্ণ এ পরীক্ষার কথা চিন্তা করে কেন্দ্র দুটিতে আমাদের কুইক রেসপন্স টিম আগে থেকেই প্রস্তুত ছিল। পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপালনকারী ট্রাফিক মতিঝিল বিভাগের কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা আগে থেকেই এ বিষয়ে প্রস্তুতি রাখতে বলেছিলেন। নির্দেশনা মোতাবেক মতিঝিল ট্রাফিক বিভাগের সার্জেন্টরা কেন্দ্র ভুল করা পরীক্ষার্থীদের মোটরসাইকেলে করে সঠিক কেন্দ্রে পৌঁছে দেন। ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের এ ধরনের প্রশংসনীয় কর্মকাণ্ডে পরীক্ষার্থীরা ও অভিভাবকরা ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। তবে পরীক্ষাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলে বেলা ১১টা পর্যন্ত। ঘণ্টাব্যাপী দেশের ১৯টি পরীক্ষা কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। ডাক্তার হওয়ার আশায় এবারের পরীক্ষায় এক লাখ চার হাজার ৩৭৪ শিক্ষার্থী অংশ নেন।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়