• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
ভিপি নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে চট্টগ্রাম আদালতে। সোমবার (১৫ এপ্রিল) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালত এ আদেশ দেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ২০২২ সালের ১৪ জুন নুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াসির আরাফাত তানিম। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে সিআইডির চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিটের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল করিম তদন্ত করে গত ৬ ফেব্রুয়ারি নুরুল হক নুরের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। এতে আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (১), ২৯ (১) ও ৩১ ধারায় অপরাধ আমলে নিতে আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন বলেন, সিআইডির দাখিল করা প্রতিবেদন আমলে নিয়ে আজ (সোমবার) নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছিল, আসামি নুরুল হম নুর ২০২২ সালের ১ জুন বাংলাদেশ ছাত্র যুব অধিকার পরিষদের ব্যানারে সমাবেশ করেন। এতে নুর নিজেই ছাত্রলীগ ও যুবলীগকে গুন্ডালীগ বলে আখ্যায়িত করেন। একই সমাবেশে নুর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি এবং তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে চট্টগ্রামের আরেক গুন্ডা, উন্মাদ বলে মন্তব্য করেন।
১৫ এপ্রিল ২০২৪, ১৮:১১

শাবিপ্রবির পিএসএস সোসাইটির ভিপি মোবাশ্বির, সম্পাদক মমিন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পলিটিকাল স্টাডিজ সোসাইটির নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) হিসেবে স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. মোবাশ্বির হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মমিন উদ্দিন নির্বাচিত হয়েছেন।  মঙ্গলবার (৫ মার্চ) নির্বাচন কমিশনার অধ্যাপক ড. দিলারা রহমান এ নতুন কমিটির ফলাফল ঘোষণা করেন। নির্বাচন ব্যবস্থাপনা কমিটিতে সদস্য হিসেবে অধ্যাপক ড. জায়েদা শারমিন ও সহযোগী অধ্যাপক ড. ফাখরুছ ছালাম দায়িত্ব পালন করেন।  নবনির্বাচিত কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে স্নাতকোত্তরের শিক্ষার্থী আফজাল হোসাইন, সহসাধারণ সম্পাদক চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাকিল, খেলাধুলা বিষয়ক সম্পাদক হিসেবে তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. সোহরাব হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানিম ইবনে বারী খান, দপ্তর সম্পাদক হিসেবে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মাহাদী হাসান, প্রকাশনা সম্পাদক হিসেবে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সৌরভ গোপ নির্বাচিত হয়েছেন।  এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে প্রথম বর্ষের শিক্ষার্থী মিঠু দাশ ও মো. রিয়াজ উদ্দিন রুহিন নির্বাচিত হয়েছেন। কমিটিতে পদাধিকারবলে সভাপতি হিসেবে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান দায়িত্ব পালন করবেন।
০৬ মার্চ ২০২৪, ২০:৪৭

ভিপি নুরের আদালত অবমাননা নিয়ে শুনানি আজ
বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যার বিষয়ে শুনানি আজ। বৃহস্পতিবার (১৫ ফেব্রয়ারি) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ শুনানি হবে। এর আগে গত ১৭ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট একই বেঞ্চ আজ শুনানির দিন ঠিক করেন। আদালতে নুরের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সেদিন বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ার ঘটনায় আদালত অবমাননার অভিযোগ এনে তলবের প্রেক্ষিতে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা জানাতে হাইকোর্টে হাজির হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। এরপর এ বিষয়ে শুনানি নিয়ে আদেশ দেন হাইকোর্ট। এরও আগে ১৭ ডিসেম্বর হাইকোর্টের ওই বেঞ্চ স্বপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন। আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা জানাতে ১৭ জানুয়ারি তাকে আদালতে হাজির হতে বলা হয়। তারই ধারাবাহিকতায় সেদিন শুনানি হয়। তারপর এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া, শুনানি ও আদেশের জন্য ১৫ ফেব্রুয়ারি দিন ঠিক করেন আদালত।  
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়