• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজিকে কুপিয়ে হত্যা 
গোপালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজীকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই ও তার পরিবার।  রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন, দুর্গাপুর গ্রামের টুকু মীনার স্ত্রী বিউটি বেগম (৪৫) ও তাদের মেয়ে এসএসসি পরীক্ষার্থী লামিয়া (১৫)।  টুকু মীনা জানিয়েছেন, ঘটনার সময় তিনি পার্শ্ববর্তী পঙ্গুবাজারে ছিলেন। এ দিন সন্ধ্যায় তার মেয়ে লামিয়া বাড়ির উঠানে দাঁড়িয়ে দুলাভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় বড় ভাই হারুণ মীনা তাকে দূরে সরে গিয়ে আস্তে কথা বলতে বলেন। কিন্তু লামিয়া তার কথা না শোনায় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। লামিয়ার মা বিউটি বেগম ঘর থেকে বেরিয়ে সেও বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একইসঙ্গে পাশের ঘর থেকে বেরিয়ে বড় ভাবী ও ভাইজীও চরম বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে বড় ভাই, ভাবি ও ভাতিজি তিনজন মিলে ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী ও মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এতে ঘটনাস্থলেই লামিয়ার মৃত্যু ঘটে এবং গুরুতর আহত বিউটিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। লামিয়া স্থানীয় খালিয়া ইউনাইটেড একাডেমি থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন। ইতোমধ্যে তিনি দুটি পরীক্ষায় অংশগ্রহণও নিয়েছিলেন।  জোড়া খুনের কথা স্বীকার করে গোপালগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন, দুজনেরই মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে। সদর উপজেলার ফুকরা এলাকা থেকে হারুণ মীনাকে আটক করা হয়েছে। 
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৫

ভাতিজিকে ধর্ষণচেষ্টা, চাচা আটক
জামালপুরের সরিষাবাড়ীতে ভাতিজিকে ধর্ষণচেষ্টা মামলায় চাচা শহীদুল ইসলাম শহীদকে (৪৬) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোরে সদর থানাধীন গেইটপাড় সিএনজিস্ট্যান্ড হতে তাকে গ্রেপ্তার করা হয়।  শহীদুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকার আব্দুস সবুরের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার আবরার ফয়সাল সাদী এ তথ্য নিশ্চিত করেন। কমান্ডার আবরার জানান, শহীদুল ইসলাম সম্পর্কে ভুক্তভোগীর চাচা হন। ২০২৩ সালের ৯ ডিসেম্বর রাতে তার ভাতিজি প্রকৃতির ডাকে বাইরে আসলে মুখে গামছা বেঁধে পুকুরের পূর্ব পাড়ে সরিষার খেতে নিয়ে জোরপূর্বক শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করেন চাচা শহীদুল। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শহীদুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে ভুক্তভোগী (১৬) নিজে বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা করেন। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল সদর থানার গেইটপাড় সিএনজিস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে। র‌্যাব কর্মকর্তা আরও বলেন, আসামিকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়