• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
নানা বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু 
জামালপুরের ইসলামপুর উপজেলায় ঈদে নানার বাড়িতে বেড়াতে গিয়ে যমুনা নদীতে ডুবে মিনহাজ (৯) ও মিনাল (৭) নামে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে।  শনিবার (১৩ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল সাপধরী ইউনিয়নের চরশিশুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত ২ সহোদর মিনহাজ ও মিনাল ওই উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুতলা এলাকার আজহার আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার উপজেলা বেলগাছা ইউনিয়নের জারুল তলা এলাকা থেকে মা চায়না আক্তার ২ ছেলে ও স্বামী আজহার আলীকে সঙ্গে নিয়ে চরশিশুয়া গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে যান। রোববার দুপুরে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনার শাখা নদীর পানিতে স্থানীয় ছেলে-মেয়েদের সঙ্গে মিনহাজ ও মিনাল মাছ ধরতে যান। সাঁতার না জানায় মাছ ধরার কোনো এক সময় নিখোঁজ হয়ে যান ২ সহোদর ভাই। পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেন। সাপধরী ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা-বাবার সঙ্গে ঈদের পরের দিন নানার বাড়িতে এসেছিল ২ ভাই।  ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জানান, সহোদর ২ ভাইয়ের পানিতে ডুবে মৃত্যুর একটি সংবাদ পেয়েছি। তারা মা-বাবার সঙ্গে শনিবার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল।  তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের বাবার বাড়ি যমুনার পূর্বপাড় জারুলতলা এলাকায়। যে এলাকায় ঘটনা ঘটেছে সেটি দুর্গম চরাঞ্চল। 
১৩ এপ্রিল ২০২৪, ২১:৫১

মান্না ভাইয়ের শূন্যতা পূরণ হওয়ার নয় : স্বাগতা
ঈদে মুক্তির তালিকায় আছে ডজন খানেক চলচ্চিত্র। সেই তালিকায় আছে শরিফুল রাজ ও শবনম বুবলী অভিনীত ‘দেয়ালের দেশ’ ছবিটি। এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর সিনেমায় ফিরেছেন জিনাত শানু স্বাগতা। সম্প্রতি সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি প্রয়াত নায়ক মান্নাকে স্মরণ করেন এবং স্মৃতিচারণা করেন।  এ সময় তিনি বলেন, মান্না ভাই অসাধারণ মানুষ ছিলেন। তার মতো একজন মানুষ চলচ্চিত্রশিল্প থেকে চলে গেছেন, এটা অনেক বড় লস। তিনি চলে যাওয়ার পর আমরা অনেক বছর সিনেমা হলে গিয়ে ছবি দেখার সুযোগ পাইনি। মান্না ভাইয়ের শূন্যতা পূরণ হওয়ার নয়। তিনি লিজেন্ড। শাকিব খান মান্না ভাইয়ের জায়গা ধরেছেন, এটা আমি স্বীকার করছি না। কারণ, শাকিব খান মান্না ভাই বেঁচে থাকতেও শাকিব খানই ছিলেন। আমি বলব, মান্না ভাই চলে যাওয়ায় শাকিব খানের ওপর চাপ পড়ে গেছে বেশি। ইন্ডাস্ট্রিতেও চাপ পড়ে গেছে। শুধু একজন নায়ক থাকলে দর্শকের জন্য বিপদ, ইন্ডাস্ট্রির জন্যও বিপদ। শরীফুল রাজের সঙ্গে শাকিব খানের তুলনা করতে গিয়ে অভিনেত্রী বলেন, এবারের ঈদে দারুণ ব্যাপার হলো শরীফুল রাজের তিনটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে, শাকিব খানের একটি। তাই বলতে চাই, হয়তো আমরা এমন একজন নায়ক পেয়ে গেলাম, যার চলচ্চিত্র দেখতে গিয়ে উপচে পড়বে হল। শরীফুল রাজের তিনটি সিনেমা আসছে, হয়তো শাকিব খানের ওপর চাপ কমছে। মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’ সিনেমায় রাজ-বুবলী ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুকসহ  অনেকে।  
০৮ এপ্রিল ২০২৪, ১৭:২০

নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি তরুণ উইন রোজারিও। বুধবার (২৭ মার্চ) নিউইয়র্কের কুইন্সে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন ১৯ বছর বয়সী এ বাংলাদেশি অভিবাসী। এ ঘটনায় রোজারিও পুলিশ জানিয়েছিল, ৯১১ নম্বরে কল করে এক মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তির কথা জানানো হয়। সেখানে পৌঁছানোর পরে, পুলিশ কর্মকর্তারা ছুরি হাতে উইনকে দেখতে পান। পুলিশ প্রথমে টেজার দিয়ে তাকে নিবৃত্ত করার চেষ্টা করে। কিন্তু তার মা অপ্রত্যাশিতভাবে এর মধ্যে এসে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ফলে প্রাণঘাতী গুলি চালানো হয়। এবার পুলিশের বক্তব্যের বিরোধিতা করে ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের ভাই উৎস বলেছেন, কর্মকর্তারা যখন গুলি চালান, তখন তাদের মা উইনকে ধরে রেখেছিলেন। তিনি জোর দিয়ে বলেন, প্রাণঘাতী শক্তি প্রয়োগ অপ্রয়োজনীয় ছিল। দুজন সশস্ত্র কর্মকর্তাকে দেখেও উইন মারাত্মক হুমকিস্বরূপ কোনো পরিস্থিতি তৈরি করেনি। তাদের বাবা ফ্রান্সিস রোজারিও জানান, তার পরিবার ১০ বছর আগে বাংলাদেশ থেকে নিউইয়র্কে এসেছিল এবং উইনের স্বপ্ন ছিল মার্কিন সামরিক বাহিনীতে যোগ দেওয়া। তবে পরিবারের গ্রিন কার্ড পেতে বিলম্বের কারণে তার পরিকল্পনা আটকে যায়, যা গত বছর অনুমোদিত হয়েছিল বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এ ঘটনায় দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে মানসিক স্বাস্থ্য সংকটের সময় পুলিশের ভূমিকা সম্পর্কে নানা বিষয় তুলে ধরা হয়েছে। তবে পুলিশের যথেষ্ট সংবেদনশীলতার অভাব রয়েছে এবং পরিস্থিতি মারাত্মক হয়ে যাচ্ছে বলেছেন সমালোচকেরা।  
২৮ মার্চ ২০২৪, ২২:১১

বোনকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাওয়া হলো না ভাইয়ের
খুলনার একটি এনজিওতে চাকরি করতেন নওগাঁ নিয়ামতপুর উপজেলার জিনপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মান্নান মন্ডল। ছুটিতে বৃহস্পতিবার বিকেলে এসেছিলেন গ্রামের বাড়িতে।  শুক্রবার (১৫ মার্চ) শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিল তার বোন ইতি রাণীর।  জানা গেছে, সকাল ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে মান্নান বোনকে নওগাঁ শহরের কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। যাওয়ার পথে মহাদেবপুর উপজেলার বাগডোব ডিমজাওন এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মান্নান মন্ডল মারা যান। অপরদিকে বোন ইতি রাণী সামান্য আহত হন। আর ভাইয়ের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী বোন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
১৫ মার্চ ২০২৪, ১৪:২৫

জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই কহেল উদ্দিন (৬০) নিহত হয়েছেন। সোমবার (১১ মার্চ) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।  নিহত কহেল উদ্দিন মুন্সী মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের মধুরচর গ্রামের মৃত ইন্তাজ উদ্দিন মুন্সীর ছেলে। স্থানীয়রা জানান, নিহত কহেল মুন্সী ও তার বড় ভাই ইসলাম মুন্সীর মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছিল। গত রোববার দুপুরে কহেল মুন্সী ও তার প্রবাসফেরত ছেলে শাহানুর বসতবাড়ির সীমানা পরিষ্কার করতে যান। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে বড় ভাই ইসলাম মুন্সী (৬৫), তার ছেলে হৃদয় (২৪), স্ত্রী কুলসুম (৫৫), মেয়ে রোজিনা (২৮) ও নাতনি কণক (১৮) লাঠিসোঁটা নিয়ে কহেল মুন্সী ও তার ছেলে শাহানুরকে মারধর করে। সেই সঙ্গে অসুস্থ স্ত্রী সাফিয়া খাতুনকেও প্রহার করেন তারা। এতে কহেল মুন্সীসহ তার পরিবারের তিনজনই মারাত্মক আহত হন। স্থানীয়রা আরও জানান, আহতদের মধ্যে কহেল মুন্সী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। অপর আহতরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। নিহত কহেল মুন্সীর মেয়ে রওশন আরা বলেন, দিন-দুপুরে আমাদের পরিবারের ওপর হামলা করা হয়েছে। আমি আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। মামলার প্রস্তুতি চলছে।
১১ মার্চ ২০২৪, ১৮:৩৭

বড় ভাইয়ের পিস্তলের গুলিতে ছোট ভাই খুন
পটুয়াখালীর বাউফলে বড় ভাই মো. সজিব হোসেনের (২১) অবৈধ পিস্তলের গুলিতে প্রতিবন্ধী ছোট ভাই সাব্বির হোসেন (১৬) মারা গেছেন।  সোমবার (১১ মার্চ) দুপুরে মো. সজিব হোসেনকে আটক করে পুলিশ। সাব্বির হোসেন উপজেলার সূর্যমনি ইউনিয়নের সূর্যমনি গ্রামের বাবুল সরদারের ছেলে।  আর আটককৃত মো. সজিব হোসেন বাউফল নবারুণ সার্ভে ইনস্টিটিউটের পঞ্চম বর্ষের ছাত্র। স্থানীয়রা জানান, রোববার বেলা সাড়ে ১১টায় সজিব হোসেন একটি পুরোনো পিস্তল নিয়ে নড়াচড়া করতে গিয়ে ট্রিগারে চাপ লেগে গুলি বের হয়। সেই গুলি তার প্রতিবন্ধী ছোট ভাই সাব্বিরের কপালের বাম পাশে চোখের ওপরে গিয়ে লাগে। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরজাহান জানান, সাব্বিরকে আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তখন রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সাব্বিরের পরিবার জানায়, রোববার বিকেলের দিকে সাব্বিরকে নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের চিকিৎসক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি জানতে পেরে তাকে ঢাকা নিউরোসায়েন্স হাসাপাতালে রেফার্ড করেন। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে রাত ১টার দিকে সাব্বির মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম। তিনি জানান, পুলিশ সুপারের নির্দেশে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য সাব্বিরের বড় ভাই সজিবকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সাব্বিরের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।
১১ মার্চ ২০২৪, ১৭:৩০

বেইলি রোড ট্র্যাজেডি : কাচ্চি ভাইয়ের ম্যানেজারসহ ৪ জন কারাগারে
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় করা মামলায় কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার জেইন উদ্দিন জিসানসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক এ আদেশ দেন। কারাগারে যাওয়া অন্য তিনজন হলেন, আগুন লাগা ভবন ‘গ্রিন কোজি কটেজ’র ম্যানেজার হামিমুল হক বিপুল এবং চা চুমুক রেস্টুরেন্টের দুই মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান রিমন। এর আগে, দুদিনের রিমান্ড শেষে আজ (সোমবার) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তাদের জামিন শুনানির জন্য মঙ্গলবার (৫ মার্চ) দিন ধার্য করেন। উল্লেখ্য, রাজধানীর বেইলি রোডের ওই ভবনে গত ২৯ ফেব্রুয়ারি রাতে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও ৮ জন শিশু। এ ঘটনায় ১ মার্চ অবহেলাজনিত হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশ বাদী হয়ে রমনা থানায় একটি মামলা করেন।
০৪ মার্চ ২০২৪, ১৮:৪২

পেটের দাগ দেখে ভাইয়ের মরদেহ শনাক্ত করলেন ভাই
রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় মারা গেছেন কে এম মিনহাজ উদ্দিন (২৬)। পেটে অস্ত্রোপচারের দাগ থেকে বড় ভাই আমিনুল ইসলাম তার মরদেহ শনাক্ত করেন। শনিবার (২ মার্চ) বিকেলে ময়নাতদন্ত শেষে মিনহাজের মরদেহ ভাই আমিনুলকে বুঝিয়ে দেওয়া হয়। রমনা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান গণমাধ্যম বলেন, আগুনের ঘটনায় দগ্ধ মিনহাজের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মিনহাজের ভাই ঘড়ি ও পেটের অস্ত্রোপচারের দাগ দেখে মৃতদেহ শনাক্ত করেন। তবে আরেকটি পরিবার লাশ দাবি করায় মিনহাজের মরদেহ ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মিনহাজের ছোটবেলায় পেটে একটি অস্ত্রোপচার হয়েছিল। তার সামনের কয়েকটি দাঁত উঁচু ছিল। হাতে ছিল তারই দেওয়া একটি ঘড়ি। তিনি আরও বলেন, অস্ত্রোপচারের দাগ, দাঁত ও হাতঘড়ি দেখে ভাইকে শনাক্ত করেন আমিনুল। তবে আরেকজন দাবি করায় মরদেহ বুঝে পেতে তাদের সময় লেগেছে। এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে 'গ্রিন কোজি কটেজ' নামে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন আরও কয়েকজন।
০৩ মার্চ ২০২৪, ০০:০০

বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল ২ ভাইয়ের
বগুড়ার সদরের সাবগ্রাম এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়িয়া বটতলায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ ঘটনা ঘটে।   নিহতরা হলেন মহানুর ইসলাম ও সিফাত। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই। জানা যায়, নিহত মহানুর শহরের বেসরকারি করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও বগুড়ার গাবতলী উপজেলার পারানীপাড়া গ্রামের মো. সুমনের ছেলে। আর নিহত সিফাত একই উপজেলার বৈঠাভাঙ্গা গ্রামের উজ্জল হোসনের ছেলে এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা শহরের কৈপাড়া এলাকায় ভাড়া থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সাড়ে ১০টার দিকে মাইনুর আর সিফাত দ্বিতীয় বাইপাসের সাবগ্রাম স্ট্যান্ড এলাকার ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল ভরে নিয়ে বাড়ি ফিরছিল। পথে দ্বিতীয় বাইপাস সড়কের বড়িয়া বটতলা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দুধবাহী লরিকে ওভারটেক করার সময় মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই কিশোর পড়ে যায়। এ সময় আরেকটি ট্রাক এসে তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই কিশোর।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারুলী পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাতুল ইসলাম। তিনি জানান, ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। দুই কিশোরের মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৪

ছোট ভাইকে গলাটিপে হত্যা, বড় ভাইয়ের যাবজ্জীবন
ফরিদপুরে ছোট ভাইকে গলাটিপে হত্যার দায়ে মো. নাজমুল মোল্লা (২৯) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মো. নাজমুল মোল্লা। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের দক্ষিণ চরবাগাট গ্রামের বাসিন্দা। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নওয়াব আলী মৃধা। তিনি বলেন, ভাইয়ের হাতে ভাই খুন এটা খুবই হৃদয় বিদারক ঘটনা। এ মামলার রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে অপরাধীদের অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই জেনে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। মামলার এজাহার সূত্র থেকে জানা যায়, ২০২০ সালের ১২ জুন সকাল সাড়ে ৮টার দিকে নাজমুল তার ছোট ভাই তামজিদ মোল্লাকে (১৪) ডাক্তার দেখানোর জন্য স্থানীয় রাজধারপুর বাজারে নিয়ে যান। এরপর সকাল সাড়ে ১০টার দিকে তামজিদকে রেখে বড় ভাই নাজমুল বাড়িতে ফিরে আসেন। বাড়ির লোকজন নাজমুলের কাছে ছোটভাই কোথায় জানতে চাইলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। পরে স্বজনদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি সবাইকে জানায় তিনি তার ছোটভাইকে গলাটিপে হত্যা করে দক্ষিণ চরবাগাটের কালিদাসের পাটক্ষেতের পাশে রেখে এসেছেন। এ ঘটনায় ওইদিন নাজমুলের বাবা মো. অহিদ মোল্লা বাদী হয়ে নাজমুলকে একমাত্র আসামি করে মামলা করেন। তদন্ত করে ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর মধুখালী থানার এসআই তোতা মিয়া নাজমুলকে অভিযুক্ত করে করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়