• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
গাড়িচাপায় মরেছে এক ভাই, আরেক ভাইকে বাসায় আনলেন পিয়া
মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়া। দেশর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করে বেশ সুনাম অর্জন করেছেন তিনি। অভিনয়-মডেলিংয়ের পাশাপাশি ব্যারিস্টারি পাস করে কোর্টে নিয়মিত প্র্যাকটিস করছেন তিনি। তবে এসবের চেয়ে আরও একটি পরিচয় আছে তার, তিনি পশু-পাখি ভীষণ ভালোবাসেন। বাসায় কুকুর পোষেন। মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সেসবের ছবি প্রকাশ করেন। একই সঙ্গে তাকে দেখা যায় রাস্তার অসহায় কুকুরদের খাওয়াতেও। তবে এবার তৈরি করলেন দারুণ এক মমতার উদাহরণ। বৃহস্পতিবার (২১ মার্চ) কোর্ট এলাকায় একটি কুকুরকে তিনি কোলে নেওয়ার কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। ক্যাপশন হিসেবে লিখেছেন, আজকে কোর্টে ঢোকার সময় ‘লায়ন’কে দেখলাম। শুনলাম গতকালই ওর ভাই গাড়ি চাপাতে মারা গেছে, তারপর থেকে চুপচাপ। আগামী প্রায় এক মাস হাইকোর্ট বন্ধ থাকবে, ক্যান্টিন বন্ধ থাকবে, কোর্টে লোক একেবারে কম থাকবে, বেশির ভাগ কুকুর-বিড়ালের খাবার থাকবে না। তাই ভাবলাম লায়নকে আমার বাসার সামনেই নিয়ে যাই, আমার মটু-পাতলুর সঙ্গেই থাকবে এবার থেকে! তিনি গণমাধ্যমেক বলেন,‘কোর্টে ঢোকার সময় ওকে দেখি। একপাশে চুপচাপ বসে ছিল। একজন জানালেন ওর ভাই কাল গাড়িচাপায় মারা গেছে। এ কারণে মন খারাপ। তাই ওকে নিয়ে আমার বাসার পাশে ছেড়ে দিয়েছিলাম। বৃষ্টির সময় দেখি ভিজে কাহিল অবস্থা। পরে গা মুছে খাইয়ে আমার বাসার ভেতরে রেখে দিয়েছি। আমার লায়ন নামে একটা কুকুর ছিল, বছরখানেক আগে ও মারা গেছে। আমার মনে হচ্ছে হারিয়ে ফেলা লায়নকে পেয়েছি। এ কারণে ওর নাম লায়ন রেখেছি। প্রসঙ্গত, কলেজে পড়ার সময় থেকেই বিভিন্ন ফ্যাশন হাউস ও ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন পিয়া। আন্তজার্তিক অঙ্গনেও কাজ করেছেন তিনি। ২০১২ সালে পরিচালক রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় জান্নাতুল পিয়ার। এরপর তাকে বেশ কিছু সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওতে দেখা গেছে। শেষ করেছেন আরও একটি সিনেমার কাজ। 
২২ মার্চ ২০২৪, ১৯:২০

ভাইকে বলেছিলাম আমি একুশে পদক নেব না!
না ফেরার দেশে পাড়ি দিয়েছেন কিংবদন্তি রবীন্দ্রসংগীত শিল্পী, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক সাদি মহম্মদ। বুধবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার মোহাম্মদপুরের নিজ বাসায় আত্মহত্যা করেন তিনি। গুণী এই শিল্পীর মৃত্যুতে ভেঙে পড়েছেন তার ছোট ভাই প্রখ্যাত নৃত্যশিল্পী শিবলী মহম্মদ। শিবলী নিজেই প্রথমে ঘরের দরজা ভেঙে ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। যে মুহূর্ত কোনোভাবেই ভুলতে পারছেন না তিনি। বড় ভাই সাদি মহম্মদকে নিয়ে স্মৃতিচারণ করে শিবলী মহম্মদ বলেন, আমার ভাই মনে কষ্ট নিয়ে চলে গেছে। সে মনে করত, তাকে মূল্যায়ন করা হয়নি। কত মানুষ কত পদক পাচ্ছে, এসব তাকে খুব ভাবাতো। সে বড্ড অভিমানী ছিল। আমরা তাকে বোঝাতাম, আমাদেরকে মানুষ ভালোবাসে। পদক দিয়ে কী হবে? কিন্তু তার মনে চাপা কষ্ট ছিল। সেই কষ্ট নিয়েই চলে গেল। ইফতার করে ভাই নিজের রুমে গিয়ে গানের রিহার্সেল করছিল। এরপর তার সহকারীকে বলেছে, তুমি বাইরে যাও আমি রিহার্সেল শেষ করে ফোন করলে এসো। তখন আমি তার রুমের সামনে গিয়ে দেখতে পাই ভেতর থেকে দরজা বন্ধ। যেটা আমার কাছে অস্বাভাবিক মনে হয়। কারণ, তিনি কখনোই রুমের দরজা বন্ধ করেন না রিহার্সেলের সময়। এরপর কড়া নাড়লেও ভেতর থেকে কোনো শব্দ মেলে না। পরে আমি বলি দরজা ভাঙো। দরজা ভেঙে ভেতরে যে দৃশ্য আমি দেখলাম....। আমার জীবনে কেন এই দৃশ্য দেখতে হলো! আমার ভাই রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি পেলে একটু তৃপ্তি পেত। সাদি মহম্মদ তো আমার বড়, তার সামনে যখন আমি একুশে পদক পাই সেটা ছিল আমার জন্য বিব্রতকর। আমি ভাইকে বলি, একুশে পদক নেব না। কিন্তু সে আমাকে বলে, কেন নিবি না? তুই তো নাচের জন্য বাংলাদেশে কম কিছু করিস নি। পরে তাকে যখন একুশে পদক অনুষ্ঠানে যাওয়ার জন্য কার্ড দিলাম, সে বললো, না থাক রে। তুই যা। আমি সেখানে যাব না। গেলে অনেকেই প্রশ্ন করবে, আমি কেনো পদক পাই না। এগুলো আমাদেরকে বিব্রত করবে।
১৫ মার্চ ২০২৪, ১৩:৪৬

ঘুমন্ত ছোট ভাইকে হত্যা করলো বড় ভাই
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত ছোট ভাইকে জবাই করে হত্যা করেছে বড় ভাই মেহেদী হাসান। মেহেদী হাসান মানসিক রোগী ছিলেন। মঙ্গলবার (৫ মার্চ) সকালে কিশোরগঞ্জ উপজেলার কুঠিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত ছোট ভাই আওকত হোসেন ওই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য খগেন্দ্রনাথ রায়। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বছরখানেক ধরে মানসিক রোগে ভুগছিলেন মেহেদী হাসান। তিনি চিকিৎসাধীন ছিলেন। মানসিক সমস্যার কারণে স্বামী-স্ত্রী আলাদা থাকতেন। মায়ের অনুরোধে ছোট ভাই আওকত হোসেন জুয়েল বড় ভাইয়ের সঙ্গে ঘুমাতেন। মঙ্গলবার ভোরে ঘুমন্ত অবস্থায় ছোট ভাইকে জবাই করে এবং মাথায় কুপিয়ে হত্যা করে নিহতের বুকের ওপর বসে থাকেন বড় ভাই। পরে বিষ পান করে নিজে আত্মহত্যার চেষ্টা করেন মেহেদী হাসান। সকালে রক্তাক্ত অবস্থায় ছোট ভাইয়ের নিথর দেহ দেখতে পান পরিবারের অন্য সদস্যরা। তাদের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা।  এ সময় স্থানীয় ইউপি সদস্য বিষয়টি কিশোরগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যান।  এ সময় অভিযুক্ত বড় ভাইকে আটক করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
০৫ মার্চ ২০২৪, ১৮:৩৩

সম্পত্তির লোভে ছোট ভাইকে হত্যা করল বড় ভাই
টাঙ্গাইলের কালিহাতীতে সম্পত্তির জন্য আপন ছোট ভাইকে হত্যা করেছে বড় ভাই সোহেল।  রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল পিবিআই পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পিবিআই এর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন। গত ১২ ফেব্রুয়ারি কালিাহতীর থানার পারখী বিল থেকে মুকুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পর থেকে ছায়া তদন্তে নামে পিবিআই। পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন বলেন, গত ২৭ ফেব্রুয়ারি হত্যাকারী সোহেল ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার থেকে একটি কোদাল ও কোদালের আছারি ক্রয় করেন। এরপর হত্যা হওয়া মুকুলকে মোবাইলে জরুরি প্রয়োজন আছে বলে ডেকে আনেন পারখীতে। পরে মুকুলকে কৌশলে বিলে নিয়ে গিয়ে সোহেলের গলায় থাকা মাফলার দিয়ে মুকুলের হত্যা নিশ্চিত করে কোদাল দিয়ে গর্ত করে সেখানে পুঁতে রেখে চলে যান তিনি। এরপর থেকে সোহেল মোবাইল ফোন বন্ধ করে পলাতক ছিলেন। তিনি বলেন, টাঙ্গাইল পিবিআই পুলিশ তদন্ত শুরু করলে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রথমে সোহেলের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। শনিবার রাতে পিবিআইয়ের একটি আভিযানিক দল সোহেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গাজিপুর থেকে কালিহাতী উপজেলার মৃত হানিফার ছেলে ও হত্যা হওয়া মুকুলের বড় ভাই সোহেল ও দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার দগরবাড়ি গ্রামের মৃত রমনী কান্ত শীলের ছেলে শ্রী পরেশ চন্দ্র শীলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামি দুজনকে রোববার আদালতে সোপর্দ করা হয়।
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫০

ছোট ভাইকে গলাটিপে হত্যা, বড় ভাইয়ের যাবজ্জীবন
ফরিদপুরে ছোট ভাইকে গলাটিপে হত্যার দায়ে মো. নাজমুল মোল্লা (২৯) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মো. নাজমুল মোল্লা। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের দক্ষিণ চরবাগাট গ্রামের বাসিন্দা। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নওয়াব আলী মৃধা। তিনি বলেন, ভাইয়ের হাতে ভাই খুন এটা খুবই হৃদয় বিদারক ঘটনা। এ মামলার রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে অপরাধীদের অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই জেনে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। মামলার এজাহার সূত্র থেকে জানা যায়, ২০২০ সালের ১২ জুন সকাল সাড়ে ৮টার দিকে নাজমুল তার ছোট ভাই তামজিদ মোল্লাকে (১৪) ডাক্তার দেখানোর জন্য স্থানীয় রাজধারপুর বাজারে নিয়ে যান। এরপর সকাল সাড়ে ১০টার দিকে তামজিদকে রেখে বড় ভাই নাজমুল বাড়িতে ফিরে আসেন। বাড়ির লোকজন নাজমুলের কাছে ছোটভাই কোথায় জানতে চাইলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। পরে স্বজনদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি সবাইকে জানায় তিনি তার ছোটভাইকে গলাটিপে হত্যা করে দক্ষিণ চরবাগাটের কালিদাসের পাটক্ষেতের পাশে রেখে এসেছেন। এ ঘটনায় ওইদিন নাজমুলের বাবা মো. অহিদ মোল্লা বাদী হয়ে নাজমুলকে একমাত্র আসামি করে মামলা করেন। তদন্ত করে ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর মধুখালী থানার এসআই তোতা মিয়া নাজমুলকে অভিযুক্ত করে করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
১১ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৫

জমির জন্য বড় ভাইকে পিটিয়ে হত্যা
গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।  রোববার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার সাজনধরা এলাকায় এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিসক্রান্ত বিরোধের জের ধের তার ছোট ভাই মজিবুর রহমান তাকে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  নিহত বড় ভাই রেজা সাইদ আল মামুন (৫৫) উপজেলার ঢালজোড়া ইউনিয়নের সাজনধরা গ্রামের মৃত হাজী আফাজ উদ্দিনের ছেলে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজে প্রতিষ্ঠাকালীন থেকে অথনীতি বিভাগের প্রভাষক ও পরবর্তীতে ওই বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে প্রভাষক রেজা সাইদ আল মামুনের সঙ্গে তার ছোট ভাই মজিবুর রহমানের জমি সক্রান্ত বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে কলেজ শেষে রেজা সাইদ আল মামুন বাড়িতে গিয়ে তার জমির আইল ঠিক করছিলেন। এ সময় তার ছোট ভাই মজিবুর রহমান এবং ছোট ভাইয়ের ছেলে সুমন রহমান ও সেজাদ রহমান মিলে ওই প্রভাষকের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে মারধর করলে সে গুরুতর আহত হয়।  পরে তাকে দ্রুত উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।   খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।  নিহতের মেয়ে সূচি আক্তার বলেন, জমি সক্রান্ত বিরোধ নিয়ে আমার চাচা এবং চাচাতো ভাইয়েরা মিলে আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছে। আমি বাবা হত্যার বিচার চাই।  কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) ফেন্সি জুয়েল বিশ্বাস বলেন, জমি সক্রান্ত বিরোধের জের ধরে প্রভাষক রেজা সাইদ আল মামুনকে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৮ জানুয়ারি ২০২৪, ২৩:০২

বাড়ি থেকে ডেকে নিয়ে চাচাতো ভাইকে খুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক বিরোধের জের ধরে আল আমিন নামে এক প্রবাসী ফেরত যুবককে কুপিয়ে হত্যা করেছে চাচাতো ভাই ও তার সহযোগীরা।  শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে পার্শ্ববর্তী মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামের বালুর মাঠ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আল আমিন উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকার ইসমাইল মিয়ার ছেলে। নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে সৌদি ফেরত প্রবাসী আল আমিনকে তার চাচাতো ভাই সুজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে সে আর বাড়িতে ফিরে আসেনি এবং দুজনের মোবাইল বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে সুজন বাড়িতে একা ফিরলে আল আমিনের কথা জিজ্ঞেস করলে সে উল্টাপাল্টা উত্তর দেয়। সুজনের কথায় সন্দেহ হলে কৌশলে তাকে সোনারগাঁ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলে আটক করা হয়। এরপর তথ্য প্রযুক্তির মাধ্যমে লোকেশন ট্র্যাকিং করে নির্জন বালুর মাঠ থেকে আল আমিনের উদ্ধার করে পুলিশ। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুজন নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
২৬ জানুয়ারি ২০২৪, ১৭:৫৬

বড় ভাইকে হারিয়ে বিজয়ী ছোট বোন
কিশোরগঞ্জ-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বড় ভাইকে হারিয়ে রাজনৈতিক ময়দানে নিজের শক্ত অবস্থানের জানান দিয়েছেন ছোট বোন। এ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডা. সৈয়দা জাকির নূর লিপি।  তিনি পেয়েছেন ৭৭ হাজার ৩৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তার বড় ভাই সৈয়দ সাফায়েতুল ইসলাম পেয়েছেন ৭৪ হাজার ১৬২ ভোট। রোববার (৭ জানুয়ারি) রিটার্নিং অফিসার ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বেসরকারিভাবে ভোটের ফলাফলে এ বিষয়টি জানায়। এর আগে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। পরে ভোট গণনার কাজ সম্পন্ন হওয়ার পর ভোটের এ ফলাফল পাওয়া যায়।   এ আসনে পুরুষ ও নারী এবং হিজড়া মিলিয়ে মোট ভোটার পাঁচ লাখ ১৩ হাজার ৯৭৮ জন। মোট ১৭৪ ভোটকেন্দ্রের ১০৭৩টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
০৮ জানুয়ারি ২০২৪, ১৯:১০

মাগুরায় ২ ভাইকে হত্যা, গ্রেপ্তার ৩
মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা মধ্যপাড়া গ্রামে ২ ভাই সবুজ মোল্যা ও হৃদয় মোল্যাকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন আশিকুর রহমান আশিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশিক মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের ফারুক শিকদারের ছেলে। সোমবার (১ জানুয়ারি) নিজ এলাকা থেকে প্রধান সন্দেহভাজন আশিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়।  এ নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে এক সংবাদ সম্মেলনে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ এ তিনজনের গ্রেপ্তারের তথ্য জানান। মোহাম্মদ কলিমুল্লাহ জানান, বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আশিক পুলিশের কাছে স্বীকার করেছে, ঘটনার দিন গত শনিবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত ৯টার দিকে সে ডাব খাওয়ার কথা বলে সবুজ ও হৃদয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে স্থানীয় ঢোকচান্দের মাঠে নিয়ে পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে দুই সহোদরকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডে আশিক ছাড়াও পেশাদার খুনিচক্রের একাধিক সদস্য অংশ নেয়। এর আগে এ হত্যাকাণ্ডের ঘটনায় রোববার দিনগত রাতে নিহত দুই ভাইয়ের প্রতিবেশী আসিফ ও বিপ্লব নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিহতদের ভাই কামাল মোল্যা বাদী হয়ে মহম্মদপুর থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে অন্য আসামিদের নাম গোপন রেখে তাদের গ্রেপ্তারে পুলিশ সক্রিয় রয়েছে।
০২ জানুয়ারি ২০২৪, ১০:২৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়