• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo
খাল দখল করে ভরাট, ৫০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়ায় খাল ভরাট করার অভিযোগে ভরাটকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  তিনি জানান, খাল ভরাট করার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬-ঙ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় গ্রামের মান্নান মিয়ার ছেলে মোবারককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাকে আগামী ৫ দিনের মধ্যে খালটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে বলা হয়েছে। তা না হলে দ্বিগুণ জরিমানা করা হবে।
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়