• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo
ময়মনসিংহ-৩ / এক কেন্দ্রের সব ব্যালট বাক্স ছিনতাই, বন্ধ পুরো আসনের ফল
ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ১০টি আসনের ফলাফল ঘোষণা করা হলেও একটির ফলাফল স্থগিত করা হয়েছে।  এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার (৭ জানুয়ারি) দিনভর নানা অনিয়ম-সংঘর্ষের ঘটনায় বন্ধ হয়ে যায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ভোটগ্রহণ। বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের ৪০ নম্বর ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। একইসঙ্গে কেন্দ্র দখল ও ভাঙচুর করে ছয়টি ব্যালট বাক্স ছিনতাই করার ঘটনাও ঘটেছে। ফলে এই এক কেন্দ্রের অনিয়মে আটকে গেল ময়মনসিংহ-৩ পুরো আসনের ফল। জানা গেছে, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নৌকা এগিয়ে থাকলেও একটি কেন্দ্রের ফলাফল বাতিল এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে ভোটের পার্থক্য এক হাজারেরও কম থাকায় ফলাফল স্থগিত রয়েছে। এ আসনে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। নির্বাচনী অনিয়ম নিয়ে ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নরোত্তম চন্দ্র রায় বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ চলছিল। তবে দুপুর আড়াইটার দিকে এক দুর্বৃত্ত এসে একটি কক্ষ থেকে একটি ব্যালট বাক্স ছিনতাই করে। তারপরও ভোটগ্রহণ চলছিল। বিকেল সোয়া ৪টার দিকে আরো লোকজন কেন্দ্রে হামলা ও ভাঙচুর করে। সব ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি সবাইকে একটি কক্ষে অবস্থান করার নির্দেশ দেন। সব ব্যালট বাক্স যেহেতু ছিনতাই হয়ে গেছে, সেখানে ভোট গণনার প্রশ্নই আসে না। তাছাড়া আমিতো এখানকার লোকাল না। তাই কাউকে চিনতে পারিনি। এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ওই কেন্দ্রের ফলাফল বাতিল করা হবে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। 
০৮ জানুয়ারি ২০২৪, ০৪:২৪

টাঙ্গাইলে ব্যালট বক্সে আগুন, ২ আনসার সদস্য আহত
টাঙ্গাইলের গোপালপুরে একটি কেন্দ্রে পেপারসহ ব্যালট বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৫ রাউন্ড গুলি করেন। এ ঘটনায় দুইজন আনসার সদস্য আহত হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হেমনগর ইউনিয়নের কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মাজহারুল হক বলেন, দুর্বৃত্তরা অতর্কিতভাবে কেন্দ্রে প্রবেশ করে পুরুষ ওয়ার্ডের তিন নম্বর কক্ষ থেকে একটি ভোটের পেপারবোঝাই ব্যালট বাক্স বাইরে নিয়ে তাৎক্ষণিক আগুন ধরিয়ে দেয়। এতে ব্যালট বাক্স পুড়ে যায়। বক্সে প্রায় তিন শ’ ব্যালট পেপার ছিল। পরে সেখানে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা সদস্যরা ব্যালট উদ্ধারে ৫ রাউন্ড গুলি করেন। এই ঘটনায় দুইজন আনসার সদস্য আহত হয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ঘটনার পর কেন্দ্রে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। এরপর কেন্দ্রের বাকি ব্যালট বক্সসহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে দায়িত্বরতরা কেন্দ্র ত্যাগ করেন। এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ঘটনা নিয়ন্ত্রণে ৫ রাউন্ড গুলি করা হয়েছে। এই ঘটনায় দুইজন আনসার সদস্য আহত হয়েছে। অভিযোগ দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
০৭ জানুয়ারি ২০২৪, ১৮:৪৬

অবৈধভাবে সিল মারা ৫৩ ব্যালট বাতিল
অবৈধভাবে নৌকায় সিল মেরে রাখার অভিযোগে কুমিল্লা-৭ (চান্দিনায়) আসনের দোল্লাই নবাবপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৫৩টি ব্যালট বাতিল করা হয়েছে।  এর আগে, নৌকায় সিল মেরে রাখা এসব ব্যালটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরে বিষয়টি নজরে এলে ব্যালটগুলো বাতিল করেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা জাবেদ মোহাম্মদ শোয়াইব বলেন, নবাবপুর কেন্দ্রে নৌকার সিল মারা ৫৩টি ব্যালট বাতিল করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। যারা আগেই নৌকা প্রতীকে সিল মেরেছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চালছে। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে লড়ছেন মুনতাকিম আশরাফ টিটু। এদিন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এ সময়ে কিছু জায়গায় বিচ্ছিন্ন গোলযোগ হয়েছে। ৩০ থেকে ৩৫ জায়গায় ভোট কেন্দ্রের বাইরে ধাওয়া-পালটাধাওয়া হয়েছে। কোথাও ভোটকেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ হয়েছে। অনিয়মের কারণে সাতটি কেন্দ্রে ভোট বাতিল করা হয় এবং ১৫ ব্যক্তিকে জাল ভোটে সহায়তা করার জন্য দণ্ড দেওয়া হয়েছে। কারচুপি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বেশ কয়েকজন প্রার্থী। এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে। ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হয়েছে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী ছিল আওয়ামী লীগের। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি। এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।
০৭ জানুয়ারি ২০২৪, ১৭:০৬

ভরা ব্যালট বাক্সের তথ্য দিলেন রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একতরফা নির্বাচনেও আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। আজ সেই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটকেন্দ্রে কোনো ভোটার নেই। এ নির্বাচনে জনগণ যায়নি। রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টায় দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে মিছিল শেষে এ মন্তব্য করেন তিনি। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ডাকা হরতাল সফলে এ মিছিল বের করেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মীরা রিজভীর সঙ্গে মিছিল করেন। মিছিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকীসহ অনেকে। রিজভী বলেন, আতঙ্কে আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর রাতে ব্যালটে সিল মেরে রেখেছে। এর কারণ তারা অবৈধভাবে ক্ষমতায় আছে।  বিএনপির আন্দোলন চলছে চলবে উল্লেখ করে রিজভী বলেন, আমি দেশবাসীকে আজকের হরতাল সফল করার আহ্বান জানাচ্ছি।
০৭ জানুয়ারি ২০২৪, ১১:০৩

রাজধানীর কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার
রাজধানীতে ভোটের দিন সকালে কেন্দ্রে পৌঁছে দেয়া হলো ব্যালট পেপার। রোববার (৭ জানুয়ারি) ভোর পাঁচটায় কাকরাইলের ইউলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে ১১০ টি কেন্দ্রের ব্যলট পেপার প্রিজাইডিং অফিসারের নিকট বুঝিয়ে দেন রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম। এছাড়াও টিচার্স ট্রেনিং কলেজ থেকে বাকি কেন্দ্রগুলোর ব্যালট পেপার বিতরণ করা হয়। এসময় রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম বলেন, ভোট শুরু হওয়ার আগেই সব কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে। তিনি আরও বলেন, রাতে রাজধানীতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সারাদিন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে রাজধানীতে ভোট অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
০৭ জানুয়ারি ২০২৪, ০৬:১৮

নড়াইলে নির্বাচনী কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম বিতরণ করা হয়েছে
নড়াইল-১ ও ২ এর নির্বাচনী কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম বিতরণ করা হয়েছে।  শনিবার (৬ জানুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ব্যালট বাক্স, ব্যাগ ও গালা পাঠানোর কাজের উদ্বোধন করা হয়। জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী সরঞ্জাম বিতরণ উদ্বোধন করেন। এ সময় জেলা নির্বাচন অফিসার মোহাম্মাদ জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা ছাড়াও নির্বাচনে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ৬টি স্টল করে যার যার কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের কাছে সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, নড়াইল-১ আসনে মোট কেন্দ্র ১১০টি, ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪ শত ৩ জন এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ১০ জন, মহিলা ভোটার ১ লাখ ৩৬ হাজার ৩৯৩ জন। অপরদিকে নড়াইল-২ আসনে মোট কেন্দ্র ১৪৭টি, ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন, পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন, মহিলা ভোটার ১ লাখ ৮৩ হাজার ৭৩৬ জন। উল্লেখ্য, নড়াইল-১ আসনে মোট ৬ জন, নড়াইল-২ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
০৬ জানুয়ারি ২০২৪, ১৭:১৮

আখাউড়ায় ৪৪ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, ব্যালট যাবে ভোরে
ব্রাহ্মণবাড়িয়ার-৪ আসনের (কসবা-আখাউড়া) কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন। শনিবার (৬ জানুয়ারি) দুপুর থেকেই কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়। আখাউড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার উপজেলা পরিষদ মিলনায়তন থেকে নির্বাচনী এ সরঞ্জাম পাঠানো শুরু করেন। পরে এক এক করে আখাউড়ার ৪৪টি কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হয়। এদিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা। তবে ভোটের দিন ভোর রাত ৪টায় ব্যালট যাবে। অন্যদিকে রোববার ভোর ৪টায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট হস্তান্তর করবেন বলে জানান আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদ আহমদ সিকদার। উল্লেখ্য, এবার ব্রাহ্মণবাড়িয়ার-৪ সংসদীয় আসনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে দলের মনোনয়ন পেয়েছেন আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের আইনমন্ত্রী আনিসুল হক এমপি। নির্বাচনে আখাউড়ায় এক লাখ ২৬ হাজার ২০৪ জন ভোটার ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করবেন।
০৬ জানুয়ারি ২০২৪, ১৬:৩০

২ হাজার ৯৬৪ কেন্দ্রে ভোটের আগের দিন যাবে ব্যালট পেপার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হাজার ৯৬৪ কেন্দ্রে ভোটের আগের দিন ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অধিকতর নিরাপত্তার জন্য ভোটগ্রহণের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত হয়েছিল। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের চাহিদার প্রেক্ষিতে পার্বত্য জেলা, উপকূলীয় এলাকা, দ্বীপ, চর অঞ্চল, নদী পরিবেষ্টিত দুর্গম এলাকা বিবেচনায় পরিশিষ্ট-ক তালিকায় বর্ণিত ২ হাজার ৯৬৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের পূর্বের দিন নির্বাচনী মালামালসহ ব্যালট পেপার প্রেরণের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এ ছাড়াও ভোটগ্রহণের দিন সকালে ব্যালট পেপার বিতরণের সময় যতদূর সম্ভব পর্যাপ্ত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীদের উপস্থিতিতে ব্যালট পেপার হস্তান্তরের ব্যবস্থা করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। এবার সংসদ নির্বাচনে মোট কেন্দ্র ৪২ হাজার ২৫টি। এর মধ্যে ৩৯ হাজার ৬১ কেন্দ্রে ভোটের দিন সকালে ব্যালট পেপার যাবে। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ভোটারের সংখ্যা মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ। এর মধ্যে নতুন ভোটার ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার। মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৭৬ লাখ ও নারী ৫ কোটি ৮৯ লাখ। আর ট্রান্সজেন্ডার ভোটার ৮৪৯ জন।
০৫ জানুয়ারি ২০২৪, ০৭:১৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়