• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo
স্কুলের পুকুরে ব্যান্ডেজ বাধা অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার
রাজশাহীর হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে ব্যান্ডেজ বাধা অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, আজ সকালে ব্যান্ডেজ বাধা অবস্থায় এক কিশোরের মরদেহ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশের খবর দিলে রাজপাড়া থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।   মৃত ওই কিশোরের নাম নাবিদুল ইসলাম অনুপম (১৫)। তিনি নগরীর তেরখাদিয়ার মধ্যপাড়া এলাকায় তার নানির বাড়িতে থাকতেন। মৃত নাবিদুলের স্বজনরা জানান, নাবিদুল ইসলাম মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। এরইমধ্যে তিনি নিজের গায়ে আগুন দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একবার ভর্তিও হয়েছিলেন। হঠাৎ আজ সকালে সবার চোখকে ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান নাবিদ। পরে তার মরদেহ পুকুরে পাওয়া যায়।  এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হক জানান, মরদেহটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়