• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo
ইইউর নিষেধাজ্ঞার কবলে ইসরায়েলি চার ব্যক্তি ও দুই সংস্থা
ফিলিস্তিনিদের ওপর অমানবিক নির্যাতনের দায়ে ইসরায়েলের চার ব্যক্তি এবং দুটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গ্লোবাল হিউম্যান রাইটস।  শুক্রবার (১৯ এপ্রিল) ইসরায়েলি ওই চার ব্যক্তি ও দুই সংস্থা ইইউ'র নিষেধাজ্ঞা ব্যবস্থার তালিকাভুক্ত হয়েছেন।  নিষেধাজ্ঞার তালিকাভুক্ত সংস্থাগুলো হলো— লেহাভা, যা একটি উগ্র ডানপন্থী ইহুদি আধিপত্যবাদী গোষ্ঠী এবং হিলটপ ইয়ুথ, যা পশ্চিম তীরে ফিলিস্তিনি এবং তাদের গ্রামের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডের জন্য পরিচিত সদস্যদের নিয়ে গঠিত একটি উগ্র যুব দল। হিলটপ ইয়ুথের দুই নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, মেইর এটিংগার এবং এলিশা ইয়ারেডও এই তালিকাভুক্ত। দুজনেই ২০১৫ এবং ২০২৩ সালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে মারাত্মক হামলায় জড়িত ছিল। এছাড়া বাকি দুই ব্যক্তির নাম নেরিয়া বেন পাজি ও ইয়িনন লেভি। এদের মধ্যে নেরিয়া বিরুদ্ধে ২০২১ সাল থেকে ওয়াদি সিক এবং দেইর জারিরে বারবার ফিলিস্তিনিদের হামলা করার অভিযোগ আছে এবং ইয়িনন লেভি মিতারিম ফার্মের অবৈধ ফাঁড়িতে তার বাসভবন থেকে পার্শ্ববর্তী গ্রামের বিরুদ্ধে একাধিক সহিংস কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। 
২০ এপ্রিল ২০২৪, ০৪:১৯

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা
বিখ্যাত মার্কিন সাময়িকী টাইম-এর ২০২৪ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের মেরিনা তাবাশ্যুম। তিনি একজন স্থপতি। উদ্ভাবক ক্যাটাগরিতে তিনি এই তালিকায় জায়গা পেয়েছেন।  বুধবার (১৭ এপ্রিল) ২০২৪ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির এই তালিকা প্রকাশ করেছে টাইম। তালিকায় থাকা প্রভাবশালী অন্যদের মধ্যে রয়েছেন রাশিয়ার ইউলিয়া নাভালনায়া, শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কসহ পরিচিত অনেক মুখ। ভারতের চলচ্চিত্র অভিনেত্রী আলিয়া ভাট শিল্পীশ্রেণিতে এই তালিকায় স্থান পেয়েছেন।   মেরিনা তাবাশ্যুম সম্পর্কে টাইম লিখেছে, স্থাপত্যচর্চায় তিনি এমন একটি রীতি তৈরি করেছেন, যেখানে স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধের পাশাপাশি আমাদের এই ধরিত্রী যে বিপদের মধ্য দিয়ে যাচ্ছে সেখানে তা অগ্রাধিকার পায়। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। টাইম লিখেছে, জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে থাকা বাংলাদেশে মেরিনা তাবাশ্যুম এমন এক ঘরানার বাড়ি তৈরি করেছেন, যার নির্মাণ ব্যয় যেমন কম, তেমনি এই বাড়ি সহজে স্থানান্তরও করা যায়। স্থপতি মেরিনা তাবাশ্যুমের এটিই প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি নয়। ২০২১ সালে মানবিক ঘর তৈরির জন্য যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সন পদক পান তিনি। ২০২০ সালে ব্রিটিশ সাময়িকী প্রসপেক্ট–এর ৫০ চিন্তাবিদের মধ্যে শীর্ষ ১০ জনে স্থান করে নিয়েছিলেন তিনি। তিনি ১০ জনের মধ্যে তৃতীয় হন।
১৮ এপ্রিল ২০২৪, ১২:১০

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নির্বাণ’ / ‘মায়া আর ব্যক্তি ইভা একেবারেই আলাদা’
৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদশি সিনেমা ‘নির্বাণ’। মঙ্গলবার (২ এপ্রিল) উৎসবের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় মূল প্রতিযোগিতা বিভাগে ‘নির্বাণ’-এর অন্তর্ভুক্তি বিষয়টি নিশ্চিত করা হয়। সিনেমাটি পরিচালনা করেছেন আসিফ ইসলাম। সিনেমাটির গল্প প্রসঙ্গে নির্মাতা আসিফ জানান, মানবিক আবেগের একটি কাব্যিক অন্বেষণ ‘নির্বাণ’। শান্তির খোঁজে বের হওয়া তিন ব্যক্তির একটি অসাধারণ যাত্রা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফাতেমা তুজ জোহরা ইভা, প্রিয়ম অর্চি এবং ইমরান মাহাথিসহ অনেকে। বড় বড় একাধিক বিজ্ঞাপনচিত্রে প্রধান মুখ হিসেবে কাজ করলেও নিজের অভিনীত প্রথম সিনেমা আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নেওয়ায় ভীষণ উচ্ছ্বসিত ইভা। সিনেমাটিতে নিজের যাত্রা নিয়ে অনুভূতি প্রকাশ করলেন উদীয়মান এই অভিনেত্রী। জানালেন, নির্বাণ-এ তার চরিত্রের নাম মায়া। এই মায়া আর ব্যক্তি ইভা একদমই আলাদা দুই চরিত্র।      ইভা বলেন, ‘নির্বাণ’র মায়ার বয়স আমার চেয়েও বেশি। বয়সের ভারিক্কি আনতে বেগ পেতে হয়েছে আমাকে। কারণ, মায়া আর আমি ব্যক্তি ইভা একেবারেই আলাদা। আমরা এক মাস গাজীপুরে ট্রান্সফর্মার ফ্যাক্টরিতে কাজ করেছি। আমি আসলে ট্রান্সফর্মারের কোর জিনিসপত্র বানানো শিখছি, বানিয়েছি। টাইম মেইনটেইন করেই অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করেছি, যাতে আমাদের আলাদা না লাগে। এই দীর্ঘ সময়ে আমার কো-অ্যাক্টরদের সঙ্গে ভীষণ ভালো বন্ডিং হয়েছে, যা কাজেও হেল্প করেছে। সিনেমাটির শুটিংয়ের সময়ের কিছু ঘটনার বর্ণনা দিয়ে নবীন এই অভিনেত্রী বলেন, ‘নির্বাণ’র একটা মজার ব্যাপার হচ্ছে এই সিনেমায় আমাদের কোনো স্ক্রিপ্ট ছিল না। আমাদেরকে সিচুয়েশচন বলে দেওয়া হতো সেই অনুযায়ী আমরা অভিনয় করতাম। তবে ক্যারেকটার বায়োগ্রাফি ছিলো প্রত্যেকের-ই শক্তপোক্ত। আসিফ ভাই (নির্মাতা) অধিকাংশ দৃশ্যই এক টেক এ ওকে করেছেন। এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কেননা আমরা যখন বারবার একই সিন করতে থাকি একটা সময়ে গিয়ে সেটা মেকি হয়ে যায়। এরই মধ্যে আরও তিনটি সিনেমার কাজ শেষ করেছেন ইভা। তবে সেসব নিয়ে এখনই সংবাদমাধ্যমে মুখ খোলা বারণ নির্মাতাদের। যেমনটি ছিল তার প্রথম সিনেমা ‘নির্বাণ’-এর ক্ষেত্রেও। তাইতো সিনেমাটি নিয়ে আলাদা আবেগের কথা জানালেন তিনি। ইভা বলেন, আমার ক্যারিয়ারে নির্বাণ একটা আলাদা জায়গায় থাকবে সবসময়। আসলে প্রত্যেকটা চরিত্রেরই আলাদা আলাদা জায়গা থেকে যায় আমাদের মধ্যে। তবে মায়া! তার মায়া আমি কাটাতে পারব না। মায়ার যন্ত্রণা, মায়ার কষ্ট এসবই আমার কাছে গচ্ছিত থেকে যাবে। আশা করি এই সিনেমা মস্কোভিযানের পরেও নানান দেশ জয় করবে। আমি অধীর আগ্রহে আছি কবে আমাদের দেশে সবাই মিলে সিনেমাটা দেখব। এদিকে মস্কো উৎসবের ৪৬তম এ আয়োজন শুরু হবে ১৯ এপ্রিল, চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। উৎসবে যোগ দিতে ১৮ এপ্রিল মস্কোর উদ্দেশে রওনা দেবেন নির্মাতা আসিফ ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার পাশাপাশি পুরো আয়োজনে উপস্থিত থাকবেন তিনি।
০৫ এপ্রিল ২০২৪, ১৫:২৯

বান্দরবানে ব্যাংক ডাকাতিতে শতাধিক ব্যক্তি জড়িত : র‍্যাব
বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে ডাকাতিতে শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।  তিনি বলেন, রাত সোয়া ৮টা থেকে ৯টার মধ্যে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার সময় বিদ্যুৎ না থাকার বিষয়টি তদন্ত করা হচ্ছে। সন্ত্রাসী সংগঠন কেএনএফ এই হামলা চালায়। খন্দকার আল মঈন বলেন, হামলাকারীরা পুলিশের ১০টি অস্ত্র ও আনসারের ৪টি অস্ত্র লুট করে। ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিন ভল্টের চাবি না দেওয়ায় তাকেও অপহরণ করে নিয়ে যায়। পরের দিন তারা থানচিতে আরও দুটি ব্যাংকে হামলা চালিয়েছে। তিনি বলেন, এই ঘটনার পরে তাদের সঙ্গে শান্তি আলোচনার পথ বন্ধ হয়ে গেছে। যা ইতোমধ্যে শান্তি কমিটি ঘোষণা করেছে। এখন সন্ত্রাসবিরোধী অভিযান চলমান রয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বান্দরবানে সশস্ত্র হামলা ও ব্যাংকে লুটপাটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  তিনি বলেন, কুকি-চিনের আস্তানা র‌্যাব ও সেনাবাহিনী নিশ্চিহ্ন করে দিয়েছিল। পরে তারা ভিন্ন কোনো দেশে আশ্রয় নিয়েছিল। এখন তারা কোথা থেকে আসছে, কীভাবে আসছে- মাঝে মাঝে তাদের প্রতিনিধি এসে আমাদের সঙ্গে কথা বলে। তারা বলতেছিল শান্তি চায়, এ এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য, অনেক কিছুই বলছিল। কিন্তু হঠাৎ করে আক্রমণ, হঠাৎ করে ব্যাংক ডাকাতি- আমাদের কাছেও এটা নতুন কোনো বিষয় মনে হচ্ছে। মন্ত্রী বলেন, ব্যাংকে ডাকাতি ছোট ঘটনা হিসেবে দেখা হচ্ছে না। কুকি-চিনকে কঠোরভাবে দমনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তারা আলোচনার মধ্যে এ ঘটনা ঘটিয়েছে।  
০৪ এপ্রিল ২০২৪, ২০:১২

মারা গেলেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি
বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জুয়ান ভিসেনটি পেরেজ মোরা শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ১১৪ বছর বয়সী মোরা গত মঙ্গলবার মারা গেছেন বলে জানিয়েছেন মোরার পরিবারের সদস্যরা। খবর- এএফপি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার নাগরিক মোরার মৃত্যু সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অনেকেই; ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোও রয়েছেন তাদের মধ্যে। মঙ্গলবার নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় মাদুরো বলেন, ‘১১৪ বছর বয়সী জুয়ান ভিসেনটি পেরেজ মোরা আজ আমাদের ছেড়ে অনন্তলোকে যাত্রা করেছেন।’ ২০২২ সালে পেরেজকে বিশ্বের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি বলে স্বীকৃতি দেয় গিনেজ। সে সময়ে তার বয়স ছিল ১১২ বছর।  পেরেজের ১১ সন্তান এবং ৪১ জন নাতি-নাতনি রয়েছে। এই ৪১ জনের আবার ১৮ সন্তান আছে, আর এই ১৮ জনেরও আছে ১২ সন্তান।  পেরেজ, যার ডাকনাম ছিল টিও ভিনসেন্ট, এল কোবরে শহরে ১৯০৯ সালের ২৭ মে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় আখ ও কফি কৃষক ছিলেন। জীবনের এক পর্যায়ে তিনি ওই শহরের শেরিফের দায়িত্ব নেন এবং স্থানীয় জমি ও পারিবারিক বিবাদ মেটানোর কাজ করেন। 
০৩ এপ্রিল ২০২৪, ১৪:০৩

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ বিশিষ্ট ব্যক্তি
জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার ২০২৪’। এবার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে তিনজন, বিজ্ঞান ও প্রযুক্তিতে একজন, চিকিৎসাবিদ্যায় একজন, সংস্কৃতিতে একজন, ক্রীড়ায় একজন এবং সমাজসেবায় তিনজন এ পুরস্কার পাচ্ছেন। সবমিলিয়ে ৬ ক্ষেত্রে ১০ জন এ পুরস্কার পাচ্ছেন।  শুক্রবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন—স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মোবারক আহমদ খান, চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ, সংস্কৃতিতে মোহাম্মদ রফিকউজ্জামান, ক্রীড়ায় ফিরোজা খাতুন, সমাজ বা জনসেবায় অরন্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী ও এসএম আব্রাহাম লিংকন। দেশের সর্বোচ্চ এ রাষ্ট্রীয় পুরস্কার ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।
১৫ মার্চ ২০২৪, ১৬:৪৫

পাট খাতে অবদান রাখায় পুরস্কার পেলেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান
পাট খাতে বিশেষ অবদান রাখায় এ বছর ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে সম্মাননা তুলি দিয়েছেন।  বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় পাট দিবস ২০২৪’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়। পাটখেত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এ বছর পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।  ১১টি ক্যাটাগরি হলো- ১. পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক/ বিজ্ঞানী/ উদ্ভাবক  ২. সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি  ৩. সেরা পাট উৎপাদনকারী চাষি  ৪. পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল  ৫.পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান  ৬.পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল  ৭.পাটের সুতা রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান  ৮. বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল  ৯. বহুমুখী পাটপণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান  ১০.বহুমুখী পাটপণ্যের সেরা মহিলা উদ্যোক্তা এবং  ১১. বহুমুখী পাটজাতপণ্য উৎপাদনকারী সেরা পুরুষ উদ্যোক্তা।
১৪ মার্চ ২০২৪, ১৩:৫৯

‘আরটিভি বীমা অ্যাওয়ার্ডস ২০২৩’ পেলেন এক ব্যক্তি ও ছয় প্রতিষ্ঠান
দেশের বীমা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এক ব্যক্তি ও ছয়টি প্রতিষ্ঠানকে ‘আরটিভি বীমা অ্যাওয়ার্ডস ২০২৩’ প্রদান করা হয়েছে। রোববার (১০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি বুধবার (১৩ মার্চ) আরটিভিতে সম্প্রচার করা হয়। ‘আরটিভি বীমা অ্যাওয়ার্ডস-২০২৩’ পেল যারা: সেরা লাইফ বীমা কোম্পানি ক্যাটাগরিতে এ বছর সম্মাননা পেয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। পাশাপাশি সেরা নন-লাইফ বীমা কোম্পানি ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ ছাড়া সেরা সংগঠন হিসেবে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং সেরা প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসেবে এক্সপার্টস একাডেমি লিমিটেডকে সম্মাননা প্রদান করা হয়েছে। পাশাপাশি বীমা ব্যক্তিত্ব প্রয়াত আলহাজ মকবুল হোসেনকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে। তার পুত্র সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান মজিবুল ইসলাম এই সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, আমাদের অনেকের অনেক সম্পদ থাকতে পারে। কিন্তু সেগুলো একা ভোগ করার জন্য নয়। প্রতিটি মানুষের জন্ম হয়েছে দেশ, সমাজ ও মানুষের জন্য কিছু-না কিছু করার জন্য। আমাদের মানবিক হতে হবে। অবহেলিত মানুষের জন্য সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আগামী প্রজন্মের জন্য কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাবে। আমাদের বীমা খাত অনেক পিছিয়ে আছে। এর মধ্যেও যারা ভালো করছে তাদের উৎসাহ দিতে হবে। খারাপ করলে তিরস্কার করতে হবে। এর ফলে ভালো করার প্রবল আগ্রহ তৈরি হবে। সবাই মিলে ভালোভাবে কাজ করে বীমা খাতকে সমৃদ্ধির জায়গা নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে আরটিভির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম বলেন, বীমা মানুষের রিস্ক কাভার করে। তাই মানুষকে বীমা করতে উৎসাহী করতে হবে। বীমার সুফল সম্পর্কে মানুষকে জানাতে হবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্য রাখায় এই খাতের গুরুত্ব অনেকে বেড়েছে। বীমা দিবস পালনের কারণে আমাদের প্রচারণা অনেক বেড়েছে। সবাই মিলে সততার সঙ্গে কাজ করে আমাদের বীমা শিল্পকে আরও এগিয়ে নিতে হবে। আমি মনে করি, এই শিল্পের সঙ্গে যারা জড়িত, তারা নিজেদের প্রতিশ্রুতি রাখলে বীমার প্রতি মানুষের আস্থা বাড়বে এবং এই শিল্প আরও সম্প্রসারিত হবে। স্বাগত বক্তব্যে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের পক্ষে দেশের মানুষকে সুসংগঠিত করতে বীমা খাতের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতির বাইরে একমাত্র বীমা খাতকে পেশা হিসেবে নিয়েছিলেন। ১৯৬০ সালের ১ মার্চ তিনি তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগ দিয়েছিলেন। সেখানে বসেই তিনি ছয় দফা প্রণয়ন করেন। মহান পিতার যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে বীমা পরিবারের সদস্য হিসেবে মনে করেন এবং বঙ্গবন্ধুর মতো তিনিও রাজনীতির বাইরে বীমা খাতকে পেশা হিসেবে বেছে নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। বীমা খাতের এমন ঐতিহাসিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে ২০২১ সাল থেকে প্রতি বছর আরটিভি বীমা অ্যাওয়ার্ডস প্রদান করে আসছে। তারই ধারবাহিকতায় এবার আমরা আরটিভি বীমা অ্যাওয়ার্ডস-২০২৩ প্রদান করছি। আমরা মনে করি বাংলাদেশের বীমা খাতের সম্ভাবনা কাজে লাগানো গেলে বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে। বিনিয়োগের জন্য অর্থের জোগান আসবে, সরকার রাজস্ব পাবে। একইসঙ্গে দেশের অর্থনীতি চাঙা হবে এবং সাধারণ মানুষের ভবিষ্যত সুরক্ষিত হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, সাবেক শিক্ষা সচিব ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান নজরুল ইসলাম খান প্রমুখ। আরটিভি বীমা অ্যাওয়ার্ডস ২০২৩-এর পুরো আয়োজন ছিল ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের সৌজন্যে। সহযোগিতায় ছিল কর্ণফুলী ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড, সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি এবং এক্সপার্টস একাডেমি লিমিটেড।  
১৪ মার্চ ২০২৪, ১১:৪৮

বোবা ব্যক্তি বিয়েতে যেভাবে কবুল বলেন
বিয়ে ইসলামের এক বিশেষ বিধান। বিয়ে আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত এবং নবি (সা.)-এর গুরুত্বপূর্ণ সুন্নাত। সব মানুষের জীবনে বিয়ে জরুরি। মানুষ একা একা থাকতে পারে না। বিয়ের মাধ্যমে মানুষ নিজের জীবন সঙ্গিনী খুঁজে পায়। প্রশান্তির ছায়া লাভ করে। পবিত্র কোরআনের সুরা নিসা অবতীর্ণ হয়েছে বিয়ে সংক্রান্ত বিধান বিষয়ে।  বোবা কিংবা বধির, অন্ধ কিংবা খোঁড়া—কারো জন্যই বিয়ে নিষিদ্ধ নয়। বরং চরিত্র সমুন্নত রাখতে এবং আদর্শ পরিবার গঠন ও মানবিক প্রশান্তি লাভের জন্য বিয়ে প্রধান ভূমিকা পালন করে। কোরআন-হাদিসে বিয়ের প্রতি উৎসাহিত করা হয়েছে।  আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমাদের মধ্যকার অবিবাহিতদের বিয়ে করিয়ে দাও এবং তোমাদের সৎ ক্রীতদাস ও ক্রীতদাসীদেরও। যদি তারা দরিদ্র হয় তবে আল্লাহ তার নিজ অনুগ্রহে ধনী বানিয়ে দেবেন’ (সুরা নুর: ৩২)। রাসুলুল্লাহ (স.) বিয়ের প্রতি উৎসাহ ও তাকিদ দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘চারটি জিনিস নবীদের চিরাচরিত সুন্নত। ১. লজ্জা-শরম, ২. সুগন্ধি ব্যবহার করা, ৩. মেসওয়াক করা এবং ৪. বিয়ে করা।’ (সুনানে তিরমিজি: ১০১৮) অন্য হাদিসে এসেছে, ‘যখন বান্দা বিয়ে করে, তখন সে তার দীনের অর্ধেক পূরণ করে। অতএব, বাকি অর্ধেকাংশে সে যেন আল্লাহকে ভয় করে।’ (সহিহ আল-জামিউস সাগির ওয়া জিয়াদাতুহু: ৬১৪৮; তাবারানি: ৯৭২; মুসতাদরাক হাকিম: ২৭২৮) বিয়ে শুদ্ধ হওয়ার জন্য ইজাব-কবুলের বাক্যগুলো সাক্ষীদের সামনে মৌখিকভাবে বলা আবশ্যক। তাই শুধু কাবিননামায় স্বাক্ষরের দ্বারা বিয়ে সম্পন্ন হয় না। (রদ্দুল মুহতার: ৩/১২, ফতোয়ায়ে হক্কানিয়া: ৪/৩১৫) তবে, বাকশক্তিহীন বা বোবা ব্যক্তি যদি লিখতে-পড়তে পারেন তাহলে তাকে বিয়ের প্রস্তাব ও কবুল লিখিতভাবে করতে হবে। আর যদি তিনি লিখতে না পারেন তাহলে তিনি ইশারা করে সম্মতি প্রকাশ করলেও বিয়ে সম্পন্ন হয়ে যাবে। (কিতাবুল আসাল: ৪/৫১৬; শরহু মুখতাসারিত তাহাবি: ৩/১১৩; আলমাবসুত, সারাখসি: ৬/১৪৩; ফাতহুল কাদির: ৩/৩৪৮; ফতোয়ায়ে হিন্দিয়া: ১/২৭০; রদ্দুল মুহতার: ৩/২৪১) হজরত ইবনে মাসউদ (রা.) বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, হে যুব সম্প্রদায়! তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ের সামর্থ্য রাখে, সে যেন অবশ্যই বিয়ে করে। কেননা তা দৃষ্টিকে অবনত করে এবং লজ্জাস্থানকে সুরক্ষিত রাখে। আর যে ব্যক্তি সামর্থ্য না রাখে, সে যেন রোজা রাখে। কেননা রোজা প্রবৃত্তিকে দমন করে।(বুখারি ও মুসলিম শরিফ) হজরত আনাস (রা.) বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিবাহ করল সে তার অর্ধেক ইমান পূর্ণ করে নিলো। এখন সে যেন বাকি অর্ধেকের জন্য তাকওয়া ও আল্লাহভীতি অবলম্বন করে।(বায়হাকি শরিফ) রাসুল (স.) ইরশাদ করেছেন, ‘বিয়ে আমার সুন্নত, যে আমার সুন্নত অনুযায়ী আমল করে না, সে আমার দলভুক্ত নয়। তোমরা বিয়ে করো। কেননা আমি উম্মতের সংখ্যা নিয়ে হাশরের মাঠে গর্ব করব।’ (ইবনে মাজাহ: ১৮৪৬) উল্লেখ্য, বিয়েতে ধার্য করা মোহর প্রত্যেকের ক্ষেত্রে পরিশোধ করা জরুরি। মোহর আদায়ের নিয়তবিহীন বিয়েকে হাদিসে ব্যভিচারের সঙ্গে তুলনা করা হয়েছে। (আল মুজামুল আওসাত: ১৮৫১)। তাই সামর্থ্য অনুযায়ী মোহর ধার্য করা এবং তা যথাসম্ভব দ্রুত পরিশোধ করা শরিয়তের নির্দেশ। 
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৮

জান্তা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এ নিষেধাজ্ঞা জারি করে বিবৃতি প্রকাশ করেছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট।  বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারে সামরিক শাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত দুইটি সংস্থা এবং চার ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো শ্বে বায়াইন ফিউ গ্রুপ অব কোম্পানিজ এবং শিপিং ফার্ম মিয়ানমার ফাইভ স্টার লাইন কোম্পানি লিমিটেড। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকেই অস্থিরতা বিরাজ করছে মিয়ানমারে। জান্তাবিরোধী গণবিক্ষোভ এবং ভিন্নমতের দমনে ব্যাপক হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। এর মধ্যেই বুধবার জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সামরিক সরকার।  যুক্তরাষ্ট্র বলছে, গত তিন বছরে মিয়ানমারের জান্তা বাহিনী ক্রমাগতভাবে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশটির জনগণের ওপর নিপীড়ন চালিয়েছে। সেইসঙ্গে স্বাধীনভাবে জনগণের নেতা নির্বাচনের ক্ষমতাকেও অস্বীকার করেছে। ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক এলাকায় হামলা চালানোর জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে সহায়তা করেছে নিষেধাজ্ঞা পাওয়া প্রতিষ্ঠান ও ব্যক্তিরা। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ফর টেররিজম অ্যান্ড ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বিভাগের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেন, ‘আমাদের এই পদক্ষেপের ফলে মিয়ানমারের জনগণের ওপর হামলা চালানোর জন্য প্রয়োজনীয় সম্পদ থেকে সামরিক সরকারকে বঞ্চিত করা হবে। এ বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’  প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারের শাসনক্ষমতা দখল করেই দেশটিতে জরুরি অবস্থা জারি করে জান্তা। পরে বুধবার জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর ঘোষণা দেয় সামরিক সরকার। এছাড়া নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেয়া হলেও, তা যে খুব দ্রুত হচ্ছে না তার ইঙ্গিত পাওয়া গেছে। বুধবার দেশটির নির্বাচনী সংস্থার প্রধান থেইন সোকে বহিষ্কার করেছে সামরিক সরকার। এদিন জান্তা ঘোষণা করেছে, থেইন সোকে স্বাস্থ্যগত কারণে অবসর নেয়ার অনুমতি দেওয়া হয়েছে। তার স্থলে কো কো নামের একজনকে নির্বাচনী সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়