• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo
বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ১, আহত ২
মাদারীপুরের কালকিনিতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মোদাসসের শিকদার (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার সিডিখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নতুনচর দৌলতখান গ্রামের আড়িয়াল খাঁ নদের পাড়ে এ ঘটনা ঘটে। নিহত মোদাসসের শিকদার বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন। আহতরা হলেন একই এলাকার হারুন ঢালী ও দাদন ঢালী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আড়িয়াল খাঁ নদের পাশে নতুনচর দৌলতখান এলাকায় বসে হাতবোমা বানাচ্ছিলেন কয়েকজন। এ সময় একটি বোমা বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোদাসসের শিকদার। হারুন ঢালী ও দাদন ঢালী নামের আরও দুজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠায় পুলিশ। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
২৭ মার্চ ২০২৪, ২১:৩০

বিপিএল নিয়ে বোমা ফাটালেন কোচ হাথুরুসিংহে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মান নিয়ে প্রশ্ন তোলা নতুন কোনো বিষয় নয়। যা নিয়ে ভক্ত-সমর্থকদের মনে আক্ষেপের শেষ নেই। এতে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন বিপিএল গর্ভনিং কমিটি। এবার বিপিএল নিয়ে বোমা ফাটালেন টাইগার হেড কোচ হাথুরুসিংহে। বিপিএল শেষ করে শ্রীলঙ্কা সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। তাই ছুটি শেষ করে ঢাকায় ফিরেছেন লঙ্কান হেড মাস্টার। এরপর জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিপিএল নিয়ে রীতিমত ক্ষোভ ঝেড়েছেন হাথুরু।  বাংলাদেশ কেন টি-টোয়েন্টিতে বিশ্বমানের দল হতে পারছে না? কোচ হিসেবে কেমন মাইন্ডসেট তৈরি করার চেষ্টা করছেন? এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, উপায় নেই তো! আমাদের একটা সঠিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। শুনতে খারাপ লাগবে, কিন্তু মাঝে মাঝে বিপিএল দেখতে গিয়ে আমি টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো কোনো ক্লাসেরই না। বিপিএলে ভালোমানের বিদেশি খেলোয়াড় আসছেন কম। যারাও আসছেন, পুরো টুর্নামেন্ট খেলছেন না। যার যখন ইচ্ছে হুট করে চলে যাচ্ছেন আরেক টুর্নামেন্টে। খেলোয়াড়দের আসা-যাওয়ার মধ্যেই দল সাজাতে হচ্ছে। ফলে স্থিতিশীলতা থাকছে না টুর্নামেন্টের। খেলোয়াড়দের ইচ্ছামতো আশার যাওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছেন টাইগার কোচ। তিনি বলেন, এই সিস্টেম নিয়ে আমার ঘোর আপত্তি আছে। আইসিসির এটা দেখা উচিত। বোর্ডেরও আমাদের জন্য কিছু করা উচিত। নিয়মনীতি থাকা দরকার।  একজন খেলোয়াড় একটি টুর্নামেন্টে খেলছে, আবার খেলছে আরেক টুর্নামেন্টে। যেন সার্কাসের মতো। খেলোয়াড়রা সুযোগের কথা বলবে, এটা ঠিক নয়। এতে মানুষ আগ্রহ হারায়, আমি যেমন হারিয়েছি। বিপিএলে বিদেশি ক্রিকেটাররা সুযোগ পেলেও বাংলাদেশিদের মধ্যে হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ সুযোগ পায় না। তাই বিসিবিকে নতুন প্রস্তাব দেন। হাথুরু বলেন, আমাদের একটা টুর্নামেন্ট দরকার যেখানে আমাদের খেলোয়াড়রা কিছু করতে পারবে-ধরুন বাংলাদেশি ব্যাটার সেরা তিনের মধ্যে ব্যাট করলো, বোলাররা ডেথে বল করার সুযোগ পেলো। তা না হলে তারা এসব কোথায় শিখবে? তিনি আরও বলেন, আমার আদর্শ পরামর্শ হলো, বিপিএলের আগে আরেকটা টুর্নামেন্ট হোক। এখানে তো ফ্র্যাঞ্চাইজি যা চাচ্ছে, তাই করছে। আমাদের কয়েকজন সেরা খেলোয়াড়ও খেলতে পারছে না। তাহলে আপনি কিভাবে আশা করেন, আমরা অন্য দলগুলোর মতো হবো? আমি কঠিন এক যুদ্ধ করছি।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৬

আ. লীগ নেতার বাড়িতে হামলা, গুলি ও অগ্নিসংযোগের অভিযোগ
গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোররাত ৩টায় শ্রীপুর দক্ষিণ ভাংগনাটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং নূরে আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নূরে আলম মোল্লা জানান, গতকাল রাত ১২টায় আক্তারুজ্জামান নামে একজন ফোন করে তাকে মেরে ফেলার হুমকি দেন। ভোররাত পৌনে ৩টার দিকে তিনি বাইরে শব্দ শুনতে পান। দুর্বৃত্তরা ভোররাত ৩টা থেকে গুলি শুরু করে। প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়ে। পেট্রোল বোমা ছুড়ে বাসার বারান্দায় আগুন ধরিয়ে দেয়। এতে বারান্দার কিছু অংশ পুড়ে যায়। তিনি আরও বলেন, তারা দুইটা মোটরসাইকেলে করে এসে গুলি, হামলা ও পেট্রোল বোমা মেরে ভাঙচুর করে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান ঘটনাস্থলে এসে ৬ রাউন্ড গুলি নিয়ে গেছে। দুর্বৃত্তদের দেওয়া গুলি সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে। এ সময় তারা বাড়ির গেটের সামনে পেট্রোল জাতীয় কিছু ফেলে রেখে যায়। সকালে বাড়ির আশপাশ থেকে আরও ৪ রাউন্ড গুলি ও অল্প পরিমাণ পেট্রোলসহ দুইটি পেপসির বোতল পাওয়া যায়। এ বিষয় অভিযুক্ত আকতার হোসেন খানকে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৫

গাজায় সপ্তাহে ৬ হাজার বোমা ফেলছে ইসরায়েল 
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে টানা তিন মাসেরও বেশি সময় ধরে। হামাস উৎখাতের দোহাই দিয়ে প্রতি সপ্তাহে অবরুদ্ধ উপত্যকাটিতে অন্তত ৬ হাজার বোমা ফেলছে দখলদার রাষ্ট্রটির সেনারা। তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না কেউই, এমনকি নবজাতক শিশুও না। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) এসব তথ্য তুলে ধরেছেন দক্ষিণ আফ্রিকার আইনজীবী আদিলা হাসিম। একই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যার অভিপ্রায় নিয়ে ইসরায়েল এখনও হামলা চালিয়ে যাচ্ছে বলে দ্য হেগের বিচারকের সামনে যুক্তিতর্ক উপস্থাপন করেন তিনি। খবর মিডল ইস্ট আইয়ের।  দক্ষিণ আফ্রিকার এই আইনজীবী আদালতে বলেন, গণহত্যা কখনই আগে থেকে ঘোষণা করা হয় না, তবে এই আদালতের সামনে গত ১৩ সপ্তাহের যে প্রমাণ আছে, তাতে যুক্তিসঙ্গতভাবে ইসরায়েলের এই আগ্রাসন গণহত্যার অভিপ্রায় বলেই প্রতীয়মান হয়।   তিনি বলেন, গাজায় প্রতি সপ্তাহে ৬ হাজার বোমা ফেলছে ইসরায়েল। তাদের সেনাদের হাত থেকে  রেহাই পায়নি কেউ; এমনকি নবজাতক শিশুও নয়। জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানরা গাজাকে ইতোমধ্যে ‘শিশুদের কবরস্থান’ বলে অভিহিত করেছেন। এই আদালতের আদেশ ছাড়া অন্য কিছুই গাজাবাসীকে এই দুর্ভোগ থেকে রক্ষা করতে পারবে না। প্রসঙ্গত, গত মাসে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। সেখানে তারা বলেছিল, ফিলিস্তিনিদের জাতিগতভাবে ধ্বংস করার উদ্দেশ্যে যে কায়দায় হামলা চালাচ্ছে ইসরায়েল তা গণহত্যার শামিল। শুনানিতে দক্ষিণ আফ্রিকার আরেক আইনজীবী টেম্বেকা এনকুকাইতোবি বলেন, ইসরায়েলের গণহত্যামূলক বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে প্রিটোরিয়া একা নয়; জাতিসংঘের অন্তত ১৫ জন বিশেষ প্রতিবেদক এবং জাতিসংঘ ওয়ার্কিং গ্রুপের  ২১ জন সদস্য সতর্ক করেছেন যে, গাজায় যা ঘটছে তা গণহত্যাকেই প্রতিফলিত করে। তিনি বলেন, ইসরায়েলের সামরিক বাহিনী যেভাবে আক্রমণ পরিচালনা করছে তাতে গণহত্যার অভিপ্রায় স্পষ্ট। এমনকি দেশটির রাজনৈতিক নেতা, সামরিক কমান্ডার এবং সরকারি পদে অধিষ্ঠিত ব্যক্তিরা পরিকল্পিতভাবে এবং স্পষ্ট ভাষায় তাদের গণহত্যার অভিপ্রায় ঘোষণা করেছেন। ইসরায়েলের সংসদের মধ্যে ‘গণহত্যামূলক বক্তব্য’ এখন সাধারণ ব্যাপার হয়ে উঠেছে; তাদের অনেক এমপি গাজাকে নিশ্চিহ্ন ও চূর্ণ করার আহ্বান জানিয়েছেন। দ্য হেগে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মামলার শুনানির প্রতিক্রিয়ায় ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য নিসিম ভাতুরি বলেন, হেগে উপস্থিত হওয়া তার দেশের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার। গাজায় কোন নিরপরাধ মানুষ নেই। উল্লেখ্য, এই প্রথম জাতিসংঘের গণহত্যা কনভেনশনের অধীনে বিচারের সম্মুখীন হতে হচ্ছে ইসরায়েলকে। বৃহস্পতিবারের আদালতের কার্যক্রম চলাকালীন দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্বকারী আরেক আইনজীবী অধ্যাপক ম্যাক্স ডু প্লেসিস বলেন, ইসরায়েল ফিলিস্তিনি জনগণকে অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে নিপীড়ন চালিয়ে যাচ্ছে।দুঃখজনক ব্যাপার, গণহত্যার মামলাগুলো প্রমাণ করা খুব কঠিন, সমাধান হতে কয়েক বছর সময় লাগতে পারে। তবে দ্রুত  ইসরায়েলকে এই হত্যা বন্ধ করার জন্য আদেশ দিতে আদালতে দাবি তুলেছে দক্ষিণ আফ্রিকা।  গত ৭ অক্টোবর থেকেই গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা  সাড়ে ২৩ হাজারের কাছাকাছি পৌঁছেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৬০ হাজার মানুষ। ইসরায়েলের এই হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনও অবকাঠামো।  ভূ-খণ্ডটির মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবিরসহ বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে তারা।
১২ জানুয়ারি ২০২৪, ১২:৪১

বিজয় মিছিলে বোমা হামলা, স্বতন্ত্র প্রার্থীর আহত কর্মীর মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলার ঘটনায় এমারাত সরদার (৪০) নামে আহত এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। এ ঘটনায় আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন নিহতের পরিবার। এমারাত সরদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার প্রাইম জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোলাম মুস্তফা। তিনি ব‌লেন, আহত ব‌্যক্তি চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌ছে। পুলিশ ও স্থানীয়রা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপকে বিপুল ভোটে পরাজিত করে বিজয়ী হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। এরপর গত ৮ জানুয়ারি সকালে তাহমিনা বেগমের সমর্থক আলিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের কালিগঞ্জ বাজার থেকে ফাঁসিয়াতলা বাজারের যাচ্ছিল। এ সময় পথে আলীনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রার্থীর সমর্থক শাহিদ পারভেজের কর্মীরা মিছিলে অতর্কিত হামলা চালান। এতে আহত হন কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে এমারত সরদারের অবস্থা গুরুতর হওয়ায় জেলা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার প্রাইম জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলায় জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।
১১ জানুয়ারি ২০২৪, ২০:৫১

জুরাইন থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার, মিলল চাঞ্চল্যকর তথ্য
রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনার পর জুরাইন রেলগেট-সংলগ্ন একটি বাড়ি থেকে ককটেল ও পেট্রোল বোমাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (৬ জানুয়ারি) রাজধানীর টিকাটুলির র‌্যাব-৩ এর সদরদপ্তরে এক বিফ্রিংয়ে এই তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১টার দিকে জুরাইন রেলগেট-সংলগ্ন রেললাইনের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ককটেল ও পেট্রোল বোমা তৈরিতে ব্যবহৃত ৬টি টেপসহ ৩০টি ককটেল ও ২৮টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন-কিশোরগঞ্জ জেলার নিকলী থানার দাসপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. আবুল কাশেম (৩৫), একই জেলার নিকলী থানার শহরমোড় এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে মো. ফজলে রাব্বী (২৭) এবং নিকলী থানার কারপাশা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. আলমগীর হোসেন (৩০)। র‌্যাব-৩ জানায়, গত ২৮ অক্টোবর বিরোধী দলের মহাসমাবেশের পর হরতাল ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতাকারীরা রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মানুষের মনে ভীতি সঞ্চারের চেষ্টা করে আসছে। আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমাল রক্ষায় র‍্যাব নাশকতাকারীদের গ্রেপ্তারে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। সৃষ্ট নাশকতা দমনে গাড়ি ও ট্রেনে অগ্নিসংযোগকারী এবং ককটেল প্রস্তুতকারীদের গ্রেপ্তারে র‍্যাব-৩ ইতোপূর্বেও উল্লেখযোগ্য অভিযান পরিচালনা করেছে। সর্বশেষ শুক্রবার রাতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর জুরাইন রেলগেট-সংলগ্ন রেললাইনের পাশের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ককটেল ও পেট্রোল বোমা প্রস্তুতকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জ এলাকার আয়নাল নামের এক ব্যক্তি গ্রেপ্তারদের এই ককটেল ও পেট্রোল বোমা প্রস্তুত করার জন্য নির্দেশ প্রদান করে। এসব ককটেল ও পেট্রোল বোমা দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য একটি দুষ্কৃতিকারী মহলের রাজধানীতে বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনা সফল করতে আয়নালের নির্দেশ অনুযায়ী গ্রেপ্তাররা রাজধানীর জুরাইন রেলগেইটের পাশের একটি বাড়ি ভাড়া করে সেখানে ককটেল ও পেট্রোল বোমা প্রস্তুত করছিল। র‌্যাব আরও জানায়, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতা করার জন্য এই ককটেল ও পেট্রোল বোমা প্রস্তুত করা হয়েছে। নির্বাচনের পূর্বে এসব ককটেল ও পেট্রোল বোমা রাজধানীর বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক, জানমালের ক্ষতিসাধন ও নির্বাচনকে বানচাল করার চেষ্টা চালানোর পরিকল্পনা ছিল।  এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়াও আয়নালসহ এ ঘটনায় যেসব নাশকতাকারীর সম্পৃক্ততা রয়েছে তাদের গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব। উল্লেখ্য, শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে দগ্ধ কয়েকজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। ট্রেনে নাশকতার ওই ঘটনার পর রাতেই গোপীবাগের কাছাকাছি একটি বস্তিতে বিপুল পরিমাণ বিস্ফোরকের সন্ধান পায় র‌্যাব। রাতেই বিষয়টি নিশ্চিত করেছিলেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
০৬ জানুয়ারি ২০২৪, ১৩:০৭

সড়ক থেকে ৪টি বোমা সদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুর গাংনী উপজেলার চাঁদপুর-শালদহ উত্তর মাঠের পাকা সড়কের ওপর থেকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। আরও পড়ুন : ককটেল ফাটিয়ে নৌকার পোস্টার-প্রতিকৃতিতে আগুন   শনিবার (৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে এগুলো উদ্ধার করে গাংনী পুলিশের একটি দল।  হেমায়েতপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাগরি হোসেন জানান, সকালে ঘুম থেকে উঠে বোমা সাদৃশ্য বস্তুটি চারটি পড়ে থাকার বিষয়ে জানতে পারি। পাকা সড়কের ওপরে দুটি কলাগাছ কেটে ফেলে রাখা হয়। এর পাশে দুটি এবং পাকা সড়কের পাশে আরও দুটি বোমা সাদৃশ্য বস্তু পড়ে ছিল। বিষয়টি জানানো হলে গাংনী থানা পুলিশের একটি টিম গিয়ে তা উদ্ধার করে। আরও পড়ুন : দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের    এ বিষয়ে গাংনী থানার এসআই দেবাশীষ অধিকারী জানান, কাল স্কচটেপ দিয়ে মোড়ানে বোমা সাদৃশ্য বস্তু চারটি পানিতে চুবিয়ে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে থানায় নেওয়া হয়েছে।
০৬ জানুয়ারি ২০২৪, ১৩:০৪

নারায়ণগঞ্জে স্লিপার কোচে বোমা সদৃশ বস্তু উদ্ধার
নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় কক্সবাজারগামী একটি পরিবহনের স্লিপার কোচের ভেতরে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। আতঙ্কে যাত্রীবাহী বাসটি থামিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। স্লিপার কোচের ড্রাইভার রুবেল জানান, আজ রাত ৮টার সময় কক্সবাজারের উদ্দেশে গাবতলী বাসস্ট্যান্ড থেকে তার গাড়িটি ছেড়ে আসে। পথের মধ্যে তারা সায়েদাবাদ থেকে যাত্রী নেয়।এ সময় পথের মধ্যে সুপারভাইজার যাত্রী চেক করলে একজন যাত্রী কম দেখেই খোঁজাখুঁজি করে তার সিটে একটি ব্যাগ দেখতে পায়। পরে ব্যাগ খুলে বোমা সদৃশ বস্তু দেখতে পান। এ সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে ড্রাইভার গাড়ি থামিয়ে পুলিশকে খবর দেন। 
০৫ জানুয়ারি ২০২৪, ২৩:৫০

মেহেরপুরে আমবাগানে বোমা বিস্ফোরণ, কৃষক আহত
মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের মাঠে বোমা বিস্ফোরণে সোহান (৪০) নামের এক কৃষক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।  গুরুতর আহত অবস্থায় সোহানকে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সোহান শোলমারী গ্রামের হামিদুল ইসলামের ছেলে।  শোলমারী গ্রামের কৃষক মুকুল হোসেন জানান, শোলমারী গ্রামের মাঠে সোহান তার কলাখেতে কাজ করছিলেন। এক পর্যায়ে সেখানে বোমার বিস্ফোরণের শব্দ শুনে কৃষকরা এগিয়ে গিয়ে সোহানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে হাসপাতালে আনা হয়।  আহত সোহানের মা রোকেয়া খাতুন জানান, কলাখেত থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে ঘাসের মধ্যে পায়ের নিচে পড়ে বোমা বিস্ফোরণ হয়। এতে সোহানা আহত হয়েছে।  মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সোহানের বুকের ডান পাশ পেট ও হাত-পায়ে বোমার  স্প্লিন্টা‌রে গুরুতর জখম রয়েছে। ‌উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করা হয়েছে।  মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, কীভাবে বোমা বিস্ফোরণ হয়েছে এবং বোমাটি কোথা থেকে আসলো তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
০৩ জানুয়ারি ২০২৪, ১৫:২৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়